ধন্যবাদ, আর্কাইভে রয়েছে।
আর্কাইভ ডট অর্গ-এ পাবেন। লং-এরটা নামাবেন না। এসেম ঘুম পাচ্ছে। একসঙ্গে এতজনের কেলাস নেওয়া সম্ভব না।
#পাঠশালা আর ফারসি
না না, অনাথবাবুর সম্পাদিত অ্যাডাম সায়েবের রিপোর্টটি কোত্থেকে নামালেন তাই জানতে চাইছিলুম। শোধগঙ্গায় আছে? সে আবার খুলছে না দেখি।
ছোটলোক ফোবিয়া বেশ নতুন টার্ম। ভারিক্কি গোছের।
কিন্তু এলেবেলে বাবু,ইংরেজরা আসার আগে আপনি বলছেন পাঠশালা এর ফারসি শিক্ষায় উঁচু জাত নিচু জাত ভেদ ছিলো না।
তাহলে কয়েকজন উঁচু ও নিচু জাতের পণ্ডিত দের নাম বলুন।বেশি না তিনজন ফ্রম ইচ গ্রুপ
দুই,ইংরেজরা আসার আগে দেশে নারী শিক্ষার প্রচলন কেমন ছিল?
তিন,বিদ্যা প্রতিষ্ঠান গুলোর স্ট্রাকচার কেমন হতো।যেমন প্রাথমিক শিক্ষা,পাঠশালা বা মাদ্রসা। তারপর?উচ্চ প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক স্তর?কলেজ লেভেল?
হ্যাঁ, অমিত আমারও আপনার প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। প্রিন্সলি স্টেটগুলোতে থাকত ব্রিটিশ রেসিডেন্ট। বকলমে সে-ই শাসক। খরচ দেবে কে প্রজাকে শিক্ষা দেওয়ার? ওই টাকায় নিজের প্যালেসে ঝাড়বাতি কিনবে।
আর এই যে আমরা মনে করি বাংলা শিক্ষায় খুব এগিয়ে ছিল, তা কিন্তু আদৌ নয়। বিশেষত প্রাথমিক শিক্ষায় আমাদের গুণে গুণে দশ গোল দেয় উত্তর-পশ্চিমাঞ্চলের গভর্নর টোমাসন। সেখানে জমিদাররা এডুকেশন সেস দিত। এখানকার জমিদাররা তার ন্যাতা মেরে দিয়েছিল। নেতা ছিল 'রাষ্ট্রগুরু' সুরেন বাঁড়ুজ্যে। আমাদের ছোটলোকফোবিয়া আর ইসলামফোবিয়া দীর্ঘদিনের অর্জন।
দীপাঞ্জন, মদনমোহন তর্কালঙ্কার বেথুনের ভাষণকে এক্সটেন্ড করে স্ত্রীশিক্ষা লিখেছিলেন। পারলে একবার পড়ে দেখবেন। ছত্রে ছত্রে ইসলামোফোবিয়া।
১২:২৪ অনাথনাথ বসু সম্পাদিত অ্যাডামের রিপোর্ট, ১৯৪১ নামিয়ে নিন। ফিলিপ হার্টগের ওষুধ জানা আছে। স্কুল বলতে অ্যাডাম কী বলেছিলেন সেটাকে পাত্তা না দিয়ে নিজের মর্জিমাফিক বক্তব্য। আর এক লাখ পাঠশালার কথা অ্যাডামের নয়।
ভাল কল করেছে ঈশেন, মাইরি, কত খোরাক যে আসে!
ওকে। এই রিপোর্ট গুলি কোন আর্কাইভ থেকে পাচ্ছেন। আমি যা পাচ্ছি সেসবই ক্রস রেফারেন্স। খুঁজতে গিয়ে আর একজায়গায় দেখলাম অ্যাডামসের একলাখ স্কুলের ব্যাপারটা মনগড়া বলা হয়েছে। কোন জেলায় কত থানার আন্ডারে কত স্কুল ছিল, তার মধ্যে কতগুলি হিন্দু দের স্কুল, কতগুলি মুসলিমদের ইত্যাদি তথ্য সমেত। স্যার ফিলিপ হার্টগ, সাম অ্যাসপেক্টস অব ইন্ডিয়ান এডুকেশন, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ১৯৩৯।
যীশু বায়োগ্রাফি নিয়ে কিছু কাজ হয়েছে তাতে মনে হয় ঐতিহাসিক সত্যতা আছে চরিত্রটির। অবশ্যই বিস্তর জল মেশানো হয়ে আছে। আমি কদিন আগে বই দেখছিলাম এই নিয়ে। ওই পড়তে হবে আরেকটু।