এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2601:247:4280:d10:76:36ab:93f:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৪454522
  • :|: আপনার জন্য তপ্ত শলাকা লাগবে আর বড় চালের বস্তা:-)

  • | 2601:247:4280:d10:76:36ab:93f:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৪454523
  • :|: আপনার জন্য তপ্ত শলাকা লাগবে আর বড় চালের বস্তা:-)

  • Tim | 174.102.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৪454524
  • নিশ্চয়ই বাড়িতে পতঞ্জলি প্রোডাক্ট আছে, ঐ শুঁকিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো
  • Amit | 203.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:১৮454521
  • যা মাল নামছে ভাট এ রোজ কদিন ধরে, গাঁজা আর ধরতে হবেনা. এমনিতেই দিব্যি নেশা চড়ে যাচ্ছে.
  • :|: | 174.254.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:১৮454520
  • জ্ঞান ফেরাতে কী আউড়ালেন ডিয়ার ম (৭টা৮)? জেনে রাখা ভালো - যা দিঙ্কাল!
  • | 2601:247:4280:d10:76:36ab:93f:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:১১454519
  •  ছাড়ার আগে তো ধরতে হবে!!

  • | 2601:247:4280:d10:76:36ab:93f:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:০৮454518
  • 'এখানে কোনওকালে কে একজন লিখেছিলেন না যে তিনি এক বিদ্যাসাগরকে চেনেন বা চিনতেন। ব্যক্তিগত ভাবে।' 

    এটা পড়ে আমি কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম।"এক" শব্দটা       বার কতক কানের কাছে আউড়ে আমার উনি জ্ঞান ফিরিয়ে আনলেন। 

  • Tim | 174.102.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:০৫454517
  • আরে শুধু ধরলে না, গাঁজা ছেড়ে দিলেও অমনি হয়। উইথড্রয়াল সিনড্রোম। ;-)

    এইভাবেই ইতিহাসের রিকন্স্ট্রাকশন হয়। HHB
  • | 2601:247:4280:d10:76:36ab:93f:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৭:০১454516
  • মাকালি বিদ্যা, ভাট পড়ে মাথাটা ঝিমঝিম করে।মনে হয় গাঁজা ধরেছি:-(

    আমি যা বুঝলাম, বিদ্যাসাগর একজন ওভারহাইপড ফেকু ছিলেন।রামকৃষ্ণ আর জামাতা বাবাজীবন জাতপাত নিয়ে দড়ি টানাটানি করতেন।রবিঠাকুর অনেক ভালোভালো কথা লিখে সবদিকটা কাভার করে নিয়েছেন( নইলে ওঁনার ঐ বাবরি চুলের বাহার ঘুচে যেত)

    এছাড়া বিমলা আর সন্দীপের প্রেমের ইসে,ন্যাড়াবাবুর চেপে রাখা প্রশ্ন, বিবিদের বাংলা শিক্ষার সুফল সম্পর্কে তিমির মহাজাগতিক স্বপ্ন,লাখো মহিলার বিদ্যালাভ..  

    আজ্জো টিজার দিয়ে এনারাই/ ননএনারাইদের বাঁদর নাচ দেখতে চেয়েছে এটা কালোখাতায় টুকে রেখেছি

  • Tim | 174.102.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৬:৩৩454515
  • হ্যাঁ সায়েবদের খুব সুবিধে হত। কারণ পড়তে লিখতে জানা পরিবার মামুর কলে ভাট করতে পারত, স্বামীদের আপিসে বন্দী করে রাখলে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে না বলে অভিযোগ করতে পারত না। ছুটির দিনে অল্প অল্প করে তারা এই নেশা স্বামীদেরও ধরিয়ে দিত, ফলে দেশে বিদ্রোহ হতনা। যাবতীয় বদমাইশি, বিপ্লব, বিদ্রোহ, বাকতাল্লা --- সব ভাটেই শুরু হয়ে ভাটেই সেশ হত। বঙ্কিম সেকথা ... ইত্যাদি।
  • অরিন | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৬:১৭454514
  • "না হলেই ভালো, কিন্তু 2019 এর ইন্ডিয়ার ভোটের রেজাল্ট দেখার পর মানুষের শুভ বুদ্ধির, বা ইভেন কমন সেন্স এর ওপর ও আর বিশেষ আস্থা বেঁচে নেই. লোকে এরকম লিডার ই চাইছে এখন."

    ইণ্ডিয়া দিয়ে সব কিছুকে বিচার করার দরকার নেই, নেট সিলভার কি বলছে দেখুন,

  • S | 2405:8100:8000:5ca1::214:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:৫৫454513
  • একদম। আমার মনে হয়না আসল লীড ২-৩% এর আদৌ বেশি।
  • Amit | 203.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:৪৫454512
  • আমার মনটা কেন জানি না কু ডাকছে যে বিডেন এর 9-% ভোটের লিডটা রিপ্রেজেন্টেটিভ নাও হতে পারে. হয়তো অনেক পাবলিকই মিডিয়ার সামনে প্রোগ্রেসিভ সাজছে, ব্যালট বক্সে উল্টে ট্রাম্প কে ছাপ্পা মারবে.

    না হলেই ভালো, কিন্তু 2019 এর ইন্ডিয়ার ভোটের রেজাল্ট দেখার পর মানুষের শুভ বুদ্ধির, বা ইভেন কমন সেন্স এর ওপর ও আর বিশেষ আস্থা বেঁচে নেই. লোকে এরকম লিডার ই চাইছে এখন.
  • Atoz | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:৪০454511
  • আবার দিলাম।
    এই "বৃটিশ পূর্ব সোনার ভারত" স্কুল অব থটের লোকজনেরা যে কী বলতে চান কিছুই বোঝা যায় না। সেই অ্যাডামবর্ণিত এক লাখ পাঠ্শালে ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ লাখ যারা পড়াশোনা করত তাদের মধ্যে অর্ধেক বা এক চতুর্থাংশ ছাত্রী? নাকি আরো কম বা বেশি? শয়তান ব্রিটিশরা এসে এদের পড়াশোনা বন্ধ করে দিল? নাকি বন্ধ করে দিল না? ব্রিটিশের দালাল রামমোহন আর বিদ্যাসাগর কী করল? সব সত্যনাশ করল?
    পরিষ্কার করে একটা ফ্লো চার্ট দিয়ে যদি গুছিয়ে বলতেন এঁরা, বৃপূসোভা গোষ্ঠীর মুখপাত্রেরা, তাহলে খুবই
    ভালো হত। যে "ইতিহাস" এঁরা বলতে চাইছেন, সেইটা ভালো করে বোঝা যেত।
  • Amit | 203.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৬454510
  • যদি ধরেও নি কারোর মতে বিদ্যাসাগর অল্প কিছুই করে উঠতে পেরেছেন, তাহলে ও ওনার কৃতিত্ব ছোট হলো কিসে ? ওনার তো কোনো ঠেকা নেওয়া ছিলোনা যে যাবতীয় পেন্ডিং সাফাই এর কাজ তাকে একাই সারতে হবে, বাকিরা গড়গড়া টানবেন আর ওনার ভুল ধরবেন. বিদ্যাসাগর কি কি করে উঠতে পারেননি, সেটা দিয়ে তো আর ওনার ভুল মাপা যায়না.

    আরো অনেক কিছু যদি করার ছিল বা সেই সময়ের প্রেক্ষিতে করা যেত বা কেউ কেউ করেছেন, তাহলে সেগুলো জানলেই তো হলো. তাদেরকেও কৃতিত্ব দিতে কারোর কুনো আপত্তি নেই বলেই তো মনে হয়.

    বিদ্যাসাগৰ এর আগের যুগে নারীশিক্ষা নিয়ে সেরকম বিশেষ জানিনা. তাই আলাদা কোনো মন্তব্য নেই. কেও যদি রেফারেন্স নিয়ে লেখেন, নিশ্চয় পড়বো, খোলা পাতায় লেখা হলে প্রশ্নও করবো হয়তো. উত্তর আসুক বা না আসুক.
  • Atoz | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৬454509
  • সাহেবদের শাসনব্যবস্থায় সুবিধে হত? নেটিভ ভদ্রলোকদের শিক্ষিত স্ত্রী থাকলে? কীভাবে?
    এ মানে খুবই জটিল ব্যাপার। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৩454508
  • এলসিএম, অতি চমৎকার। এই না হলে তিনি দাড়িদাদু? দারুণ লিখেছেন।
  • Atoz | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩১454507
  • ওই ১৭ বছরের ছেলেটাকেও মঙ্গলগ্রহে পাঠিয়ে দিলে পারে। আপদ গেল। ঝামেলাও কমল। ওদিকে মঙ্গলগ্রহেরও কিছু সুবিধা হল। একটা তাজা ছেলে পেল। উইন উইন। ঃ-)
  • S | 2405:8100:8000:5ca1::146:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৩454506
  • @পাই, ঐ হ্যারিসএক্স/হিলের পোলটা একদমই ইগনোর করতে পারেন। আগেরবার মাত্র ৬% কালো ভোট পেয়েছিল ট্রাম্প। এবারে ঐ ১৫% বা ২৪% সাপোর্টটা জাস্ট বাজে কথা। একই ভাবে যেমন লিখেছে যে মাত্র ৮২% রিপাব্লিকানরা নাকি ট্রাম্পকে সাপোর্ট করছে। এটাও বাজে কথা - রিপাব্লিকানদের মধ্যে অনেক বেশি সাপোর্ট ট্রাম্পের। এখন রিপাব্লিকান পার্টি মানেই ট্রাম্প। এদিকে ওদের রিসেন্ট মোস্ট পোলে বাইডেণ ৯%এ এগিয়ে আছে। ১৫% বা ২৪% কালো ভোটার ট্রাম্পের সমর্থক হলে সেটা সম্ভব নয়। এরা একটু ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রিস্ট খবর দিতে গিয়ে এইসব ছড়িয়েছে।

    আর একজন আনার্মড কালো লোকের পিঠে তার তিন বাচ্চার সামনে পয়েন্ট ব্ল্যান্ক থেকে দুজন পুলিশ ৭ টা গুলি করলো। সেটাকে বিএলেম বা অ্যান্টিফার দোষ দেওয়াটা ঐ আমাদের দেশে সবকিছুর জন্য পাকিস্তানকে দায়ী করার মতন হয়ে গেছে। অন্যদিকে একটা ১৭ বছরের ছেলে অন্য জায়্গা থেকে এসে ইল্লিগালি পুলিশের সামনে সেমি অটোম্যাটিক গান ক্যারি করছে, এবং যখন চারপাশের লোকজন বলছে যে সে দুতিনজনকে খুন করেছে, তারপরেও পুলিশ তাকে জাস্ট পাশ কাটিয়ে চলে গেলো। এটার জন্য নিশ্চই কাউকে একটা দোষী পাওয়া যাবে। ক্লিন্টনপন্থী লিবারল এলিয়েনে ভর্তি ডীপ স্টেট যারা মঙ্গল গ্রহে বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে আরো কিসব যেন হচ্ছে।
  • lcm | 2600:1700:4540:5210:7977:9ec9:5782:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৫454505
  • তিনি সব কয়ে গেছেন -- -

    "দুর্লভতার প্রতি মানুষের একটা মোহ আছে। সে মনে করে যাহা সুলভ তাহা খাঁটি নহে, যাহা উপরে আছে তাহা আবরণমাত্র, যাহা লুকাইয়া আছে তাহাই আসল।

    এইজন্যই গোপনের পরিচয় পাইলে সে আর-কিছু বিচার না করিয়া প্রকৃতের পরিচয় পাইলাম বলিয়া হঠাৎ খুশি হইয়া উঠে। এ কথা সে মনে করেন যে, উপরের সত্যের চেয়ে নীচের সত্য যে বেশি সত্য তাহা নহে; এ কথা তাহাকে বোঝানো শক্ত যে, সত্য যদি বাহিরে থাকে তবুও তাহা সত্য এবং ভিতরে যেটা আছে সেটা যদি সত্য না হয় তবে তাহা অসত্য।

    এই মোহবশতই কাব্যের সরল সৌন্দর্য অপেক্ষা তাহার গভীর তত্ত্বকে পাঠক অধিক সত্য বলিয়া মনে করিতে ভালোবাসে এবং বিজ্ঞ লোকেরা নিশাচর পাপকে আলোকচর সাধুতার অপেক্ষা বেশি বাস্তব বলিয়া তাহার গুরুত্ব অনুভব করে।

    এইজন্য মানুষের নিন্দা শুনিলেই মনে হয় তাহার প্রকৃত পরিচয় পাওয়া গেল।"

    (পরনিন্দা - বিচিত্র প্রবন্ধ - রবীন্দ্রনাথ ঠাকুর )
  • Tim | 174.102.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৫454504
  • Atoz | 151.141.85.8 | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৩454568
    "সাহেবদের যোগ্য স্ত্রী সাপ্লাই দেওয়া"? মানে? কোথাও কিছু একটা মিস করে গেছি।
    কেউ প্লীজ আলো দেখান।
    --------------
    এইটা তাড়াতাড়িতে কম্প্লিটলি উল্টোপাল্টা কমিউনিকেটেড হয়েছে। লিখতে হত, শাসক সায়েবদের শাসনের সুবিধের জন্য, নেটিভ ভদ্রলোকদের শিক্ষিত ও যোগ্য স্ত্রী ট্রেইন করা।
    -এইরকমই একটা ব্যাপার।
    এটা ভুল বোঝা হতে পারে। সেক্ষেত্রে এতজ বা অরিন বা সি এস কে জিগ্যেস করুন। আমাদ্দারা এর চেয়ে বেটার সামারি হবেনা।
    (অনেকগুলো ডিঃ, ডিঃ টু দি পাওয়ার এন)
  • দীপাঞ্জন | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৪454503
  • ট্রাম্প ডিপ স্টেটের পকেটে, ওকে নিয়ে চিন্তা নেই | ডিপ স্টেটের কোনো কোনো লেয়ার-এ কিছু অন্তর্দ্বন্দ্ব চলছে - মাফিয়া গ্যাং দের ভাগবাঁটোয়ারা নিয়ে যা হয় আর কি | কিছু বিক্ষুব্ধ গোষ্ঠী ট্রাম্পকে টোপ হিসেবে ব্যবহার করে বিরোধী গ্রুপকে একটু চাপ টাপ দেয় মাঝে মাঝে | সে নিজেদের মধ্যে এডজাস্ট করে নেবে |
  • Atoz | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪২454502
  • ডীপ স্টেট এই ড্যাশটাকে বেশিদিন রাখলে তো নিজেরাই ঝামেলায় পড়বে। অলরেডি প্রায় পড়ে গ্যাছে। প্রশ্ন হল, ডীপ স্টেট করছেটা কী? অপেক্ষা করছে?
  • দীপাঞ্জন | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৫454501
  • "হোয়াই মানে ক্যানো! এত গোলাগুলির পরেও! " -- গোলাগুলি BLM/Antifa এর দোষ, আর বেকারত্ব "চায়না ভাইরাস" আর ডেমোক্র্যাটিক গভর্নর দের কড়া লকডাউনের ফল | ট্রাম্প একা লড়ে যাচ্ছে গ্লোবালিস্ট নিউ ওয়ার্ল্ড অর্ডার এর বিরুদ্ধে, ঘরে বাইরে দুশমন নিয়ে, অল ফর দা স্মল গাই, "আমেরিকা ফার্স্ট" বলতে বলতে | ভোটে হারানো অসম্ভব |
  • Atoz | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:২২454500
  • অরিন, একদম। ছত্রে ছত্রে সত্য লিখেছেন। হুজুগের যুগের মধ্যে দাঁড়িয়েও বলেছেন, অনেক ঝুঁকি নিয়েও।
    শুধু প্রবন্ধতে শানাবে না, বেশি লোকে পড়বে না, তাই উপন্যাসও লিখেছেন।
  • অরিন | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৭454499
  • "প্রশ্ন হল, রবীন্দ্রনাথ এইসব উপন্যাসগুলোতে, এই ঘরে বাইরে, চার অধ্যায় ইত্যাদি, এগুলোতে কি স্বদেশী আন্দোলনকে একটু কটাক্ষ করার জন্যই এইসব চরিত্রগুলো দেখিয়েছেন?"

    শুধুই উপন্যাস কি? সমাধান প্রবন্ধে ("কালান্তর") তিনি লিখছেন,

    "আজকাল আমরা এই একটা বুলি ধরেছি, ঘরে যখন আগুন লেগেছে তখন শিক্ষা-দীক্ষা সব ফেলে রেখে সর্বাগ্রে আগুন নেবাতে কোমর বেঁধে দাঁড়ানো চাই; অতএব সকলকেই চরকায় সুতো কাটতে হবে। আগুন লাগলে আগুন নেবানো চাই এ কথাটা আমার মতো মানুষের কাছেও দুর্বোধ নয়। এর মধ্যে দুরূহ ব্যাপার হচ্ছে কোন্‌টা আগুন সেইটে স্থির করা, তারপরে স্থির করতে হবে কোন্‌টা জল। ছাইটাকেই আমরা যদি আগুন বলি তা হলে ত্রিশ কোটি ভাঙাকুলো লাগিয়েও সে আগুন নেবাতে পারব না। নিজের চরকার সুতো, নিজের তাঁতের কাপড় আমরা যে ব্যবহার করতে পারছি নে সেটা আগুন নয়, সেটা ছাইয়ের একটা অংশ অর্থাৎ আগুনের চরম ফল। নিজের তাঁত চালাতে থাকলেও এ আগুন জ্বলতে থাকবে। বিদেশী আমাদের রাজা, এটাও আগুন নয়, এটা ছাই; বিদেশীকে বিদায় করলেও আগুন জ্বলবে-- এমন কি স্বদেশী রাজা হলেও দুঃখদহনের নিবৃত্তি হবে না। এমন নয় যে, হঠাৎ আগুন লেগেছে, হঠাৎ নিবিয়ে ফেলব। হাজার বছরের ঊর্ধ্বকাল যে-আগুন দেশটাকে হাড়ে মাসে জ্বালাচ্ছে, আজ স্বহস্তে সুতো কেটে কাপড় বুনলেই সে আগুন দু দিনে বশ মানবে এ কথা মেনে নিতে পারি নে। আজ দুশো-বছর আগে চরকা চলেছিল, তাঁতও বন্ধ হয় নি, সেই সঙ্গে আগুনও দাউ-দাউ করে জ্বলছিল। সেই আগুনের জ্বালানি-কাঠটা হচ্ছে ধর্মে কর্মে অবুদ্ধির অন্ধতা।"

    আজ, ২০২০ তে দাঁড়িয়েও কথাগুলো একই রকম প্রাসঙ্গিক আমার মনে হয়। 

    আজকাল কেন জানিনা "অবুদ্ধির অন্ধতা" বড্ড বেশী চোখে পড়ছে চারিদিকে। 

  • Atoz | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৩454498
  • "সাহেবদের যোগ্য স্ত্রী সাপ্লাই দেওয়া"? মানে? কোথাও কিছু একটা মিস করে গেছি।
    কেউ প্লীজ আলো দেখান।
  • :|: | 174.254.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:০১454497
  • দু (৩টে৪৯) - অবশ্যই, গদাধর চট্টোপাধ্যায় নাম ছিলো। কিন্তু সে নাম ব্যবহৃত হচ্ছে না। রবীন্দ্রনাথের একটা সুবিধা আছে। তিনি প্রথম থেকেই ঠাকুর। তাই আর কিছু লাগেনা।
    এই যে বিদ্যাসাগর উপাধিটাই ব্যাবহার হচ্ছে, সেটা কিন্তু সম্মান দেবার জন্য না। ওনার নামটা ঈশ্বর। সামহাও এদের মনে আছে, ঈশ্বর বললে আরও বেশী সম্মান হয়ে যাবে। তাই বিদ্যাসাগর উপধিটিই ব্যবহার করা সুবিধা। আবার শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে অন্য ফর্মুলা। সব কিছুতে এই ধান্দাবাজী অবস্থানটাই দেখাতে চাইছি।
    মিশনের ডেকরেশন নিয়ে কোনও বক্তব্য নাই। ফুলের জন্য কোনও দিনও একপয়সাও ডোনেট করি নাই।
  • Atoz | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৪:০০454496
  • সন্দীপ চরিত্রটা একটু চালিয়াৎ টাইপ না? পরে তো ধান্দাবাজ ও জালিও বোঝা গেল।
    প্রশ্ন হল, রবীন্দ্রনাথ এইসব উপন্যাসগুলোতে, এই ঘরে বাইরে, চার অধ্যায় ইত্যাদি, এগুলোতে কি স্বদেশী আন্দোলনকে একটু কটাক্ষ করার জন্যই এইসব চরিত্রগুলো দেখিয়েছেন?
  • aka | 143.59.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫২454495
  • না না পড়েছি তো। ধরুন x এর y এর সাথে প্রেম হল, তাহলে সেটা তো দুজনেরই চয়েজ?

    বিমলা সন্দীপ সঙ্গ করেছে, প্রেম পেয়েছিল বলেই, সেটা চয়েজ ছাড়া অন্যকিছুর সম্ভাবনা আছে কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত