এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.14.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০৪:১৬453953
  • আরে অভ্যু!!! কত্তদিন পর! ভালো আছো? সব ঠিকঠাক? তোমার দেওয়া সেই গানগুলো তো মিস করি বটেই, আরও কত কী মিস করি তোমরা না আসায়। তীর্থ্দার সেই রাবন্দা সিরিজ, মনে আছে? আর সেই অপূর্ব লিমেরিকগুলো! ঃ-)
  • lcm | 2600:1700:4540:5210:599e:7387:21cc:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০৪:১৩453952
  • রুচিরা,
    ভালো আইডিয়া। ঐ গাইড ফাইলটা দেখতে হবে, সৈকতের কাছে আছে নিশ্চয়ই। ওটা পেলে ঐ লেখার কলের সাহায্য সেক্শনে লিংক হিসেবে দিয়ে দেওয়া যায়।
  • Abhyu | 47.39.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০৪:১২453951
  • রুচিরাদি, এতোদিন তুমি তো খুব সযত্নে নিজের পরিচয় এড়িয়ে যেতে, আমিও তাই কিছু বলিনি কখনো। তোমার পোস্ট পড়ে খুব ভালো লাগল। অনেকদিন পরে দেখলাম। ভালো থেকো।

    ল্যাদোশদা তোমাকে ফোন করেছিলাম মাঝে। কানেকশন হয় নি।
  • খুক | 165.225.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০৪:১০453950
  • এ তো অতি উত্তম প্রস্তাব। কেবল আন্দোলনকারীদের অনুমতির অপেক্ষামাত্র।
  • Ruchira | 2602:306:3431:77f0:1491:3da3:c0a7:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০৪:১০453949
  • lcm
    আগে গুরুতে লেখার সময়ে একটা guide type আসতো, table মতো, তাতে লেখা থাকতো কি করে কি যুক্তাক্ষর লিখতে হয় - সেটা কি আবার ফিরিয়ে আনা যায়?
  • Tim | 174.102.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০৪:০৫453948
  • আকাদা এখন শুধুই টিজার দিচ্ছে। সেক্ষেত্রে এটা যাই হোক, আমার প্রস্তাব তার নাম দেওয়া হোক খুড়োর কল, সংক্ষেপে খুক।
  • Ruchira | 2602:306:3431:77f0:1491:3da3:c0a7:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০৩:৫৮453947
  • Atoz, তার চেয়েও dangerous বৌ আর মায়ের নাম এক হয়ে যাওয়া ঃ-)
  • syandi | 2a01:c22:cc06:e100:6890:11b:2c6:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০৩:৫৭453946
  • গৌতম মন্ডলের শ্বশুরমশায় সুন্দরগোপালবাবু কি শান্তিনিকেতনে ফিসিক্সের অধ্য়াপক ছিলেন?

  • নবধর্ম | 165.225.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০৩:৫৪453945
  • আচ্ছা, এই যে এক নতুন ধর্ম আন্দোলনের সূচনা হবার সম্ভাবনা দেখা দিয়েছে (আকার নেতৃত্বে), তার থিওরিটিকাল কোরটা কি? এটা কি একটা জেনারেল ফ্রেমওয়ার্ক আর মার্ক্সিজম, সুররিয়ালিজম আর ম্যাজিক রিয়ালিজম - প্রত্যেকটাই এই ফ্রেমওয়ার্কের এক একটা স্পেশাল কেস?
    না কি যদ্দিন টই না খোলা হচ্ছে এসব জানা যাবে না কিছুই? (চিন্তাক্লিষ্ট ইমো)
  • Ruchira | 2602:306:3431:77f0:1491:3da3:c0a7:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০৩:৫২453944
  • অপরজিতাকে আমি একবার ই দেখেছি, শান্তিনিকেতনে, একটা ঘরোয়া অনুষ্ঠানে অনেক্গুলো গান গেয়েছিলেন, ওর বাবা-কেও সেইদিন ই দেখেছিলাম ক্রিকেট খেলতে। এদের academic achievement, profession ইত্যাদি আমার জানার কথা নয়। আর এই দিনটা ওদের বিয়ের বহু বছর আগের কথা।
    আলোচনাটা হচ্ছিল গৌতম মন্ডলকে নিয়ে, প্রসঙ্গক্রমে অপরজিতার নাম এসছে। তিনি অনেক ক্রিতী (রি- কার?) হতেই পারেন, আমার জানা নেই
  • lcm | 2600:1700:4540:5210:599e:7387:21cc:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০৩:৫১453943
  • হ্যাঁ, তমোঘ্ন। থ্যাংকু।

    পংকার :-)

    এই প্রসঙ্গে মনে হল, পোস্ট-সৌরভ যুগে বাংলা থেকে প্রমিজিং ক্রিকেটার কে বা কারা? শ্রীবৎস বা ঐরকম নামের একজনের কথা শুনছিলাম মাঝে।
  • Atoz | 151.14.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০৩:৫০453942
  • বাবার নাম আর শ্বশুরের নাম যদি খুব একরকম হয়ে যায়, অত্যন্ত রিস্কি ব্যাপার হয়। ঃ-)
  • a | 124.168.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০৩:৪৪453941
  • ক্রিকেটার পন্কজ রায়ের এক্টি মদের দোকান ছিল সল্ট লেকের খালপাড়ে। লোকমুখে সেটি পন্কার দোকান নামেই সমধিক পরিচিত ছিল
  • :|: | 174.254.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০৩:৩০453940
  • ভালো গান গাইতে পারত (২টো৪২), তাছাড়াও অপরাজিতা পড়ালেখায় মন্দ ছিলো না। মাস্টার্স করেছিলো জুলজি বা ঐ রকম কিছুতে। যদ্দুর মনে হয় গৌতমের শ্বশুরমশাইও (সুন্দরগোপাল) পদার্থবিদ্যারই অধ্যাপক। কিন্তু মেয়ে বা বৌটার গানটুকুই থেকে যায়। আর তার স্বামীর পড়া লেখার চর্চায় নাম থেকে যায়।
    এটাকে MJAL হিসেবেই গন্য করতে পারেন। কারণ এইক্ষেত্রে অন্তত কোনও বঞ্চনার গল্প খুব সম্ভবত নেই। তাই আলোচনা বেলাইন না হওয়াই কাম্য।
  • রাশিয়া | 165.225.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০২:৫২453939
  • হ্যাঁ হ্যাঁ তমোঘ্ন, নরেন্দ্রপুর থেকে
  • Ruchira | 2602:306:3431:77f0:1491:3da3:c0a7:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০২:৫০453938
  • তমোঘ্ন চট্টোপাধ্যায় রাশিয়া গিয়েছিলেন, physics?, আগে নরেন্দ্রপুরে পড়তেন
  • lcm | 2600:1700:4540:5210:599e:7387:21cc:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০২:৪৫453937
  • থ্যাংকু, রাশিয়া।

    রুচিরা,
    এই অন্য জনের সঙ্গে গুলিয়েছি, 'রাশিয়া' নামে এই যিনি পোস্ট করলেন তিনি লিখে দিয়েছেন।

    সরি, মাই ব্যাড। বয়েস হচ্ছে।
  • Ruchira | 2602:306:3431:77f0:1491:3da3:c0a7:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০২:৪২453936
  • lcm
    বাবার নাম গোপাল মন্ডল - mathematics-er professor, Krishnanagar Govt College, pore Presidency College। বাড়ি Krishnanagaর, পরে কলকাতায় পাইকপাড়া area। আমার বাবার পরে Krishnagar থেকে next school final topper Gautam Mandal। B.Sc Physics Presidency - MSc Kharagpore ba Kanpore (মা কে জিগ্গেস কর্তে হবে কোনটা, ভুলে গেছি)। পরে TIFRe PhD, post doc Americaয় কোথাও। স্ত্রী অপরাজিতা বিশ্বাস, শান্তিনিকেতনের মেয়ে, ভালো গান করে। mid 90s অবধি যোগাযোগ ছিল

    মিলছে? খবরটা খুব অদ্ভুত বলে জিগ্গেস করছি, কোথায় পেলে এ খবর?
  • রাশিয়া | 165.225.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০২:৩৮453935
  • রাশিয়ার সমস্যাটা বোধয় আমি সমাধান করতে পারি। রাশিয়া গিয়েছিল ৮০ তে মাধ্যমিক প্রথম। (নাম্ধাম কেন যে ছাই মনে নেই!) তেনার বাবার নাম বোধয় কবি তুষার চট্টোপাধ্যায়।
    তবে সে ডাক্তারি পড়ত কি না জানি না।
  • সমস্যা | 165.225.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০২:৩৫453934
  • কাল একটা গম্ভীর সমস্যা দিয়েছিলুম, কেউ প্রোটেষ্ট করেন নি! ধরেই নিচ্ছি, এমনকি স্ট্রিং থিওরি দিয়েও এটা প্রমানিত যে দাড়িদাদু ও অন্যদের দীর্ঘজীবনব্যাপি প্রোডাক্টিভিটির মূল কারণ অর্থনৈতিক নীড।

    হ্যাঁ, ঐ দীর্ঘজীবনব্যাপি প্রোডাক্টিভ লিষ্টিতে অমিতা বচ্চনের নামও ছিল, মিটিং এর তাড়ায় টাইপাই নি!

    আপনাদের জন্য আজগের জটিলতা দিয়ে যাই!

    "মেঘ কেটে যেই রোদ উঠবে
    বৃষ্টি বন্ধ হলে,
    সাত-সমুদ্র তের-নদী
    কোথায় যাবে চলে।"

    এইটে সুররিয়ালিজম না ম্যাজিক রিয়ালিজম?

    (এটাও বলে যাই আমি দুটোর কোনটাই বুঝি না। কিন্তু সমস্যা তো তাই বলে বসে থাকবে না!)
  • lcm | 2600:1700:4540:5210:599e:7387:21cc:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০২:৩০453933
  • রুচিরা,
    তাহলে আমি গুলিয়েছি।
  • lcm | 2600:1700:4540:5210:599e:7387:21cc:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০২:২৮453932
  • ওহ! এই ম্যাজিক রহস্য!
  • Ruchira | 2602:306:3431:77f0:1491:3da3:c0a7:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০২:২৮453931
  • lcm, আমি ও তার কথাই বলছি
  • lcm | 2600:1700:4540:5210:599e:7387:21cc:***:*** | ২৯ আগস্ট ২০২০ ০২:২৬453930
  • রুচিরা,
    আমার ভুল হতে পারে। ১৯৭৭ এর মাধ্যমিক (নাকি উচ্চ-মাধ্যমিক) গৌতম মন্ডল এর কথা বলছি।
  • তুতো হোক বংশধর | 165.225.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০২:১৮453929
  • এসব ম্যাচিওর্ড সভ্যতার সিম্প্টম। ইটালিয়ান, ফ্রেন্চ, ব্রিটিশ - এরও এরম করে থাকে!
    আম্রিগানরা এরম করে না, মানে, কত্তে পারে না! তাদের রামরাজত্বের আছে টাই বা কি আর করবে টাই বা কি!

    ভালমন্দর জাজমেন্টে যাচ্ছি না কিন্তু!
  • Tim | 174.102.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০২:১৫453928
  • হ্যাঁ দেখলাম, হয়ত আলাদাই। @ ওমনাথ
  • ~~ | 43.239.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০২:১৫453927
  • আর এই ল্যাদোষদা মাইরি। পেপারটা চাইছি না। সেটা অনলাইনে পড়া যায়। গুগুল অ্যাকাউন্ট দিয়ে লগিন করলেই JSTOR মাসে ১০০ টা আর্টিকেল ফ্রি তে পড়তে দেয় অনলাইন।

    এই ছিল কোশ্নো - এখন ভাটের ১৬ পাতায়

    জাহাঙ্গিরনামা বা তুজুক-ই-জাহাঙ্গীরি র একটা অনুবাদ আছে ১৮২৯ এ Major David Price এর করা। এটা নাকি Spurious বা Garbled এডিশন। এটার মূল সোর্স কি এখনো জানা গেছে?  মানে উনি কোথা থেকে এই অনুবাদটা করেন?

    আসল জাহাঙ্গীরনামা লেখাটা অনুবাদ করেন Rogers Alexander সম্পাদনা করেন Henrey Beveridge 1909 সালে। JSTOR এ এই ভার্সানগুলি কম্পারিজন নিয়ে একটা গোটা পেপারই আছে।

    এখন কথা হল মেজর প্রাইস এর অনুবাদ কিছু ক্ষেত্রে বহুত ডিটেইল্ড। সে হোক, আমার ইন্টারেস্ট ওতে ৯৬ পাতার মাঝামাঝি থেকে ১০৪ পাতার মাঝ অবধি, এই আট পাতা জুড়ে বাংলা থেকে আগত ৭ জন বাজিকরের ২৮ টি ম্যাজিকের বিস্তারিত উল্লেখ আছে। বাংলায় কুমুদিনী মিত্র-র করা অনুবাদ রয়েছে এই বইটারই, তাতে যথারীতি সেসব ফলাও করে লেখা।

    সেসব আলেকজান্ডার রজারস এর অনুবাদে কিন্তু নেই, এক্কেবারে ফক্কা। রজারস এর অনুবাদ পুরো টানা লেখায় দিনপঞ্জী।

    Wheele M. Thackston এর একটা সটীক অনূদিত সম্পাদিত জাহাঙ্গীরনামার কপি পেলাম ১৯৯৯ এর, তাতেও সেসব ম্যাজিকের কোনো উল্লেখই নেই। এ আবার সাল তারিখ দিয়ে দিয়ে লেখা একেবারে ডায়রি ফর্ম্যাটে।

    তো ম্যাজিক এর ব্যপারটা আসলে কোথায় ছিল, মেজর প্রাইস জিনিসটা পেলেন কোথায়? জিনিসটা অ্যাক্কেরে গুল্প না সত্যি হওয়ার কোনো সম্ভাবনা আছে?

    ১৫ পাতায় পাবেন, লিংটা ,

    https://www.jstor.org/stable/44148105

    এখানে খোলসা করে লিখেছে, তিনটে ভার্সান এর কথা।

  • সম্বিৎ | ২৯ আগস্ট ২০২০ ০২:০২453925
  • মহাকালের অক্ষিপটে তিন বছর তো একটি আঁচড়ও নয়। তবে চিনতে পারলে আগে জিগেস করতাম। তোমরা যে এত নব নব রূপে আস, কে কোনজন বুঝতেই পারিনা। আজ ডবল ঢেউ, কালই হয়ত অন্য কেউ হয়ে যাবে। এই বয়েসে এসব ধাঁধা সলভ করা অসম্ভব।

  • ~~ | 43.239.***.*** | ২৯ আগস্ট ২০২০ ০১:৫৮453924
  • মনে হয় এই জন। ইসস, তিন বছর। Late Professor Iqbal Husain (1935- 2017) retired as Professor, Centre of Advanced Study in History, Aligarh Muslim University, Aligarh. 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত