এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 202.142.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৫459816
  • //এটা বুঝতে হবে ভাট কিন্তু খেলার মাঠ না, ওখানে যেটা চলে এখানে চলবে না। কারণ খুব ই সোজা, মাঠ আর ভাট এক না। //

    আমি অধীর অপেক্ষায় থাকব কখন মাঠের কথা ভাটে চলে আসলে এতগুলো প্রতিবাদী কণ্ঠস্বরকে ঝাঁক বেধে দেখতে পাওয়া যায়। নাহলে বুঝব এখানেও পুরোমাত্রায় কাস্ট হায়ারার্কি এবং ক্লাস হায়ারার্কি বিদ্যমান।

  • এলেবেলে | 202.142.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩০459815
  • ১. আমি 'খচে' যাইনি। দয়া করে আপনি ও আপনারা আমার সম্পর্কে এই জঘন্য প্রি-কনসিভড নোশন থেকে বেরিয়ে আসুন। আমার পক্ষে সর্বদা অনলাইন থাকা সম্ভব হয় না, কাজেই চুপ করে গেলাম মানে খচে চুপ করে গেলাম এমনটা নয়।

    ২. এমনটাও নয় যেহেতু আমি রঞ্জনবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং তিনি খুবই মাই ডিয়ার মানুষ, তাই আমি আমার ইগো বজায় রেখে যেমন-তেমন করে ক্ষমা প্রার্থনা করেছি। আমার ইগো বস্তুটা নেই এবং ভুল করলে ক্ষমা চাইতে বিন্দুমাত্র লজ্জা নেই। এ ব্যাপারে আমি দাড়িদাদুকে অক্ষরে অক্ষরে পালন করি (এবং বঙ্গভঙ্গ পরবর্তী দাদু সম্পর্কে আমার ঈষৎ কান্নিক খাওয়া ভাবও আছে!)। যদি রঞ্জনবাবু না হয়ে অন্য কেউ হতেন এবং তিনি যদি মাই ডিয়ার না হতেন; তাহলেও আমার ক্ষমা চাওয়ার ভঙ্গী একই হত। মানে এক্ষেত্রে আমার কোনও বায়াসনেস কাজ করবে না।

    ৩. আপনি নিজেই লিখেছেন --- 'সারা পৃথিবী তে, ঘেটো একটা লিভিং কন্ডিশন'। ফাইন। তো আমি কি রঞ্জনবাবুর 'ময়মনসিংহের লোক' বলার প্রেক্ষিতে পাল্টা দুটো শব্দ ঘে টো মা ন সি ক তা বলা ছাড়া তার কোনও সোশিও-পলিটিক্যাল ব্যাখ্যা দিয়েছিলাম? যদি সেটা লিভিং কন্ডিশন হয় তাহলে সেই কন্ডিশনকে উচ্চারণ করলে এত 'গেল গেল' রব উঠল কেন? এটা কিন্তু ক্ষমা চেয়ে নেওয়ার পরে জিজ্ঞাসা করছি। মানে ওই শব্দদুটোর এত নেগেটিভ কনোটেশন আসল কেন? এ তো খুব নর্ম্যাল বিষয় মানুষের জীবনধারণের পক্ষে, তাই না? তবু উঠল কেন? নাকি আপনি বললেন তাই সেটা পেডান্টিক অ্যানালিসিস, আর আমি বললে সেটা রেসিস্ট কমেন্ট?

    ৪. সামান্য ব্যক্তিগত হওয়ার অনুমতি দেবেন? আপনাদের কারও নবদ্বীপের চূড়ান্ত ব্রাহ্মণ্যবাদী শিরোমণিদের গামছা পরা ঘটি কালচার নিয়ে সামান্যতম অভিজ্ঞতা আছে? সেই বাড়ির মাত্র তিন কাঠা জায়গা তো আমার ঠাকুর্দার উত্তরাধিকার সূত্রে বিনামূল্যেই পাওয়ার কথা। তিনি পেলেন না কেন? কেন প্রথমে মাত্র দেড় কাঠা জায়গা কিনতে পারলেন? তাও পিসি-কথিত শিরোমণিদের ওঁজলা ফেলার জায়গাটায়? অভিজ্ঞতা আছে পড়শিদের দ্বারা সেই তিন কাঠা জায়গাতেও এনক্রোচমেন্টের? অভিজ্ঞতা আছে দাদার পৈতে দিতে গেলে প্রায়শ্চিত্ত করতে হবে কিন্তু আমার দিতে হলে প্রায়শ্চিত্ত করতে হবে না - এই বিধান শুনে পৈতেই নেব না বলে দুদিন অনশন করে বাবাকে রাজি করানোর? অভিজ্ঞতা আছে তার পরে অন্তত দশ বছর আউটকাস্ট হওয়ার? এঁরা প্রত্যেকে আমার আত্মীয় কিন্তু। আপনারা আমাকে উদ্বাস্তু জীবনযাপনের চিত্র বোঝাবেন? নাকি এটাকেও ডিফেন্স মেকানিজম বলবেন? অথবা সেন্টু সেল করা?

    ৫. যাঁরা কাস্ট হায়ারার্কি এবং তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ক্লাস হায়ারার্কিকে প্রাণপণে কার্পেটের তলায় লুকিয়ে ফেলে আপাত-উদার সেজে 'ঘটি' আর 'বাঙাল' বলে দুটো গোল গোল সমসত্ত্বজাতীয় বল নিয়ে লাফালাফি করছেন, তাঁরা নিজেরা কতটা জেনেরালাইজেশন ও অ্যানেকডোটের শিকার - সেটা তাঁরা নিজেরা বুঝতে পারছেন? ওইরকম একমাত্রিক ঘটিবাঙাল জাতীয় কিছু এ পৃথিবীতে এক্সিস্ট করে?

    ৬. আপনাকে এবং বড়েসকে বলার, ঈশান উদ্বাস্তু ভোট শিফট নিয়ে যদি আমার মতোই বলে থাকেন তবে তাঁর পলিটিক্যাল অ্যানালিসিসকে আনত কুর্নিশ। এই কারণে নয় যে সেটা আমার সঙ্গে মিলে গেছে (ঈশান সুপারস্টার, এলে এক্সট্রা। তা-ও রোজ কাজ থাকে না) বরং এই কারণে যে সে এটা আমেরিকায় বসে করেছে। আমার পা বরাবর মাটিতে থাকে। এখানে যখন প্রগাঢ় প্রাজ্ঞরা পলিটিক্স নিয়ে ধুন্ধুমার মাচাচ্ছেন, তখন আমি রানাঘাটে ভোটের ডিউটিতে গিয়ে আগের রাতে একটা আঁখো দেখা হাল পাঠাই তিন লাইনের। কোনও সহৃদয় ব্যক্তি সেটাকে মেন সুতোতে তুলে দিলে তাঁদের তীব্র তাচ্ছিল্য চোখ এড়ায়নি। পরে যদ্দূর মনে পড়ে অমিত আমাকে নাম করে অ্যাপ্রিসিয়েট করেছিলেন।

    আমার কথা বাদ দিন। ও পুরো ঝড়ে বক মরে কেস। বরং ঈশানকে জিগিয়ে দেখুন সে ভোটিং প্যাটার্ন নিয়ে কী বলছে।

  • | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৭459814
  • আগেই বলেছিলাম না আকা আমাদের আসলে ভাল মানুষ।
  • | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৬459813
  • এই হ্যাঁ তিতাসকে ক্যালাবার জন্য কে কে আছে? দাও তো ধরে আচ্ছাসে! সাথে কান্টাও কশকশ করে।

    ঐটে ইবইতে আছে। আমার কাছে অবশ্যি একটা প্রি-প্রকাশিত কপিও আছে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪০459812
  • আকা, থ্যাম্ক ইউ। তোর কাছে এটা ভালো জিনিস শিখলাম। থ্যাংক ইউ। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • | 2601:247:4280:d10:192c:b86b:a4aa:***:*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৬459811
  • থ্যাাংকিউ আজ্জো:-)

  • aka | 143.59.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:২০459810
  • প্রসঙ্গত, এলেবেলের বক্তব্যের সাথে আমার বক্তব্যের কোন সম্পর্ক নেই।

    পরে কোন এক সময়ে বুঝিয়ে বলবখনে। সে অন্য বিষয়, কাল ঐ সময়ে মন্তব্যটা করা উচিত হয় নি, অনেক ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে। সরি চেয়ে নিলাম।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৬459809
  • আমি বুঝতে পারছিনা, এলে এত ডিফেনসিভ হচ্ছেন কেন, ফ পা ইজ ফ পা।
    ঘেটো তে কেউ শখ করে থাকে নি। সারা পৃথিবী তে, ঘেটো একটা লিভিং কন্ডিশন, যেটা বেশির ভাগ সময়ে যারা সেখানে থাকেন তাঁদের অনিচ্ছায় বা দুর্বিপাকে। হ্যা পার্টিশনে ফুল ডেমোগ্রাফি চেঞ্জ করেছে তো বটেই। তাতে অনেক রকম কাস্ট বেসড কলোনি সেটলমেন্ট হয়েছে, মনোরঞ্জন ব্যাপারি তো বলেছেন কলকাতায় আপার কাস্ট এসেছে , বাকি রা রেলিগেটেড, এবং এটা সোশাল এর ফল, নেটওয়ার্ক। সাবির আহমেদ আর কি যেন চ্যাটার্জি, ইয়াং বেশ ভালো ঐতিহাসিক, বলেছেন মুসলমান রা বেশি দক্ষিনে সরে গেছেন কলকাতার ভেতরের সেটলমেন্ট গুলো থেকে।
    বিভিন্ন লোক বিভিন্ন শত্রু বানিয়েছে, কলোনি সেটলমেন্ট , মতুয়া সেটলমেন্ট, ছিটমহল সেটলমেন্ট, পশ্চিমের জেলা গুলোর বাংআল পাড়া, এসব আলাদা আলাদা বৈশিষ্ট আছে, ছিট মহল নিয়ে অনুরাধা মুখার্জির কাজ আছে, কলকাতার মুসলমান দের পার্ক সার্কাসে সরে বা আরো দক্ষিনে সরে যাওয়া নিয়ে অনেকের অনেক কাজ আছে, তাতে কি হয়েছে। মানে তাতে বাংআল সেটলার এক্সপেরিয়েন্স এর যে ডকুমেন্টেশন হয়েছে তাতে বদল আনতে হয়েছে, কিন্তু তাই বলে যা বলেছেন বলা যাবে?

    কোনোটা দিয়েই তো ফ পা ডিফেন্ড হচ্ছে না। কি চাপ মাইরি, টেকোবুড়ো তো কিসুতেই কিসু মাইন্ড করেন না। টাকে চুমু খাবা যাবে বলে তো যা খুশি বলা যাবে না। যাক গে কাটান। কথায় কথায় খচে যাবেন না। আমি মাঝেই মাঝেই ভুল ভাল কমেন্ট করি, ওঁত পেতে থাকুন, আমাকে না হয় তখন প্যাঁক দেবেন।
    এটা বুঝতে হবে ভাট কিন্তু খেলার মাঠ না, ওখানে যেটা চলে এখানে চলবে না। কারণ খুব ই সোজা, মাঠ আর ভাট এক না। বাজে নিজের কাজে নিজে ডিস্ট্রাকশন করছেন। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • T | 146.196.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৪459808
  • আরে না, আমার কাছে আসল পুথি কিছু নেই। তাই বলে সেটা না থাকলেই বা আসবে না ক্যানো! :)

  • একক | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:১২459807
  • তবে, বুলবুলেও ছিল কিনা খ্যাল নাই। মোদ্দা কথা ক্যালাও শালারে ধরে!
  • একক | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:১০459806
  • হ্যাঁ, ইবই।
  • π | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৯459805
  • ওটা কি ইবই তে গেছিল?  তাই সার্চে আসছেনা?  

  • একক | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৫459804
  • হ্যাঁ, শ্রীপতি নামে কেও মুরতি গড়চে এরকম জায়গায় শুরু।

    এই ব্যাটা বহুদ্দিন লেখেনা, দাও ধরে!!
  • π | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৫459803
  • আরে আমি এতক্ষণ টি র গল্পটাই খুঁজছিলাম! কেন এলনা কে জানে। আবার দেখি।

    লেখকদের সবার নাম হাইপারলিনক করা থাকা খুব দরকার, এক জায়গায়।
  • π | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৩459802
  • এদিকে এটা আবার দাদু কবে বলে গেলেন! 

    हैदराबाद विश्वविद्यालय हिंदी पखवाड़ा - 2020

    भारतीय भाषाएँ नदियाँ हैं और हिंदी महानदी.
     
    - रवीन्द्रनाथ ठाकुर

    Ministry of Education

    University Grants commission

    Dr.Ramesh Pokhriyal Nishank

    Sanjay Dhotre

    Press Information Bureau - PIB,  Government of India

    The Siasat Daily

    Hyderabad Central University

    https://www.facebook.com/shree.gyanmote

  • T | 146.196.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৩459801
  • বি দা, হেইগুলি আমি পাচ্ছি বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষৎ। ছটা খন্ড বোধহয়। কখনো বিজিতকুমার দত্ত সম্পাদনা করেছেন, কখনো তারাপ্রসন্ন ভটচাজ। মার্কেটে এর সফট কপি আছে কিনা জানি না।


    পাইদি, আমি বছর চারেক আগে বোধহয় নোটশ বানিয়েছিলাম, সেই একটা গল্প লেখার জন্য। সেখান থেকে টুকে দিলাম। ঐ সাহিত্য পরিষৎ এর বইয়ে ক্রস রেফারেন্স আছে, যেমন অচিন্ত্য বিশ্বাসের পুথি পরিচয়। এতে এরকম কিছু কিছু আছে। আমি সরাসরি পড়িনি। তবে এইরকম প্রচ্রর ইন্টারেস্টিং জিনিশ রয়েছে।

  • i | 59.102.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৩459800
  • টি র সেই গল্পটা তুলে দেওয়া হোক। পুজোসংখ্যা ইবুকে ছিল। পুঁথির ভাষায় লেখা।
  • π | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৮459799
  • তবে আমি এই বাংাল ঘটি বিতর্ক, ইস্টবেংগল মোহনবাগান বাগযুদ্ধ এসব বহু জায়গাতেই দেখলাম ( ইনক্লুডিংং এই গুরু), হাল্কাভাবে শুরু হলেও বহুক্ষেত্রেই তা সীমা ছাড়ায় মনে হয়, আর তাতে রেসিস্ট মন্তব্য কিছু কম দেখিনা, দেখিনি, দু'পক্ষেই। অতিসাধারণীকরণ আর স্টিরিওটাইপিং করা হিউমারে সেরকম মজাও বিশেষ পাইনা।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৭459798
  • ট এর পুঁথির কমেন্ট টা দুর্দান্ত ইন্টারেস্টিং। আমার পুঁথির বাংলা সম্পর্কে কোন ধারণা নেই।
    তোদের বাড়িতে কি কি পুঁথি আছে দেখতে যাবা যাবে?
    নাকি তুই কোনো রিসার্চ করেছিশ, দারুণ অভিজ্ঞতা রে? আমি জীবনে পড়ি নি কোন পুঁথি। দূর থেকে জানালা দিয়ে দেখেছি।
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • একক | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৫459797
  • ওতে চিকেন দিন। মেথির তিতকুটে ভাব চিকেন টেনে নেবে।
  • π | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৪459796
  • ঘেটো মানসিকতা নিয়ে মন্তব্যটা খুবই বাজে এবং এক্ববারেই অপ্রাসংগিক মনে হয়েছে, মানে রঞ্জনদার কোন পোস্টে উত্তর না দেওয়া নিয়ে কীকরে আসে, বুঝিইনি। মজা করে বলা, তাও পড়ে বোঝাই যায়নি! লেখার পরে স্মাইলি দিয়ে মজা বোঝানোর বিরোধী হওয়া নাহয় বোঝা গেল, কিন্তু মজার লেখা পড়ে মজা বোঝাই না গেলে আর মজা কীসের! আর বাংালের গোঁ টোঁ, এগুলো মজা করে বলতে শুনেছি, ঘেটো মানসিকতাও মজার এই শুনলাম।
    অবশ্য এতে করে অত্যাচারের জাস্টিফিকেশন কি বেশ হয়েছে, অত্যাচার হয়েছে, এটা কীভাবে এল সেটা বুঝিনি।
    বুঝিনি, পূর্ববংগ থেকে আসা সব লোকজন, সব বাংাল মুসলিমবিদ্বেষী, নমঃশূদ্রের উপর অত্যাচারী, এরকম ভুলভাল জেনেরালাইজেশনের ভিত্তি কী? তথ্য, আনেকডোট? তো সেক্ষেত্রে তথ্যসূত্র চাইব। আনেকডোট বললে পাল্টা আনেকডোট এতই আসবে যে এই জেনেরালাইজেশন দাঁড় করানো চাপ হতে পারে।

    তবে অনেক কলোনি এলাকায় বিজেপির রমরমা নিয়্র কলোনির বহু লোকেই হতাশ।
    নমঃশূদ্রদের মধ্যেও যা দেখছি! এই সুকৃতিরঞ্জন বিশ্বাসদের কাজকর্ম খুব গড়বড়ে।
  • b | 14.139.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫১459795
  • অহে টি, এই সব পুঁথি পাচ্ছো কোথায়? সফ্ট কপি?

    বাজার থেকে বাড় খেয়ে গুচ্ছের শাক কিনে আনলাম। শাকের পাতা, আগা, মূলো, কুমড়ো, বেগুন, পটল কাটা হল। তাতে ঘি গরম মশলার ফোড়ন দিয়ে এক কড়াই পাঁচমিশেলি ডালের বড়া সহযোগে রান্না হল।
    শেষে দেখি সব হাকুচ তেতো। ওটা মেথির শাক ছিলো।

    কেলভিনের কথা একটু পাল্টে বলা যায়, উইকস ডু নট স্টার্ট ওয়র্স দ্যান দিস।
  • | 2601:247:4280:d10:192c:b86b:a4aa:***:*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৬459794
  • আরেকটা কথা, জাত,গোষ্ঠী সংক্রান্ত কোনও কথা যতবার অসম্মানজনক বলে মনে হবে, ততবার(আমার চোখে পড়লেই) প্রতিবাদ জানাব। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৫459793
  • ইকি রে ভাই , রেসিস্ট কমেন্ট তো রেসিস্ট কমেন্ট, তাতে ভোট ইত্যাদি দিয়ে কি হবে? ব্যক্তির নাম উল্লেখ করায় খানিকটা খানিকটা কন্ডিশনাল অ্যাপোলোজি হল বটে, বাট লেট আস মুভ অন।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • এলেবেলে | 202.142.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৪459792
  • //একটুও অবাক হলাম না। আরো নতুন নতুন আলোকে আপনার"যুক্তি"সাজাতে থাকুন। //

    একদম। যাদবপুর-বাঘা যতীন-নাকতলার ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার পাল্টা 'যুক্তি' দিলে এ জীবনের মতো ভাটে আসা ছেড়ে দেব। শেখর বন্দ্যো ও সুরঞ্জন দাসকে দুচ্ছাই করব। শুধু আত্মপক্ষ সমর্থন করে কিছু হার্ড ডেটা দিলেই হবে। এ সুযোগ হেলায় হারাবেন না।

  • π | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৮459791
  • "বাট হোয়াট ইজ 'জল সেই উক্তে ঝিম ২ পড়ে'? এইটা সম্ভবতঃ এরকম যে আগেকার সময়ে পুঁথি রচনাকালে বৃষ্টি পড়া কে ঈশ্বরের সার্টিফিকেশন হিসেবে ধরা হ'ত। যেকারণে ঝিম ঝিম করে বৃষ্টি পড়ছে বলে আনন্দের চোটে লিপিকর সেটা তুলে দিয়েছে পুঁথিতে।"

    আরিব্বাস, এটা খুবই ইন্টারেস্টিং তো! আর আছে এরকম? আর কোথাও লেখা আছে, এই সার্টিফিকেশন হিসেবে ধরার কথা?
  • S | 2405:8100:8000:5ca1::2f:***:*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩১459790
  • কে ভুল, কে ঠিকের ব্যাপার নয়। এই একই যুক্তি দিয়ে দুনিয়ার ইতিহাসে বহু স্থানে বহু জাতির উপর হওয়া অত্যাচারকে লেজিটিমেসি দেওয়া হয়। এনিওয়ে, ইট ওয়াজ অ্যান আনইন্টেন্ডেড ফ - পা। লেট'স মুভ অন।

    ভোট বিশ্লেষণ করতে পারেন। সেটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং।
  • | 2601:247:4280:d10:192c:b86b:a4aa:***:*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩০459789
  • একটুও অবাক হলাম না। আরো নতুন নতুন আলোকে আপনার"যুক্তি"সাজাতে থাকুন। 

  • এলেবেলে | 202.142.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:২০459788
  • খ, যদি আমাকে কথা বলতে না দিয়ে কেবলমাত্র রঞ্জনবাবুকে করা 'রেসিস্ট' মন্তব্যের জন্য আমার ক্ষমা চাইলেই বিষয়টা মিটে যায়, তো ফাইন। একবার কেন, দরকারে তাঁর কাছে আমার একশোবার ক্ষমা চাইতেও সমস্যা নেই। এবং লিখিতভাবে সেটা চেয়ে নিলাম

    কিন্তু যার পূর্বপুরুষ এক বস্ত্রে তাঁর ভিটেমাটি ছেড়ে চলে এলেন, এখানে ফের নতুন জীবনসংগ্রাম শুরু করলেন, পড়শিদের কাছে বাঙাল বলে খোরাকের পাত্র হলেন আজীবন; তাঁর বংশধর কেন "অতেব বেশ হয়েছে তোদের বাড়ি-ভিটা গেছে, বেশ হয়েছে তোদের মান-সন্মান গেছে - এগুলো কুযুক্তি তো বটেই, একটা প্রতিহিংসার ছাপও থাকে।" জাতীয় মানসিক দীনতা প্রকাশ করবে সেটা বোধগম্য হল না। 

    এখন আপনারা জ্ঞানে ও গুণে সমৃদ্ধ, হয়তো আমার প্রকাশভঙ্গী বা শব্দব্যবহার আপত্তিজনক মনে হয়েছে। ওয়েল, মেনে নিচ্ছি। 

    ভোট বিশ্লেষণ করতেই পারতাম। মতুয়াদের নিয়ে টানাটানিও। কিন্তু হয়তো তাতেও আপনাদের দৃষ্টিভঙ্গীর সঙ্গে মিলবে না বলে এবং আপনাদের দুজনকে (আপনি ও বড়েস) সম্মান করি বলে সে প্রসঙ্গেও গেলাম না। আপনারা ঠিক, আমি ভুল

  • রঞ্জন | 182.69.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৯459787
  • মাইরি! কপিপেস্ট করতে গিয়ে ছড়িয়েছি। 

    টাইটেলের মধ্যে পুরো টেক্সট ঢুকে গিয়ে আঙুল ফুলে কলাগাছ দেখাচ্ছে। এমন রায়তা ছড়িয়েছি!

    আবেদন করেছি নাকখৎ দিয়ে। আশা আছে, অ্যাডমিন শিগগিরই ওই ফোঁড়াটার সার্জারি করবেন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত