এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সনাতন মন্ডল | 51.15.***.*** | ১৫ জুন ২০২০ ১৫:৪৬447726
  • ABP র খবর 

    না পড়লে নাকি পিছিয়ে পড়তে হয় ???

    লাস্ট লাইন টা দুর্দান্ত 

    বান্দ্রা: অবসাদ থেকেই কি আত্মহত্যা? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? রবিবার সুশান্ত সিংহ

    রাজপুতের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে একাধিক প্রশ্ন। মাত্র ৩৪ বছরেই নায়কের মৃত্যু, বিষাদে বলিউড। কেন আত্মহত্যা? প্রশ্ন পরিবারেরও। একধাপ এগিয়ে খুনের মতো অভিযোগ তুলেছেন সুশান্তর পটনার বাড়ির প্রতিবেশী। এমনও প্রশ্ন ওঠে, করোনায় আক্রান্ত হননি তো সুশান্ত?

  • হঃ | 37.***.*** | ১৫ জুন ২০২০ ১৫:৪৩447725
  • সম্বিৎ বাবু চার পাতা আগে একটা প্রশ্ন ঠুকেছিলেন

    answer: হ্যা, but not american, have no contacts for over five years মনে হয়।

  • হয়? | 37.***.*** | ১৫ জুন ২০২০ ১৫:৩৭447724
  • হয়তো অনেকেই দেখেছেন তবু যদি কেউ থাকেন অ/নাদেখা

     

  • এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুন ২০২০ ১৫:৩৫447723
  • আতোজের অসীম ক্ষমতা। উনি ফেবুর বাংলা বইয়ের গ্রুপগুলোতে থাকেন এবং সেগুলো দেখেন! আমি বেচারা সব ছেড়ে একটাকে সার করেছি, সেখানেও একজনের মন্তব্যে একটি লাল পান দেওয়ায় অ্যায়সান হোয়াটঅ্যাবাউটারি শুরু হল যে আজকাল সে গ্রুপেও নীরব থাকি।

  • b | 14.139.***.*** | ১৫ জুন ২০২০ ১৩:৩৯447722
  • ন্যাড়াস্যার, ভিডিও আনঅ্যাভেইলেবল বলচে যে।
  • Swapankumar | 3.133.***.*** | ১৫ জুন ২০২০ ১২:৪৯447721
  • বাবা মা স্ত্রী কে রেখেই গত তিন বছর ধরে মধ্যপ্রাচ্যে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেন কৃষ্ণস্বামী।  মানুষটার সবকিছুই আছে কিন্তু  তার সাথে একটা  দুঃখ আছে সন্তান নেই।অবসাদ ঘিরে রেখেছিল মানুষটাকে, এবছর খবর পেলেন তার স্ত্রী সন্তানসম্ভবা ,দেশে ফেরার আনন্দে মন উৎফুল্ল ছিল কিন্তু বাধ সাধল লকডাউন। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে ভিডিও কলিং এ মুখ দেখলেন সন্তানের। সন্তান হওয়ার আনন্দে তার মনেই নেই গত তিন বছর তিনি দেশেই ফেরেননি।

  • সম্বিৎ | ১৫ জুন ২০২০ ১০:৪৮447720
  • শোনেন তো চিনতে পারেন কিনা!

  • aka | 2600:1005:b145:a92a:8d36:d68a:a0cd:***:*** | ১৫ জুন ২০২০ ০৯:২৩447719
  • “ প্রশ্নটা হল শত্রুকে দিয়ে থলের মধ্যে পেচ্ছাপ করাবো কি করে?”

    আরে শত্রুকে আগে বন্ধু বানাতে হবে, তারপরে একসাথে মাল খেতে হবে (বিয়ার হলে ভালো হয়), তারপর একসাথে যেতে হবে, মালের ঘোর কোথায় কি করছে খ্যাল থাকবে না, তখন একটা থলেতে ধরতে হবে। সহজ।
  • sm | 42.***.*** | ১৫ জুন ২০২০ ০৮:৩৮447718
  • সুশান্ত সিং হলেন একজন পারফেকশনিস্ট।ব্যকগ্রাউন্ড শোজ,উনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় র্যানক করা ছাত্র।পরবর্তী কালে অভিনয়ে এসে,চেষ্টা করেন ওরকম সাকসেস পেতে।প্রথম দিকে সাকসেস পান।তারপর বুঝতে পারেন,সিনেমার জগৎ পড়াশোনার জগতের চেয়ে একটু আলাদা।পড়াশোনার জগতের হার্ড ওআরক আর সাকসেস এর মধ্যে একটা লিনিয়ার সম্পর্ক আছে।

    কিন্তু রুপোলি জগৎ এর বেশির ভাগটাই পর নির্ভর।অর্থাৎ নিজের প্রতিভা থাকলেও,সুযোগ পাওয়া,ভালো রোল পাওয়া,ভালো নির্দেশক পাওয়া --- হাজার ঝামেলা।

    এটা ধীরে ধীরে ওঁকে গ্রাস করেছিল। মধ্যমান ছিলো নাওনা  নাপসন্দ।

  • b | 14.139.***.*** | ১৫ জুন ২০২০ ০৮:০২447717
  • বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীটে, মিত্র ঘোষের পাশে কোন একটা দোকানে (মহেশ লাইব্রেরী?) ঢেলে এই সব বই বিক্রি হয়। একবার পাতা উল্টে দেখেছিলাম। শত্রুর পেচ্ছাপ বন্ধ করার উপায়। একটা থলের মধ্যে শত্রুর পেচ্ছাপ ভরে সেটাকে লাল (না কালো?) সুতো দিয়ে বেঁধে ফেলে কি সব মন্ত্র বলতে হবে। পেচ্ছাপ বন্ধ হয়ে আই ঢাই অবস্থা হবে। আবার উল্টো অন্য একটা মন্ত্র বলে সেই সুতো খুলে দিলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

    প্রশ্নটা হল শত্রুকে দিয়ে থলের মধ্যে পেচ্ছাপ করাবো কি করে?
  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০৭:৫৬447716
  • এইসব কালাজাদু নরবলি ভূতপ্রেত বিষয়ক সাহিত্যের সঙ্গে চাড্ডি উত্থানের সম্পর্ক নিয়ে কেউ লিখছিলেনও এইখানে। কিন্তু সেই লেখা আরও দরকার, আরো সবিস্তারে।
  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০৭:৪৮447715
  • এইসব জিনিস আগে ছিল বটতলা সাহিত্য। এখন এই মঙ্গলযান ঘুরে বেড়াবার যুগে কিনা এসব মেইনস্ত্রিমে!!!! হরি হে, তুমিই সত্য।
  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০৭:৪৫447714
  • একজন আবার এক পারিবারিক নরবলির ইতিহাস লিখেছেন। কী অবস্থা। নিজেরই পারিবারিক ইতিহাস কিনা কেজানে! এক জন্মে বলি হয়ে ছেড়ে দেবার বান্দা তিনি নন। তাই ফের জন্ম নিয়ে বই লিখেছেন হয়তো। ঃ-)
  • ঘোরপ্যাঁচে দোলগোবিন্দ | 2a0a:c802:4:1::***:*** | ১৫ জুন ২০২০ ০৭:৪১447713
  • ওগুলো কু সংস্কার নয় , ওদের বলে পোমো আর ম্যাজিক রিয়াল।

  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০৭:৩৭447712
  • আচ্ছা, ফেবুতে বাংলা বইয়ের বিষয়ে নানা গ্রুপে দেখি, গুপ্তবিদ্যা, কালাজাদু, নরবলি, ভূতপ্রেত---এইসব বিষয়ের বই সাম্প্রতিককালে লেখাও হচ্ছে আর খুব জনপ্রিয়ও (ওদের মতে)। এর কারণ কী? কালেকটিভলি বাঙালিরা কি নানা কুসংস্কারের দিকে আরো বেশি করে এগিয়ে যাচ্ছে? নাকি এসব চাড্ডিদের আসার রাস্তা করে দেবার ইঙ্গিত?
    অথচ এখন তো ক্রমাগতই কম কুসংস্কার আর বেশি যুক্তিবুদ্ধি বিজ্ঞান এইসব এর দিকে এগিয়ে যাবার কথা সাহিত্যের।
  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০২:৪৫447711
  • সেফ সাইডে থাকার জন্যও হতে পারে। নইলে হয়তো কদিন বাদেই মিডিয়া, "ওরে পেতুনিয়া, ওরে রাক্কুসী, ওরে দত্যিনি, তোর জন্যেই সোনার ছেলেটা মোলো" বলে খাপ বসিয়ে ফেলবে।
  • S | 2a0b:f4c2:1::***:*** | ১৫ জুন ২০২০ ০২:৪২447710
  • সেলেবদের উপর স্পটলাইট থাকে মানে এই নয় যে কারোর উপর স্পটলাইট পড়লেই সে সেলেব। ডাক্তার কোনও একজন ব্যক্তি নয়। এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না।
  • র২হ | 49.37.***.*** | ১৫ জুন ২০২০ ০২:৪১447709
  • @Sonaton Mondol ০২:১৩ - কেন, এতে রঙ্গের কী আছে? নির্দিষ্ট অভিযোগ ছিল, শাস্তি চেয়েছিলেন। মৃত্যুকামনা করেছিলেন কি?

    (কোন অভিনেত্রী কী ব্যাপার জানি না)

  • এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুন ২০২০ ০২:৩২447708
  • মহম্মদ আলি পার্ক না কোথায় যেন ডাক্তারকে অসুর সাজানো হয়েছিল না? কী কারণে হয়েছিল সেটা? ডাক্তাররা সেলেব বলে?

  • অর্জুন | 223.223.***.*** | ১৫ জুন ২০২০ ০২:২৯447707
  • যারা অ্যাক্টরের আত্মহনন ও মানসিক সমস্যা নিয়ে ফেসবুকের লেখালেখিকে সমালোচনা করছেন তারাই আবার এখানে সে নিয়ে দিব্যি আলোচনা চালিয়ে যাচ্ছেন । 

    'গুরু'ও সোশ্যাল মিডিয়া । ওটা এখন বাঘের পিঠে চড়ার মত হয়ে গেছে। উঠলে , নামা যায়না । 

  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০২:১৪447706
  • ভালো জিনিস নিয়েও অনেক ইয়ে করত। সঞ্জীব বসাক যেবার ফার্স্ট হল মাধ্যমিকে, তাকে নিয়ে তো যাত্রা, নাটক ইত্যাদিও হয়েছিল। একটা নাটকে ডায়ালাগ ছিল, "ফাইট সঞ্জীব, ফাইট।"(এটা "কোনি" সিনেমা থেকে নিয়েছিল মনে হয়)। এসবগুলো আরো ঝঞ্ঝাটের। এরা সেলেব নয়, এদের নিয়ে এমন করে তোলপাড় করে করে অনেকের পরবর্তী কেরিয়ারের বারোটা বাজিয়েছে জনতা ও মিডিয়া মিলে।
  • Sonaton Mondol | 52.66.***.*** | ১৫ জুন ২০২০ ০২:১৩447705
  • An actress, who charged a Me Too against Sushant Singh Rajput, has uploaded a video where she's crying for the sudden demise of the actor..!
    Weird world..

    feeling kotoi rongo

  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০২:১১447704
  • আগেও ছিল। বরং তখন এত বেশি নানা সামাজিক মাধ্যম না থাকায় একটা খবর নিয়ে জলঘোলা চলত অনেক বেশিদিন। দিব্যা ভারতীর সময় তো পুজো প্যান্ডেলে অবধি ওরকম ছবি করেছিল কোথাও কোথাও, উঁচু ছাদ থেকে দিব্যা লাফিয়ে পড়ছেন।
  • S | 2405:8100:8000:5ca1::407:***:*** | ১৫ জুন ২০২০ ০২:০৫447703
  • মানুষের সাধারণ রিয়্যাকশানকে এত সমালোচনা না করলেও চলে। এসব অবশ্যি সময় বিশেষে আমিও করি।
    সেলেব হলে তো আর তার প্রাইভেসি বলে কিছু থাকেনা। প্রাইভেসি নেই বলেই তো সে সেলেব। এটা অনেকসময় সেলেবরাও বুঝে উঠতে পারেনা। সক্কলের কাছে ফেমাস হব আবার এইটবির মোড়ে দাঁড়িয়ে নির্ঝন্ঝাটে ফুচকা খাবো - দুটো একসঙ্গে হয়না। ফলে ভালো আর মন্দ দুই সময়তেই স্পটলাইটের আলোর ঔজ্জ্বল্য বড্ড বেশি। এক্ষেত্রে বড্ড দূর্ভাগ্যজনক। আর এইসময়গুলোতেই লোকে কিছু ইস্যু নিয়ে কথা বলবেই। কারণ এই ঘটণাগুলো ট্রিগার। মানুষ হঠাত বেশি সেনসিটিভ হয়ে ওঠে কিছু ইস্যু নিয়ে। আবার কয়েকদিন পর থিতিয়ে যাবে। মিডিয়ার ভাষায় বলে নিউজ সাইকল। এটাও মানুষের খুব স্বাভাবিক রিয়্যাকশান। আর মিডিয়ার অন্যতম কাজই তো সেদিনের সবথেকে বড় নিউজকে মানুষের সামনে নিয়ে আসা এবং তার বিশ্লেষণ করা। কোনও নিউজ আউটলেট যদি আজকে এই খবরটা একদম ইগনোর করতো, তাহলে তার কনজিউমাররাই আপত্তি জানাতো। এগুলো সবই রেগুলার রিয়্যাকশান।

    সুশান্তকে নিয়ে কিছু বলবোনা। সেই পবিত্রা রিস্তা সিরিয়াল থেকে দেখছি। ভেরি স্যাড। অ্যান্ড অ্যাফ্রেইড।
  • অর্জুন | 223.223.***.*** | ১৫ জুন ২০২০ ০১:৫৩447702
  • সেটা কিছুদিনের মধ্যেই 'জাংগু' দিবসে পরিণত হবে । 

  • শ্রী চৌধুরী | 80.2.***.*** | ১৫ জুন ২০২০ ০১:৩৫447701
  • আচ্ছা। একজন প্রখ্যাত অভিনেতার মৃত্যুতে সামাজিক মাধ্যম জুড়ে ঝড় বয়ে যাচ্ছে। প্রত্যেকেই নিজের নিজের মত করে ডিপ্রেশনের সংজ্ঞায়ন ও চিকিৎসাব্যবস্থা শুরু করেছেন। কেউ কেউ ব্যতিক্রমী হয়ে দোষারোপ করছেন, কেউ পরিযায়ী শ্রমিকদের কথা বলছেন। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমার মনে হয়, আমার কিছু বিষয় এ ব্যাপারে বলা দরকার। ভারতবর্ষে প্রতিবছর প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষ আত্মঘাতী হন। সুতরাং বুঝতেই পারছেন, ব্যাপারটা হেলাফেলার নয়। মানে আপনাদের কোভিডে কিন্তু এখনও দশ হাজার মানুষও মারা যান নি। এবং এই বিশাল সংখ্যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই দায়ী ডিপ্রেশন। এবং এ কথাও জেনে রাখুন, আত্মহননের জন্য কেবল ডিপ্রেশন নয়, আরো কয়েকটি মনোরোগ দায়ী। 

    ডিপ্রেশন কী তা জানতে গেলে আমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে৷ না, ডিপ্রেসিভ ইলনেস মানে মন খারাপ নয়। DSM-5 বলে একটি নির্ণায়ক তালিকা আছে। তা দেখে আমাদের নির্ণয় করতে হয় কে ডিপ্রেশনের রুগী। 

    কী বলছে এই DSM-5? আসুন, দেখে নিই। 

    ** নিম্নলিখিত নয়টি লক্ষণের মধ্যে যদি অন্তত পাঁচটি বা তার বেশি লক্ষণ কোনও মানুষের মধ্যে টানা দুই সপ্তাহ বা তার বেশি থাকে, তবে তাকে ডিপ্রেসিভ ইলনেসের রোগী বলা যায়। 
    ১)প্রায় সারাদিন ধরে দুঃখ ও হতাশার ভাব, যা রোগী নিজে বুঝতে পারে বা তার ঘনিষ্ঠজনেরা লক্ষ করে৷ 
    ২)প্রায় সমস্ত বিষয়ে ও কাজকর্মে উৎসাহ ও আনন্দের অভাব বোধ করা, যা রোগী বুঝতে পারে বা ঘনিষ্ঠজনেরা লক্ষ করে৷ 
    ৩)কোনও প্রত্যক্ষ কারণ বা অন্যান্য অসুখ ব্যতিরেকে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া। একমাসে ওজনের অন্তত ৫% পরিবর্তন। 
    ৪)ঘুম না আসা বা সারাদিন ধরে ঝিমুনিভাব।
    ৫)সামান্য কারণে অস্বাভাবিক উত্তেজনার  বহিঃপ্রকাশ বা গুরুতর কারণে উত্তেজনার অভাববোধ, এটি মূলতঃ রোগীর ঘনিষ্ঠজনের দ্বারা পরিলক্ষিত হয়। 
    ৬)অস্বাভাবিক ক্লান্তিবোধ।
    ৭)নিজেকে প্রতিনিয়ত অপদার্থ ভাবা এবং অস্বাভাবিক বেশি ও যুক্তিহীন অপরাধবোধ। 
    ৮)কোনও বিষয়ে গভীরভাবে চিন্তা করতে বা মনঃসংযোগ করতে অপারগতা এবং সিদ্ধান্তগ্রহণে দুর্বলতা।
    ৯)ঘন ঘন মৃত্যুচেতনা, আত্মহননের ইচ্ছা, আত্মহননের নির্দিষ্ট পরিকল্পনা করা, বিভিন্ন পরিকল্পনার মধ্যে তুলনা করা, আত্মহননের প্রচেষ্টা।  

     সামাজিক, পেশাগত এবং অন্যান্য ক্ষেত্রে সুষ্ঠু যাপনের পক্ষে যদি উপরোক্ত লক্ষণগুলি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে রোগীকে ডিপ্রেসিভ ইলনেসের আওতায় ফেলা যাবে৷ 

    *মনে রাখতে হবে কোনও নেশার দ্রব্য, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা অন্যান্য অসুখের জন্য উপরোক্ত রোগলক্ষণ উপস্থিত এলে তাকে ডিপ্রেশন বলা যাবে না। 

    *সিজোফ্রেনিয়া স্পেকট্রাম, ম্যানিক বা হাইপোম্যানিক ডিজ অর্ডার রোগীর মধ্যে ইতোমধ্যে উপস্থিত থাকলে এই নির্ণায়ক গ্রাহ্য হবে না। 

    তো, খুব সোজা ভাষায় এই হল DSM-5 নির্ণায়ক, যা দিয়ে ডিপ্রেশন ধরা যায়। 

    পড়ে নিশ্চয়ই এটুকু বুঝছেন যে আপনি গুরুতে স্ট্যাটাস দিয়ে বা আধঘন্টা কথা বলে ব্যাপারটা বুঝবেন না। এবং এটাও নিশ্চয়ই বুঝছেন এরকম কিছু আপনি আপনার মধ্যে খুঁজে পেলে বা আপনার সঙ্গে প্রায় সারাদিন কাটায় এমন কোনও ঘনিষ্ঠজন বুঝতে পারলে আপনার যত শীঘ্র সম্ভব চিকিৎসকের কাছে যাওয়া উচিত। সত্যি কথা বলতে চিকিৎসকের কাছেও ডিপ্রেশন নির্ণয় বেশ কঠিন ব্যাপার; এবং আপনার ও আপনার ঘনিষ্ঠজনের সঙ্গে বেশ খানিকক্ষণ বা বারবার কথা বলে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অন্যান্য রোগগুলিকে বর্জনপদ্ধতিতে বাদ দিয়ে তবেই ডিপ্রেশনের ডায়াগনসিস সম্ভব। এবং ডায়াগনসিসে আসলে তার চিকিৎসা শুরু হবে। সেই চিকিৎসা তার আকাঙ্ক্ষিত ফল প্রদান করতে খানিকটা সময়ও নেবে; অনেক ক্ষেত্রে প্রাথমিক ফলটুকু পেতেও তিনমাস লেগে যায়৷ আপনি কী করবেন? আপনার ঘনিষ্ঠ মানুষটির ডিপ্রেশনের চিকিৎসা চলাকালীন ফল না পাওয়া অবধি তার পাশে পাশে থাকবেন, তাকে উৎসাহ দেবেন, তাকে ওষুধ খেতে মনে করাবেন, তার উপর নজর রাখবেন। আপনার প্রিয় মানুষটির লিম্ফোসারকোমা অফ ইনটেসটাইন হলে যতটা আতুপুতু করে রাখতেন, ঠিক ততটাই আতুপুতু করে রাখবেন। এটাই আপনার কর্তব্য। স্ট্যাটাস দিয়ে বা একদিন ফোন করে দায় সারা নয়। মনে রাখবেন, একটা অসুখ সারাতে রোগী, স্বাস্থ্যকর্মী আর রোগীর ঘনিষ্ঠজনের সুষ্ঠু মিথোজীবিতা প্রয়োজন, অন্যথায় সকলই গরল ভেল৷

    লেখাটা অতিরিক্ত বড় হবার জন্য দুঃখিত 

  • এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুন ২০২০ ০১:২৪447700
  • হুতো, ভালোলাগার জন্য তো কথাগুলো লিখিনি। লিখেছি ধাক্কা দেওয়ার জন্য। আমাদের মধ্যবিত্ত মানসিকতাকে। আমিও সেই  দলেই, ব্যতিক্রম নই।

    মানসিক রোগকে মানুষ কীভাবে দেখেন সেটা খুব ভালো করে জানি। প্রচুর ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আঘাতে ক্ষতবিক্ষত গোপন জায়গাও।

    দ্বিতীয়ত সুশান্ত সিং রাজপুত কোনও ব্যতিক্রম নন। প্রায় প্রতি দিন এদেশে মানসিক অবসাদে প্রচুর মানুষ মারা যান। মানে নিত্যনৈমিত্তিক ঘটনা। মুহূর্তের যাপনও বটে। কিন্তু আলোচনা হয় না কারণ তাঁরা আলোচনার যোগ্যই নন।

    দিন কয়েক আগেই এক মহিলার হাওড়া ব্রিজের মাথায় উঠে তাঁর হারিয়ে যাওয়া নোবেল নিয়ে চ্যাঁচামেচির ঘটনায় যাঁরা খিল্লি করেছিলেন, আজ তাঁদের অধিকাংশই সুশান্তকে নিয়ে চুক চুকে মত্ত। 

    একটা 'খারাপ' শব্দ লিখেও মুছে দিলাম। মাফ করবেন।

  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০১:০৭447699
  • কী হে কমরেডগন, কী হল কী আপনাদের? কোথায় ললিতাদিত্যের ছেলেপিলেরা? কোথায় ভবশঙ্করী?
  • গদ্য 2405:201:8805:37c0:fd62 | 212.237.***.*** | ১৫ জুন ২০২০ ০০:৫৫447698
  • পদ্য | 2a02:7aa0:1201::7048:4568 | ১৪ জুন ২০২০ ২১:৩১

    খুব ভালো মনে করেছেন , আমিও ওটা র সন্ধানে আছি , সেই সৈকত বলে এক তরুণ স্বঘোষিত কমরেড তুর্কি কাকে যেন ধর্ম তুলে খিস্তি করে তারপর ঐসব খিল্লি খেয়ে যাবার টৈ টা তো?

    হাতি-ফাতি নিয়ে কিএকটা টৈ বোধ হয় , পেলে এখানে আরেকবার দেবেন তো 

  • Atoz | 151.14.***.*** | ১৫ জুন ২০২০ ০০:৫০447697
  • আচ্ছা, কেউ বলুন তো, এত বড় কাঠের ঘোড়াটা বানিয়ে ভেতরে গ্রীক যোদ্ধারা বসে রইল, চমৎকার একটা গল্প বানিয়ে এক ব্যাটাকে রেখে গেল সেটা বলে ট্রোজানদের ভজিয়ে দিতে। ট্রোজানরাও অনেকে মিলে টেনে নিয়ে গেল ঘোড়া নগরের ভিতরে। একেবারে এথেনার মন্দিরের কাছে।
    কিন্তু এতখানি সময়ে ওরা কেউ বুঝতে পারল না ভেতরে লোক আছে? শব্দটব্দ কিছু পায় নি? শস্য আছে ভেবেছিল, কিন্তু কেউ বলল না, খুলে শস্য বের করে নিই আগে? পরে ঘোড়া নেবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত