দু'দি, কিন্তু টিকিট তো কাটা যাচ্ছে।
কানিয়ে ওয়েস্ট কী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবে?
"হেঁঁ হেঁ" টু মাইমা
বেনামে কেসি কি আসিস? রবিশংকরের 1966 তিলক শ্যামের রেকর্ডিঙের থেকে আর ভাল তিলক শ্যামের রেকমেন্ডেশন আছে?
ন্যাড়াবাবু, আপনার বিনয়ও বৃদ্ধি পেয়েছে!
হুতো, বন্দে ভারত ফ্লাইটে শুনলাম শুধুমাত্র আটকে পড়া লোকজন যেতে পারছে, আর যাদের স্পেশাল কোনও ইমারজেন্সি আছে তারা ওটাতে চড়ার সুযোগ পাচ্ছে।
ভূমিপুত্র কথা বললে আবার বাম দাদুদের রাগ হবে।কেন আমাদের ছেলেরা সিঙ্গুর ,নন্দীগ্রাম ছেড়ে,ব্যাঙ্গালুরু,মুম্বাই এ কাজ করতে যাবে!
লাও,এখন সব রাজ্যে ভূমিপুত্র।দুনিয়া জুড়ে ভূমি পুত্র।কি করবে করো!
কুয়েত থেকে আট লাখ ভারতীয় ফেরত আসবে।ট্রাম্প পাঠাবে আরো কয়েক লাখ। বাইডেন ভারত বন্ধু সেজে ভোট বাক্স ভারী করে,কাজ হাসিল করে, পিছন দেখাবে।
এই বাজারে, ট্রাম্প পর পর কতকগুলো খেলা আনবে বাজারে।প্রথমে এইচ ওয়ান বি, এল সাময়িক বন্ধ তারপর বাইডেন এর সঙ্গে চৈনিক যোগাযোগ এর আরোপ।তারপর চীনের সঙ্গে বানিজ্যিক যুদ্ধ। এরকম চলতেই থাকবে।
আজ দিনটাই খারাপ। এদ্দিন পরে এসে মাইমা ধাঁতানি দিতে দিতেই ঢুকলেন। আর ওদিকে b-বাবু মাংসর স্টু-কে জালি বলে দিলেন। আরও ঘন্টা তিনেক জাগতে হবে। কপালে আর কী কী নাচছে কে জানে!
টিনটক বলে কি কোনও টই ছিলো? আবছা মনে পড়ছে যেন। কেউ একটু তুলে দিলে বাধিত হই। কটা মনিমুক্তো তুলে রাখব।
উরিবাবা!! বিচক্ষণ শুধু না, স্বপ্নের ফেরিওয়ালা!
আমার মেয়েরা বাংলা শিখবে। এখন ভূমিকন্যাদের যুগ।
ঘু শ তে ম্যান্ডারিন পড়ায়! আপনার মত বিচক্ষণ বাবা পেয়ে মেয়েরা ধন্য!
ইস্তিরিও
মাঙ্গস টা কেমন ডাঙস মত শোনাচ্ছে
ইংরিজি শিখিয়ে আর কী করবেন? ম্যান্ডারিন শেখান আর প্যাঙ্গোলিন খান।
বাদামিদের কী হবে কে জানে! ছেলেকে বললাম, পাততাড়ি গুটিয়ে ফিরতে হবে কোনদিন- তার আবার বিচারবিভাগের উপর প্রবল আস্হা। মাছি তাড়ানোর ভঙ্গীতে বললো, এসব বিল পাস ই হবে না, হলেও আটকে দেবে। এই সরল বিশ্বাসীর মন ভেঙে দিতে ইচ্ছে করলো না:(
ঘুটিয়ারি শরীফে ইংরেজি মাধ্যম স্কুল আছে? এই বাংলা জ্ঞানে বাংলায় পড়তে হলে তো দশক্লাশ হয়েই বসে থাকবে!
কেন ঘুটিয়ারি শরিফ কী খারাপ জায়গা হল? কীরকম ছ'মাত্রার তবলার বোল। ঠিক যেমন মেডিটেরেনিয়ানে তানপুরোর ঝংকার।
তবে নিউজিল্যান্ডও খারাপ নয়। একে তো সাপখোপ নেই, তার ওপর পপুলেশন পাঁচ মিলিয়ন। আমাদের পাঁচজনের ফ্যামিলি গেলেই পপুলেশন ০.০০০১% বেড়ে যাবে।