r2h | 2405:201:8805:37c0:8cdf:ff2f:ed73:***:*** | ০৮ জুলাই ২০২০ ১২:৩৬449308
r2h | 2405:201:8805:37c0:8cdf:ff2f:ed73:***:*** | ০৮ জুলাই ২০২০ ১২:৩২449307
dc | 103.195.***.*** | ০৮ জুলাই ২০২০ ১২:২৯449306
র২হ | 2405:201:8805:37c0:2c24:dc5:863f:***:*** | ০৮ জুলাই ২০২০ ১২:২১449305দু'দি, কিন্তু টিকিট তো কাটা যাচ্ছে।
?? | 185.22.***.*** | ০৮ জুলাই ২০২০ ১২:১৬449304কানিয়ে ওয়েস্ট কী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবে?
সম্বিৎ | ০৮ জুলাই ২০২০ ১২:১১449303"হেঁঁ হেঁ" টু মাইমা
সম্বিৎ | ০৮ জুলাই ২০২০ ১২:০৯449302বেনামে কেসি কি আসিস? রবিশংকরের 1966 তিলক শ্যামের রেকর্ডিঙের থেকে আর ভাল তিলক শ্যামের রেকমেন্ডেশন আছে?
ম | 2601:247:4280:d10:b9eb:5:ea83:***:*** | ০৮ জুলাই ২০২০ ১১:৫৮449301ন্যাড়াবাবু, আপনার বিনয়ও বৃদ্ধি পেয়েছে!
ম | 2601:247:4280:d10:b9eb:5:ea83:***:*** | ০৮ জুলাই ২০২০ ১১:৫৫449300হুতো, বন্দে ভারত ফ্লাইটে শুনলাম শুধুমাত্র আটকে পড়া লোকজন যেতে পারছে, আর যাদের স্পেশাল কোনও ইমারজেন্সি আছে তারা ওটাতে চড়ার সুযোগ পাচ্ছে।
Amit | 203.***.*** | ০৮ জুলাই ২০২০ ১১:৪৯449299
S | 2405:8100:8000:5ca1::148:***:*** | ০৮ জুলাই ২০২০ ১১:২০449298
r2h | 2405:201:8805:37c0:8cdf:ff2f:ed73:***:*** | ০৮ জুলাই ২০২০ ১১:১২449297
b | 14.139.***.*** | ০৮ জুলাই ২০২০ ১১:০৬449296
sm | 2402:3a80:a6d:3e65:0:63:7f6b:***:*** | ০৮ জুলাই ২০২০ ০৯:৩৪449295ভূমিপুত্র কথা বললে আবার বাম দাদুদের রাগ হবে।কেন আমাদের ছেলেরা সিঙ্গুর ,নন্দীগ্রাম ছেড়ে,ব্যাঙ্গালুরু,মুম্বাই এ কাজ করতে যাবে!
লাও,এখন সব রাজ্যে ভূমিপুত্র।দুনিয়া জুড়ে ভূমি পুত্র।কি করবে করো!
কুয়েত থেকে আট লাখ ভারতীয় ফেরত আসবে।ট্রাম্প পাঠাবে আরো কয়েক লাখ। বাইডেন ভারত বন্ধু সেজে ভোট বাক্স ভারী করে,কাজ হাসিল করে, পিছন দেখাবে।
এই বাজারে, ট্রাম্প পর পর কতকগুলো খেলা আনবে বাজারে।প্রথমে এইচ ওয়ান বি, এল সাময়িক বন্ধ তারপর বাইডেন এর সঙ্গে চৈনিক যোগাযোগ এর আরোপ।তারপর চীনের সঙ্গে বানিজ্যিক যুদ্ধ। এরকম চলতেই থাকবে।
সম্বিৎ | ০৮ জুলাই ২০২০ ০৯:২৯449294আজ দিনটাই খারাপ। এদ্দিন পরে এসে মাইমা ধাঁতানি দিতে দিতেই ঢুকলেন। আর ওদিকে b-বাবু মাংসর স্টু-কে জালি বলে দিলেন। আরও ঘন্টা তিনেক জাগতে হবে। কপালে আর কী কী নাচছে কে জানে!
ম | 2601:247:4280:d10:b9eb:5:ea83:***:*** | ০৮ জুলাই ২০২০ ০৯:১২449293টিনটক বলে কি কোনও টই ছিলো? আবছা মনে পড়ছে যেন। কেউ একটু তুলে দিলে বাধিত হই। কটা মনিমুক্তো তুলে রাখব।
ম | 2601:247:4280:d10:b9eb:5:ea83:***:*** | ০৮ জুলাই ২০২০ ০৯:০৯449292উরিবাবা!! বিচক্ষণ শুধু না, স্বপ্নের ফেরিওয়ালা!
b | 14.139.***.*** | ০৮ জুলাই ২০২০ ০৯:০৯449291
সম্বিৎ | ০৮ জুলাই ২০২০ ০৯:০৬449290আমার মেয়েরা বাংলা শিখবে। এখন ভূমিকন্যাদের যুগ।
ম | 2601:247:4280:d10:b9eb:5:ea83:***:*** | ০৮ জুলাই ২০২০ ০৮:৫৮449289ঘু শ তে ম্যান্ডারিন পড়ায়! আপনার মত বিচক্ষণ বাবা পেয়ে মেয়েরা ধন্য!
ইস্তিরিও
ম | 2601:247:4280:d10:b9eb:5:ea83:***:*** | ০৮ জুলাই ২০২০ ০৮:৫৫449288মাঙ্গস টা কেমন ডাঙস মত শোনাচ্ছে
সম্বিৎ | ০৮ জুলাই ২০২০ ০৮:৫৪449287ইংরিজি শিখিয়ে আর কী করবেন? ম্যান্ডারিন শেখান আর প্যাঙ্গোলিন খান।
ম | 2601:247:4280:d10:b9eb:5:ea83:***:*** | ০৮ জুলাই ২০২০ ০৮:৫২449286বাদামিদের কী হবে কে জানে! ছেলেকে বললাম, পাততাড়ি গুটিয়ে ফিরতে হবে কোনদিন- তার আবার বিচারবিভাগের উপর প্রবল আস্হা। মাছি তাড়ানোর ভঙ্গীতে বললো, এসব বিল পাস ই হবে না, হলেও আটকে দেবে। এই সরল বিশ্বাসীর মন ভেঙে দিতে ইচ্ছে করলো না:(
ঘুটিয়ারি শরীফে ইংরেজি মাধ্যম স্কুল আছে? এই বাংলা জ্ঞানে বাংলায় পড়তে হলে তো দশক্লাশ হয়েই বসে থাকবে!
সম্বিৎ | ০৮ জুলাই ২০২০ ০৮:৪৭449285কেন ঘুটিয়ারি শরিফ কী খারাপ জায়গা হল? কীরকম ছ'মাত্রার তবলার বোল। ঠিক যেমন মেডিটেরেনিয়ানে তানপুরোর ঝংকার।
তবে নিউজিল্যান্ডও খারাপ নয়। একে তো সাপখোপ নেই, তার ওপর পপুলেশন পাঁচ মিলিয়ন। আমাদের পাঁচজনের ফ্যামিলি গেলেই পপুলেশন ০.০০০১% বেড়ে যাবে।
Atoz | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২০ ০৮:৩৯449284
b | 14.139.***.*** | ০৮ জুলাই ২০২০ ০৮:২৯449283
Atoz | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২০ ০৮:২০449282
Atoz | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২০ ০৮:১৯449281
Atoz | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২০ ০৮:১৩449280
aka | 2600:1005:b140:f3a3:4db5:aa68:8ec5:***:*** | ০৮ জুলাই ২০২০ ০৭:৩৪449279