এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৭ জুন ২০২০ ০৮:৩৯448455
  • পড়ছি আলোচনা

  • Atoz | 151.14.***.*** | ২৭ জুন ২০২০ ০৮:২১448454
  • সোনার কেল্লার ব্যাপারটাই দেখুন, পুরো কাহিনির ভিত্তি হল একটি আজগুবী ভাবনা, একটি ছোটো ছেলে নাকি জাতিস্মর, পূর্বজন্মের জীবনের ছবি আঁকে। আর সেই থেকে নাকি পোড়খাওয়া অপরাধীরা ধরে নিল হীরেমাণিক এইসব ওরা খুঁজে পাবে, আর দাঁও মারবে !!!
  • একলহমা | ২৭ জুন ২০২০ ০৮:১৯448453
  • হা হা, ঠিক।

    @ Atoz | 151.141.85.8 | ২৭ জুন ২০২০ ০৮:১১

  • একলহমা | ২৭ জুন ২০২০ ০৮:১৮448452
  • অস্বীকার করা কঠিন‌। :)

    @ এলেবেলে | 202.142.96.207 | ২৭ জুন ২০২০ ০৮:০৩

  • Atoz | 151.14.***.*** | ২৭ জুন ২০২০ ০৮:১১448451
  • ফেলুর বেশিরভাগ ক্লায়েন্টগুলো নিষ্কর্মা, জমিদার টাইপ। কেউ শাজাহান না আকবর না জাহাঙ্গীরের মুদ্রা জমায়, কেউ কোন বাদশার আংটি জমায়, কেউ ছবি জমায়, কেউ মূর্তি জমায় --- বড়লোকের ছেলে, আলালের ঘরের দুলালদের কারবার। এদের প্রায় কারুরই জীবিকার্জনের চিন্তা নেই, পূর্বপুরুষের দাঁও মারা ধন সব রয়েছে। ঃ-)
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ জুন ২০২০ ০৮:০৩448450
  • জানি ব্যাপক আবাজ খাব তবুও বলি ফেলুদা বাংলার দুটো ধারাকে এন্ডোর্স করে --- এক, বেম্ভধারা এবং দুই, কলোনিয়াল বাঙালি। টিপিক্যাল বাঙালি লালমোহনবাবু শেষের দিকে প্রায় ক্লাউনে পরিণত। এবং ফেলুদা তাঁর মক্কেলদের জন্য যেসব জায়গায় যায়, সার্কিট হাউসে থাকে এবং আরও নানা আনুষঙ্গিক - সব মিলিয়ে চূড়ান্ত বোরিং।

    তখ কিশোরবেলা। আনন্দমেলায় ভালো ছেলেদের সাক্ষাৎকার বের হত। তো তাদের পছন্দ ছিল সত্যজিৎ আর শংকর। কেন? না অনেক ইনফর্মেশন পাওয়া যায়! আমি চিরকালই শেষ বেঞ্চের ছাত্র, কিছুদিন পর থেকেই আর ফেলুদাতে মন মজেনি। আমারই দোষ নিশ্চয়ই। কিংবা অকালপক্কতার। তবে আনন্দবাজারের পুজোসংখ্যার সঙ্গে যখন আনন্দমেলা প্রকাশিত হত, তখন শঙ্কুর 'কর্ভাস' গপ্পোটা ব্যাপক লেগেছিল। প্লাস সত্যজিতের নিজের ইলাস্ট্রেশন।

  • Atoz | 151.14.***.*** | ২৭ জুন ২০২০ ০৭:২৮448449
  • আমার আবার লৌকিক জিনিসগুলোই অলৌকিকের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। এই বাদুড়দের ব্যাপারেই দেখুন না কেন, তীব্র চিৎকার করে যাচ্ছে, নিজেরা শুনতে পায়, আমরা কিছুই পাই না। আল্ট্রাসনিক রেঞ্জে ওই আওয়াজ। আবার একোলোকেশন, প্রতিধ্বনি দিয়ে বস্তুর অবস্থান, আকার-আকৃতি, চলছে না দাঁড়িয়ে আছে সব বুঝতে পারা---এও তো আমাদের পক্ষে একটা অভূতপূর্ব ব্যাপার। অথচ ওদের পক্ষে এটাই স্বাভাবিক!
    একবার এক ক্যাভার্নে গিয়েছিল এক বন্ধু, পাথুরে অন্ধকার ভেতরে, সেখানে বাদুড়দের কলোনি। ও গেছিল ওদের শীতঘুমে যাবার আগে আগে, অনেক বাদুড় তখন ঘুমিয়ে পড়েছে, কিছু কিছু তখনও জেগে, কিচিমিচি কিচিমিচি নিজেদের ভাষায় কথা বলে যাচ্ছে, অন্ধকারের কোনো পরোয়াই করে না। ঃ-)
    এসব জিনিস অলৌকিকের চেয়েও অনেক অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। ঃ-)
  • aranya | 2601:84:4600:9ea0:cdb6:7bf9:d197:***:*** | ২৭ জুন ২০২০ ০৭:২৪448448
  • শঙ্কু-র কনটেন্ট কি, তার চেয়েও বড় হল রায়সাহেবের লেখনী, কলমের গুণ।
  • aranya | 2601:84:4600:9ea0:cdb6:7bf9:d197:***:*** | ২৭ জুন ২০২০ ০৭:২২448447
  • বেহুলা মনে পড়ছে না, পড়তে হবেক
  • aranya | 2601:84:4600:9ea0:cdb6:7bf9:d197:***:*** | ২৭ জুন ২০২০ ০৭:২১448446
  • খগম আমি এতবার পড়েছি। আর একটা গল্প ছিল, একজন লোক বাদুড়ের মত গাছ থেকে ঝুলে থাকত। অলৌকিকের প্রতি একটা আকর্ষণ রয়ে গেছে। যেমন বিভূতিভূষণের তারাদাস কবিরাজের গল্পগুলো
    যদিও ভালভাবেই জানি, অলৌকিক বলে কিছু হয় না, মৃত্যুতেই সব শেষ
  • একলহমা | ২৭ জুন ২০২০ ০৭:২১448445
  • আমরা যারা বড় হয়েছি ইন্টারনেট পূর্ব যুগে আর করে খাচ্ছি বর্তমান যুগে, আমরা দেখলাম ইন্টারনেট কি বিপ্লবটা করেছে।

  • Atoz | 151.14.***.*** | ২৭ জুন ২০২০ ০৭:০৩448444
  • আর এই শঙ্কু! কল্পবিজ্ঞান নাম দিয়ে ভূত, প্ল্যানচেট, গুহার মধ্যে পঞ্চাশ হাজার বছর বয়সী এক গুহামানব, ঝট করে ডানা গজিয়ে উড়ে গেল এক আশ্চর্য জন্তু ইয়ে---যা তা আজগুবী জিনিস চালিয়ে গ্যাছে ব্যাট চালানোর মত। ঃ-)
    আর বেচারা বাঙালির ছেলেপিলে সেই ইন্টারনেটপূর্ব যুগে, না ছিল ভালো লাইব্রেরী, না ছিল তথ্য সংগ্রহের অন্য সুযোগ। তারা তখন ওই ঝকমকে ছাপা ঝাঁ চকচকে জিনিস, ওটাতেই তখন ঝাঁপিয়ে পড়েছে। আর করবেই বা কী? বিকল্প তো সেরকম কিছু ছিল না। অন্য যেসব রাইভাল পত্র পত্রিকা, সব তো "ও হরি পইড়া মরি" টাইপ। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ২৭ জুন ২০২০ ০৬:৫৩448443
  • টীনেজে যখন খগম পড়েছিলাম, বেশ শিহরিত হয়েছিলাম। পরে বড় হয়ে পড়ে আর ভালো লাগে নি। আজগুবী টাইপই শুধু না, কেমন যেন সাধুবাবা টাধুবাবা সব মিলিয়ে ঘুটঘুটানন্দ টাইপ লেগেছে। ঃ-)
    অথচ বনফুল এর "বেহুলা" প্রথম পড়ার সময় যেমন ইম্প্যাক্ট হয়েছিল, পরে বড় হয়ে আবার পড়ার সময় তার চেয়ে আরো গভীর অভিঘাত হয়েছিল।
  • একলহমা | ২৭ জুন ২০২০ ০৬:৪৯448442
  • হিসেব করে পা ফেলতেন বলে চলচ্চিত্রগুলি বানাতে পেরেছিলেন। লেখা থেকে তাঁকে উপার্জন করতে হত, যে উপার্জন তিনি চলচ্চিত্র বানানোয় ব্যয় করতেন। 

  • একলহমা | ২৭ জুন ২০২০ ০৬:৪৬448441
  • খগম দ্বিতীয়বার পড়ার আমার একটা যথার্থ গা শিরশিরে অভিজ্ঞতা ছিল। মাস্টার্স করছি তখন। হস্টেলে থাকি। আগেরদিন থেকে  ছুটি পড়ে গেছে। বেশীরভাগ বাড়ি চলে গেছে। আমার যাওয়া আটকে গেছে কারণ দোতলায় কোণের ঘরে একটি ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ক্রমাগত জ্বর বাড়ছে। আচ্ছন্ন হয়ে পড়ে আছে। তার সঙ্গীরা দুদিন আগে চলে গেছে। চেনা শোনা কেউ নেই। আমিও চিনি না। কিন্তু ফেলে যাই কি করে! তাই রয়ে গেছি। এই তলায় আমার চেনা কেউ নেই। নীচের তলায় দু-একজন আছে। আমি রাতের খাওয়া শেষে একটা টেবিল ল্যাম্প জ্বেলে সত্যজিৎ খুলে বসেছি।  শীতের রাত। মাঝে মাঝে অদ্ভুত সব আওয়াজ আসছে। ল্যাম্পের আলো বই দিয়ে এমন ভাবে আড়াল করা যেন শুধু বইয়ের উপরেই থাকে, না হলে রোগীর কষ্ট হবে। মাঝে মাঝে সে অতি আস্তে কাতর আওয়াজ করছে। রাত ১ টা নাগাদ খগম ধরলাম। কে জানে কেন রোগী তখন জোরে জোরে শ্বাস ফেলছে, একসময় গল্প শেষ হল। আমার তখন ঐ শীতের মধ্যে ঘাম-ঘাম লাগছে। সাপ নিয়ে আমার নিজের কিছু অল্পের-জন্য-বেঁচে-যাওয়া অভিজ্ঞতা ছিল। তাই হয়ত প্রভাব-টা বেশী ছিল।  

    গত রবিবার অভিনেতা সব্যসাচীর আর মীরের গলায় গল্পটি শুনলাম ইউটিউবে সানডে সাসপেন্সে। অভিনেতাদের ত্রুটি ছিল না। আমারই আর সে মন নেই। :)  

  • Atoz | 151.14.***.*** | ২৭ জুন ২০২০ ০৬:১৬448440
  • ডি জে কিমার না কী যেন সাহেবদের কোম্পানিতে প্রথম যৌবনে কাজ করতেন? সেইখান থেকে কায়্দা শিখেছিলেন মনে হয়। নইলে "পোড়া দেশে অচন্দ্রমপশ্যা" হয়ে থেকে যেতে হবে সেটা অস্থিতে অস্থিতে বুঝেছিলেন। একটা ব্যাপার অনস্বীকার্য, উনি দমবার পাত্র ছিলেন না। এটা একটা সাংঘাতিক শক্তি।
  • Atoz | 151.14.***.*** | ২৭ জুন ২০২০ ০৬:১০448439
  • পুরোটাই হিসেব করে পা ফেলা। নইলে নিজের সন্দেশ থাকতে সমস্ত ভালো ভালো ফেলু আর শঙ্কু সবসময়ে নিয়ম করে পুজোসংখ্যা বদানন্দদের দিতেন? ঃ-)
  • দীপাঞ্জন | ২৭ জুন ২০২০ ০৬:০৪448438
  • "ছেলের স্টক ঠিকই ছিলো।" -

    আমাদের বিচারে |

    কিন্তু ছেলের নিজের বিচারে হয়তো নয় | বিশেষত যে অন্তর্মুখী আত্মসচেতন ছেলে রায়পরিবারের আর যার বেড়ে ওঠা শান্তিনিকেতনের শ্রেষ্ঠ সময়ে বহু প্রতিভার সান্নিধ্যে, তার সংশয় থাকতেই পারে - "কী গাব আমি, কী শুনাব?"

    নাহলে মৌলিক সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, এমনকি মৌলিক চিত্রনাট্য সৃষ্টিতেও, এতো বিলম্বিত লয় কেন, এতো দ্বিধা কিসের ? চলচ্চিত্রের ব্লু ওশান অপরচুনিটির, ভারতের পরিপ্রেক্ষিতে, খোঁজ না মিললে, আন্তর্জাতিক স্বীকৃতি না জুটলে, সেই সাফল্যে আত্মবিশ্বাস না বাড়লে, কি বাংলা গান / ছবি / গদ্য / কবিতার ম্যাচিউর মার্কেটে সত্যজিৎ আদৌ পা মাড়াতেন ? এখানে হয়তো মনে করা যায়, চার বছরের ছোট ঋত্বিক তেইশ বছর বয়েসেই "পরশপাথর" এর মত গল্প লিখে ফেলেছেন |
  • দীপাঞ্জন | ২৭ জুন ২০২০ ০৫:৪৫448437
  • অসীমের ডাক শুনি কল্লোল মর্মরে,
    এক পায়ে খাড়া থাকি একা বালুচরে |

    শুনে ফেলুদার মন্তব্য - "কবি নিশ্চয়ই নিজেকে সারসের সাথে আইডেন্টিফাই করছেন, কারণ এই ঝোড়ো বাতাসে বালির ওপর মানুষের পক্ষে এক পায়ে খাড়া থাকা চাট্টিখানি কথা নয় |"

    আহা, দ্যাখো চাঁদের মহিমা !
    কভু বা সুগোল রৌপ্য থালি,
    কভু আধা, কভু সিকি, কভু আধ ফালি,
    যেন সদ্য কাটা নখ পরে আছে নভে |
    সেটুকুও নাহি থাকে যবে আসে অমাবস্যা,
    সেই রাতে তুমি তাই অচন্দ্রমপশ্যা |

    বৈকুন্ঠ মল্লিকের শেষ কবিতার শেষ লাইনের সেলফ-রেফারেন্সিয়ালিটিটাও মারাত্মক | "এই পোড়া দেশে লোকটা রেকগনিশন পেলো না |"
  • Atoz | 151.14.***.*** | ২৭ জুন ২০২০ ০৩:২৪448436
  • আচ্ছা, কেউ তারাশঙ্করের একটা ছোটো গল্পের খোঁজ দিতে পারেন? গল্পটা এক ছোট্টো মেয়েকে নিয়ে। মেয়েটি ছিল কালো আর ট্যারা। তাই আত্মীয়স্বজন থেকে আরম্ভ করে পাড়াপ্রতিবেশী সবার তো ঘুম নেই। এ মেয়েকে পার করবে কী করে? মেয়েটি খুব ছোটোবেলাতেই অসুখ করে মারা যায়। মেয়েটি মারা যেতে মেয়ের বাবা শোকাক্রান্ত হলে স্ত্রী ঝঙ্কার দিয়ে বলতেন, "আদিখ্যেতা! আর কারুর যেন মেয়ে মরে না!" (মেয়ের মা মনে হয় নিশ্চিন্ত হয়েছিলেন বুকের পাথর নেমে যাওয়ায়)
    কারুর কি মনে আছে গল্পটা? আগাম ধন্যবাদ রইল।
  • aranya | 162.115.***.*** | ২৭ জুন ২০২০ ০৩:১৬448435
  • হনু বোধায় পছন্দ করে না, কিন্তু ফেলু-দা লা জবাব। আর রায় মশায়ের ছোট গল্পগুলো ও। খগম আমার অলটাইম ফেভারিট।
  • aranya | 162.115.***.*** | ২৭ জুন ২০২০ ০৩:১৫448434
  • ওরে বাবা-টা সত্যি দারুণ
  • TC | 47.187.***.*** | ২৭ জুন ২০২০ ০০:৫৬448433
  • Priyo guru bondhura,  Ishan-er gorur rachanatir (bahu purano) link paoa jabe?

    Bhalo thakben.

  • b | 14.139.***.*** | ২৬ জুন ২০২০ ২০:০৪448432
  • আমাদের এখানে আবার টোটাল লকডাউন। ২৮ জুন থেকে দু সপ্তা। দু সপ্তা পরে শ্রাদ্ধে খেতে আসবেন। নেমন্তন্ন রইলো।
  • সম্বিৎ | ২৬ জুন ২০২০ ১১:৫২448431
  • "ওরে বাবা, এ শহরে কেউ কভু এসো না।" এখানে "ওরে বাবা"-টা একেবারে কিলার।

  • সম্বিৎ | ২৬ জুন ২০২০ ১১:৫১448430
  • আর একটা কবিতা ছিল - হত্যাপুরীতে বোধহয় - যেটা শুনে ফেলু বলেছিল, "কবি এখানে নিজেকে সারসের সঙ্গে আইডেন্টিফাই করছেন"। "খাড়া থাকি একা বালুচরে" টাইপের কী একটা লাইন ছিল।

  • b | 14.139.***.*** | ২৬ জুন ২০২০ ১১:৩২448429
  • আমার ফেভারিট এইটেঃ

    বড়ই হতাশ হইলাম আজ
    তোমারে হেরিয়া মাদ্রাজ
    ভাষা তব দুর্বোধ্য তামিল
    অন্য কোনো ভাষার সাথে নাই কোনো মিল
    ইডলি ও দোসা খেয়ে পুরিবে রসনা?
    ওরে বাবা, এ শহরে কেউ কভু এসো না।

    তবে জটায়ুর ট্রিটমেন্টটা লেখকমশাই আরেকটু ভালো করতে পারতেন। ভদ্রলোক নিরীহ গোবেচারা থেকে একেবারে ক্লাউন হয়ে গেছিলেন শেষের দিকে। সম্ভবতঃ সন্তোষ দত্ত এফেক্ট। এমনকি সোনার কেল্লা বইয়ের অরিজিনাল জটায়ুর ছবিও সন্তোষ দত্তের মত নয়।
  • সম্বিৎ | ২৬ জুন ২০২০ ১১:১৬448428
  • পাপাঙ্গুল, জবরখাকি - এই অনুবাদগুলো তো একেবারে উচ্চকোটির। অরিজিনালও কিছু চমৎকার।

    রামফাঁকিবাজ চাকর জোটে সাধনবাবুর ভাগ্যে।
    বাবু বলেন, "রোবট রাখি, চাকরগুলো যাকগে।"
        রোবট হল কাজে বহাল।
        তার ফলে আজ বাবুর কী হাল!
    রোবট বলে, "কই রে ব্যাটা -" বাবু বলেন, "আজ্ঞে?"

    লিমেরিকে ছেলের হাত, আমাদের তীত্থদার মতন না হলেও, ভালই ছিল।

  • গবু | 103.42.***.*** | ২৬ জুন ২০২০ ১০:৩৪448426
  • চুঁচড়োর লোক ছিলেন না বৈকুণ্ঠ মল্লিক? ওখানের ডায়ালেক্ট হিসেবে "ছেলো" চলে, লালমোহনবাবু এরকম কিছু বলেছিলেন বোধ হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত