এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সম্বিৎ | ২৪ জুন ২০২০ ১২:২১448392
  • গরু দিয়ে যুদ্ধ করলে হয়। চীন খুব ঘেঁটে সেমসাইড করে ফেলতে পারে।

  • S | 2405:8100:8000:5ca1::3c8:***:*** | ২৪ জুন ২০২০ ১২:০৮448391
  • ভারতের গরু আমাদের গরু।
  • Amit | 203.***.*** | ২৪ জুন ২০২০ ১২:০২448389
  • চীনে এখন সবাই বলবে "ভারতের প্রধানমন্ত্রী আমাদেরও প্রধানমন্ত্রী. আমাদের ইন্টারেস্ট ওনার থেকে ভালো কেও বুঝবে না. "

    :) :)
  • S | 2405:8100:8000:5ca1::147:***:*** | ২৪ জুন ২০২০ ১২:০১448388
  • লোকে বলছে যে চীনের সর্বনাশ করার জন্য মোদিজী ওখানেও ডিমনিটাইজেশান করে দিক।
  • Amit | 203.***.*** | ২৪ জুন ২০২০ ১১:৫৯448387
  • ওই যেমন মোদীভক্তরা এখনো বলে বেড়ায় 2016 এ ডিমনি করা টা আদতে ঠিকই ছিল, একটু ইম্প্লিমেন্টেশন টা ছড়িয়ে গেছে. আমি একজনকে সেদিন বলছিলুম 99-% এর বেশি টাকা তো ফেরত এসেছে , রিসার্ভ ব্যাঙ্কের হিসেবে. তো এক ভক্তমহা চটে গিয়ে বললেন যে সরকারের উচিত ছিল ডাটা ম্যানিপুলেট করে দেখানো যে এটা করে আসলে সবার ভালোই হয়েছে, রিয়ালিটি যাই হোক. বেশি সৎ থাকতে গিয়েই আজকে মোদির পেছনে সক্কলে হাত ধুয়ে লেগে গেছে. আগের সব সরকার চুরি করা ডাটা দেখাতো বলে আজকে ইন্ডিয়ার এই হাল.

    এর পর "হে রাম" ছাড়া আর কিছু বলার থাকেনা.
  • S | 2405:8100:8000:5ca1::bf9:***:*** | ২৪ জুন ২০২০ ১১:৫৯448386
  • আমেরিকাতে বহু জায়্গায় ক্রিসটোফার কলোম্বাসের স্ট্যাচুগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। এমনকি ওহায়োর রাজধানী কলোম্বাস শহরের নাম পরিবর্তনের দাবী উঠেছে। এছাড়া জর্জ ওয়াশিংটন, ইউলিসিস গ্রান্টের মতন ন্যাশনাল হিরো এবং রাষ্ট্রপতিদের স্ট্যচু ভেঙে ফেলা হয়েছে। জাতীয় সংগীতের রচয়িতার স্ট্যাচুও বাদ যায় নি। তারই পরিবারের একজন আবার সেটা সমর্থ্নও করেছে।
  • সম্বিৎ | ২৪ জুন ২০২০ ১১:৪৯448385
  • হনুই মুখার্জীদা। সবাই জানে হনু আরও অনেক কিছু ক্লজেটে সঙ্গে ক্লজেট-শীর্ষেন্দু।

  • S | 2405:8100:8000:5ca1::7d9:***:*** | ২৪ জুন ২০২০ ১১:৪৮448384
  • হ্যাঁ চাড্ডী পোস্ট্গুলো সব আসলে খিল্লি বলেই মনে হয়েছে। সেটা জেনেও অবশ্যি পড়তে পারিনা, গা ঘিন ঘিন করে। যাইহোক ডোলান্ড ট্রাম্প আবার জিতলে আমাকে এদেশ থেকে পাত্তারি গোটাতে হবে। আজকে আমার এক ট্রাম্পভক্ত কোলিগের সঙ্গে কথা বললাম। বললো যে হি ইজ আ গ্রেট প্রেসিডেন্ট, কিন্তু মাথায় ছিট আছে। বোঝো।
  • Amit | 203.***.*** | ২৪ জুন ২০২০ ১১:৪৭448383
  • ট্রাম্প মনে হয় ওকে ডোলান্ড বলাতেই ক্ষেপে গেছে, তাই উল্টে বাঁশ দিচ্ছে.

    :) :)
  • r2h | 2405:201:8805:37c0:9003:e27a:43db:***:*** | ২৪ জুন ২০২০ ১১:৪৪448382
  • হ্যাঁঃ। চাড্ডি পোস্টে উদ্যোম তাও মেনে নেওয়া যায়, কারন ঐ জিনিস তো পড়া, লেখা পুরোটাই একটা বিপর্যয়। কিন্তু একটা ভালো, কাজের লেখায় সর্বস্ব তে ও-কার বা সাক্ষীতে ব-ফলা (এটা অবশ্য বিশেষ কাজের না, তবে এটা ট্রেন্ড) দেখতে হওয়াটা, আমার মত বানানবিভ্রান্ত মানুষের কাছেও হেভি যন্ত্রনার বিষয়।
  • r2h | 2405:201:8805:37c0:9003:e27a:43db:***:*** | ২৪ জুন ২০২০ ১১:৩২448381
  • হ্যাঁ, খবরের কাগজ, বিজ্ঞাপন - সর্বত্র গোমাসিদের ছবি। গোমাতাদের ছবি শুধু গোশালায় অবহেলিত গরুর মৃত্যু শীর্ষক খবরের সঙ্গে বেরোয়। কিন্তু গোবৎসরাই বা একা হাতে কত সামলাবে। নেপাল কেরালা সেকুমাকু সবাই মিলে উত্যক্ত করছে, ওদিকে ডোলান্ডদাও কেমন কেমন যেন।
  • dc | 103.195.***.*** | ২৪ জুন ২০২০ ১১:৩০448380
  • r2h এর সাথে একমত। এই আইটি সেল পোস্টগুলো আমার পাতি খিল্লি মার্কা মনে হচ্ছে, উল্টো খিল্লি করলেই হলো।
  • :|: | 174.255.***.*** | ২৪ জুন ২০২০ ১১:২১448379
  • অ্যাট বি ৯টা বেজে কুড়িঃ বাদই তো দিতুম। কিন্তু উদ্যমে ও-কার দেখে অ্যাইসা মাথা গঢ়ম হয়েছে যে উদ্দাম পেটাতে মঞ্চাইছে!
  • r2h | 2405:201:8805:37c0:9003:e27a:43db:***:*** | ২৪ জুন ২০২০ ১১:১৩448378
  • ওদিকে হনুদা রাগ করে আসছে না, সেই সুযোগে কে বা কারা শীর্ষেন্দুর গল্প পোস্ট করে দিয়েছে ভাটে। এ মানে চূড়ান্ত যা তা।
    এই পরিস্থিতিতে অবশ্য অরণ্যদাকেও আমি স্মরণ করছি।
  • r2h | 2405:201:8805:37c0:9003:e27a:43db:***:*** | ২৪ জুন ২০২০ ১১:০৯448377
  • এই জিনিসটা আমিও ভাবছিলা। এই কাল জয়প্রকাশ বা অন্যদিন অন্য নাম, আমি নিশ্চিত উনি চাড্ডি টাড্ডি কিছু নন, বোধয় কোন চাড্ডি গ্রুপ ফলো করে এইসব পোস্ট দেখে আমোদ পান, তাই এখানে পোস্ট করেন। এবার তাতে লোকজন ওঁকে চাড্ডি বা আইটিসেল ঠাউরে কাউন্টার করতে শুরু করেন তাতে আরো আমোদ পান। মানে একেবারেই ব্যক্তিগত ধারনা আরকি।

    এবার সমস্যা হলো এই পোস্টগুলি র‌্যানডম কপি পেস্ট এবং পুরো ভাটের জন্যে ডিসরাপটিভ, এবং এসবে সোর্স ও জানা যায় না। সেই হিসেবে এগুলোকে স্প্যাম হিসেবে কনসিডার করাই শ্রেয়। মুশকিল হলো লোকজন টেলিফোনের রং নাম্বারে আড্ডা দেওয়ার মত স্প্যামে পোস্টের সঙ্গে গভীর চিন্তা, আদর্শ, তথ্য এইসবের আদানপ্রদান করতে শুরু করেন, তাতে পুরো জিনিসটা আরো অদ্ভুত হয়ে যায়।

    আমার অব্জার্ভেশন হল, এই পোস্টগুলি আসতে থাকলে ভাটে এমনি কথাবার্তা কমে যায়, এবার এটা কাকতালীয় না কার্যকারন সম্পর্ক আছে সেটা লোকজন নিজে না জানালে জানার উপায় নেই।

    পোস্টদাতার মহান উদ্দেশ্যও থাকতে পারে, যে আইটিসেল কী করছে তা চোখে আঙুল দিয়ে দেখানো। এবার সেটার কোন মানে হয় না, কারন আমরা আমাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে (ফেবু ইত্যাদি নেই এমন হাতে গোণা অতি সামান্য দুয়েকজন এখানে আছেন) তালা দিয়ে বুদ্বুদে বাস করবো আর ভাটে সব জঞ্জাল জমা হবে, এর কোন মানে নেই।
  • a | 14.202.***.*** | ২৪ জুন ২০২০ ০৯:৩১448376
  • ঠিক সব ভয়েসই আসা ভালো।

    ইদিকে দোতলার এক্ষিট ২ কবে আসবে?
  • b | 14.139.***.*** | ২৪ জুন ২০২০ ০৯:২০448375
  • বাদ্দিন না। জয়্প্রকাশ বাবু পোস্ট করছেন, করুন। আপনাদের অ্যাত মাথা ব্যথা কেনে?
  • গরুটা | 185.22.***.*** | ২৪ জুন ২০২০ ০৭:৪৭448374
  • তো এই গরুটা কী দেশী গরু? আমার তো মনের হচ্ছে হলস্টেইন ফ্রিসিয়ান! ম্লেচ্ছ গরু দিয়ে পঞ্চগব্য বানাবেন এও দেখতে হলো?

  • Amit | 203.***.*** | ২৪ জুন ২০২০ ০৭:৪০448373
  • ফেকু যে কাদের প্রধানমন্ত্রী কে জানে. বেটা এদিকে ইন্ডিয়াতে আত্মনির্ভর হওয়ার জ্ঞান দিচ্ছে, কিন্তু আর্মি নিজে আত্মনির্ভর হওয়ার বদলে রাশিয়া থেকে প্লেন, মিসাইল অর্ডার করছে চীনকে চমকাতে, ওদিকে ট্রাম্প ভিসা আটকে দিয়ে আমেরিকান গুলোকে আত্মনির্ভর করার ডাক পাড়ছে. গুবলেট কেস পুরো.

    এতো হেইডি মোদী, হাগ মাগ করে শেষে কিনা এই হাল. গালে চড় মেরে ক্লোরোকুইন নিয়ে গেলো প্রথমে, তারপর এই.
  • Atoz | 151.14.***.*** | ২৪ জুন ২০২০ ০৭:১০448372
  • এই বুঝি শুরু হল আবার!
  • Du | 47.184.***.*** | ২৪ জুন ২০২০ ০৪:৫৬448369
  • এই সারস্বত কি রিয়েল? মানে করিমপুরের স্মৃতিবিজড়িত নাম নিয়ে, খুবই সন্দেহ হচ্ছে।
  • Atoz | 151.14.***.*** | ২৪ জুন ২০২০ ০২:৪১448368
  • গোটা টইপত্তর ভর্তি অসংখ্য উজ্জ্বল মাছ!!!!!
  • করোনীল | 98.114.***.*** | ২৪ জুন ২০২০ ০১:৫৩448367
  • আচ্ছা, শুনলুম যে আয়ুশ হুকুম দিয়েছে কোরোনীল নিয়ে ঢপ বাজারে না ছাড়তে আর টেস্টিঙ্গের ডিটেল তাদের পাঠাতে, তার কি হবে!

    আরো শুনলুম রামদেববাবা না কি লন্ডনে নী সার্জারি করিয়ে এলেন! মানে, করাতেই পারেন, হাজার লোক করাচ্ছেন, বাবার টাকা আছে, করাবেন না ই বা কেন!
    প্রশ্ন হল, তবে কি ইয়োগা করলে বাত সারে না?
  • Apu | 2401:4900:3142:a0f7:ec5e:21b9:e5bb:***:*** | ২৪ জুন ২০২০ ০১:২৮448366
  • সত্যেন বোসের টা ইউটিউবে
    সার্চ মারতে গিয়ে পাই। তখন দেখেছিলাম।

    এই প্রসঙ্গে "কালিদাস ও কেমেষ্ট্রি" অবলম্বনে "দিল্লাগী" (ধর্মেন্দ্র আর হেমা আর মিঠু মুখার্জী) কেউ দেখেছো? যাতা রকমের ভালো।
  • জয়প্রকাশ সারস্বত | 82.132.***.*** | ২৪ জুন ২০২০ ০১:১৬448365
  •  এসে গ্যালো করোনীল দ্যাখো তার গুন 
    অক্সফোর্ড আর হপকিন্স এর মুখ যে হলো চুন 

    কোভিড-১৯ নিয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই অবস্থায় দাঁড়িয়ে করোনার ওষুধ আবিষ্কারের দাবি করলেন যোগগুরু রামদেব। মঙ্গলবার উত্তরাখন্ডের হরিদ্বারে পতঞ্জলির প্রধান ভবনে এদিন সাংবাদিক সম্মেলন এই কথা জানান যোগগুরু। সেখানেই তিনি দাবি করেন, করোনা নিরাময়ে পতঞ্জলির তৈরি আয়ুর্বেদিক ওষুধ ‘করোনিল’ আবিষ্কারের কথা। যোগগুরু রামদেবের দাবি করোনার হাত থেকে মুক্তি পেতে ১০০ শতাংশ কাজ দেবে এই আয়ুর্বেদিক ওষুধ।

    প্রসঙ্গত একমাস আগে পতঞ্জলির সিইও আচার্য্য বালকৃষ্ণ জানিয়েছিলেন, করোনা নিরাময়ে পতঞ্জলি খুব শীঘ্র ওষুধ আনতে চলেছে। এই ওষুধ আনতে পতঞ্জলির গবেষকরা পূর্ণ উদ্যোম নিয়ে কাজ করে চলেছেন।

    এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বালকৃষ্ণ জানান, এই আয়ুর্বেদিক ওষুধ আবিষ্কারের পিছনে প্রধান ভূমিকা নিয়েছে পতঞ্জলি রিসার্চ ইন্সটিটউট টিম (পিআরআই) ও ন্যাশনাল ইন্সটিটউট মেডিক্যাল সায়েন্স (এনআইএম এস)। এই ওষুধ তৈরি হয়েছে পতঞ্জলির দিব্য ফার্মেসীতে।

    প্রসঙ্গত, পতঞ্জলির আগেই বহু সংস্থা এই করোনার ওষুধ, ভ্যাকসিন আবিষ্কারের দাবির প্রতিযোগিতায় রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা, মোডার্না, ফাইজার, জনসন এবং জনসন, মার্ক, সানোফি, বায়নটেক এবং চিনের ক্যানসিনো বায়োলজিক্স। এর আগে করোনা নিরাময়ে হোমিওপ্যাথি ওষুধ অ্যালবাম-৩০’র নাম সামনে আসে। জানা গেছে মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই হোমিওপ্যাথি ওষুধ।

  • মুখার্জিদা | 2a0b:f4c2:1::***:*** | ২৪ জুন ২০২০ ০০:৪৫448364
  • পটকান যখন পটকালো

    পটকান পালোয়ান ছিল শেরপুরের গর্ব। সে চেহারা না দেখলে বিশ্বাস হয় না। ষাট ইঞ্চি বুক, আশি ইঞ্চি পেট, গরিলার মতো হাত পা। শরীরটার কোথাও কোনোও ভেজাল নেই। ভুঁড়িখানা ঢালের মতো শক্ত। পটকান পালোয়ান ভূঁড়ি দিয়ে বিস্তর কুস্তিগিরকে চেপে দমসম করে

    তিন কুলে পটকান পালোয়ানের কেউ ছিল না। খুব অল্পবয়স থেকে ভীষণ খাই খাই ছিল বলে খিটখিটে বাপ তাকে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে পটকান বিবাগী। অবশ্য সে বাপ এখন নেই, মাও গত হয়েছেন। পটকান তাই একা আনন্দে থাকে। সকালে দঙ্গলে গিয়ে তেল মাটি মাখে, কসরৎ করে, মুগুর ভঁজে। অসংখ্য ডন-বৈঠক দেয়। একসের ছোলা দিয়ে সকালে জল খায়। বেলা পড়লে রুটির পাহাড় মাংসের পর্বত দিয়ে শেষ করে। বিকেলে একপুকুর দুধ আর এক গামলা বাদাম বাটা খায়, রাতে ফের ঘিয়ের পরোটার বংশ লোপ করে চারটে মুরগি দিয়ে। এর ফাঁকে ফাঁকে এন্তার ডিম, সবজি, মিছরি, শরবৎ চালান হয়ে যায় তার অজান্তে। এসব ছোটোখাটো খাবারগুলো সে খাওয়ার মধ্যে ধরে না।

    পটকানের সঙ্গে সেবার লড়তে এল পাঞ্জাবের ভীম সিং, তারও বিশাল চেহারা। খাওয়াদাওয়াও প্রায় পটকানের সমান। জমিদারের কাছারি বাড়িতে লোক ভেঙে পড়ল কুস্তি দেখতে। পটকান ভীম সিংকে তিন মিনিটে চিৎ করে হাত ঝেড়ে বলল–ছেঃ! জমিদারের দিকে চেয়ে হাতজোড় করে বলল–হুজুর, বেয়াদবি মাপ করবেন। কিন্তু এসব চ্যাংড়া প্যাংড়ার সঙ্গে লড়ার জন্য আমাকে ডাকা কেন?

    সবাই ভাবে, ঠিক কথা, কিন্তু মুশকিল হলো পটকান লড়বেই বা কার সঙ্গে? দেশ বিদেশ থেকে যারাই লড়তে আসে, সে যত বড় ওস্তাদই হোক, পটকান তিন মিনিটের বেশি সময় নেয় না। লড়াইয়ের শেষে আবার বলে–ছছাঃ! জমিদারের দিকে চেয়ে অভিমানের সঙ্গে বলে– আনাড়িদের সঙ্গেই কি আমাকে বরাবর লড়তে হবে হুজুর?

    জমিদারমশাই মহা সমস্যায় পড়ে বললেন–তা বাপু, তোমার যোগ্য কুস্তিগির পাই কোথায়? এঁরা যারা আসছেন লড়তে তারাও সব নাম ডাকের লোক, কিন্তু তোমার কাছে কেউই ধোপে টেকে না দেখি।

    –তার চেয়ে হুজুর বন্দোবস্ত করুন ওরা দুজন করে আসুক লড়তে, আমি একা।

    তাই হলো। লড়তে এল বচন পাণ্ডে আর হরি দোসাদ। দুজনকে দু বগলে নিয়ে হা হা করে হেসে ওঠে পটকান। তারপর তাদের মাটিতে ফেলে দিয়ে বলেছেঃ ছেঃ! বলে জমিদারবাবুর দিকে তাকায়–হুজুর, দেশে কি আর মানুষ পাওয়া গেল না!

    জমিদারমশাই মিইয়ে গিয়ে বললেন–তাই তো! এরা তো দেখছি তেমন কিছু নয়। অথচ শুনেছিলাম এরা কিলিয়ে পাথর ভাঙে, পাঁচ মন ওজন তোলে এক এক হাতে, হাতি বুকে নেয়। সে সব তো গল্প কথা নয় বাপু, নিজের চোখে দেখেই এনেছি। আচ্ছা দেখি তোমার উপযুক্ত যদি কাউকে পাই।

    এরপর তিন পালোয়ান লড়তে এল একসঙ্গে। ভীষণ ভীষণ তাদের চেহারা। গোল্লা গোল্লা করে চায় আর দাঁত কিড়মিড় করে। তা সেই তিনজন যখন লড়তে নামল তখন বেলুন চুপসে আমসত্ত্ব হয়ে গেল ফের। তিনটেকে নিয়ে খানিক লোফালুফি খেলল পটকান, চেঁচিয়ে জমিদার মশাইকে বলল–হুজুর, যখন বলবেন তখনই তিনজনকে মাটিতে ফেলব।

    ফেললও তাই, তিনবার ছোঃ দিয়ে জমিদারমশাইয়ের দিকে তাকাতেই জমিদারমশাই বেজায় ভয়-খাওয়া মুখ করে মিন মিন করলেন–তাই তো বাপু, এ তো বড় মুশকিলে ফেললে তুমি। খুব বড় একটা শ্বাস ফেলে পটকান বলল–এরকম চললে আমাকে সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হবে দেখছি।

    এই কথায় সবাই ভারী চিন্তিত হয়ে পড়ে। জমিদারমশাইযের একেই হার্টের ব্যামো, বাঁ পায়ে বাত ব্যাধি, রক্তচাপের রোগ, রাত্রে ভাল ঘুম হয় না, পেটটা ভুটভাট করে সব সময়ে। তার ওপরে পটকানের এই কথা শুনে তিনি প্রায় অন্নজল ছাড়েন আর কি! শেরপুরের গর্ব পটকান পালোয়ান সাধু হয়ে হিমালয়ে চলে গেলে লজ্জার সীমা থাকবে না।

    শেরপুরের লোকেরা ভীষণ বিমর্ষ। পটকানের সঙ্গে কেউ লড়ে পারে না সে ঠিক, কিন্তু তা বলে একটু লড়াই হবে তো, কিছুক্ষণ কোস্তাকুস্তি করে তবে চিৎ হবি। এ যেন সব হেরোর দল মাটি নেওয়ার জন্যই আসে। এইসব হেরোর দলকে শেরপুরের লোকেরা হারু বলে উল্লেখ করে। জেতে বলে পটকানের নাম তারা দিয়েছে জিতেন। সবাই বলাবলি করে–জিতেনের সঙ্গে এবার কোন্ হারু লড়তে আসছে রে?

    তা এল এবার। সারা দেশে লোক পাঠিয়ে তন্নতন্ন করে খুঁজে মানুষের চেহারার দশজন দানবকে ধরে আনা হলো। তিনদিনে তারা শেরপুরের সব খাবার খেয়ে ফেলল প্রায়। চারদিকে দুর্ভিক্ষের অবস্থা। দশ পালোয়ান বাঘের মতো গর-র-আওয়াজ ছাড়ে, মানুষের ভাষায় কথাই বলে না। দিনমানে তারা নিজেদের সামলাবার জন্য নিজেরাই নিজেদের শেকল দিয়ে বেঁধে রাখে। ভীষণ রাগী, কখন কার ঘাড় মটকে দিয়ে জেল হয়। তবু শেষ রক্ষা হয় না বুঝি। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল তা মজবুত পাকা ঘর। তবু দশ পালোয়ানের নড়াচড়ায় মেঝে দেবে গেল, দেওয়াল ভেঙে গেল একধারের। হাঁকডাকে চারধারে ভূমিকম্প হলো কয়েকবার।

    লড়াইয়ের দিন চারটে রথযাত্রার ভীড় ভেঙে পড়ল কাছারি বাড়িতে। হুলুস্থুল কাণ্ড। দশ দানব দঙ্গলের মাটি কাঁপিয়ে এসে ঢুকল একসঙ্গে। দশজনের সঙ্গে একা লড়বে পটকান।

    চোখে দেখেও কারো বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। পটকান দঙ্গলে ঢুকে গুরু প্রণামটা সেরে নিল কেবল। তারপরই দেখা গেল সে এক একটা দানবকে ধরে পটাপট ভীড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক যেমন গদাই মালি বাগানের আগাছা তুলে ছুঁড়ে দেয় বেড়ার বাইরে। দু মিনিটে দশ পালোয়ান সাবাড় করে ঠিক দশবার ছোঃ দিল পটকান। তারপর ভীষণ অভিমানের চোখে তাকাল জমিদারমশাইয়ের দিকে। বলল–হুজুর–

    রোগা-ভোগা জমিদারমশাইয়ের চোখমুখ লাল হয়ে গেছে অপমানে। তিনি কয়েকবার গলা খাকারি দিলেন।

    পটকান বলল, হুজুর, এরা সব কারা এসেছিল হুজুর? এসব রোগা দুবলা তোক কোত্থেকে আনলেন?

    হঠাৎ জমিদারমশাই চেঁচিয়ে উঠলেন–চোপরাও বেয়াদব। রোগা দুবলা লোক? আঁ? রোগা দুবলা লোক এরা সব!

    বলতে বলতে রাগে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে জমিদারমশাই বাত ব্যাধির কথা ভুলে, হার্টের ব্যামোর কথা বিস্মরণ হয়ে, রক্তচাপকে পরোয়া না করে, পেটের ভুটভাটকে উপেক্ষা না করে এক লাফে এগিয়ে এলেন দঙ্গলের মাটির ওপর।

    কিছুতেই তোমার শিক্ষা হয় না, অ্যাঁ–বলতে বলতে জমিদারমশাই পটকানের ঘাড়টা ধরে এক ঝটকায় তুলে ফেললেন মাথার ওপরে। তারপর সে কী বাই বাই করে ঘোরাতে লাগলেন, না দেখলে বিশ্বাস হয় না।

    পটকান প্রাণভয়ে চেঁচাচ্ছে তখন–বাবা গো! গেলাম গোয় মেরে ফেললে গো! কে কোথায় আছো ছুটে এসো!

    কে শোনে কার কথা! কয়েকবার আচ্ছাসে ঘুরিয়ে জমিদারমশাই পটকানকে এক বেদম আছাড় মারলেন। তারপর হাত ঝাড়তে ঝাড়তে বললেন–ছোঃ!
  • সম্বিৎ | ২৪ জুন ২০২০ ০০:৩০448363
  • এই জঁরার বাংলা গল্পে "পলাশীর যুদ্ধ" ফার্স্ট, "পটকান যখন পটকালো" সেকেন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত