;-), আমি তো দাড়ি নিয়ে হাঁড়িমুখো মাসক পরা হা..টাকেও চিনতে পারছি না।
মানে চাইছি না আর কি!
এরা পারে কি করে!
দেশ একটা এইরকম মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের প্রাণের নিরাপত্তা নেই, এর মধ্যে এই সব যাগযজ্ঞ না করলেই নয়?
সামনের দিকে মুখ করে সাদা মাসকের ভদ্রলোক নাকের তলায় মাসক ঝুলিয়েছেন। ও মাসক পরা না পরায় কিছু এসে যায় না। দুটো স্বস্তিকা চিহ্নের মাঝখানে ওটা কি ঈ্গলের ডানার ছবি এঁকেছে? অবিশ্যি না আঁকলেই বা কি? দেশের হাল যা করে ছেড়েছে ...
বোম্বে থেকে কলকাতার ফ্লাইট কবে চালু হবে কেউ জানাতে পারেন? 8এ কাটলাম, বললো স্পেশাল লকডাউন, 6এ কাটলাম, তারপর শুনলাম 15 অব্দি বোম্বের ফ্লাইট নেবে না। এরপর আরেকটা নতুন টিকিট নেবার আর ভরসা হচ্ছে না, এদিকে না গেলেও নয়।
ঘুরে যাওয়ার মুশকিল আছে, কারণ সঙ্গে জিনিস প্রচুর, আর তাতেও যে অন্য কোনো ঝামেলায় পড়বো না, তারও গ্যারান্টি নেই।
এই পিতৃতান্ত্রিক হ্যাজ শুনতে শুনতে হেজে গেলাম।
পরে লিখছি, এক্ষুণি শুনে সাক্ষাৎকারের তিনটে জায়গা খুব ইনটারেসটিং:
- ৯ মিনিটের মাথায় বলছেন সবাই পুরুষদের দিকে তাকিয়ে আছেন (স্টিফেন সাকুরের ডিকটেটর নিয়ে প্রশ্নের উত্তরে)।
- ১৬ মিনিটের মাথায় প্রাইভেসি নিয়ে আলোচনাটা । তবে এই লক্ষণরেখাটা আমার কাছে পরিষ্কার নয়। মনে হল হারারি এ ব্যাপারে অনেকটাই উদার ।
- ২১-২২ মিনিটে ধর্ম, বিজ্ঞান আর surveillance নিযে বক্তব্য ।
এই যে "surveillance under the skin" করোনাভাইরাস উসকে দিয়ে গেল, এর যে কি সুদূরপ্রসারী ফল হবে, কে জানে!
@অরিন-দা, আশাকরি ভালো আছেন।
য়ুভাল নোয়া হারারি'র কভিড বিষয়ক বক্তব্য বেশ পপুলার হয়েছে। আপনার কেমন লাগে?
ফ্রানসিস কলিনসের ইনটারভিউটা দেখুন, কাজে লাগবে, ভ্যাকসিনের ব্যাপারে attention @dc
https://www.youtube.com/watch?feature=youtu.be&v=AzbTvUXsedg&app=desktop
ওকে। জানা রইল। 'গাঁগেরামের ব্যাপার' এসব কিছুই বুঝলাম যদিও। অতটা বাংলা ভাষাভাষী জগতের লোক নই।
আমার কাছে নাচ মানে মূলত ভারতীয় ধ্রুপদী নৃত্য । ক্রিয়েটিভ কোরিওগ্রাফিও।
মাইকেল জ্যাকসনের স্টেপসও ভাল লাগে অবশ্য।
আরে ওজ্জুনবাবু, অনেকদিন পরে যে! হেঁ হেঁ, কোতায় নাচবেন সুদু বলুন। তিন লরি লোক নিয়ে পৌঁচে যাব।
'গুরুচণ্ডালী' তে নাচের লোকজন বিশেষ নেই না!
ইনফ্যাক্ট, কারো ইন্টারেস্ট আছে বলেও মনে হয়না !
আমার এক এক্স কোলিগের নাম ছিল চঞ্চল কুমার মজুমদার। সে প্রথম প্রথম লিখত সি কে মজুমদার। সেই থেকে গোটা অফিসে তার নিক হয়ে যায় "চামে কাটা মজুমদার"