কোরান পড়া নেই। যদি এমন কোনো এডিশান থাকে যাতে সুরাগুলোর সাথে সাথে সেগুলো কখন পাওয়া গেল, সেই সময় মহম্মদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এসব সমেত টীকা থাকে সেটা পড়তে পারলে ভালো হয়। জীবনী পড়তে গিয়ে চোখে পড়ছে রিভিলেশনগুলো র্যান্ডম নয়। যখন যা ঘটছে সেই অনুযায়ী আসছে।
নড়বড়, অভ্যু, অনেকদিন পর। সব ভালো আছিস?
অভ্যু, কলমের একটা টই কর। তোমারই প্রচুর পোস্ট আছে। সেগুলো কালেক্ট করলেই হয়ে যাবে।
:)
'রেয়ার' হচ্ছে মার্কেটিং টার্ম। ওসব না বললে আজকাল আর কেউ পোঁছে না। রেয়ার গান, রেয়ার রেসিপি, রেয়ার প্রবন্ধ...
বইকত, ইয়েস ফেরিঘাট, পারাপার ইত্যাদি। মানে মেলাংকলিক শীর্ষেন্দু।
আকাদেব এর বদলে না অরণ্যদা শেষে অনুকূলঠাকুরেরই শরণাপন্ন হন। শীর্ষেন্দুর এমন ম্যাগনেটিক ক্যারিশমাচ্ছন্ন প্রাগপাঠকের সংস্পর্শে লেখক নিজেও মনে হয় কমই এসে থাকবেন। এ চুম্বকটান লেখক পেরিয়ে আরো ঊর্ধপানে ধাবিত হতে পারে, আকা সাবধান। আচ্ছা শীর্ষেন্দুর দীক্ষা কি '৭৫ এ?
নড়বড়ের বিদ্যাসাগরের উৎস সন্ধানে মহম্মদের খোঁজ করাতে মনে হল আর কি ...।
ক্যারেন আর্মস্ট্রং এর হিস্ট্রি অফ গড আর হোলি ওয়ার পড়েছি। সুখপাঠ্য। মহম্মদের ব্যাপারে লেসলি হ্যাজেলটন পড়ছি। রিভিউতে পড়েছিলাম ইনি এপলোজেটিক। নিজে পড়তে গিয়ে সেরকম লাগছে না। আরও দু'একটা বই পড়তে চাই। সম্পূর্ণ আনবায়াসড বই হয়ত পাওয়া যাবে না। মোটামুটি স্বীকৃত জীবনী আর কী আছে জানতে চাইছিলাম। আর্লি ইসলামিক স্কলারদের লেখা বই কাজকর্ম সামলে পড়ে ওঠা সম্ভব হবে না। একালের লেখক চাই।
নীলু হাজরা বলতে গিয়ে ফজল আলী বললাম নাকি?