PM | 45.124.***.*** | ২২ জুন ২০২০ ১৬:০২448331
:)) | 185.22.***.*** | ২২ জুন ২০২০ ১৪:৫৭448330ওরাং ওটাং টাউনও রাখতে পারেন। বেশ ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার হবে।
আর PM ৪৩, ৩৪, ৪২০ এত সন্দেহ কেন আপনার? :)
PM | 45.124.***.*** | ২২ জুন ২০২০ ১৪:০৫448329
জয়প্রকাশ সারস্বত | 80.2.***.*** | ২২ জুন ২০২০ ১২:৫৫448328পূর্ব চিনের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের জেরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। দিকে দিকে ডাক উঠেছে চিনা পণ্য বয়কটের। এর মধ্যেই রাজ্য সরকারের কাছে কলকাতার চায়না টাউন এর নাম পরিবর্তন করার আবেদন জানালেন অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। তার আবেদন, ওই জায়গার নাম পরিবর্তন করে বাংলার দুই বীর সৈনিকের নামে রাখা হোক।
প্যাংগং লেক এবং লাদাখ সীমান্তে গালয়ান ভ্যালির অংশ নিয়ে ইন্দো-চিন সীমান্ত সংঘাতের শুরু । চিনের সঙ্গে মুখোমুখি সীমান্ত সংঘাতে মঙ্গলবার প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। সূত্রের খবর এই সংঘর্ষে নিহত হয়েছে ৪৩জন চীনের সৈনিকও। এই পরিস্থিতিতে কলকাতার চিনা অধিবাসীরাও রয়েছেন ভারতবর্ষের সাথেই। চিনা পণ্য বয়কটের ডাক তুলেছেন বিভিন্ন মহল। সল্টলেকে চিনা রাষ্ট্রদূত ভবনের সামনে সিপিইউ পুড়িয়ে বিক্ষোভও দেখানো হয়েছে।
এর পরেই রবিবার রাজ্য সরকারের কাছে কলকাতার চায়না টাউন অঞ্চলের নাম পরিবর্তন করার আবেদন জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়। তিনি আবেদন জানিয়ে বলেন, “লাদাখ সীমান্তে চীন-ভারতের সংঘর্ষে আমাদের দেশের বীর সৈনিক রা প্রাণ হারিয়েছেন দেশকে বাঁচাতে। তাই চীনকে বয়কট করতে কলকাতায় চায়না টাউন এর নাম পরিবর্তন করে বাংলার দুই বীর সৈনিক বিপুল রায় ও রাজেশ ওরাংয়ের নামে রাখা হোক”। পাশাপাশি তিনি ভারতবাসীকে চিনা দ্রব্য বয়কট এর জন্য আবেদন করেন।
এলেবেলে | 202.142.***.*** | ২২ জুন ২০২০ ১২:১৯448327এবং যথারীতি যাচ্ছেতাই হল! ট্যাব স্পেস দিলে হচ্ছে বটে কিন্তু শুধু প্রথম লাইনটা। বাকিগুলো ভেঙে গেছে। এবং যে অংশটা ট্যাব ব্যবহার করে প্রথম বাক্যটার থেকে ছোট ফন্টে লিখেছিলাম তার কিছুই আসেনি।
ইহার পরিবর্তন করা হউক।
এলেবেলে | 202.142.***.*** | ২২ জুন ২০২০ ১২:১৭448326হুতো, আমার অ্যাপ-ল্যাপের বালাই নাই। যা করি সবই কম্পুতে এবং যেমন-খুশিতে। ঠিক আছে একটা লেখার সামান্য অংশ যেমন-খুশিতে কপি-পেস্ট করে দেখি কেমন দাঁড়াল।
বিদ্যাসাগর স্বয়ং তাঁহার পিতামহের যে চরিত্র বর্ণনা করিয়াছেন, স্থানে স্থানে তাহা উদ্ধৃত করিতে ইচ্ছা করি।—
তিনি নিরতিশয় তেজস্বী ছিলেন; কোনো অংশে কাহারও নিকট অবনত হইয়া চলিতে, অথবা কোনোপ্রকারে অনাদর বা অবমাননা সহ্য করিতে পারিতেন না। তিনি সকল স্থলে, সকল বিষয়ে, স্বীয় অভিপ্রায়ের অনুবর্তী হইয়া চলিতেন, অন্যদীয় অভিপ্রায়ের অনুবর্তন তদীয় স্বভাব ও অভ্যাসের সম্পূর্ণ বিপরীত ছিল। উপকারপ্রত্যাশায় অথবা অন্য কোনো কারণে, তিনি কখনও পরের উপাসনা বা আনুগত্য করিতে পারেন নাই।
:|: | 174.255.***.*** | ২২ জুন ২০২০ ১১:৪৭448325
সম্বিৎ | ২২ জুন ২০২০ ১১:২৩448324সন্দেশে অজয় হোম মাঝে মাঝে আক্ষেপ করতে, মধ্য সত্তরেও।
সম্বিৎ | ২২ জুন ২০২০ ১১:২২448323ইন্ডিয়ার কী স্পিন অ্যাটাক ছিল লেট সিক্সটিজ আর সেভেন্টিজে। রাজিন্দার গোয়েলের মতন স্পিনার চান্স পায়নি।
r2h | 49.37.***.*** | ২২ জুন ২০২০ ১০:৫৮448322
r2h | 49.37.***.*** | ২২ জুন ২০২০ ১০:৫৪448321এলেবেলে, দুঃখিত, উত্তর দিতে দেরি হলো, মোল্লা নাসিরুদ্দীনের গল্প আছে, ঠাকুমা নাতিকে নিয়ে এসেছেন বিচারের জন্যে এ বেশি চিনিখায় - কাজী তিন সপ্তাহ ঘুরিয়ে শেষে নাতিকে এক ধমক দিয়ে বললেন চিনি খাওয়া বন্ধ। ঠাকুমা জিগ্গেস করলেন তিন সপ্তাহ আগে বল্লেই তো হতো, তখন কাজী বললেন আগে তো আমাকে নিজে বুঝতে হবে কী করে চিনি খাওয়া কমাতে হয়।
তো ঐ আরকি। আমি যা বুঝলাম, 'যেমন খুশি'তে ওসব ফর্ম্যাটিং করা যায়, এবার তার মানে হলো কম্পুতে নিজস্ব বাংলা ফন্ট ইত্যাদি থাকতে হবে, নয়তো অন্য কোথাও লিখে কপি পেস্ট করে সাজাতে হবে। আমাকে এসব করতে হলে ছোটখাটো এইচটিএমেল লিখে দিই।
এইটা লিখলাম গুরুচণ্ডা৯ লেআউটে, এবার কপি করে 'যেমন খুশি'তে ফেলে দেখি।
Ivy | 134.122.***.*** | ২২ জুন ২০২০ ০৭:০০448320
Ivy | 134.122.***.*** | ২২ জুন ২০২০ ০৬:৫৬448319
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০৬:২৮448318
আমারই চেতনার রঙে | 107.189.***.*** | ২২ জুন ২০২০ ০৬:২৫448317চুনীলালটা ঠিকাছে। বাকিগুলো ভুলভাল।
লালে লাল | 107.189.***.*** | ২২ জুন ২০২০ ০৬:১৭448316হীরালাল, পান্নালাল, চুনীলাল, মতিলাল, মাখনলাল এগুলো কোত্থেকে এল??
আর পান্নালাল কেন পান্নালাল হলো? পান্নাশ্যাম কেন নয়? বা মাখনগৌর নয় কেন? হোয়াই?
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০৬:১৪448315
S | 69.146.***.*** | ২২ জুন ২০২০ ০৬:১০448314
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০৬:০৩448313
Amit | 203.***.*** | ২২ জুন ২০২০ ০৫:৫৮448312
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০৫:৫৭448311
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০৫:৪৩448310
Amit | 203.***.*** | ২২ জুন ২০২০ ০৫:৩৩448309
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০৫:৩২448308
Ivy | 134.209.***.*** | ২২ জুন ২০২০ ০৫:২৮448307
Ivy | 134.209.***.*** | ২২ জুন ২০২০ ০৫:১৯448306
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০২:১০448305
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০২:০৫448304
Atoz | 151.14.***.*** | ২২ জুন ২০২০ ০১:৫৯448303
এলেবেলে | 202.142.***.*** | ২২ জুন ২০২০ ০০:৪০448302এলসিএম, হুতো ও অন্যান্যরা।
আমার ফরম্যাটিং নিয়ে দুটো চাহিদা আছে
১. ট্যাবের ব্যবহার, যেমনটা রঞ্জনবাবু আমাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে করেছেন।
২. ফন্ট ছোট-নর্মাল রাখার কায়দা।
জানালে বাধিত হব।