এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.14.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৬:০৫451452
  • ওদিকে এক ভদ্রলোক জরৎকারু(অস্তিকা)কে তক্ষকের ভগ্নী বানিয়ে ছেড়ে দিয়েছেন। কিন্তু অস্তিকা তো বাসুকির ভগ্নী ! নাগরজকন্যা। মহাভারতে সেইরকমই তো আছে শুনেছিলাম। অবশ্য পাড়াতুতো ভগ্নী হলে অন্য কথা।
  • Atoz | 151.14.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৫:৫৮451451
  • কবে যে এর রাশ টানবে, খোদায় মালুম।
  • Atoz | 151.14.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৫:৪৩451450
  • ছি ছি ছি। শেষে কিনা টিকটক !!!!
  • lcm | 99.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৫:২২451449
  • গত দুদিনে ইউএস-এর থেকে বেশি সংক্রমণ হয়েছে ভারতে, দিনে ৫০ হাজারের বেশি মানুষের সংক্রমণের খবর আসছে ভারত থেকে।

    ভারতের মিডিয়ায় কি বলছে দেখার জন্য টাইমস অফ ইন্ডিয়ার ওয়েব সাইটে গেলাম, প্রথম পাতার মেইন খবর হচ্ছে ট্রাম্প বলেছে টিকটক ব্যান করে দেবে যদি না কোনো আমেরিকান কোম্পানি ওদেরকে কিনে নেয়। এখানে তো এ নিয়ে তেমন খবরই নেই। এটা কি করে ভারতের হেডলাইন নিউজ হল বুঝতে পারছি না।
  • r2h | 73.106.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৫:২১451448
  • অরিনদা, ভারতের এয়ারপোর্টে যা পরীক্ষা নিরীক্ষা সাবধানতা দেখলাম পুরোটাই আমার ঢপ মনে হয়েছে। মার্চে লকডাউন শুরুর পরপর মনে হয়েছিল যাত্রী ও কর্তৃপক্ষ সতর্ক, সন্ত্রস্ত; এখন মনে হচ্ছে কোনক্রমে নিয়মরক্ষা।

    সেই তুলনায় আমেরিকা ভালো, আদৌ কিছু হচ্ছেই না।

    আরেকটা জিনিস দেখলাম, প্লেন ভর্তি সবই সিনিয়ার মানুষ - ছেলেমেয়েদের কাছে যাচ্ছেন, প্লেন থেকে নামতে হুইলচেয়ারের লাইন।
    এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ না?
  • Atoz | 151.14.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৫:১৭451447
  • গোটা দুনিয়ায় ইতিমধ্যেই সাত লক্ষের কাছাকাছি মৃত্যু ঘটে গিয়েছে কোভিডে। কোথায় গিয়ে এই বন্যা থামবে?
  • Amit | 203.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৫:০৯451446
  • কিন্তু বুঝতে পারছিনা এভাবে কতদিন আর. সেকেন্ড কে সামলানো গেলেও তারপর যদি থার্ড, ফোর্থ ফিফ্থ আসতেই থাকে, কতবার এভাবে লক ডাউন করে করে সামলানো যাবে.

    তাও এই দেশগুলোতে কম পপুলেশন নিয়ে কোনোমতে সামলাতে পারছে, ইন্ডিয়া বা হাই পপুলাস দেশগুলোতে তো ঘরে থাকলেও সোশ্যাল ইসোলেশন অসম্ভব. সোশ্যাল সিকিউরিটি ওসব ছেড়েই দিচ্ছি, ওসব তুলনা জাস্ট হাস্যকর হয়ে যাবে.

    আমি নিশ্চিত ইন্ডিয়াতে যা অফিসিয়াল ইনফেকশন ফিগার দেখাচ্ছে, তার 2-3 গুন্ তো হবেই বা আরো বেশি. ডেথ ফিগার ও সুসপিসাস, রিমোট এরিয়াতে অত আপডেটেড করা হচ্ছে নাকি. আমার মা যে এপার্টমেন্ট এ থাকেন, তার 50 টা ফ্ল্যাটে র মধ্যে 9 টা ফ্যামিলি র পসিটিভ এসেছে গত দু হপ্তায়. অন্তত তিন চার দিন জ্বর নাহলে কেও টেস্ট করাচ্ছে না, তার মধ্যে আরো কত জনের হচ্ছে কেও জানেনা.

    ওভারঅল বড়োই ডিপ্রেসিং সিচুয়েশন সব জায়গায়.
  • Atoz | 151.14.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৪:৫৬451445
  • ইকোনোমি কেমন করে বাউন্স ব্যাক করছে? দেশের অভ্যন্তরীণ ব্যবসাপাতি দিয়ে? বাইরের দেশের সঙ্গে তো আদানপ্রদান বন্ধ? নাকি খুলছে আস্তে আস্তে?
  • অরিন | ০৪ আগস্ট ২০২০ ০৪:৫১451444
  • একেক  দেশে একেক রকম। নিউ জিল্যান্ডে যেমন প্রথম দিকে সাংঘাতিক কড়া  হাতে প্রশাসন করোনা ভাইরাস কে প্রায় 

    শূন্য এর পর্যায় নামিয়ে এনেছিল, এবং এখনো যাঁরা দেশে ঢুকছেন তাঁদের আলাদা করে রাখা ইত্যাদি চলছে, ফলে মাস তিনেক আমাদের এখানে আর কোনো নতুন করে কেস  নেই । বা সেকেন্ড ওয়েভ হলেও দ্রুত সামলানো যাবে।  ইকোনোমি এখানে কিন্তু আবার বাউন্স ব্যাক করছে।  দেখা যাক । ভিক্টরিয়া (অস্ট্রেলিয়া) কিন্তু এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমাদের মডেল  অনুসরণ করতে চাইছে।  

  • Amit | 203.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০৪:১৫451443
  • কিন্তু কারোর যদি জ্বর থাকেও, ফ্লাইট এ ওঠার আগে প্যারাসিটামল বা ব্রুফেন খেয়ে তো টেম্প নামিয়ে নিতে পারে. তাহলে থার্মাল স্ক্যানার এ ধরবে কিকরে ? 5-6 ঘন্টা তো টেম্প কম থাকবে.

    দু সপ্তার কোয়ারানটিন হয়তো সেফার অপসন, কিন্তু ব্যবসা পত্তর সব লাটে উঠে যাচ্ছে প্রায়. রিমোট এরিয়াতে প্লান্ট বা মাইনিং সাপোর্ট প্রায় বন্ধই, তার ওপর ডিমান্ড পড়ে যাওয়াতে সবার লাটে ওঠার জোগাড়. অস্ট্রেলিয়াতে ফার্স্ট ওয়েভ টা ভালো সামলেছিলো, কিন্তু আবার মেলবোর্ন এ একটা মেজর সেকেন্ড ওয়েভ এসে গেছে, আবার লক ডাউন চালু করেছে. অন্য অনেক দেশেও সেকেন্ড ওয়েভ আসছে. এর কোনো শেষ দেখতে পাচ্ছিনা.

    সবার চাকরি বাকরি, ব্যবসা সবকিছুই খুব ক্রিটিকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে. সরকার থেকে সোশ্যাল সাপোর্ট কদ্দিন টানতে পারবে সেটা একটা মেজর প্রব্লেম এখন. আস্তে আস্তে সবার মধ্যে বিহ্যাব চেঞ্জ দেখতে পারছি চারদিকে.
  • অরিন | ০৪ আগস্ট ২০২০ ০২:২০451442
  • r2h: "ফ্লাইটে চাপার আগের দিন আরোগ্য সেতু অ্যাপ ইন্স্টল করে তাতে সকলি বিমল সকলি শোভন বলে ফর্ম ফিলাপ করলাম, তাতে বলল আমি নিরাপদ (কী করে জানলো)। আর থার্মাল স্ক্যান হলো। সেই দেখিয়ে প্লেনে চাপলাম, ঝারসুগুদা এয়ারপোর্টে নামতে একটা ডিক্লারেশন ফর্ম দিল, আমার যেহেতু কানেক্টিং ফ্লাইট তাই সেটা ফিলাপ করলাম না। আবার থার্মাল স্ক্যান, তারপর গেলাম দিল্লি। সেখানে কিছুই হলো না, গটগট করে বেরিয়ে গেলাম, ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢোকার জন্যে আরেক প্রস্থ মুচলেখা, থার্মাল।"

    ইদানীং নিউজিল্যাণ্ডে যে কয়েকজন বিদেশ থেকে ফেরত আসা লোকের মধ্যে করোনা ধরা পড়েছে (এঁরা সবাই দেশে ঢোকার পর ১৪ দিন সরকারী খরচায় এয়ারপোরটের কাছে বড় ফাইভ স্টার হোটেলে কোয়ারানটিন থাকেন, তাঁদের দু-বার পরীক্ষা হয়, একবার তিন দিনের মাথায়, আরেকবার ১০ দিনের মাথায়), তাঁদের মধ্যে বেশীর ভাগই ভারত থেকে আসা ভারতীয় লোকজন (বা ভারত-উদ্ভুত নিউজিল্যাণ্ডের নাগরিক, এখন দেশে ফিরছেন)।

    এঁদের সকলেরই নিশ্চয়ই থারমাল স্ক্যান হয়েছে। এঁরা সব ফর্মও নিশ্চয়ই ভরেছেন। 

  • রৌহিন | ০৪ আগস্ট ২০২০ ০০:৩৪451441
  • আমাকে রামি খেলে ক্যাশ জিততে বলছে। চণ্ডীদাস খেললে কি ক্যাশ হারাতে হবে?

  • Atoz | 151.14.***.*** | ০৪ আগস্ট ২০২০ ০০:১৪451440
  • রামানুজনের একটা নোটবুক খুঁজে পাওয়া গিয়েছিল ১৯৭৬ সালে, ট্রিনিটি কলেজের লাইব্রেরীতে। ঠিক নোটবুক না, লুজ পাতায় ম্যাথ নোট। ছয়শোর বেশি ম্যাথমেটিকাল ফর্মুলা লেখা, প্রুফ নেই। পরে অন্য গণিতজ্ঞেরা কোনো কোনোটার প্রুফ বের করে সেগুলো প্রকাশ করেছেন। ভাবা যায়? তার মানে একটা খনি ওটা।
  • S | 2a0b:f4c2::***:*** | ০৪ আগস্ট ২০২০ ০০:০৩451439
  • Atoz | 151.14.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২৩:৫৯451438
  • আমাকে অ্যাড দেখাচ্ছে টকটকে লাল পাখি, কিনতে বলছে। কিনে পুষতে বলছে। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২৩:৫৮451437
  • বাইবেল পড়লেই তো যীশু পড়া হয়ে যাবে, আলাদা করে যীশু পড়তে বলছে কেন? অন্য যীশু?
  • S | 2a0b:f4c2::***:*** | ০৩ আগস্ট ২০২০ ২৩:৪৬451436
  • এদিকে গুগুল অ্যাড আমাকে বাংলায় যীশু আর বাইবেল পড়তে বলছে। দেকেচো গুগলও ঠিক বুঝেছে যে আমি মহাপাপী।
  • aka | 143.59.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২৩:৩৯451435
  • ওটা আমি আবিষ্কার করেছিলাম, আমার ধর্মগ্রন্থে এসব থাকছে।
  • Atoz | 151.14.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২৩:৩৭451434
  • কিন্তু আইনস্টাইন তো নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব স্কুলে কলেজে পড়েছিলেন! সেই ব্যাপারটা এরা কীভাবে ছুপালো? নাকি নিউটন বলে কেউ ছিলেন না এই ঘোষণা দিল? ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২৩:২০451433
  • স্যান ও আসবেন। ঃ-)
  • :|: | 174.255.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২৩:১০451432
  • আবার এবং আবারও গোরু ও মোষেরা এলেন। কিন্তু স্যান, আমাদের স্যান...
  • S | 2405:8100:8000:5ca1::457:***:*** | ০৩ আগস্ট ২০২০ ২৩:০৫451431
  • মোষান।
  • Atoz | 151.14.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২২:৫৬451430
  • শুধু গরু না, মোষেরাও স্নান করে। বরং অনেক বেশি করে। ঃ-)
  • | ০৩ আগস্ট ২০২০ ২২:৪৩451429
  • চোউউপ্পপ্প -@টিমি
  • aka | 162.44.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২২:২৩451428
  • ডারউইনের থিওরী ভুল অনেকেই বলে তো।
  • Tim | 2607:fcc8:ec45:b800:c57d:71bd:347a:***:*** | ০৩ আগস্ট ২০২০ ২২:০৯451427
  • গোরুর চানটা অসাম হয়েছে। দমদির বানামটাও ঃ-))
  • রৌহিন | ০৩ আগস্ট ২০২০ ২০:৫৯451426
  • আমার জুমলা নিয়ে কোন সন্দেহই নেই নেহাৎ পারাবার পার করে শেষে গোষ্পদে কেস খেয়ে এখন লজ্জায় খাপ খুলছি না

  • Du | 47.184.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২০:৩১451425
  • আমারও অমিত শাহের করোনাটা জুমলাই লেগেছে প্রেস বিজ্ঞপ্তিতে করোনাসে লড়তে হুয়ে বলে বলে শেষ করতে পারছে না।
  • :|: | 174.255.***.*** | ০৩ আগস্ট ২০২০ ২০:১৮451424
  • গোষ্পদ সম্পর্কে আলোচনার অন্যতম অধিকারী পুরুষ এখানে রঞ্জনবাবু। তাঁর অন্যতম প্রিয় গানের লাইনঃ ‘সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায়‘
  • r2h | 73.106.***.*** | ০৩ আগস্ট ২০২০ ১৯:৩০451423
  • উফ যেন তিব্বত ভ্রমণ। কলকাতা এয়ারপোর্টে আরোগ্যসেতু অ্যাপ দেখাতে হলো। ফ্লাইটে চাপার আগের দিন আরোগ্য সেতু অ্যাপ ইন্স্টল করে তাতে সকলি বিমল সকলি শোভন বলে ফর্ম ফিলাপ করলাম, তাতে বলল আমি নিরাপদ (কী করে জানলো)। আর থার্মাল স্ক্যান হলো। সেই দেখিয়ে প্লেনে চাপলাম, ঝারসুগুদা এয়ারপোর্টে নামতে একটা ডিক্লারেশন ফর্ম দিল, আমার যেহেতু কানেক্টিং ফ্লাইট তাই সেটা ফিলাপ করলাম না। আবার থার্মাল স্ক্যান, তারপর গেলাম দিল্লি। সেখানে কিছুই হলো না, গটগট করে বেরিয়ে গেলাম, ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢোকার জন্যে আরেক প্রস্থ মুচলেখা, থার্মাল।
    সব সিট ভর্তি, দূরত্ব টূরত্বের বালাই নেই, তবে ঝারসুগুদা থেকে দিল্লির ফ্লাইটে মাঝের সিটের যাত্রীদের একটা রেনকোটের মত জিনিস পরতে দিল, সেটা মোটামুটি গায়ে চাপিয়ে নেওয়া। আর ফেস শিল্ড আর মাস্ক দিচ্ছিল বোর্ডিঙের সময়, ফেস শিল্ড পরে বেশিক্ষন থাকা খুব কঠিন, ইলাস্টিক চেপে বসে মাথা ধরে যায়।

    এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ন্যূনতম পরিষেবা (সে তো এমনিতেই, এখন ঘোষিত আরকি), পাইলটরা তো ছুটিতে, যখন যেমন আসে ওঁরা খেপ খাটছেন। এয়ারহোস্টেসরা ঠিক এয়ারহোস্টেস নন, মনে হয় গ্রাউন্ড স্টাফদের দিয়ে কাজ চালাচ্ছে। খাবারে প্যাকেট আগে থেকে বেঁধে সিটে রাখা, ঘন্টা খানেকের মধ্য বাথরুমগুলো নারকীয়, ভারতীয়দের ব্যবহৃত টয়লেট টিস্যুর ওপর একটা আশ্চর্য মায়া আছে, সেগুলো লোকে ফ্লাশ করতে ভালোবাসে না, মেঝেতে ফেলে রাখে, এ আমি আগেও দেখেছি। তো, ঐ আরকি। (অবশ্য অনেক আপিস কাছারীতে দেখেছি, বাথরুমে লেখা থাকে টিস্যু যেন ফ্লাশ না করা হয়, ডাসটবিনে ফেলা হয়)। এমনকি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন সিনেমা পর্যন্ত দেখা যায় না। অবশ্য তাতে ঘুমটা ভালো হলো।
    দিল্লি থেকে দেখলাম এয়ার ফ্রান্স, ইউনাইটেড এরকম দু'চার্টে আন্তর্জাতিক উড়ান চলছে।

    শিকাগোতে নামার পর সব কুল, স্ক্যান মুচলেখা কোন কিছুর বালাই নেই, সব জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। তবে মাস্ক পরেছে সবাই। গরমকাল, দক্ষিনখোলা স্বল্পবাস বিড়ালাক্ষীদের দেখে ভূয়োদর্শী কবির কথা মনে পড়ে - 'চিড়িয়া মােড়ে নেমে পড়লাে দূরদেশিনী। বুক দেখেছি , ঘাড় দেখেছি, মুখ দেখিনি', প্রগলভতা মার্জনা করবেন। শিকাগো থেকে আমেরিকান এয়ারের ফ্লাইট, কোন ঝামেলাই নেই। যদিও শিকাগোতে কোয়ারেন্টাইন নিয়ে কী অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, সেসব কেউ শুনছে টুনছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত