এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | 2405:201:8805:37c0:a0ac:6fe2:df4d:***:*** | ২৮ জুন ২০২০ ১৪:৪৬448545
  • না, তা কেন হবে। ওই জন্যেই তো বললাম, উদ্বর্তন হয়ে ইত্যাদি। সময়ের সঙ্গে অভিযোজন করে টরে।

    এবার, ওসব জিনিস নিজের স্রোত হারিয়েছে, তাই এগোতে পারেনি, পাল্টাতে পারেনি, আজকের দিনে অচল এবং সেসবের কোন আবেদন নেই, আগে কী সুন্দর ছাড়া।

    তার বদলে ওই শহুরে সংস্কৃতি যার প্রকৃতিগত ভাবে শিকড় থাকার কথাও নয়, সেসব গজিয়েছে দেশজ উপকরণের বদলে মুষ্টিমেয় আলোকপ্রাপ্তর ডিস্ক্রিশনে।

    তাই বলে আমার নগর ছেড়ে অরণ্যে যাওয়ার কোন বাসনা নেই অবশ্য।

  • সিএস | 2405:201:8803:be5f:90cf:7f24:6d2:***:*** | ২৮ জুন ২০২০ ১৪:৩৫448544
  • শহরের লোকের নিজস্ব সংস্কৃতি বলে কিছু থাকেনা, মিলে মিশে থাকে কিছু, এখান সেখান থেকে নিয়ে টিয়ে। গ্রামের নিজস্ব কিছু আছে বলে শোনা যেত কিন্তু সে তো এখন শুনি পুরুলিয়ার গ্রামের রামনবমীর মিছিল হয়। আবার লোকসংস্কৃতি হর্লিএ ইতুপুজো ইত্যাদিতে রয়ে যেতে হবে, গ্রামের মেয়েরা কী সেটা করবে নাকি সাইকেল চালিয়ে স্কুলে যাবে ?
  • T | 146.196.***.*** | ২৮ জুন ২০২০ ১৪:১৪448543
  • হ্যার, কে বলে লেখা যাবে না! লোকে প্রশংসা করে য্যামন ফাটিয়ে দিচ্ছে তেমনই নিন্দে করেও গুচ্ছ লিখচে। মাঝেমধ্যেই এই কথা শুনি যে লোকে নাকি দাবী কচ্চে যে 'পেরাইজ' পেয়েছেন বলে লেখা যাবে না। এইসব দাবী কোথায় কে কচ্চে! আর করলেও সেসব পাত্তা দিচ্ছে কে! বিবিধ গালমন্দ (মুখোশ খুলে নেওয়া আর কী!) তো হামেশাই হচ্ছে, পাল্টা আবার সেসবের নিন্দে মন্দ হচ্ছে। মানে, এ আর নতুন কী! হাজারটা মিডিয়াম, লেখার অপশন প্রচুর, শোনার লোকও অনেক। নিদেন ঐ বিপের নির্মোহ ব ই তো বোধহয় প্রায় বছর দশেক হতে চলল।

  • r2h | 2405:201:8805:37c0:b9ee:ed16:4c3e:***:*** | ২৮ জুন ২০২০ ১৩:১৪448542
  • আমার মনে হয় রবীন্দ্রনাথ, রবীন্দ্র তথা ঠাকুরবাড়ির সংস্কৃতি, বঙ্গীয় নবজাগরণ ইত্যাদি সবই এত হেভিলি পাশ্চাত্য চর্যা ও দর্শন প্রভাবিত যে এসব একেবারে ম্যাঙ্গো পিপুলের কোনদিনই হজম হয়নি, আত্তীকরণ যাকে বলে আরকি। খুবই উচ্চস্তরের প্রশংসনীয় ব্যাপার কিন্তু দূরের জিনিস। লোকসংস্কৃতি, গ্রামের ভিত্তি, মাটির গন্ধ এইসবের আস্তে আস্তে উদ্বর্তন হয়, নিজেদের দর্শন তৈরী হয় - আমাদের তো সেসব কিছু হয়নি। সেটা রবিবাবুর দোষ না, আমাদেরই পোড়া কপাল। যে সন্ধ্যেবেলার সিরিয়ালকে আমরা অলীক কুনাট্য রঙ্গ বলি সে আসলে নিতান্তই শূণ্যস্থান পূরণ।
  • :|: | 174.255.***.*** | ২৮ জুন ২০২০ ১৩:০৪448541
  • হ্যাঁ হ্যাঁ লিখুন। ২৭শে সেপ্টেম্বর থেকে।
  • S | 2a00:1298:8011:212::***:*** | ২৮ জুন ২০২০ ১২:৫৭448540
  • হ্যাঁ এই ব্যক্তিপুজোটা এক্কেবারে একটা খাজা ব্যাপার। উনি আমাদের যুদ্ধু জিতিয়েছিলেন বা স্বাধীনতা দিয়েছিলেন বা অমুক পেরাইজ পেয়েছিলেন, অতেব উনার নামে কিচ্ছুটি বলা যাবে নাকো - এইসব ন্যাকামো এক্কেবারে পোষায় না। রবিঠাকুর নিয়ে বাঙালীর বাড়াবাড়িটাও বড্ড বেশি। এত কিসু করে হলটা কি। শেষে তো সন্ধে হলেই চ্যানেলে চ্যানেলে শাশুড়ি বৌমার কোন্দল নইলে ধম্মের ক্যাচক্যাচানি চলে। এলেবেলেবাবু আপনি লিখুন।
  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ জুন ২০২০ ১২:৪০448539
  • বি, জানলে হতাশ না খুশি হবেন জানি না তবে অমল ঘোষের বইটা প্রতিভাস থেকে ফের প্রকাশিত হয়েছে। ওই রকমের একটি খাজাস্য খাজা বই কেন ফের প্রকাশিত হল সেটাই এক রহস্য!

  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ জুন ২০২০ ১২:৩৮448538
  • যাঁরা আমাকে লেখা নিয়ে উৎসাহ দিলেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ তাঁদেরকেও যাঁরা উৎসাহ দিলেন না।

    অরণ্য, আমার প্যাশন ব্যক্তি নিয়ে নয়। উক্ত ব্যক্তি যে সময়টায় বিচরণ করছেন বা করেছেন সেই সময়টাকে নিয়ে। ওই সময়ে সেই ব্যক্তিকে ঘিরে থাকা অসংখ্য ছোট-বড় চরিত্র এবং নির্দিষ্ট ব্যক্তিটিকে সেই সময়ের কেন্দ্রবিন্দুতে রেখে একটা মূল্যায়ন করার অক্ষম চেষ্টা।

    আমি সাহিত্যের ছাত্র। ইতিহাসের দৌড় আমার মাধ্যমিকেই শেষ। কিন্তু বর্তমান সময়ে ইতিহাসের যে অহরহ বিকৃতি ঘটে চলেছে আমাদের দেশে এবং তার সঙ্গে যেভাবে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ব্যক্তিপুজোর ধুম; আমার অবস্থান তার বিরুদ্ধে। আমার যেমন খুবই ইচ্ছে আছে ১৯৪৬-৪৭এর টালমাটাল সময়টাকে খুব বড় ক্যানভাসে ধরার।

    আর অসীম রায় এবং সমর সেন আমার প্রায় ৩৪-৩৫ বছরের দুর্বলতা। জানি না কোনও দিন তাঁদের নিয়ে কিছু লিখে উঠতে পারব কি না। তবে চেষ্টা করে দেখতে দোষ কী?

  • হীরক রায়চৌধুরী,বসিরহাট,উত্তর ২৪ পরগণা,পিণ কোড নং-৭৪৩৪১১,পশ্চিমবঙ্গ,ভারত | 2409:4061:795:3815:9fa:9469:5fb4:***:*** | ২৮ জুন ২০২০ ১২:২৯448537
  •                                   জয়তি
     জয়তি মাঝে মাঝে অদম‍্য আকর্ষণে সরিয়ে তোমার মুখ দেখেছি ক্লিষ্ট মুখ যমের দক্ষিণ দুয়ারে নেমে তারপর অসাড় সন্দিগ্ধ মনে শুয়ে থেকে ক্ষয়ের আশঙ্কা আর দেহশক্তি অপাত্রে ঢালার অসন্তোষ নিয়ে হাওয়ায় ওড়া পর্দার ফাঁক দিয়ে দেখি পাশের  দোতলা বাড়ি বিড়ালের মতো গুড়ি মেরে চলা ভাম পাঁচিলে পাঁচিলে অব্যর্থ চাঁদখেকো পাতা বিজ্ঞানের সুস্থির নিয়মে গৃহস্থের ছোট শিশু কেঁদে চলে একঘেয়ে একসুরে সাময়িক যতি সহর্ষে হরিবোল প্রেমহীন গতি।

    একটু ধাতস্থ হয়ে আবার মেলেছি চোখ
    এবং চেয়েছি যখন সামান‍্য উঁচুতে বিস্ময়ের
    বাঁধ ভেঙ্গে গ‍্যাছে ধূলিধূসরিত পৃথিবীর সুজলা
    অসফল  স্নেহময় বিশুষ্ক গল্পগুলি লেগে আছে
    আলগোছে আকাশের ঠোঁটে ঐ তো মিশরের স্পেনের নেপাল তিব্বত বা হালের  হিরাঝিলের গুপ্ত রেখাচিত্ররা প্রকট হয়েছে আর সরল ভাষ‍্যে ডিকোডিং পৃষ্ঠপোষক ছাপার অক্ষর পাওয়ার জন‍্যে প্রণতি মিনতি।

    অভিযান শেষ ক'রে শৃঙ্গ বিজয় ক'রে আবার সেই চাল ডাল থলে  টুটাফুটা এ.টি.এম কার্ড পে. টি.এম ওয়ালেট রোগ নিয়ে বিব্রত কমিটি রিপোর্ট বিধ্বস্ত সভ‍্যতা তবুও  জয়তি পুরোপুরি নিষ্কাম পথ নেই রাতে কিছু রাত  ঘুরে আসে ফিরিঙ্গি সেনার বেশে এই আমি ঝ'রে পড়ে বিস্ফোরণের  সাথে গুঁড়ো হয়ে আলাদা জগতে। 

    তুমি পারো কণা জুড়ে মানুষ বানাতে।

    তুমি পারো কণা জুড়ে প্রেমিক বানাতে।
                                                 হীরক রায়চৌধুরী

             বন্দনা
    নেশা করে লিখছে কেউ কেউ 
     কোনো কোনো জগত ফসফরাসের
    মতো জ্বলজ্বলে চোখ নিয়ে
    গয়ালিদের অভয়দান করছে
    সুতরাং পছন্দসই মাছ মাংসের
    টুকরো আখরোট খেজুর ঝকমকে
    ঝরনা ধোয়া কাচের আভিজাত‍্য যে
    যেরকম চাচ্ছে সেইরকম-ই পাচ্ছে

    কেউ কেউ মাথার কোশে কোশে 
    নেশাদ্রব‍্য নিয়ে কাজ করে চলেছে
    সম্মাননীয়রা তাকে অকাজও বলতে পারেন
    ফরমাশমতো সবাই পাচ্ছে না  যে যথাযথ বন্দনা
    করে চাচ্ছে সে-ই পাচ্ছে

     গয়ালি-গয়ার পুরোহিত           হীরক রায়চৌধুরী

                     সময়
    তেড়েফুঁড়ে উঠে এলো বাঘ
    সাধুর হাতের চেন ছিঁড়ে
    ধার্মিক কমলা কাপড়ের 
    শান্তি রুমাল বানিয়ে
    নাক মুছে ঝেড়ে মহাথেরের কোলে
    ছুঁড়ে ফেলে উৎকৃষ্ট গর্জনে
    পালিত কুকুর বাঘ হ'ল 
    অকৃপ নির্দিষ্ট সময়ে।

    বিদেশের প্রতিনিধির রোমাঞ্চিত
    বিক্ষিপ্ত আদরে মাধুকরী কম 
    নয় বরঞ্চ প্রয়োজনের চেয়েও বেশি
    খাবার খুড়োর কলে বাঁধা 
    বাঘ হ'ল পালিত কুকুর আবার
     অকৃপ নির্দিষ্ট সময়ে।
                                                 হীরক রায়চৌধুরী

                         পাত্তা
    সিংহাসনের পাশে কেশবতী রাণী
    রাজার গায়ে চামরের যে বাতাস
    লাগে তাতে নারী গদ-গদ আহ্লাদে
    উপপ্লবের  উপচয় নেই পথে কুয়োর 
    ব‍্যাঙেদের আলোচনায় অথবা শজারুর 
    কাঁটায় যদিও প্রহ‍রীদের অক্ষকূট সজাগ ছিল
    বিমর্ষ ভুয়ো কবি পাওয়ার লোভে
    কৃষিজীবীর গানে পরাবাস্তবতার মন্ড
    পাকিয়ে পিন্ডদানের আন্তরিক ইচ্ছায়
    ই-পাস পেয়ে গিয়েছিল প্রায় কিন্তু ঐ
    যে অভিজ্ঞ ভয় জীব মাত্রেরই হয় রাজার
    শাসনে বিলাসব‍্যসনে তাই পাত্তাই পেল না
    অবরুদ্ধ দেমাকে অন‍্য পথ দেখল সে
    প্রথমে শুঁড়িখানায় তারপর অজানা ফুলের
    বনের অদ্ভুতুড়ে কান্ডকারখানায়
                                                    হীরক রায়চৌধুরী

  • b | 14.139.***.*** | ২৮ জুন ২০২০ ১২:২৪448536
  • আরে অরণ্য,
    অত হতাশ হবেন না। আমার কাছে নকশালদেরই লেখা আরেকটা বই আছে, মূর্তি ভাঙার রাজনীতি ও রামমোহন বিদ্যাসাগর (অমল ঘোষ, প্রোগ্রেসিভ স্টাডি গ্রুপ, ১৯৭৯, মূল্য ১২ টাকা, ২৬৪ পৃষ্ঠা)। বইটার সম্ভবতঃ সাড়ে বারো কপি ছাপা হয়েছিলো, কারণ ঐ গ্রুপে বারো জন পূর্ণবয়স্ক আর একজন হাফপ্যান্ট ছিলেন। কেমন করে কোথথেকে একটা কপি আমার কাছে চলে আসে।

    পরিচ্ছেদগুলোর নাম বেশ ভয়ঙ্কর ঃ
    ১) মূর্তিভাঙাঃ সাংস্কৃতিক বিপ্লব না নৈরাষ্ট্রবাদী কার্য্যকলাপ? (১০)
    ২) রামমোহন রায়ঃ বৃটিশ অনুচর না বস্তুবাদী দেশপ্রেমিক? (৮)
    ৩) বিদ্যাসাগরের শিক্ষাচিন্তাঃ প্রতিক্রিয়াপন্থী না প্রগতিপন্থী? (১০)
    ৪) নয়াগণতান্ত্রিক সাংস্কৃতিক বিপ্লব কোন পথে? (১৫-২০)

    ব্রাকেটের সংখ্যাগুলি ঐ পরিচ্ছেদের ডাইজিন স্কোর।
  • Du | 47.184.***.*** | ২৮ জুন ২০২০ ১০:২৯448535
  • আরে আমারও অদ্ভুত লাগছিল সব ই ঐ লাল আলো ইত্যাদি কিন্তু শেষ মেশ চরিত্রটার জন্য কষ্ট হয়ে গেল। সিনেমা হিসেবে ভাবতে গেলে কিছু নেই তেমন ।
  • dc | 103.195.***.*** | ২৮ জুন ২০২০ ০৯:১২448534
  • আমি দেখে ফেল্লাম 13 hours: Secret soldiers of Benghazi। বেনগাজিতে দুজন অ্যামেরিকান ডিপ্লোম্যাটকে মেরে ফেলেছিল আইসিস, সেই ঘটনাটা নিয়ে সিনেমাটা।

    শুরু থেকে শেষ ভালোই লাগলো, মোটে তেরো ঘন্টার ঘটনা, কাজেই বোর হওয়ার চান্স নেই। বডি কাউন্টও সন্তোষজনক, অন্তত জনা পঞ্চাশেককে টপকে দিয়েছে। দুয়েকজনের অ্যাক্টিং একটু ভালো, বাকিদের খাজা, তাতে কি, সবার হাতে বন্দুক আছে আর সেটা চালাতেও কেউ পিছপা নয়। তবে কিনা আড়াই ঘন্টার সিনেমা, একটু ফাস্ট ফরোয়ার্ড করে নিলে ঘন্টা দেড়েক সময় দিব্যি কেটে যাবে।
  • lcm | 2600:1700:4540:5210:d17c:6ca:df51:***:*** | ২৮ জুন ২০২০ ০৭:৪৮448533
  • | 2601:247:4280:d10:c948:ce67:48a7:***:*** | ২৮ জুন ২০২০ ০৭:২০448532
  • **কলঙ্কিনী

  • | 2601:247:4280:d10:c948:ce67:48a7:***:*** | ২৮ জুন ২০২০ ০৭:১৯448531
  • দু, উরিবাবা ১৮৬০-৬১ তে চরিত্রদের যা সাজগোজ, পোশাকের বাহার-গবেষণা টিমের সবার কান মুলে দিলে ভালো হত। সংগে মাঝেমাঝেই 'কলঙ্কিণী রাধা'...আমারই কি এমন লাগলো?

  • S | 2405:8100:8000:5ca1::3d:***:*** | ২৮ জুন ২০২০ ০৬:৩৮448530
  • অনুরাগ কাশ্যপ তো দেখলাম বুলবুলের খুব ভালো রিভিউ দিয়েছে। যাইহোক, ইরেজিস্টিবল দেখার ইচ্ছে আছে। সেটারও অবশ্যি রিভিউ খুবেকটা ভালো না। তাই অত পয়সা খরচ করতে পারবো না, দেখি যদি কয়েকদিন পর দাম কমে বা নেটফ্লিক্সে আসে। জন স্টিউয়ার্টের সমস্যা হল ভদ্রলোক বড্ড নিউট্রাল - আজকাল সেটা চলবেনা।
  • Du | 47.184.***.*** | ২৮ জুন ২০২০ ০৬:২৮448529
  • ম, একদমই।চোখের বালি ও আছে নামের মধ্যে। শুধু এই ইংরিজি পোষাচ্ছিল না।
  • | 2601:247:4280:d10:c948:ce67:48a7:***:*** | ২৮ জুন ২০২০ ০৬:১১448528
  • বুলবুল কেমন লাগল? আমার তো মনে হল নষ্টনীড়, যোগাযোগ, ঘরেবাইরে, পেত্নী সব মিশিয়ে একটা          ইসেমত..
    শেষ দৃশ্যে বাড়ির উঠোনে কাশের বাহার দেখে ইচ্ছে করছিলো ইউনিকর্নে চড়ে একটা কাস্তে নিয়ে প্রাসাদের উঠোন টা নিড়িয়ে দিয়ে আসি

  • Du | 47.184.***.*** | ২৮ জুন ২০২০ ০৩:০৩448526
  • এলেবেলে লিখে যান এটা আমারও কথা। ইতিহাসে যে যা করেছেন আমাদের কাছে পপুলার হবার জন্য করেননি তাই তাদের কিছু কাজ আমাদের পছন্দ নাও হতে পারে। কিন্তু সত্যি হলে এবং পার্সোনাল কেচ্ছা না হলে সে কথা জানতে আমার কোন অসুবিধে নেই। আর এলেবেলে অনেক ক্ষেত্রেই যে কথাগুলো তুলে আনেন সেটা সেই ব্যক্তিত্বের নিজেরই লেখা। এ না নিতে পারারই বা কি আছে।
    হ্যাঁ একটা কথা মনে হয় যেহেতু এই লোকেরা এই সময়ে এমনিতেই আক্রান্ত সত্যিমিথ্যার মিশ্রণে তাই সময়টা হয়তো ঠিক নয়। কিন্তু আবার পড়ে মনে হয় না নিজেদেরই মনটা একটু খুলবে, একেবারে ১০০শতাংশ পুজনীয় কাউকে ভাববার কোন দরকার নেই কিন্তু যতখানি রয়েছে ততখানি আত্মস্থ করার চেষ্টা করলেই হলো।
  • r2h | 2401:4900:314d:83dd:8df:7890:d0d9:***:*** | ২৮ জুন ২০২০ ০২:৫৭448525
  • কিন্তু পুরনো লেখাপত্র যে দুদিন পরপর খুঁজে পাওয়া যায় না সেটা খুব সমস্যা। আমার 'স্প্যাজমো প্রক্সিভন কিংবা ব্রুফেন' পদ্যটা খুঁজে পাচ্ছি না। যাবতীয় লেখাপত্র, হোক না মহাকালের কাছে তো কোন ছার, পাঠকের কাছেও কোন মূল্য নেই (আরে দূর, পাঠকই নেই, সে যাগ্গে), কিন্তু ভরসা করে গুরুর পাতায় গচ্ছিত থাকে, সেসব উড়ে গেলে তো চাপ।

    ওয়াস্প নেটোয়ার্ক দেখলাম। কিউবান বিপ্লবীদের এমন হিরো দেখিয়ে আমেরিকান সিনেমা বানিয়ে ফেল্লো, ওদের ডাকাইতের ভয় নাই।
  • r2h | 2401:4900:314d:83dd:8df:7890:d0d9:***:*** | ২৮ জুন ২০২০ ০২:৫২448524
  • এলেবেলের লেখা আমি মন দিয়ে পড়ি। নিজের জানা শোনা মত ছেঁকে নিই, যথাসাধ্য ভ্যালিডেট ও ভেরিফাই করার চেষ্টা করি, এবং এই জঁরের পারপাস নিয়ে আমার কিছু দ্বিধা আছে, সেসব আগে লিখেছি; কিন্তু আগ্রহ নিয়েই পড়ি।

    তবে ঐ গুরুর ইউএসপি, দাগিয়ে দেওয়া - ওসব কথার কোন মানেই হয় না। খুবই ডাইভার্স মতামত, ব্যক্তিগত জানাশোনা মিনিমাল, পপিচুর সুযোগ ও মোটিভেশন কম, পরিবর্তনশীল অংশগ্রহনকারী (প্রাচীন অনেকেই নেই, নতুন অনেকে এসেছেন, নতুন পুরনো টাইমলাইনটাও খুব অনির্দিষ্ট) এখানে অত ইউএসপি বানিয়ে দাগিয়ে দেওয়া, এ সম্ভব নাকি।
  • dc | 103.195.***.*** | ২৮ জুন ২০২০ ০২:৩৬448523
  • মানে ইয়ে আমি অবশ্য ইতিহাস পড়ি না। তবে যারা পড়ে তারা আপনার লেখা ঠিক পড়বে ঃ-)
  • dc | 103.195.***.*** | ২৮ জুন ২০২০ ০২:৩৪448522
  • এলেবেলে লিখে যান, যাদের পড়ার তারা ঠিক পড়ে নেবে।
  • aranya | 2601:84:4600:9ea0:e80b:cccf:a1ee:***:*** | ২৮ জুন ২০২০ ০২:২৩448521
  • সামগ্রিক ভাবে ইতিহাসের প্রতি প্যাশন, নাকি কিছু বিশেষ চরিত্রের প্রতি?

    আপনি ভাল লেখেন, খেটে লেখেন। পাই আপনাকে ব্লগ অ্যাকসেস দিয়ে ঠিকই করেছে
  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ জুন ২০২০ ০২:২০448520
  • খুব জানি। বিপ্পালের সঙ্গে এইমাত্র পলাশি নিয়ে একচোট ঝগড়া করে এলুম!

  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ জুন ২০২০ ০২:১৯448519
  • অরণ্য, একটা কথা খুব খোলাখুলি স্বীকার করা ভালো। আমি টুকটাক লিখতাম। এখানে নানা আলোচনায় অংশ নিতাম। পাই আমাকে একপ্রকার জোর করেই ব্লগ অ্যাকসেস দেন। আমি জানি না কেন উনি এটা আমাকে দিয়েছিলেন। তখনও অবধি আমার লেখালেখির নির্দিষ্ট কোনও পরিকল্পনা ছিল না। পরে মনে হল, ব্লগ যখন একটা আছে সেখানে বছরে একটা লেখা মানে বড় লেখা লেখাই যায়। সেটা কেউ পড়ল কি পড়ল না; প্রশংসা করল কি উপেক্ষা তাতে আমার বয়ে যায়। কিন্তু কাজটা ডকুমেন্টেড হয়ে থাকুক। ফলত আমার এই পরিশ্রমের একমুখিনতার পেছনে সমস্ত কৃতিত্ব পাই-এর। এই পরিশ্রমের সঙ্গে আমার যশের আকাঙ্ক্ষার কোনও সম্পোক্কো নেই। যেটা আছে সেটা হচ্ছে বিষয়টার প্রতি আমার নিখাদ প্যাশন।

  • সম্বিৎ | ২৮ জুন ২০২০ ০২:১৬448518
  • "ঠিক যেমন কে কী নিয়ে লিখবে, সেটা যার লেখা তার ওপর ছেড়ে দিলেই হয় না?"

    এও তো আবার অতি হক কথা। কিন্তু কেউ কি তার থেকে অন্য কিছু বলেছে?

  • aranya | 2601:84:4600:9ea0:e80b:cccf:a1ee:***:*** | ২৮ জুন ২০২০ ০২:১৬448517
  • আপনি নির্মোহ ব-র ইতিহাস-টা জানেন তো? ওটা একটা টাইপো ছিল। বিপ্লব তার কোন একটা লেখার নামকরণে নির্মোহ বিশ্লেষণ লিখতে চেয়েছিল। নির্মোহ ব অব্দি লেখার পর পোস্ট হয়ে যায়। সেই থেকে ঐ নামটা থেকে গেছে
  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ জুন ২০২০ ০২:১১448516
  • না, আমার নির্মোহ ব নামটা শুনলেই গা গুলায়। খিল্লির জন্য নির্দিষ্ট ওটা। তিনটে বিবেকানন্দ টই হয়েছিল সাকুল্যে। প্রথম দুটো পাতে দেওয়ার অযোগ্য। তৃতীয়টায় দীপ আর দুখে বেশ ভালো লড়াই করেছিলেন। এছাড়া আর কোনও লেখা আমার নজরে আসেনি।

    একদম। ঠিক যেমন কে কী নিয়ে লিখবে, সেটা যার লেখা তার ওপর ছেড়ে দিলেই হয় না?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত