এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::7ab:***:*** | ০১ আগস্ট ২০২০ ১৫:২৯451332
  • কিন্তু একটা ট্রেন্ড তো দেখাই যাচ্ছে। একটি মেয়ে ভালো, আরেকটি মেয়ে খারাপ সেই ভার্ডিক্ট এসে গেছে বাজারে। এবারে সেই নিয়ে পোস্ট পড়েই চলেছে। আর সোশাল মিডিয়ার র‌্যান্ডাম পোস্ট আর কমেন্ট নিয়ে ভাবতে বসলে জীবন থেমে যাবে।

    তাই যেটা আমার মনে হয়েছে করা যেতে পারে সেটা হল টাইমিং আর্বিট্রাজে খেলতে হবে। যেই দেখবেন কোনও ইস্যুতে চাড্ডীরা ঢুকে পড়েছে, বুঝতে হবে টাইম টু মুভ অন টু দ্য নেকস্ট ইস্যু।
  • π | ০১ আগস্ট ২০২০ ১৫:১৪451330
  • এদিকে মজা হল ইন্টেলেকচুয়াল বাংালি এইসব পোস্টগুলো তুলে এনে এনে বানান নিয়ে খিল্লি করে বেড়াচ্ছে।

    এসব খিল্লি করে নিজেদের শ্রেষ্ঠতর ভাবা ছাড়া আর কোন পারপস যে সার্ভ করে!

    সোজা কথা একটাই মনে হয় আজকাল, জনবিচ্ছিন্ন।
  • π | ০১ আগস্ট ২০২০ ১৫:১৪451331
  • এদিকে মজা হল ইন্টেলেকচুয়াল বাংালি এইসব পোস্টগুলো তুলে এনে এনে বানান নিয়ে খিল্লি করে বেড়াচ্ছে।

    এসব খিল্লি করে নিজেদের শ্রেষ্ঠতর ভাবা ছাড়া আর কোন পারপস যে সার্ভ করে!

    সোজা কথা একটাই মনে হয় আজকাল, জনবিচ্ছিন্ন।
  • π | ০১ আগস্ট ২০২০ ১৫:১০451329
  • হ্যাঁ। আসলে হাইজ্যাক হলেও মাথাব্যথ নেই মনে হয়। পাব্লিক সেন্টিমেনট পালস খায় না মাথায় মাখে!

    সুশান্তভক্তদের জাস্টসের দাবি করা একটা পোস্টের নমুনা দেখাই।
    বানান ভুল ফুল ইগনোর করুন, দেশের সংখ্যাগুরু লোক এর থেকেও খারাপ বানান লিখবেন। কিন্তু এই যাঁরা এককথায় সবকিছুই পুরো চাড্ডি প্রোপাগান্ডা বলে দিচ্ছেন, পুরোটাই খান দের বিরুদ্ধতা, তাঁরা এই অক্ষয় কুমারের নাম সবার উপরে আসা কীকরে এক্সপ্লেন করছেন জানিনা।
    আর খানেরা যেন মুস্লিম নাম বললেই বিরাট প্রগতিশীল, এই সহজ সমীকরণই বা কোদ্দিয়ে আসছে কে জানে৷

    I want to ask all the celebraties that where is your voice now , when it's the most crucial time. Where are you #AkshayKumar ? We are expecting you to be here as becoz you gave a lamba chaura #dialogue on #Sucide when we all assumed it to be a suicide.. But now as it becomes Cristal clear that it's a murder where are your so called #lactures now? We are expecting you to raise voice for justice on this murder case.. Where are you #aliabhatt ? Just showing fake #condolence is not enough. We are expecting more from you.. where is your Father #maheshbhatt who already assumed a month before that #SSR will commit #suicide? Where are you #sonamkapoor #shraddhakapoor #ananyapandey #ranbirkapoor #deepikapadukone #KaranJohar #kareenakapoor and all celebrities? Especially bhai jaan #Selmon_Khan .. where you guys are hiding yourself.. we Are expecting you to raise voice now..as #MumbaiPolice is not doing their work efficiently.. what you guys are trying to cover ? .. You all are equally responsible for all this. The whole #Bollywood Is a shit.. full of #HypocritesEverywhere..
  • S | 2405:8100:8000:5ca1::4af:***:*** | ০১ আগস্ট ২০২০ ১৪:৪১451328
  • পাই যেটা লিখেছেন, আমার একদম প্রায় হুবহু সেইটাই মনে হয়েছে। বলিউড এবং অন্যান্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে প্রচুর রেলেভ্যান্ট ইস্যুগুলো উঠে আসছিল। সেগুলোকে যমের দুয়ারে পাঠিয়ে চাড্ডীরা হাইজ্যাক করে নিয়েছে এবং তারা যেটা ভালো পারে সেই ঘৃণা ছড়ানোর কাজ করে চলেছে। কিন্তু চাড্ডীদের এখন যা ক্ষমতা, সবরকমেরই, তাতে তারা যখন চাইবে তখন যাখুশি হাইজ্যাক করে নেবে। লেফ্ট লিবরলদের কিছুই করার নেই।

    এখানে একটা অবজারভেশান করে দিয়ে যাই। লোকে আমেরিকায় ট্রাম্প শাসনকাল আর ইন্ডিয়ায় মোদির শাসনকালের মধ্যে মিল খোঁজে বটে, এবং মিল হয়ত অনেকটা আছেও, কিন্তু অমিলও প্রচুর। প্রথমত, আমেরিকাতে এখনও বিরোধী দল প্রচন্ড স্ট্রঙ্গ। আনলাইক ইন্ডিয়া, আমেরিকাতে প্রচুর মিডিয়া হাউস ট্রাম্পের বিরুদ্ধে একদম হাত ধুয়ে পরে আছে। হলিউড থেকে টেক ইন্ডাস্ট্রি হয়ে এমনকি ওয়াল স্ট্রিটেরও একটা পার্ট ট্রাম্পকে সহ্য করতে পারেনা। সবথেকে বড় কথা হল ইয়ং জেনারেশনে ট্রাম্পের সাপোর্ট খুবই কম। সেগুলো দেখার পর যখন ইন্ডিয়ার দিকে তাকাই তখন সত্যিই চিন্তা হয় যে এই অন্ধকার কবে যাবে।
  • π | ০১ আগস্ট ২০২০ ১৪:২৫451327
  • এই বক্তব্য আমার এখানে অনেকেরই হয়ত মন মত হবেনা।তাও মনে হল লিখি। গতক'দিনের কিছু অব্জাভেশ্ন, সময় নেই, তাই ছোট করেই লিখি, নইলে অনেক পয়েন্টেই অনেক বিস্তারিত লেখা যেতে পারত, উদা: নমুনা সহযোগে।
    কথা হল, প্রচুর আঁতেল বাংালিকেও শাহরুখ সলমনকে নিয়ে তো কম উদবাহু দেখিনা, তো সুশান্ত সি না তো আয়ুষ্মান রাজকুমারদের মত অন্য ঘরানার ক্যাটেগরিতে বিলং করে, না শাহ্রুখ সলমনদের স্টার গোত্রে। কিন্তু একাধারে প্রচুর ভাল সিনেমা নিয়ে ক্রেজি লোকজনই খানেদের প্রচুর ট্র‍্যাশ নিয়েও ভক্তসুলভ আহাউহু করে থাকেন। সুশান্ত সিং নিয়ে যেখানে একটা বিশাল অংশ এখন পাগল, সে ছোট শহর থেকে প্রচুর লড়াই করে উত্থানজনিত আবেগ হোক কি মৃত্যুর পর জানতে পারা এই ফিজিক্সে গোল্ড, এএঞ্জিনিয়ারিং এ র‍্যানক, আস্ট্রনমিতে উতসাহ, চুপচাপ নানা জায়গায় সাহায্য করে যাওয়া, নানা ইন্টারভ্যুতে বেশ অন্যরকম ইন্টারেস্টিং এবং বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলা ( আমার কাছে মনে হয়েছে এগুলোই বড় ফ্যাক্টর প্লে করেছে) , কি ধোনি কাইপোচে চিঞ্চোরে পিকে দেখে অভিনেতা বা নায়ক হিসেবে পছন্দ করা, একে নিয়ে কটূক্তি, ফলস মিটু, ব্লাইন্ডে নানা মিথ্যে অভিযোগ নিয়ে রাগে ফুঁসতে থাকার কারণে হোক, লোক যে এনিয়ে প্রচুর মুভড এটা দেখাই যাচ্ছে। মোটামুটি নানাবিধ ইনজাস্টিসকে লোকে এর মধ্যে দিয়ে নিজেতা রিলেট না করলে শুধু চাড্ডি প্রোপাগাণ্ডা দিয়ে এরকম আবেগের বিস্ফোরণ দেখা যায়। ট্রেন্ডটা ইন্টারেস্টিং লাগছিল বলে আমি এদের অনেকেরই প্রোফাইল পোস্টপত্তর ঘেঁটে দেখেছিললাম, অনেকেই আদৌ চাড্ডি নয় । সব বিহারি, গোবলয়ের লোকজনও নয়। নিচে একটা ভিডিও দেব, যে বানিয়েছে, মনে হল বাংালি আর চাড্ডি নয়। কিন্তু এর সংগেই হতাশ হয়ে দেখলাম চাড্ডিরা কীকরে এটাকে পুরো নিজেদের এজেন্ডা অনুযায়ী ক্যাপচার আর ব্যবহার করে ফেলল। অর্ণব আর কংগনা এদের কাছে মসীহা হয়ে উঠল ( যেখানে পরিবারের আইনজীবীই বলেছেন কংগনার লাইন ভুলভাল, অথচ সে খবর চাপা পড়ে গেল! ) , কারণ আরো অনেকে, হয়ত যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলাই যেতে পারত, তা তুলল না। শেখর গুপ্ত আওয়ার্ড সেরেমনির গটাপ কেস গুলো নিয়ে যে বোমাগুলো ফাটালেন, সেগুলো নিয়ে হইচই তো যেকোন সেন্সিবল লোকজনেরই করা উচিত। এইসব গুচ্ছ টাকার খেলা দিয়ে কীভাবে ট্র‍্যাশ প্রোমোটেড প্রোপাগেটেড হয়, আর কত ডিজার্ভিং লোক বাদ পড়ে, বলিউড ব্যাপারটাই কত ফাঁপা, ভুলভাল, কোয়ালিটিকে কীভাবে চেপে দেওয়া হয়, নিম্ন কি মধ্যমেধা কীভাবে সেলিব্রেটেড হয় আর পুরোটা দিয়ে কীভাবে একটা বিশাল বাজার নিয়ন্ত্রণ করে, সেসব আলোচনাই কিন্তু এই সূত্র ধরে হতে পারত, চর্চায় উঠে আসতে পারত। কিন্ত আমার মাঝে মধ্যে মন্র হয়, লেফট লিবারালরা হচ্ছে সত্যিই পাব্লিকের থেকে নিজেদের আলাদা দেখতে ও দেখাতে ভালবাসেন, পাব্লিকের পালস বোঝার ইচ্ছা নেই, জনসং্যোগের না। যাকিছু মেনস্ট্রীম, পপুলার তাই এককথায় বর্জ্য, এরকম নাকউঁচুপনা দিয়ে যদিও আবার কিছু বিশাল স্টারদের নিয়ে, নায়ক নায়িকাকে নিয়ে উলুতুপ্লুত হওয়াকে আবার এক্সপ্লেইন করা যায়না। তবে এটা আমার মনে হয়, আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারতে ভালবাসি।তাই এই সুশান্ত সিং এর মৃত্যুটাকেও পুরো চাড্ডি ব্রিগেডকে হাতে নিয়ে নিতে দেওয়া হল। বিহার ইলেকশ্নেও ফায়দা তুলবে। অথচ পুরো অন্য হতে পারত। এই আংগেলটা ভাবছিলাম। কাইপোচে কেদারনাথ সিরিয়াসলি মুসলিমদের অবস্থা যেভাবে যা পোর্ট্রে কিরেছে, অনেক কিছুর থেকে এফেক্টিব্জ। সুযোগ ছিল সেটা হাইলাইট করার। তা না বলার যে, কেদারনাথ, পিকে নিয়ে এই চাড্ডিরা কী গালটাই না দিয়েছিল, পদ্মাবত নিয়ে বিতর্কে রাজপুত পদবী ছেড়ে দেওয়া নিয়ে চাড্ডিরা কীসব হুমকি দিয়েছিল, আরেকটা ইন্টাভ্যু শুনছিলাম, ওই যুদ্ধ ফুদ্ধ সেনাবাহিনি না কী নিয়ে সুশান্ত সিং দেশের 'শত্রু'দের নিন্দা করে মন্তব্য করতে চাননি, পুরো ঘটনা ভাল করে না জেনে নিজে জাজ না করে কিছু বলবেন না বলেছিলন বলে 'দেশপ্রেমিক' সাংবাদিকদের সংগে সে কি ঝামেলা। তো এসব হাইলাইট না করে পুরোটা চাড্ডিদের হাতে তুলে দেওয়া হল। আর আমরা সবাই ব্যস্ত কেবল সুশান্ত সিং ভক্তদের কাজকর্ম নিয়ে খিল্লি করতে। প্রচুর ভুলভাল জিনিস সেখানে হচ্ছে সন্দেহ নেই ( লেটেস্ট বাংলি মেয়ে ব্যাশিং), যার বড় কারণ চাড্ডিদের আজেন্ডা ঢোকা, কিন্তু সেটা বাদ দিয়েও অন্যভাবে অন্যকিছু করাই যেত। ভক্ত মানেই যে যা কিছু করছে বলছে তা খিল্লিযোগ্য এই লাইন না নিয়েও। পাব্লিক মাত্রেই চদু আর জনবিচ্ছিন্নতাতেই স্বকীয়তা শ্রেষ্ঠত্ব, এই দিয়ে নিজেদের ইগো মাসাজ ছাড়া আর কী কাজের কাজ হয় জানিনা। আর বললাম তো, তাও যদি বলিউড কি প্রতিষ্ঠিত স্টারদের উলুতপ্লুত থে না দেখতাম, সে যতই ভুলভাল সিনেমা আর সাধারণ অভিনয় হোক না কেন!
    এই লেখাটার মত লেখাপত্তর বা এখানে উঠে আসা বক্তব্য নিয়ে কোন কথাও সেভাবে দেখলাম নাম https://www.firstpost.com/entertainment/lets-talk-about-the-hindu-muslim-amity-in-sushant-singh-rajputs-films-and-other-inconvenient-truths-8631931.html
  • sm | 2402:3a80:196b:a32e:678:5634:1232:***:*** | ০১ আগস্ট ২০২০ ১৪:০৫451326
  • এটা কি ধরনের ভয় পাইয়ে দেওয়া হচ্ছে?সাধারণ মানুষ এমনিতেই আতঙ্কিত।তার মধ্যে এরকম মন্তব্য হূ মতো সংস্থার কাছে একেবারেই কাম্য নয়।
    https://eisamay.indiatimes.com/world/coronavirus-effects-will-be-felt-for-decades-who/articleshow/77298106.cms
  • souvik ghoshal | ৩১ জুলাই ২০২০ ২৩:০০451325
  • IITI বলে যে অনুবাদ পরিষদ তৈরির কথা বলেছে নতুন শিক্ষানীতি সেখানে বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদের জন্য যেন যথেষ্ট বাজেটারি অ্যালোকেশন থাকে, সেটা দেখা দরকার।

  • কোয়েল Maria | ৩১ জুলাই ২০২০ ১৯:৪২451324
  • ব্যবহারকারীর খুঁটিনাটি ব্যবহার করে অভিজ্ঞান পাল্টাইলাম। মজা পাইছি

  • Maria Nil | ৩১ জুলাই ২০২০ ১৯:৩৮451323
  • @বিপ্লব দা তোমার ইন্টারভিউটা পড়ে আহমেদ ছফার "ওঙ্কার" পড়ে ফেললাম। চমৎকার লেখা

  • রঞ্জন | 182.69.***.*** | ৩১ জুলাই ২০২০ ১৭:৪৪451322
  • এতোজের হল কী?

    আমি ওনাকে একটু বেম্মোজ্ঞানী -টানী ভাবতাম। এখন দেখছি অনায়াসে এটা ছেঁড়া-ওটা বাঁধা বলছেন। নো জাজমেন্ট! একটু আমোদপাচ্ছি। আসলে আমার ওই আমোদগেঁড়ে স্বভাব।

  • b | 14.139.***.*** | ৩১ জুলাই ২০২০ ১০:৫৫451321
  • *স্বীকৃতি
  • b | 14.139.***.*** | ৩১ জুলাই ২০২০ ১০:৫৫451320
  • সরকারী ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজের কেসটা মজার। তামিলরা এটা আদায় করে প্রথম। দক্ষিণী অন্য রাজ্যগুলোও হম কিসি সে কম নহি বলে ঝাঁপিয়ে পড়ে। লাস্টে ওড়িয়া, এর মাঝে টুক করে সংস্কৃতও সরকারী ভাবে ক্লাসিকাল হিসেবে স্বীরিতি পায়।
  • b | 14.139.***.*** | ৩১ জুলাই ২০২০ ১০:৪৮451319
  • চর্য্যাপদের ওপরে ক্লেম অসমীয়া আর মৈথিলীরাও করেন।
    ৮-১০ শতকে লেখার মধ্যে কি বা বাঙালী, কি বা ওড়িয়া আর অসমীয়া। সবই তো অবহটট।
  • Atoz | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২০ ০৫:২৪451318
  • অনেক অনেক অনেককাল আগে গুরুচন্ডালিতে ডিডির দু'টি লেখা বেরিয়েছিল, "গুরুচন্ডালির একদফা" আর "মাসীমা ঈশেন সংবাদ"। আগে চট করে খুঁজে পেতাম। এখন আর পাই না। অথচ ওই দুটি লেখার মত লেখা জগতে কমই পাওয়া যায়। সময়ে অসময়ে পড়তাম মন ঠিক করতে। সহৃদয় কেউ লেখা দুটির সন্ধান করে তুলে দিতে পারবেন? ধন্যবাদ জানানো রইল।
  • Atoz | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২০ ০৫:২০451317
  • ডিসি কি কাস্তে আর হাতুড়ীকে পুত্র আর কান্তার সঙ্গে তুলনা করলেন? ঃ-)
  • :|: | 174.254.***.*** | ৩১ জুলাই ২০২০ ০৩:৪৭451316
  • ৭৫ টাকার কয়েন মানে এক ইউএস ডলারের কয়েন, না?
  • Amit | 203.***.*** | ৩১ জুলাই ২০২০ ০২:৩৭451315
  • চর্যাপদ ওড়িশার কিকরে হবে এই জিনিসটা বুঝতে পারছিনা. ওগুলোর অরিজিনাল লিপি কি ওড়িয়া ছিল-? সোর্স টাই বা কি ? ওড়িয়া একদমই অন্য স্ক্রিপ্ট তো বাংলার থেকে, গোলানোর বা মেশার চান্স কম. কথ্য ভাষা হলে হয়তো একে অন্যের মিশে থাকতে পারে, মিক্সড ভাষা অনেক বর্ডার এরিয়াতেই দেখা যায়.

    আর এই কয়েকটা ধ্রুপদী ভাষার লিস্টি টাই কোথেকে এলো ? একি ব্রিটিশ আমলের ? নাকি হালে বানানো ?
  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:***:*** | ৩১ জুলাই ২০২০ ০২:২২451314
  • আচ্ছা হোমের পারিবারিক আয়বৃদ্ধির উৎস নিয়ে কেউ তদ্ন্ত করেছে? নেটে হোমের নাম দিয়ে সার্চ করলেই তো দেখছি ধরমপত্নীর আয়ের খবর আসছে
  • S | 2a0b:f4c2:2::***:*** | ৩১ জুলাই ২০২০ ০২:১১451313
  • না না আপনারা কিছু জানেন না। আসলে তো তিনটে মুখ। ঐ অশোক স্তম্ভে ওগুলো কাজ দেবে।
  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:***:*** | ৩১ জুলাই ২০২০ ০১:৫৫451312
  • আরে, দুটো মুখই তো আছে। এতো আরোই ভালো হলো। একজন হোমে আরেকজন যজ্ঞে
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ জুলাই ২০২০ ০১:৫৪451311
  • এ হে তাহলে তো দুটো নিরিমিষি মুখ লাগবে। এদিকে সিঙ্গি, ওদিকে বাঘ। বলি সে খ্যাল আছে!

  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:***:*** | ৩১ জুলাই ২০২০ ০১:৪৯451310
  • হ্যাঁ হ্যাঁ নরখাদক তো ননভেজ। নিরামিষাশী মুখ চাই
  • বুঝভুম্বুল | ৩১ জুলাই ২০২০ ০১:৪৮451309
  • গুরুতে এবং আরো অনেক জায়গায় যীশুর গল্প পড়ুন অ্যাড আসছে, নেটে ইতিউতি চাই না এমন নয়, উল্টোপাল্টা আসতেই পারে তাবলে যীশুর গল্প? ছোটোবেলায় মিশনারী স্কুলে পড়েছি, সে খবরও কি গুগল কাকু জেনে ফেলতে পারে?

  • S | 2405:8100:8000:5ca1::747:***:*** | ৩১ জুলাই ২০২০ ০১:৪৬451308
  • হ্যাঁ এইটা চলবে। শুধু পিছনে নরখাদকের জায়্গায় অন্য একজনের মুখ বসবে।
  • aranya | 162.115.***.*** | ৩১ জুলাই ২০২০ ০১:৪৩451307
  • সস্কৃত জানলে কি একটু বেশি রেট দেয়? মাধ্যমিকে সংস্কৃত ছেল বটেক, খুবি মধুর ভাষা
    আরেকবার ঝালিয়ে নিতে হবেক
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ জুলাই ২০২০ ০১:৪৩451306
  • আম্রিগায় থাকেন। আপনার কাছে ৭৫ পয়সা মানে আমাদের ৭৫ টাকাই।

    সোজা 

    উল্টো 

    চর্যাপদ নিয়ে প্রশ্ন আছে, বিদ্যাপতি নিয়ে নাই? নাকি দখল হয়ে গেছে বলে নিশ্চিন্ত?

  • S | 2405:8100:8000:5ca1::4f:***:*** | ৩১ জুলাই ২০২০ ০১:৩৪451305
  • কিন্তু চর্যাপদ উড়িষ্যার হয় কি করে? মানে টেকনিকালি ওড়িয়া ভাষার লিপি আলাদা তো।
  • S | 2405:8100:8000:5ca1::4f:***:*** | ৩১ জুলাই ২০২০ ০১:২৪451304
  • কিন্তু আইটি সেল ৭৫ টাকা দেয়্না। ৭৫ টাকার মুদ্রা? দেখা যাক একবার।
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ জুলাই ২০২০ ০০:৫০451303
  • বড়েস, আমার কাছে ৭৫ পয়সার মুদ্রা নেই বটেক কিন্তু ৭৫ টাকার মুদ্রা আছে। উহা কি আপুনার চলিবে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত