এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রৌহিন | ১৮ জুন ২০২০ ১৪:৩৩447997
  • এই রকম আরেকটা সিনেমা মনে পড়ল, বজরঙ্গী ভাইজান। এমনিতে টিপিকাল বলিউড, কিন্তু ভারত-পাক সম্পর্ক যে যুদ্ধ আর শত্রুতার বাইরেও কিছু হতে পারে এটা দেখানোর চেষ্টা ছিল। হুতোর সাথে একমত, মেইনস্ট্রীমে এসব হালকা করে দেখালেও তার একটা মূল্য আছে

  • AJC | 117.227.***.*** | ১৮ জুন ২০২০ ১৪:২৪447996
  • avi, উমা-র নাটকের নাম ছিল Progress, নাট‍্যকার St John Ervine
  • r2h | 2405:201:8805:37c0:145:ffc6:bf89:***:*** | ১৮ জুন ২০২০ ১৪:০৭447995
  • অ্যান্ড দ্য গানস শট অ্যাবাভ আওয়ার হেডস, অ্যান্ড উই কিসড, অ্যাস দো নাথিঙ্গ কুড ফল - দারুন।
  • r2h | 49.37.***.*** | ১৮ জুন ২০২০ ১৩:৫৩447994
  • শৌর্য দেখেছি, খুবই ভালো সিনেমা। কেকে মেনন আরেকজন পাওয়ারফুল অভিনেতা।

    ভালোবাসার শহর বলে একটা সিনেমা হলো কয়েকবছর আগে। সিনেমা হিসেবে বিশাল ভালো বলবো না, মিশ্র প্রতিক্রিয়া আরকি, তবে যুদ্ধ, যুদ্ধের লম্বা হাত, যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন সাধারন মানুষ - এইসব।

    ম্যায় হুঁ না বলে শারুখ খানের একটা সিনেমা আছে, টিপিক্যাল এন্টারটেনমেন্ট বলিউড, কিন্তু পাক ভারত সম্পর্কের অন্য ব্যক্তিগত হিডেন এজেন্ডা, সাধারন মানুষের যুদ্ধে অনীহা - ঐসব নিয়ে বলে। মাই নেম ইজ খানও দেখেছি, অবাস্তব ইত্যাদি, কিন্তু পশ্চিমে ধর্মপরিচয় নিয়ে ডিস্ক্রিমিনেশন এইসব নিয়ে এক্কেবারে মেনস্ট্রীমে বলা, এইসবের আমার মতে মূল্য আছে। যত নাইভই হোক, জিঙ্গোইজম ইত্যাদির বাইরে মেনস্ট্রিমে নাচ গানে মুড়িয়েও এসব একটু একটু দিলে তো ভালোই।

    ডিসির দেওয়া গানটা শুনি।
  • S | 2405:8100:8000:5ca1::8bf:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:৩১447993
  • ইরাক যুদ্ধের উপর রিসেন্টলি তৈরী হয়েছে "চিন্টুকা বার্থডে"। ভালো বানিয়েছে।
  • Amit | 121.2.***.*** | ১৮ জুন ২০২০ ১৩:৩০447992
  • যুদ্ধের জিগির টিজির, দেশপ্রেম শুনে একটা মুভি মনে পড়লো. রাহুল বোস, কে কে মেনন এর "শৌর্য". জানিনা কজন দেখেছেন, খুব সেনসিবল লেগেছিলো দেখে লাস্টের এন্ডিংটা. কাশ্মীর এর ব্যাকড্রপে তৈরী. ভালো মুভি বলিউড এও তৈরী হয় দুয়েকটা.

    অবশ্যই কারোর সাথে তুলনায় যাচ্ছিনা, এসবই যার যেমন মার্কেট আর তার ডিমান্ড সাপ্লাই এর খেলা.
  • S | 2405:8100:8000:5ca1::324:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:২৯447991
  • হ্যাঁ উমার ইংরেজি আর বাংলা সিলেবাস আমার খুব পছন্দ হয়েছিল। আমাদের ইংরেজী স্যার বুঝিয়েছিলেন যে যুদ্ধের শৌর্য, সাহসীকতার বাইরেও আরেকটা দিক আছে। সেটা এই লেখাগুলোয় ফুটে ওঠে। হ্যাঁ, ঐ নাটকের নাম মনে নেই, বোনের নাম ছিল শার্লট। আমরা বলতাম চারলটে।

    তবে এইসব সিনেমাগুলো আমাকে আরো বিচলিত করে দিয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর ভিয়েতনাম ওয়ারের উপর এত অসাধারণ সব সিনেমা হয়েছিল। একটা সিনেমার নাম করতেই হয় "অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট"। যদুপুরে কোনও এক ফেস্টে দেখিয়েছিল। আরেকটা কালজয়ী সিনেমা হল "ফুল মেটাল জ্যাকেট"।
  • avi | 2409:4061:2086:cd8:cf9a:1bf1:b84c:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:২২447990
  • ওয়েনের হাত ধরে একাধিক ওয়ার পোয়েম সেই সময় পড়েছিলাম। প্লাস মা বা উমা সিলেবাসে একটা নাটকও ছিল আমাদের সময়, এক ইংরেজ বিজ্ঞানী প্রথম বিশ্বযুদ্ধের আবহে একটা মারণ বোমা বানাচ্ছেন। তাঁর বোন, যাঁর ছেলে যুদ্ধে মারা গেছে, তিনি সেই প্রচেষ্টা আটকে দিচ্ছেন শেষ অব্দি ওই বিজ্ঞানীকে মেরে ফেলে - কী যেন নাম ছিল সেটার...

    এই লেখাগুলো ওই সময় যুদ্ধ উন্মাদনা আর জিঙ্গইস্টিক প্লেজার থেকে বেরোতে আমার ক্ষেত্রে অন্তত খুব বড় ভূমিকা নিয়েছিল।

  • dc | 103.195.***.*** | ১৮ জুন ২০২০ ১৩:২২447989
  • r2h কে এই গানটা শুনতে দিলাম।

  • S | 2405:8100:8000:5ca1::735:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:২১447988
  • থিন রেড লাইন আরেকটা ল্যান্ডমার্ক সিনেমা। সেভিং প্রাইভেট রায়ানের থেকে অনেক বেটার লেগেছিল।
  • dc | 103.195.***.*** | ১৮ জুন ২০২০ ১৩:১৯447987
  • sm কে অসংখ্য ধন্যবাদ। এন্টার দি ড্রাগন অনেক বছর পর মনে পড়লো। ছোটবেলায় যে কি ফেভারিট সিনেমা ছিলো! আর বন্ধুরা মিলে ব্রুস লির কতো গল্প যে করতাম! মনে আছে, মহুয়াতে দেখেছিলাম এন্টার দি ড্রাগন।

    হ্যাঁ, নো ম্যানস ল্যান্ড দারুন সিনেমা। ওসব সিনেমা বলিউডে কখনো বানাতে পারবে না। তবে এটা বা থিন রেড লাইন অন্য জঁরার সিনেমা, সে নিয়ে অন্য কখনো আলোচনা করা যাবে।
  • r2h | 2405:201:8805:37c0:145:ffc6:bf89:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:১৬447986
  • লাগান শুনে মনে হলো, রং দে বাসন্তী খুব ভালো লেগেছিল।
  • r2h | 2405:201:8805:37c0:145:ffc6:bf89:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:১৫447985
  • নো ম্যানস ল্যান্ড স্মরণীয় সিনেমা। এই সিনেমাটা কোনদিন ভুলবো না। উচ্চমাধ্যমিকের সিলেবাসে বোধয় সেন্ড অফ কবিতাটা ছিল।
  • S | 2405:8100:8000:5ca1::421:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:১৩447984
  • লগান যে বছর অস্কার পায়নি, সেই বছর অস্কার পেয়েছিল নো ম্যানস ল্যান্ড। বসনিয়া যুদ্ধের উপর তৈরী অসাধারণ সিনেমা। হাইলি রেকমেন্ড করলাম।

    লগান আমার একেবারেই পোষায়নি, লাস্টের ক্রিকেট খেলাটা মন্দ ছিল না।

    ক্রাউচিং টাইগার আমার খুব খুব ভালো লেগেছিল। উড়ে উড়ে মারামারিটা তো আসলে ফ্যানটাসি। সব রূপক ব্যাপার স্যাপার। যেমন লাস্ট সীনে যখন হিরৈন একটা উঁচু জায়্গা থেকে লাফ দিয়ে উড়ে ভাসতে ভাসতে চলেছে, ওটা তো আসলে সুইসাইড। তাছাড়া Zhang Ziyiকে খুব সন্দরী লেগেছিল, সেই বয়সে হাল্কা ব্যথা হয়েছিল।
  • r2h | 2405:201:8805:37c0:145:ffc6:bf89:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:১০447983
  • খামোখা মারপিট করে কি হবে।
    সদা এই গানটা শেয়ার করলো, তারপর থেকে শুনে চলেছি।

  • sm | 2402:3a80:a7b:1444:0:1f:fec4:***:*** | ১৮ জুন ২০২০ ১৩:০০447982
  • ফাইট দেখতে হলে দেখুন। পুরো পয়সা উশুল।
  • avi | 2409:4061:2086:cd8:cf9a:1bf1:b84c:***:*** | ১৮ জুন ২০২০ ১২:৫৯447981
  • লগান যে বছর নমিনেশন পায়, সে বছর ওই বিভাগে অস্কারপ্রাপ্ত মুভি নো ম্যানস ল্যান্ড কিন্তু সঙ্গত কারণেই এগিয়ে থাকার দাবি রাখতে পারে। খুবই ভালো মুভি ছিল সেটা।

  • dc | 103.195.***.*** | ১৮ জুন ২০২০ ১২:৪৫447980
  • ওই উড়ে উড়ে ফাইটিং আমার ব্যপক লেগেছিল :d লাগান দেখিনি, তবে সেটা তো অন্য জঁরার মুভি ছিল।
  • একলহমা | ১৮ জুন ২০২০ ১২:৩২447979
  • Amit | 121.200.237.26 | ১৮ জুন ২০২০ ০৯:৫৪

    ক 

  • S | 2405:8100:8000:5ca1::a0:***:*** | ১৮ জুন ২০২০ ১০:২২447978
  • ছাপা কপি বেড়িয়ে গেছে। অফিসিয়াল রিলিজ হয়নি। প্রথমে ছাড়পত্র দিয়ে দিয়েছিল। এখন আবার রিভিউ করছে। তাতে বইটা লিখতে যত সময় লেগেছে, তার থেকেও বেশি সময় লাগাচ্ছে। কিসব কেস দেওয়ার কথাও বলেছে। তবে মনে হয়্না আটকাতে পারবে।

    বলছে ২০১৮তে ট্রাম্প আর কিম জং-উনের সঙ্গে মিটিংএর সময় সেক্রেটারি অব স্টেট পম্পেও বোল্টনকে একটা নোটে লিখে দেয় "হি ইজ সো ফুল অব শী*"। কি অবস্থা। কিম জং এর সামনে নিজের প্রেসিডেন্টকে "ফুল অব শী*" মনে হচ্ছে।
  • Amit | 121.2.***.*** | ১৮ জুন ২০২০ ১০:১৫447977
  • বইটা বাজারে বেরিয়ে গেছে নাকি ? ওটা নিয়ে ট্রাম্প মামলার হুমকি দিচ্ছিলো তো ?
  • S | 69.146.***.*** | ১৮ জুন ২০২০ ১০:০১447976
  • জন বল্টন ছিল ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার লেখা বই থেকে পাওয়া যাচ্ছে (সৌজন্য সিএনেন)ঃ

    Trump asked Chinese President Xi Jinping for help in getting reelected

    Trump didn't like sanctions on Russia

    Trump's revealing questions: Is Finland a part of Russia?

    Trump told people that Venezuela is 'really part of the US' and wanted to invade

    Trump had no problem with China's concentration camps

    Trump wanted Attorney General Bill Barr to make CNN reporters 'serve time in jail'

    The Israeli prime minister didn't understand why Kushner led on Middle East peace

    Trump offered to help Turkey's leader avoid a Justice Department probe

    Pompeo, famously loyal to the President, may have trash-talked him

    The White House decision-making process was like a 'food fight'
  • Amit | 121.2.***.*** | ১৮ জুন ২০২০ ০৯:৫৪447975
  • ডিসি র ওই ভায়োলেন্স নিয়ে স্ক্রিনের ওপর কবিতা লেখা শুনে সেই ক্রোচিং টাইগার হিডেন ড্রাগণ মনে পরে গেলো. এমন সব উড়ে উড়ে মারামারি করছিলো ওতে যে ওদের ল্যাজে একটা করে কলম আটকে দিলে কবিতা নাহোক , একখান হিজিবিজি কিছু ছবি সিওরলি নেমে যেত. আর নাকি সুরে মেলোড্রামার ওভারডোজ, বলিউড কোথায় লাগে. সেই মুভিও খান চার না পাঁচ অস্কার জিতে নিলো কারণ চীনের মার্কেট বড়োই লোভনীয় এই বাজারে.

    এসব খাজা স্যাম্পলের তুলনায় লাগান কিন্তু অনেক বেটার মুভি ছিল, কিন্তু কিচ্ছু পায়নি অস্কারে. ওখানেও যে যার আখের গুছায়. তাইলে আর একা বলিউড কি দোষ করলো ? নেপোয় তো সব জায়গায় দই মেরে যাচ্ছে.
  • Sylvester | 2a0b:f4c2:1::***:*** | ১৮ জুন ২০২০ ০৯:২৫447974
  • হ্র্যাম্বোর থেকে হ্রকি যে কোনো বিচারে ভালো ছবি। আর অনেক হ্রিয়ালিস্টিক।

  • Atoz | 151.14.***.*** | ১৮ জুন ২০২০ ০৮:৫৮447973
  • এতগুলো করে বানায় কেন? স্পেস ওডিসিও বেশ ক'টা বানিয়েছে। ২০০১ টাই সবচেয়ে ভালো।
  • dc | 103.195.***.*** | ১৮ জুন ২০২০ ০৮:৫৪447972
  • র‌্যাম্বো সিরিজের প্রথম তিনটে সিনেমা খুব ভালো বানিয়েছিলো, পরেরগুলো যাতা। টার্মিনেটর সিরিজের প্রথম দুটো দেখার মতো, টি১ আর টি২, পরেরগুলো অখাদ্য। আশা করি মেট্রিক্স ট্রিলজি আবার এক্সটেন্ড করবে না।
  • Atoz | 151.14.***.*** | ১৮ জুন ২০২০ ০৮:৪৪447971
  • সবার ওষুধও তো এক না। কারুর হয়তো ঝাড়পিটের মুভি দেখলে ডিপ্রেশন কমে যায়, আবার অন্য কারুর এতে কিছুই হয় না, উপরন্তু মাথা ব্যথা করে। তার হয়তো আবার দরকার গান, ধীরলয়ের রবীন্দ্রগান শুনলে হয়তো ডিপ্রেশন কমে। কারুর কাউন্সেলিং লাগে, কারুর সত্যি সত্যি নিয়মিত ওষুধ দরকার। কারুর আবার ওষুধে অ্যাডিকশন চলে আসে, সে আরেক নতুন বিপদ। সব কেসই আলাদা।
  • Amit | 121.2.***.*** | ১৮ জুন ২০২০ ০৮:৪৩447970
  • রাম্বো দেখতে গিয়ে তো আমার মনে হয় শেষে ও একাই বেঁচে থাকবে, বাকি সব, ভিলেন থেকে শুরু করে ডিরেক্টর , প্রোডিউসার, স্পটবয়, সেট এর চা ওয়ালা সব মরে ফৌত.

    আর এই বুড়ো বয়সেও সেই একা স্ট্যালোন কেই সেই একই মাঞ্জা ঘষেই যেতে হচ্ছে, ঘষেই যেতে হচ্ছে. এদের মনে হয় নতুনদের ট্রেনিং আর বুড়োদের রিটায়ারমেন্ট পলিসি বলে কিস্যু নেই.
  • Amit | 121.2.***.*** | ১৮ জুন ২০২০ ০৮:৩৭447969
  • সেটাই আসলে. যে দেশে যেটার ডিমান্ড বেশি. সবাইকে যে রিয়ালিস্টিক ই দেখতে হবে, এমন কোনো দরকার ই নেই. যে যা ইচ্ছে খাক. যার যা ভালো লাগে.

    যাকগে, কোথা থেকে কোথায় চলে এলুম. বলছিলাম যে কারোর ডিপ্রেসসন হলে ডাক্তার দেখানো অবশ্যি দরকার, নেগলেক্ট করা উচিত না.
  • dc | 103.195.***.*** | ১৮ জুন ২০২০ ০৮:৩২447967
  • তা বলতে পারবো না। আসল অর্থের জন্য কখনো টি২ দেখিনি ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত