r2h | 49.37.***.*** | ১৯ জুন ২০২০ ১২:৩০448147
b | 14.139.***.*** | ১৯ জুন ২০২০ ১২:২২448146
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১২:১৩448145হা হা এটা জব্বর দিয়েছেন।
কলোনি | 185.8.***.*** | ১৯ জুন ২০২০ ১২:১১448144ধরুন। ধুতি খুলে নিন। কিন্তু আবার কেচে পরিয়ে দিন।
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১২:০৬448143এ কি রে বাবা! বিজেপির জমানায় গান্ধীকে ধরা যাবে না, বিদ্যাকে ধরা যাবে না, রামকে ধরা যাবে না, বিবুকে ধরা যাবে না, রবিকে ধরা যাবে না, বঙ্কুকে ধরা যাবে না - তাহলে ধরা যাবে কাকে? শ্যামাপোকা? নাকি করোনা থেকে ডিপ্রেশন হয়ে ভায়া নেপোটিজম সোজা চিন? আর পারি না মাসিমা।
কলোনি | 185.8.***.*** | ১৯ জুন ২০২০ ১২:০৫448142কেটলি বর্জন করে লাভ নেই। ওদের শীতের দেশ। ব্যাটারা জল গরম করত করতেই একদিন স্টীম এঞ্জিন বানিয়ে ফেলত।
আড্ডা দেব বলে এলুম কিন্তু আলোচনা সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। নিতান্তই ছা পোষা মানুষ আমি। এসব তত্ত্ব কথা মাথায় ঢুকচেনি গো।
S | 2405:8100:8000:5ca1::be:***:*** | ১৯ জুন ২০২০ ১২:০২448140
কলোনি | 185.8.***.*** | ১৯ জুন ২০২০ ১২:০০448139মনে রাখা সোজা। বিদ্যাসাগর ২০০ তো? আপনি মাইরি বিজেপি জমানাতেই বিদুদাকে ধল্লেন!
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৫৭448138তাড়া কেন? আমি রইলাম তো! ২৬ সেপ্টেম্বর। তারিখটা মনে রাখবেন শুধু।
Amit | 121.2.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৫৪448137
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৫২448136বড়েস, লিঙ্কের জন্য ধন্যবাদ। ওই আর্যামি তত্ত্বকে ভিটেছাড়া করব, কথা দিলাম। খুব শিগগিরই।
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৪৮448135হুতো, সেটা বুইতে পেরেই চেপে গেছি। এদিকে সবাই 'ঘুঘু' উনি নিজেই বলেছেন!
সম্বিৎ হাত্তালি ভি ইয়াদ রাখখা যায়েগা। কেমন?
S | 2405:8100:8000:5ca1::44b:***:*** | ১৯ জুন ২০২০ ১১:৪৭448134
কলোনি | 185.8.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৪৭448133ওরে ফাগোল ওরা উইকেন্ডে গন্ডার শিকার কত্তে বেরোয় আর আমরা কাজের দিনে আপিসে ডুব মেরে ক্যাঁতামুড়ি দিয়ে পোসেনজিতের ফিলিম দেখি। তক্কো করে লাভ কী ?
না, না, এলেবেলেবাবু সিরিয়াসলি লিখুন ভাল করে। মজা করছিলাম।
r2h | 2405:201:8805:37c0:5d42:776:f491:***:*** | ১৯ জুন ২০২০ ১১:৪৬448132দুর, কলোনি ইচ্ছে করে এমন করছেন:)
আর্কিটেকচার ধাতুবিদ্যা আয়ুর্বেদ কৃষি এইসব জিনিস তো উৎকৃষ্ট ছিল, অংক বিজ্ঞান ছাড়া কি ওসব হয়? ন্যায়, তর্ক ওসব একটু হয়তো বিপথগামী হয়েছিল কিন্তু জ্ঞানচর্চার ভিত্তি হিসেবে তো ওগুলো ক্রিটিক্যাল। তারপর জ্যোতির্বিদ্যা এইসব, যদিও মাঝে আটকেছে। সংগীত নাটক চিত্রকলা ওসব ছেড়েই দিলাম।
ওদিকে বিবর্তনবাদ স্টিম ইঞ্জিন শিল্পবিপ্লব ওগুলো বড় স্টেপ, প্রভাব ভালো কী মন্দ তা অন্য তর্ক।
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৪৩448131তো সম্বিৎ 'সিলেক্টিভ কোটেশন আর আপন মনের মাধুরীর ইন্টারপ্রিটেশন' নিয়ে পেত্থম দিকে একবার অভিযোগ জানিয়ে কেটে পড়েছিলেন কেন? পেত্থমেই বুঝে গিয়েছিলেন কী অশ্বডিম্ব প্রসব হইবে? খালি রঞ্জনবাবু বুইতে পারেন্নিকো। দেখা হলে কষে বকে দেবেন তো ওঁকে।
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৪০448130বড়েস, দুক্কু কইরেন না। আমাকে তাতানো অত সহজ নয়। সব ইয়াদ রাখখা যায়েগা। আসল জায়গায় রূপ প্রকাশ করব। সেখানে অচেনা নিকেদের নো এন্ট্রি। আমিও কাটলাম।
সম্বিৎ | ১৯ জুন ২০২০ ১১:৩৯448129এলেবেলেবাবু কঠিন ঠাঁই। সোশ্যাল কন্টেন্ট না থাকলে নস্যিও নেন না। হাততালির নির্মোহ ব-র পরে এখন বিদ্যাসাগরের নির্মোহ ব নামক ম্যাগনাম ওপাসের নিয়ে পড়েছেন। আশা করি অরিজিনাল কাজ হবে। ওনার অন্যান্য নির্মোহ ব-র মতন সিলেক্টিভ কোটেশন আর আপন মনের মাধুরীর ইন্টারপ্রিটেশন হবে না।
r2h | 2405:201:8805:37c0:5d42:776:f491:***:*** | ১৯ জুন ২০২০ ১১:৩৭448128:D
কলোনি | 185.8.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৩৬448127ঘুঘু তো প্রথম থেকেই। এদিকে ছিলটা কী? অংক বিজ্ঞান কোথায়? মন্তর আউরে এঞ্জিন চলবে?
S | 2405:8100:8000:5ca1::ab5:***:*** | ১৯ জুন ২০২০ ১১:৩৫448126
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৩৫448125তো বিদ্যের পাহাড়ের টাকাটা কোত্থেকে এল? এদিকে ঘুঘুই বা চড়াল কারা?
কলোনি | 185.8.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৩২448124১৮৫৪ মানে ওদিকে তো বিদ্যের পাহাড় তখন। বড় বড় বিজ্ঞানী চিন্তাবিদ মাঠে নেমে পড়েছেন। ডারউইন ঐ সময়েই তো? এদিকে তখনও ঘুঘু চড়ছে।
r2h | 2405:201:8805:37c0:5d42:776:f491:***:*** | ১৯ জুন ২০২০ ১১:৩২448123এই তুল্যমূল্যর কী মানে কে জানে। নানান জায়গায় শিক্ষা ব্যাবস্থা ইভল্ভ করে, পশ্চিমে সেটা নিজের গতিতে চলেছে, আমাদের নানান রকম ক্যাচালে আটকে আটকে গেছে, একবিংশ শতকে দাঁড়িয়ে অষ্টাদশ শতাব্দীতে আটকে যাওয়া ব্যাবস্থা নিয়ে নাক সিঁটকাচ্ছি।
পশ্চিমে তো তার কদিন আগেও হুলিয়ে ডাইনী হত্যা চলছে। ঐসবও মনে রাখা ভালো।
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১১:৩১448122বিদ্যাসাগর! অ! আচ্ছা!! ভালো থাকুন। কলোনি তো তার কম্প্যানিয়নের সুখ্যাতি করবেই। CIE জানেন তো?
b | 14.139.***.*** | ১৯ জুন ২০২০ ১১:২৯448121
কলোনি | 185.8.***.*** | ১৯ জুন ২০২০ ১১:২৫448120টোল থাকতে বিদ্যাসাগর খামোকা খাটাখাটনি করলেন। কী অন্যায়! আপনি সেকালে থাকলে ওনাকে বুঝিয়ে নিরস্ত করতে পারতেন।
কলোনি | 185.8.***.*** | ১৯ জুন ২০২০ ১১:২২448119খাঁটি মাল তো পশ্চিম দিক থেকেই এসেছে। এদিকে কেবল অং বং চং।
এলেবেলে | 202.142.***.*** | ১৯ জুন ২০২০ ১১:২০448118দেশীয় শিক্ষাব্যবস্থা মানে টোল! অ, আচ্ছা। আত্মতুষ্টি ভালো জিনিস। পুষ্টিকর। কিন্তু ১৮৫৪ অবধি মোটে ২৫টা অধ্যাপক নিয়ে এত ফুটুনি!!