সম্বিৎ | ২৬ জুন ২০২০ ১০:২৩448425এঞ্জেলোর সঙ্গে ছেলোর মিল শুনে তপশে খুঁতখুঁত করেছিল। তাতে লালমোহনবাবু খুব ঝেড়েছিলেন এই বলে, "পোয়েটের ব্যাকগ্রাউন্ড না জেনে ভার্স ক্রিটিসাইজ করার বদভ্যেস কোথা থেকে পেলে তপেশ?" যেন অক্সফোর্ড লিটারারি ক্রিটিসিজম হচ্ছে।
b | 14.139.***.*** | ২৬ জুন ২০২০ ১০:২০448424
b | 14.139.***.*** | ২৬ জুন ২০২০ ১০:১৭448423
Atoz | 151.14.***.*** | ২৬ জুন ২০২০ ০৮:০১448422
Atoz | 151.14.***.*** | ২৬ জুন ২০২০ ০৭:১৬448420
S | 69.146.***.*** | ২৬ জুন ২০২০ ০৬:৫০448419
Atoz | 151.14.***.*** | ২৬ জুন ২০২০ ০৬:৪৪448418
San | 150.242.***.*** | ২৬ জুন ২০২০ ০৩:০৯448416
San | 150.242.***.*** | ২৬ জুন ২০২০ ০৩:০৮448415আমিও তোমারই মতো রাত্রি জাগি, করি পায়চারি
ঘরময় প্রায়শই, জানালার বাইরে তাকাই,
হাওয়ায় হাওয়ায় কান পাতি, অদূরে গাছের পাতা
মর্মরিত হ’লে ফের অত্যন্ত উৎকর্ণ হই, দেখি
রাত্রির ভেতরে অন্য রাত্রি, তোমার মতোই হু হু
সত্তা জুড়ে তৃষ্ণা জাগে কেবলি শব্দের জন্যে আর
মাঝে মাঝে নেশাগ্রস্ত লিখে ফেলি চতুর্দশপদী,
শেষ করি অসমাপ্ত কবিতা কখনো ক্ষিপ্র ঝোঁকে।
কোনো কোনোদিন বন্ধ্যা প্রহরের তুমুল ব্লিজার্ডে
ভুরুতে তুষার জমে, হয়ে যাই নিষ্প্রাণ, জমাট
রাজহাঁস যেন, দিকগুলি আর হয় না সঙগীত।
অবশ্য তোমার তটে উজ্জ্বল জোয়ার রেখে গেছে
রত্নাবলী বারবার। যখনই তোমার কথা ভাবি,
প্রাচীন রাজার সুবিশাল তৈলচিত্র মনে পড়ে।
তোমার অমিত্রাক্ষর হিরন্ময় উদার প্রান্তর,
তোমার অমিত্রাক্ষর সমুদ্রের সুনীল কল্লোল,
তোমার অমিত্রাক্ষর ফসলের তরঙ্ঘিত মাঠ,
তোমার অমিত্রাক্ষর ধাবমান স্বপ্ন-অশ্বদল,
তোমার অমিত্রাক্ষর উন্মথিত ঊনিশ শতক,
তোমার অমিত্রাক্ষর নব্যতন্ত্রী দীপ্র বঙ্ঘভূমি।
হেনরিয়েটার চোখে দেখেছিলে কবিতার শিখা?
না কি কবিতাই প্রিয়তমা হেনরিয়েটার চোখ?
হাসপাতালের বেডে শুয়ে সে চোখের অস্তরাগে
তুমি কি খুঁজেছো কোনো ট্রাজেডীর মেঘ? হয়তোবা
অভ্যাসবশত বেডে অসুস্থ আঙুল ঠুকে ঠুকে
আস্তেসুস্থে বাজিয়েছো ছন্দ মাঝে-মাঝে বাষ্পাকুল
চোখে ভেসে উঠেছিলো বুঝি দূর কাব্যের কানন।
কখনো দেয়ালে ক্লান্ত চোখ রেখে হয়তো ভেবেছো-
কি কাজ বাজায়ে বীণা? এ আঁধারে কিবা মাইকেল
কি মধুসুদন কার প্রকৃত অস্তিত্ব অনন্তের
নিরুদ্দেশে রেণু হ’য়ে ঝরে, কে বলে দেবে, হায়?
আমিও তোমারই মতো প্রাদেশিক জলাভূমি ছেড়ে
দূর সমুদ্রের দিকে যাত্রা করি, যদিও হোঁচট
খেয়ে পড়ি বারংবার। রক্তে নাচে মায়াবী য়ূরোপ,
ইতালি ভ্রমণ ক’রে, সুদূর গ্রীসের জলপাই
পল্লবে বুলিয়ে চোখ, বুলেভার ছেড়ে ফিরে আসি
সতত আপন নদে তোমার মতোই কী ব্যাকুল-
আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কপোতাক্ষ আছে।
JS | 217.6.***.*** | ২৬ জুন ২০২০ ০২:২০448414 মাইকেল এর ওপর বৈকুন্ঠ মল্লিক এর একটা ছিল না?
কতশত মাইকেল ইত্যাদি ?
b | 14.139.***.*** | ২৫ জুন ২০২০ ২৩:৪৬448413
JS | 217.6.***.*** | ২৫ জুন ২০২০ ১৮:০৯448412r2h বাবুর কবিতা একদম একঘর
সেই বাজপইজি আর রবীন্দনাথ এর পর এইরকম কোবতে আর কেউ লেখেনি , ভাষার কি দখল আর বুনন
r2h | 2405:201:8805:37c0:917f:f4e:502d:***:*** | ২৫ জুন ২০২০ ১৭:৪৭448411
JS | 82.132.***.*** | ২৫ জুন ২০২০ ১৬:১০448410 বাত এর তেল বা সুদূর প্রাচ্যের যা বলুন
কাজ করছে জম্পেশ
গুপুর উঠে দাঁড়ানোর
b | 14.139.***.*** | ২৫ জুন ২০২০ ১৫:৫১448409
জয়প্রকাশ সারস্বত | 191.96.***.*** | ২৫ জুন ২০২০ ১২:৫১448408২৫ জুন ২০২০ ০৪:২৮448470
গুপু কে একটু ব্যস্ত রাখা আর কি
বসে বসে তো গুপুর শরীরে জং ধরে যাবে
প্রেমেন্দ্র মিত্রের গোপন বাহিনী গল্পটা কেউ পড়েছেন ? আমার খুবই ফ্যাসিনেটিং লেগেছিল। এরকম একটা ট্যাকটিক্স আমরা নিতে পাারিনা ? হা হা !
Du | 47.184.***.*** | ২৫ জুন ২০২০ ০৯:১৮448405
Atoz | 151.14.***.*** | ২৫ জুন ২০২০ ০৫:২৩448404
Atoz | 151.14.***.*** | ২৫ জুন ২০২০ ০৫:২২448403
:|: | 174.255.***.*** | ২৫ জুন ২০২০ ০৪:২৮448402
জয়প্রকাশ সারস্বত | 151.236.***.*** | ২৫ জুন ২০২০ ০৩:৫৭448401 যাচ্চলে
গামছার খবর টা কত কষ্ট করে জোগাড় করে এনে দিলাম
গুপু নির্দয় ভাবে ডিলিট করে দিলো ?
PT | 203.***.*** | ২৪ জুন ২০২০ ১৭:৪১448399আমার শেষ মন্তব্যটা করলাম ভারতীয় সময় ১৬ঃঃঃ৪৫ এ - দেখাচ্ছে ১৭ঃ১৬ - বাংলাদেশের সময়?
ছোটবেলায় চাইনিজ চেকার খেলতাম। বড়বেলায় একটু চাইনিজ হ্যাকার খেলে দেখি
Amit | 120.22.***.*** | ২৪ জুন ২০২০ ১২:৪৮448394
r2h | 2405:201:8805:37c0:9003:e27a:43db:***:*** | ২৪ জুন ২০২০ ১২:৩৯448393