সম্বিৎ | ০৩ জুলাই ২০২০ ১৪:০৫448793আচ্ছা, সেই বিবেকানন্দর হাততালির নির্মোহ ব-এর শেষ পর্যন্ত কী হল?
Arjun | 113.2.***.*** | ০৩ জুলাই ২০২০ ১৪:০৩448792Amazon.prime e paperback boigulor dam dekhachhe 1500, 2000 r moto ar hard cover 3500, 4000 +.
Byaparta bujhchhi na. Porshui ekta paperback er dam 440 dekhlam, seta ekhon 2000 r opore !!
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২০ ১৪:০৩448791এলসিএম, এই নিয়ে আমি লিখেছিলাম --- ১৯০৯ সালে লন্ডন থেকে খালি হাতে ফিরে আসার সময় জাহাজে বসে মাত্র দশ দিনে গান্ধী গুজরাটি ভাষায় লেখেন ‘হিন্দ স্বরাজ’ নামক গ্রন্থটি, পরের বছর নিজেই ইংরেজিতে অনুবাদ করে তা প্রকাশ করেন ‘Hind Swaraj or Indian Home Rule’ নামে। সংস্কাররাচ্ছন্ন বৈষ্ণব পরিবারের প্রাত্যহিক বিচারহীন হিন্দু আচার – গুজরাটের জৈন ঐতিহ্য – বাইবেলের খ্রিস্টিয় পাপবোধ – রাসকিন (Unto This Last)-এর সরল ও সমবেত জীবনের আদর্শ – থরো (On the Duty of Civil Disobedience)-র অসহযোগ এবং টলস্টয় (The Kingdom of God Is within You)-এর খ্রিস্টিয় অহিংসা ও দারিদ্র্যব্রত চিন্তার জগাখিচুড়ি করে গান্ধী নিজে তাঁর রাজনৈতিক বয়ান হিসেবে ভবিষ্যতের ভারতকে চিত্রিত করেন এই গ্রন্থে।
sm | 2402:3a80:a1d:3526:0:1e:3de9:***:*** | ০৩ জুলাই ২০২০ ১৪:০১448790
sm | 2402:3a80:a1d:3526:0:1e:3de9:***:*** | ০৩ জুলাই ২০২০ ১৪:০১448789
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২০ ১৪:০০448788হে হে এটা থেকে ঝাড়লেন তো?
https://thewire.in/history/gandhi-and-africans
তাহলে অশ্বিন দেশাইটা পড়ে দেখতে হবে! নাহলে ওই 'খণ্ডিত দর্শন'-ই হবে!! ওটা নামিয়ে নিয়ে পড়ে নিন। দেখবেন লোকহাসানো বন্ধ করে দিয়েছেন।
lcm | 2600:1700:4540:5210:64f9:1c03:b965:***:*** | ০৩ জুলাই ২০২০ ১৩:৫৮448787
sm | 2402:3a80:a1d:3526:0:1e:3de9:***:*** | ০৩ জুলাই ২০২০ ১৩:৫৫448786
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২০ ১৩:৫৩448785দে ডিডনট লেখাটা কি এড়িয়ে গেলেন?
সিএস | 2401:4900:1043:362a:1d94:fb68:e94e:***:*** | ০৩ জুলাই ২০২০ ১৩:৫২448784
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২০ ১৩:৫০448783চ্যালারা 'বাকি জিনিস যা থাকল তা জনসমক্ষে আনবে না' লিখেছি। পোড়ানোর কথা আসছে কোদ্দিয়ে?
সিএস | 2401:4900:1043:362a:a837:a888:a2b4:***:*** | ০৩ জুলাই ২০২০ ১৩:৪০448782
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২০ ১৩:২৮448781এ মাইরি ছিনে জোঁক দেখছি। কিস্যু পড়বে না, বেসিক জানবে না তবু তক্কো করেই যাবে আর গুচ্ছের লিঙ্ক হাজির করে কেমন দিলুম ভাব দেখাবে।
ফ্রম ডে ওয়ান ইন সাউথ আফ্রিকা হি ওয়াজ এ রেসিস্ট। ফ্রম ডে ওয়ান ইন ইন্ডিয়া হি ওয়াজ এ কাস্টিস্ট। এর বেশি-কম কিছু নেই।
কাগজ গান্ধী নিজে পুড়িয়েছেন এবং এই বিশ্বাস নিয়ে মরেছেন যে তাঁর চামচেরা বাকি জিনিস যা থাকল তা জনসমক্ষে আনবে না। কেলো হয় যখন ভারত সরকার গান্ধী রচনাবলি ৯০ খণ্ডে ছাপতে শুরু করে। তখনই ইন্ডিয়ান ওপিনিয়নের পাতায় পাতায় ছড়িয়ে থাকা প্যান্ডোরার বাক্স খুলে যায়।
ম্যান্ডেলা-লুথার কিং প্রোপাগান্ডিস্ট গান্ধীতে মজেছিলেন। এখন ঘানাতে তিনি ভূপতিত। বাকি জায়গাগুলোতেও পতনের অপেক্ষায়।
এর একটা বেশি কথা আমি বলব না। বাকি জানতে হলে পড়তে হবে দিস্তা লেখাটা।
sm | 2402:3a80:a1d:3526:0:1e:3de9:***:*** | ০৩ জুলাই ২০২০ ১৩:১৯448780
b | 14.139.***.*** | ০৩ জুলাই ২০২০ ১৩:১৫448779
ফুটো পয়সা | 78.129.***.*** | ০৩ জুলাই ২০২০ ১৩:০৩448778মাল্টিপল চয়েস হোক। চারটে অপশন। সাবজেক্টিভ কোশ্চেন হলেই আপনারা বেলাইন হয়ে পড়েন।
sm | 2402:3a80:a1d:3526:0:1e:3de9:***:*** | ০৩ জুলাই ২০২০ ১২:৫১448777এতো অদ্ভুত টাইপের যুক্তি তর্ক চলছে!!
পরিষ্কার জানতে চাওয়া হলো কোন কোন জিনিষ গুলোর জন্য আপনার গান্ধী কে রেসিস্ট মনে হলো??
গান্ধীর সাউথ আফ্রিকা থাকা কালীন কোন পার্টটা বেশি রেসিস্ট মনে হয়?
কোন কোন ডকুমেন্ট নষ্ট হয়েছে এবং কারা করেছে??
সংক্ষিপ্ত টু দ্যা পয়েনট উত্তর দিন।দু তিন লাইনের ভেতর।আপনার ঐ দিস্তা লেখা পড়া সময় সাপেক্ষ।
ফুটো পয়সা | 78.129.***.*** | ০৩ জুলাই ২০২০ ১২:০৩448776এ তো থানইঁট নয়, বোল্ডার।
ফুটো পয়সা নামটা হেবি। থ্যাংকু!
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২০ ১১:৫৬448775এসেম, এর পরেও আপনি মুখ খুলছেন? মাইরি মাইরি! নিজের লেখার বিজ্ঞাপন কি না দিলেই নয়? তো নিন, পড়ে সাত্থোক করুন। রেফারেন্স আপনার কাছে থান ইটই মনে হবে। পড়েন তো গুগল। তিনদিন আর এই নিয়ে কথা কইবেন না। আমি তো হেজিয়ে গেলামই, বাকিদের অন্তত মুক্তি দিন।
r2h | 2405:201:8805:37c0:f091:7f21:d259:***:*** | ০৩ জুলাই ২০২০ ১১:৩২448774
রিকোয়েস্ট | 78.129.***.*** | ০৩ জুলাই ২০২০ ১১:২৭448773আইনস্টাইনও রেসিস্ট ছিলেন। একটা নির্মোহ ব নামুক পিলিজ।
sm | 2402:3a80:a1d:3526:0:1e:3de9:***:*** | ০৩ জুলাই ২০২০ ১১:২০448772এলেবেলে,থান ইঁট না ছুঁড়ে কয়েক টা পয়েন্টে লিখুন কোন কোন জায়গায় আপত্তি?? মানে আপনি বলতে চাইছেন গান্ধী এজ এ রেসিস্ট?
গান্ধীর সাউথ আফ্রিকা থাকার সময় অর্থাৎ বিশ বছরের মধ্যে কোন অংশটুকু বেশি রেসিস্ট মনে হয়?
কোন কোন ডকুমেন্ট নষ্ট করা হয়েছে এবং কারা করেছে?
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২০ ১০:৩১448771ছোট বি, আমি অচেনা নিকের আড়াল থেকে ফুটো পয়সাদের কুচ্ছো গাওয়াকে কোনও কালেই পাত্তা দিতে অভ্যস্ত নেই। কাজেই আমাকে নিয়ে চিন্তিত হবেন না। তবে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। ভেবে ভালো লাগল, এখানে এসেমের অন্তত একজন সানাই-এর পোঁ আছেন।
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুলাই ২০২০ ১০:২৫448770এসেম, আমি গুগলেন্দ্রিয়ের ভরসায় খেলতে নামি না। কারণ তাতে ধেড়িয়ে একসা হওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়। আজ আর টাইপ করার পরিশ্রম করছি না। কারণ আপনি ভাবতে পারেন আমি খানিক কেটেছেঁটে হাজির করতে পারি আমার প্রতিপাদ্য। তো ছবিছাবা দিলাম খানিক। দেখে নেবেন কষ্ট করে।
প্রথম ছবি হচ্ছে আসল গান্ধী যিনি দক্ষিণ আফ্রিকায় জুলুদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার সরকারি খবরে 'উল্লসিত'।
এর পরে দিচ্ছি আসলে ম্যান্ডেলা এবং লুথার কিং কেমন ধোঁকা খেয়েছিলেন গান্ধীর নিখুঁত প্রোপাগান্ডা মেশিনারির সামনে। পিটি-কথিত "Gandhi must be forgiven those prejudices and judged in the context of the time and the circumstances"-কে কেন অত গুরুত্ব দেওয়া যাবে না, তা মালুম হবে এই তিনটি পাতা দেখলে। সেই নিয়ে ফের ফটর ফটর করলে ম্যান্ডেলার কোট এবং তাঁর মিসইন্টারপ্রিটেশনের ব্যাখ্যার জন্য আবার দুটো পাতার ছবি আমাকে দিতে হবে।
আর গুগল ঘেঁটে হু'জ হু কী বলেছেন-টলেছেন গান্ধী সম্পর্কে, সেসব আপনার পকোটে রেখে দিন। কারণ আমার অস্ত্রভাণ্ডারে যে জং ধরা অস্ত্র নেই তার নমুনা হিসাবে আরও একটা পাতার ছবি দিলাম।
b | 14.139.***.*** | ০৩ জুলাই ২০২০ ১০:২১448769
lcm | 2600:1700:4540:5210:64f9:1c03:b965:***:*** | ০৩ জুলাই ২০২০ ১০:১৪448768
b | 14.139.***.*** | ০৩ জুলাই ২০২০ ১০:১১448766
dc | 103.195.***.*** | ০৩ জুলাই ২০২০ ০৯:৪৬448765
b | 14.139.***.*** | ০৩ জুলাই ২০২০ ০৯:২৫448764