প্রশ্ন | 151.197.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪০459064
kc | 188.236.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২০:১৭459063বোদাগু'র সেই ভালুককাহিনী, হল অফ ফেমে যাওয়া লেখা।
অনেককাল হয়ে গেল।
kc | 188.236.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২০:০২459062ছোটাই দিদি, ভালো থাকবেন।
b | 14.139.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৩459061
S | 2405:8100:8000:5ca1::90:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৬459060
অর্জুন | 113.2.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৫459059শ্রীনিকেতনে এখন কি ধরণের কাজ হয়? আর, 'নর্মদা বাঁচাও' আন্দোলনের শেষমেশ কি হল ?
পরিবেশ সংক্রান্ত ইংরেজি ও বাংলা পত্রিকার নাম রেকমেন্ড করবেন। @বোধিসত্ত্ব দাশগুপ্ত
@Abhyu ০৬ সেপ্টেম্বর ২০২০ ১০:১০
আপনার পাঠানো লিঙ্কটি রেণুকা দাশগুপ্তের গাওয়া গান। এক সময়ে অতুলপ্রসাদ সেনের অথরিটি মনে করা হত ওঁকে।
যতদূর জানি। মৈত্রেয়ী দেবী (দাশগুপ্ত/সেন) গান গাইতেন না।
সম্বিৎ | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৯459058গুরু টেক টিম ভাল প্রডাক্ট ম্যানেজমেন্ট করছে। অমুক "পাতায় চলুন" খুবই কাজের জিনিস। আরও কাজের জিনিস হবে যদি অমুক "তারিখে চলুন" ফিচার করা যায়।
অর্জুন | 113.2.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৭459057@বোধিসত্ত্ব দাশগুপ্ত
আপনি উত্তর কাশীতে ছিলেন এবং বললেন আপনার এক বন্ধু সেখানে স্কুলে পড়াতেন। তার কি অভিজ্ঞতা জানিনা। আমি পঞ্চগণীতে বছর দেড়েক একটি আবাসিক স্কুলে পড়িয়েছিলাম। প্রকৃতির মাঝে এসব স্কুল গুলোতে শহরের ছাত্র, ছাত্রীরা পড়তে আসে কিন্তু তাদের জন্যে স্কুল ক্যারিকুলামে স্বতন্ত্র করে পরিবেশ সংক্রান্ত কিচ্ছু থাকেনা।
আমি যে স্কুলটিতে ছিলাম সেটি তিনটে পাহাড় নিয়ে বিশাল জায়গা জুড়ে। ক্লাস এইট পর্যন্ত বছরে একবার গোড়েগড় নামে স্থানীয় একটি জঙ্গলে আউটিং ছাড়া স্কুলের বাইরেও তারা যেতে পেত না। ক্লাস নাইন, টেনে সেই আউটিং দুবারে দাঁড়াত।
বাকী সব বাক্স বন্দি ঘরে পড়ো।
আমি একবার ওয়ার্ডসওয়ার্থের 'ড্যাফোডিল' আর টেনিসনের 'লেডি অব শ্যালট' পড়াতে স্কুলের লোয়ার ফিল্ডে (অপূর্ব উন্মুক্ত একটি জায়গা, পাশে বন জঙ্গল) ক্লাস করাতে নিয়ে যাই। ওরা ক্যাম্পাসে থেকেও ওই অংশটার সঙ্গে সম্পূর্ণ অপরিচিত ছিল।
স্থানীয় গ্রাম, জন বসতি থেকে বিচ্ছিন্ন হয়ে এই স্কুল গুলো একটা মেক বিলিভ ওয়ার্ল্ড ক্রিয়েট করে চলে।
সিএস | 49.37.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৫459056
অর্জুন | 113.2.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৪১459055@বোধিসত্ত্ব দাশগুপ্ত
অনলাইনে কিছু বই কিনে পড়ছি। বন্দনা শিবার 'Oneness vs the 1%' পড়লাম এবং ভীষণ ইমপ্রেসড ফিল করলাম। সত্যি বলতে পরিবেশের ওপর বই টই পড়িইনা। এখানে ওখানে আর্টিকেল পড়েছি, তাও সামান্যই। বইটা পড়ে অনলাইনে ওর লেকচর, ইন্টার্ভিউ শুনলাম। ওঁর আন্দোলন করছেনও চার দশকের বেশী সময় ধরে। এর মধ্যে পৃথিবীর অনেক বদল হয়েছে। কিন্তু ব্যাপার হল উনি ফান্ডামেন্টালি বা বেসিক যেসব সমস্যার কথা সেই সময় থেকেই উল্লেখ করে গেছেন সে সমস্যা গুলোর সেরকম পরিবর্তন হয়নি। উনি বলছেন পরিবেশ নিয়ে যখন গণ সচেতনতার সূচনা (রিসার্চ অ্যান্ড অ্যাক্টিভিজম) তখনও কৃষি এবং পানীয় তার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। বায়ু দূষণ, শহরাঞ্চলে গাছ বাঁচানো এসব নিয়েই ব্যস্ত ছিল সবাই। সেখানে উনি pioneering কাজ করেছেন।
'কিন্তু একটা কথা বুঝতে হবে, ক্যাপিটালিজম এর সংগে এখন পরিবেশ আন্দোলনের যে 'সলিউশন' ওরিয়েন্টেড কম্প্রোমাইজ, যেটা ক্যাপিটালিস্ট প্রোডাকশন, কনজাম্পশন কে প্রশ্ন করে ঠিক ই, কিন্তু অর্থনৈতিক সুরক্ষার বিষয়টিকে, খাদ্য সুরক্ষার বিষয় এর অনেক রকম সমস্যা কে সেই 'সলিউশন' গুলি অ্যাভয়েড করে। '
বন্দনা শিবার রিসেন্ট বক্তৃতা গুলোয় কিন্তু সেই 'কম্প্রোমাইজ' নিয়ে জোর জোর প্রতিবাদ আছে। এখানে উনি গ্লোবালাইজেশন পরবর্তী ইকনমিকে দায়ী করেছেন।
পরিবেশ একটা খুব সামান্য কথা বলছি। দিল্লী বোর্ড পরিচালিত স্কুল গুলোয় environmental science এবং environmental studies দুটো সাবজেক্ট আছে। দুটিই সবচেয়ে অপ্রয়োজনীয় বিষয় বলে ট্রিটেড হয়। Environmental studies তো সম্ভবত একটা subsidiary বিষয় যেটা aggregate এ কম এলে তবে ওর নম্বর কাউন্টেড হয়। পরিবেশ নিয়ে large scale সচেতনতা with field visit একদম স্কুল লেভেল থেকে শুরু না হলে এর ইম্লেমেনটেশন ঐ কজনার শৌখিন চর্চা থেকে যাবে।
ওর একার কাছে সলিউশন থাকা বোধহয় সম্ভবপরও নয়।
গতকাল এখানে যে লিঙ্কটা দিলাম, সেখানে সিরিয়া ও বোকোহারাম নিয়ে ওঁর কথাটায় চমকে গেলাম। এটা এর আগে শুনিনি।
b | 14.139.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:১৬459053
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:০৮459052
সম্বিৎ | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৭459051সেই মৈত্রেয়ী দেবী কিনা পার্থসারথীবাবুকে জিগেস কর। টিভিতে বয়স্ক মৈত্রেয়ী দেবীর যে গলা মনে আছে, সে খুব ভারী গলা।
সম্বিৎ | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১459050হালিম শরারে প্রতি যে কত লেখকের ঋণ, ইনক্লুডিং দা গ্রেট মানিক রায় অফ কলকাতা! দিলীপ মুখুজ্জে বোধহয় সফট কপি আছে আমার কাছে। পড়তে হবে।
Abhyu | 47.39.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১459049অর্গানিক খাবার দাবারের নানান সমাস্যার মধ্যে একটা সমস্যা হল কোনটা অর্গানিক, তাই নিয়ে কোন নির্দিষ্ট করে কিছু বলা যায় না | ফলে কতটা যে ঠিক পরিবেশের উপকারে আসছে, সেটা মনে হয় না নির্দিষ্ট করে বলা যায়।
সম্বিৎ | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৪459047কাফির এই চলনটা খুব প্রচলিত। বেসিকালি কাফির স-স-র-র-জ্ঞ-জ্ঞ-ম-ম-প। এখানেও স্যার আরেন্টির ক্রিয়েটিভিটি দেখুন। প্রায় এই চলনটাতেই কোমল গা (জ্ঞ)-কে শুদ্ধ গা করে "ওপারে মুখর হল কেকা ওই" গান করলেন, যেখানে কাফির নাম-ও-নিশান নেহি।
S | 2405:8100:8000:5ca1::1bc:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৩১459046
S | 2405:8100:8000:5ca1::1a9:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:২৬459045@বোধিসত্ত্ব: "কিন্তু একটা কথা বুঝতে হবে, ক্যাপিটালিজম এর সংগে এখন পরিবেশ আন্দোলনের যে 'সলিউশন' ওরিয়েন্টেড কম্প্রোমাইজ, যেটা ক্যাপিটালিস্ট প্রোডাকশন, কনজাম্পশন কে প্রশ্ন করে ঠিক ই, কিন্তু অর্থনৈতিক সুরক্ষার বিষয়টিকে, খাদ্য সুরক্ষার বিষয় এর অনেক রকম সমস্যা কে সেই 'সলিউশন' গুলি অ্যাভয়েড করে। এই ধরুন অর্গানিক ফুড মুভমেন্ট, এটা তো সাধারণ মানুষের রেঞ্জে কিছু করে নি, এবং লার্জ স্কেল ফুড প্রোডাকশন ক্রাইসি সল্ভ খুব কিছু করে নি"
খুব সত্যি কথা| এ বছরের গোড়ায় মাইক মুর একটি ছবি তুলেছিলেন (নীচে তার পুরোটার লিঙ্ক দিলাম),
তাতে তিনি climate change এবং renewable energy নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছেন, এতে অনেকে তাঁর ওপর বেশ চটেছেন। আমার মনে হয় আপনার পর্যবেক্ষণ এখানে একেবারে যাকে বলে "spot on" , এখন এটা এমন একটি সমস্যা, যার কোন আশু সমাধান, একই সঙ্গে নৈতিক, ও sustainable, প্রায় সোনার পাথরবাটির মতন হয়ে গেছে।
Abhyu | 47.39.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১০:১০459042
kc | 188.7.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩১459041দিলীপ মুখার্জির বইটার নাম 'সংগীতের আসরে'। জমাটি অ্যানেকডোটে ভর্তি। আর আছে কিছু আজব না জানা যন্ত্রের কথা। বইটা থেকে অনেক গল্প অনেকেই ব্যবহার করেছেন, কেউ নাম দেননি। হালিম শরর'এর মত ভাগ্য ওনার।
aka | 2600:1005:b16e:3b54:6d07:a261:3a20:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৮:৩৬459040
Atoz | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৫459039
Atoz | 151.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৪459038
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:৪৪459037
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:৩৪459036
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৩459035