আরে ঠিক ভুলের জন্য বলিনি - অনেকেই তো বলেন - কাজেই এটা প্রচলিত শব্দ বলাই যেতে পারে।
আপনার ভুল ধরার উদ্দেশ্য ছিল না যদিও ব্যপারটা সেরকমই দাঁড়াল। দুঃখিত
না,না, আপনিই ঠিক, রৌহিন বাবু।ওটা আমার ভূল।
সবাই "সিবিএসসি" "আইসিএসসি" বলেন দেখি। আমি জানতাম ওটা সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) আর আইসিএসই (ইন্ডিয়ান কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন)
এখন এসেমও লিখলেন দেখে মনে হচ্ছে হয় আমি ভুল জানি অথবা স্কুল কে যেমন আমরা বাংলায় ইশকুল বলি, অফিস কে আপিস - এটাও তেমন কিছু
মাধ্যমিক ও উচ্মাধ্যমিক প্রহসনে পরিণত হয়েছে। এতো মার্কস দেওয়া হয়েছে যে ভালো কলেজে এডমিশনের জন্য সব্বাই কে টেস্টে বসতে হবে। অন্য দিকে বছরের পর বছর বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়েরা বঞ্চিত হয়েছে কারণ ওইসব বোর্ডে কম মার্কস দেওয়া হতো।তুলনা মূলক ভাবে আই সি এস সি বা সি বি এস সি তে খুব বেশি করে নম্বর দেওয়া হতো। এদিক থেকে দেখতে গেলে সঠিক বিচার হয়েছে।
নতুন জাতীয় শিক্ষানীতি ভালো লাগলো। আমার মতে অষ্টম শ্রেণীর পর থেকে বৃত্তি মূলক বা কারিগরী শিক্ষার্থীদের জন্য আলাদা ব্রাঞ্চ খুলে দেওয়া উচিত।যাতে তিন বছর ট্রেনিং এর পর তাঁরা ডিগ্রী লাভ করে কলকারখানা,ল্যাব ইত্যাদিতে এপ্রেন্টিস হিসাবে ঢুকে যেতে পারে।বা , ফ্রি ল্যানসার হিসাবে,কাজ চালিয়ে যেতে পারে। এতে করে,মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ড এর ওপর কম চাপ পড়বে।
আমার ধারণা শকুন্তলা খুব উচ্চ গতিতে গণনা করতে পারতেন, অনেকটা ক্যালকুলেটর এর মতন। পরের দিকে উপার্জন বাড়াবার জন্য হয়তো ফরচুন টেলিং এর দিকে ঝুঁকেছিলেন।Savant রা যেরকম করেন। বিজ্ঞান বা গবেষণার কাজ করতে পারতেন কি? অবশ্য সেরকম শিক্ষা পাননি, পেলে কি করতেন ?
#বিসর্গ_এর_দ্বিচক্রযান_অভিযান
গুছিয়ে রাখা উনোকুটি খুঁটিনাটি।
ছেঁড়া হাওয়াই চটি, জঙ ধরা সেফটিপিন,
রংচটা মাফলার- কবেকার কব্জা ভাঙা সুটকেসে।
পালে হাওয়া লাগলেই লাগাই ছুট...
এমনতর দশা।
আশা ঐ সেই বাংলা প্রবাদ ---- " বিষে বিষ ক্ষয় "।
বিশে বিশ ২০২০ এখন বাজারের ফরমানে হয়রান দুনিয়া।
কড়ায় গণ্ডায় মূল্য গুনতে গুনতে দেওয়ালে ঠেকেছে পিঠ আমাদের।
ঢের সময় বিতেছে জলের মতো।
ক্ষত শুকায়নি।
টানাটানির সংসার ধর্মে অধর্ম হওয়ার জোগাড় ---
ধর্ম রক্ষার্থে আমাদের এই জাড়িজুড়ি
মানে ঐ কালের বাণী কর্ণে নিয়ে মর্মে গেঁথে ফর্মে ছাড়ার অভিযান
বেঁচে থাকার অভিলাষ
আগামী ২৪শে শ্রাবণ ; ১৪২৭
9th August 2020
....... সফর শুরু
দক্ষ্মিনেশ্বর থেকে গঙ্গা পেড়িয়ে পুরোনো জি.টি রোড ধরে গঙ্গার পাড় বেয়ে হুগলি, বর্ধমান এর জনপদ দিয়ে শক্তিগড়-- সেখান থেকে হাইওয়ে ধরে বর্ধমান ছুঁয়ে দামোদরের চড়
চারমান শিল্প গ্রাম এর আন্তরিক প্রশ্রয়
২৫শে শ্রাবণ ; ১৪২৭
10th August 2020
থিয়েটারের হোম ডেলিভারি
উপস্থাপনা : বাঘচাল
২৬ শে শ্রাবণ ; ১৪২৭
11th August 2020
...... পুনঃ সফর...
তালাত, গুসকরা হয়ে অজয় পেড়িয়ে দারন্দা বীরভূম থিয়েটার কটেজে BIRBHUM BLOSSOM THEATRE এর আন্তরিক প্রশ্রয়...
থিয়েটারের হোম ডেলিভারি
উপস্থাপনা : বাঘচাল
আর তারপর... রাঢ়ভূম সংলগ্ন বন্ধুবরেষু,
আপনাদের আন্তরিক প্রশ্রয় পেলে উপস্থিত হতে পারি থিয়েটারের হোম ডেলিভারি নিয়ে!
নেপালের তরফ থেকে দুটো প্রস্তাব দেখা যাচ্ছে। এক, নতুন মানচিত্র রাষ্ট্রসংঘে পাঠানো হচ্ছে। দুই, ভারতীয় ও ব্রিটিশ বাহিনীতে গোর্খা সৈন্য নিয়োগের ব্যাপারে কিছু আপত্তি এসেছে।
ড্রাফট অটোসেভ অপশন থাকলে, বড় কিচু লেকার থাক্লে লগিন করব। অনেকেই করবেন।
হ্যাঁ , পোস্ট অটো সেভ দরকারী।
হে খোদা! এককবাউ পজ্জন্ত বাংগালি ন্যাশ্নালিস্টদের দাপটে বানাম ঠিক করে রিপিট পোস্ট দিচ্ছেন। গরগর বাবু দেকচি মেনস্ট্রিম হয়ে গেলেন।
"কি" আর "প্রমান" শব্দদুটো প্রোমোশন পেল কিন্তু জবটা যবের ছাতুই রয়ে গেল কেন?
সে হোক। তাইবলে গোবলয় অশিক্ষিত কেন হতে যাব? সিভিল সারভিসের হাই র্যান্কে কী মুখ দেখে যায়? ওহ ওসব ত ইন্টেলেকচুয়াল যব নয় ; তাহলে পাতা উল্টে দেকুন স্কুল থেকে কলেজলেভেলের পাঠ্যবই তে, গোবলয়ের স্কলার দের ভীড় কি প্রমান করে??
শিক্ষার মধ্যেই এসবের বীজ আচ,, আমরা সেটা ভুলে জেতে চাই বলে এই গুড মুস্লিম - ব্যাডমুস্লিম বানিয়েচি।
স্টিরিওটাইপিং প্রবলেমেটিক হলেও গো-বলয়ে এটা খুবই প্রিভেইলিং। যেটুকু অংশ এর বাইরে তারা টেনেটুনে ব্যতিক্রমীই।
আমিও অবশ্য শুধু ব্যক্তিগত রেঞ্জের ক্ষুদ্র স্যাম্পল সাইজের ভিত্তিতেই এটা বললাম
চীনারা আর দশটা দেশের মতোই অন্যান্য দেশের নাম নিজেদের ভাষায় নিজের মতো রাখে। আমেরিকার নাম 美国 বা মেইকুও। এই 美 মানে সুন্দর আর 国 মানে দেশ। তেমনি ওদের নিজেদের দেশের নাম 中国 বা চুংকুও, যেখানে 中 মানে মধ্যিখান, সাদাবাংলায় দ্য মিডল কিংডম।
এবার, ভারতের নাম হচ্ছে 印度 বা ইন্দু। এটার অন্বয় খুঁজতে গিয়ে তাজ্জব হয়ে গেলাম। 印 মানে দেখাচ্ছে seal, print, impress, আর 度 মানে দেখাচ্ছে degree, extent, measure. অস্যার্থ, যেখানে ডিগ্রী দেখিয়ে ইমপ্রেস করা হয়।
কী ভূয়োদর্শী চৈনিক সভ্যতা!