শিকাগো যা বুঝেছি আমাদের জীবনের ধ্রুবতারা হয়েই রয়ে যাবে
আমার ভূগোল জ্ঞান - বা কে কোথায় থাকে তার জ্ঞান - হনুর মতন হয়ে যাচ্ছে। আমি ভাবি আপনি এখনও শিকাগো, উইসকনসিনের দিকে থাকেন। তাই ক্যানসাস শুনে বিচলিত হয়ে পড়েছিলাম।
অপোন্না সেনের ঘরে বাইরে আজ আমি দেখেছি। বাপরে!
দুটোই কমবেশি অখাদ্য
না ন্যাড়াবাবু, সে যে কী দু:খের কথা, এখনো মনে পড়লে বসে নির্জনে ফেন্দি ফেলি:-(
এমনকি অভ্যুর ধাঁধার উত্তর আমিও পেরেছি- কী দিনকাল!!
কেসি, সিপিএম কানেকশান অবধি মিলে গেলেও অতটা টেনে খেলাচ্ছি না:-) আমাদের স্কুলের বড়দি সাংঘাতিক কংগ্রেসি আর সংস্কৃতে বক্তৃতা অবধি দিয়ে ফেলতেন বলে শুনেছি। সমসাময়িক প্রজন্মের কাউকে জানিনা আপনার মত বলেই অবাক হলাম!
বেচারা Smullyan। একটা চুমোর জন্য ...
মাইমা কি এখন ক্যানসাসে থাকেন?
পেরেলম্যানের (বোধহয়) একটা ছিল যে, 31-শে মার্চ আমি অভ্যুকে বললাম, "আমি কাল তোমাকে এপ্রিল ফুল করব"। পরের সারাদিন তুমি অপেক্ষা করলে আমি কী এপ্রিল করি। কিন্তু কিছুই হল না। এখন অভ্যু এপ্রিল ফুল হল নাকি হলনা?
ক্যানসাস এবং গুরু অবিচ্ছেদ্য:-)
আমি আবার ক্যানসাসে আসার আগে ভেবেছিলাম নিশ্চয়ই আরক্যানসা যাচ্ছি। ভুল করে আর টা বাদ পড়ে গেছে!
অভ্যুর ধাঁধার স্ট্যানডার্ড পড়ে গেল নাকি? এ তো মনে হচ্ছে আমিও করতে পারব।
"ক্যানসাস সিটি কিন্তু ক্যানসাসে নয়, ...",
আবার "মিশরে"ও নয়, এখানকার জনতার যা ইতিহাস বাই, বাপরে!
জানিয়ে রাখা ভাল!