PT | 203.***.*** | ০৬ আগস্ট ২০২০ ১০:০২451601
S | 2a0b:f4c2::***:*** | ০৬ আগস্ট ২০২০ ০৮:৫৪451599;-), আমি তো দাড়ি নিয়ে হাঁড়িমুখো মাসক পরা হা..টাকেও চিনতে পারছি না।
মানে চাইছি না আর কি!
এরা পারে কি করে!
দেশ একটা এইরকম মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের প্রাণের নিরাপত্তা নেই, এর মধ্যে এই সব যাগযজ্ঞ না করলেই নয়?
b | 14.139.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০৮:৩৯451597সামনের দিকে মুখ করে সাদা মাসকের ভদ্রলোক নাকের তলায় মাসক ঝুলিয়েছেন। ও মাসক পরা না পরায় কিছু এসে যায় না। দুটো স্বস্তিকা চিহ্নের মাঝখানে ওটা কি ঈ্গলের ডানার ছবি এঁকেছে? অবিশ্যি না আঁকলেই বা কি? দেশের হাল যা করে ছেড়েছে ...
lcm | 2600:1700:4540:5210:31de:89bd:5136:***:*** | ০৬ আগস্ট ২০২০ ০৮:২৯451594
b | 14.139.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০৮:২৩451593
S | 2a0b:f4c0:16c:12::***:*** | ০৬ আগস্ট ২০২০ ০৬:৩৫451592বোম্বে থেকে কলকাতার ফ্লাইট কবে চালু হবে কেউ জানাতে পারেন? 8এ কাটলাম, বললো স্পেশাল লকডাউন, 6এ কাটলাম, তারপর শুনলাম 15 অব্দি বোম্বের ফ্লাইট নেবে না। এরপর আরেকটা নতুন টিকিট নেবার আর ভরসা হচ্ছে না, এদিকে না গেলেও নয়।
ঘুরে যাওয়ার মুশকিল আছে, কারণ সঙ্গে জিনিস প্রচুর, আর তাতেও যে অন্য কোনো ঝামেলায় পড়বো না, তারও গ্যারান্টি নেই।
Atoz | 151.14.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০৩:০৮451590
Atoz | 151.14.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০৩:০৫451589
ঘোঁতন | 194.28.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০২:৫৪451588এই পিতৃতান্ত্রিক হ্যাজ শুনতে শুনতে হেজে গেলাম।
S | 2405:8100:8000:5ca1::75f:***:*** | ০৬ আগস্ট ২০২০ ০২:৫৩451587
Atoz | 151.14.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০২:৪৬451586
Atoz | 151.14.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০২:৪৩451585পরে লিখছি, এক্ষুণি শুনে সাক্ষাৎকারের তিনটে জায়গা খুব ইনটারেসটিং:
- ৯ মিনিটের মাথায় বলছেন সবাই পুরুষদের দিকে তাকিয়ে আছেন (স্টিফেন সাকুরের ডিকটেটর নিয়ে প্রশ্নের উত্তরে)।
- ১৬ মিনিটের মাথায় প্রাইভেসি নিয়ে আলোচনাটা । তবে এই লক্ষণরেখাটা আমার কাছে পরিষ্কার নয়। মনে হল হারারি এ ব্যাপারে অনেকটাই উদার ।
- ২১-২২ মিনিটে ধর্ম, বিজ্ঞান আর surveillance নিযে বক্তব্য ।
এই যে "surveillance under the skin" করোনাভাইরাস উসকে দিয়ে গেল, এর যে কি সুদূরপ্রসারী ফল হবে, কে জানে!
অর্জুন | 113.2.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০২:০০451583@অরিন-দা, আশাকরি ভালো আছেন।
য়ুভাল নোয়া হারারি'র কভিড বিষয়ক বক্তব্য বেশ পপুলার হয়েছে। আপনার কেমন লাগে?
ফ্রানসিস কলিনসের ইনটারভিউটা দেখুন, কাজে লাগবে, ভ্যাকসিনের ব্যাপারে attention @dc
https://www.youtube.com/watch?feature=youtu.be&v=AzbTvUXsedg&app=desktop
অর্জুন | 113.2.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০১:৩১451581ওকে। জানা রইল। 'গাঁগেরামের ব্যাপার' এসব কিছুই বুঝলাম যদিও। অতটা বাংলা ভাষাভাষী জগতের লোক নই।
:|: | 174.255.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০১:১৯451580
অর্জুন | 113.2.***.*** | ০৬ আগস্ট ২০২০ ০০:৪৭451578আমার কাছে নাচ মানে মূলত ভারতীয় ধ্রুপদী নৃত্য । ক্রিয়েটিভ কোরিওগ্রাফিও।
মাইকেল জ্যাকসনের স্টেপসও ভাল লাগে অবশ্য।
S | 2405:8100:8000:5ca1::112:***:*** | ০৬ আগস্ট ২০২০ ০০:৩৭451577
বেঁটে মদন | 172.82.***.*** | ০৫ আগস্ট ২০২০ ২৩:৪৮451576আরে ওজ্জুনবাবু, অনেকদিন পরে যে! হেঁ হেঁ, কোতায় নাচবেন সুদু বলুন। তিন লরি লোক নিয়ে পৌঁচে যাব।
অর্জুন | 223.223.***.*** | ০৫ আগস্ট ২০২০ ২৩:৩৭451575'গুরুচণ্ডালী' তে নাচের লোকজন বিশেষ নেই না!
ইনফ্যাক্ট, কারো ইন্টারেস্ট আছে বলেও মনে হয়না !
dc | 103.195.***.*** | ০৫ আগস্ট ২০২০ ২৩:২৯451574আমার এক এক্স কোলিগের নাম ছিল চঞ্চল কুমার মজুমদার। সে প্রথম প্রথম লিখত সি কে মজুমদার। সেই থেকে গোটা অফিসে তার নিক হয়ে যায় "চামে কাটা মজুমদার"