ওমলেটের বাংলা নির্ঘাত "মামলেট", আর সানি সাইড আপ "ডিমভাজা"?
"ভীষণ এক জলপ্রপাত দেখে লাফাতে লাফাতে নাম দিয়ে দিল ভিক্টোরিয়া জলপ্রপাত, বলল, এ জিনিস আমরা আবিষ্কার করেছি ইয়া আ আ হু। "
... আবার স্থানীয় নামগুলো অগ্রাহ্য করে নিজেদের নামে চালাতে লাগল। সাগরমাথা/চোমোলাংমা হয়ে গেল মাউন্ট এভারেসট (তাও যদি তার উচ্চতা নিজেরা মাপতিস, মাপলেন রাধানাথ শিকদার, কোথায় কি? যদিও জর্জ এভারেস্ট নাকি এই নামকরণের প্রতিবাদ করেন); দক্ষিণ গোলার্ধের সবচেয়ে উঁচু পর্বতশীর্ষ ছিল আওরাকি, হয়ে গেল মাউন্ট কুক!
সুরুয়া।
স্যুপ, ব্রথ, স্টু, গ্রেভি, এর বাংলা কী হবে??
"... অথচ আরও কত লোক তাকলামাকান পার হয়ে গিয়েছেন, নামও জানা যায় না।"
একেবারে সহমত। এমন আরেকজন তুপিয়া নামের পলিনেশীয় নাবিক (রাইয়াতিয়া দ্বীপের), যিনি তাহিতি থেকে ক্যাপটেন কুককে অস্ট্রেলিয়া নিউজিল্যাণ্ডের সমু্দ্রপথ দেখিয়ে নিয়ে এসেছিলেন। এই মানুষটি না থাকলে ক্যাপটেন কুক এনডেভার জাহাজ নিয়ে কোথায় পৌঁছতেন কে জানে, অথচ দেখুন এই মানুষগুলোর নাম হারিয়ে যায়।
"লঙ্কার আইডিয়া চীনে বসে নিয়ে নিল! আন্তর্জাতিক আইডিয়াসত্ত্ব লঙ্ঘনের দায়ে পড়ে যাবার কথা। ঃ-)"
এটা আমার কাছে অবাক লাগে একটা সময় নানান মানুষ জন ভারত থেকে চীনে কখনো স্থলপথে, কখনো সমুদ্রের পেরিয়ে পাড়ি দিতেন। বোধিধর্ম, যাঁকে জেন এর প্রবর্তক বলে মনে করা হয়, তিনি শোনা যায় এখনকার কাঞ্চিপুরম থেকে চীনের নানজিং হয়ে শাওলিন টেমপলে যান। কাজেই এই যে লঙ্কা, ভারত, চীন সব একাকার হয়ে যাচ্ছে, সে যুগে, আমার মনে হয় যেন এখনকার তুলনায় আরো সাবলীল ছিল। :-)
আসলে এই সব ব্যাপারে লোকে এত এবং এমন "আপন মনের মাধুরী " মেশান যে কোনটা কি, ঠিক, ভুল, হিসেব বেহিসেব, কি কোথায়, :-)
তবে মাহবুব লীলেনের লেখাটা পড়তে পড়তে মনে হল, এটা উল্লেখ করা যেতে পারে যে লঙ্কাবতার সূত্র লেখা হয়েছিল চীনে, মতান্তরে খোটান প্রদেশে, ঐ পঞ্চম খ্রীষ্টাব্দেই।
বুদ্ধ লিখিত রামের আগেই এই পৃথিবীতে খেলা করে গেছেন এমন ভাবার স্বপক্ষে কিছু খোরাক -