সম্বিৎ | ০৭ জুন ২০২০ ০৩:০২447298সরোষে কহিলা ডিসিরে মহাপাতক
সম্বিৎ - এবে অনুবাদক চূড়ামণি,
করিলেই যদি এ অনুবাদায়োজন
চিন্তালিলে না কেন দাসের প্রয়োজন?
কন্টেক্সিলে অমৃতসম তব সৃষ্টিকে
- মহাপাতকের কোন পাপে - আধুনিকে?
Atoz | 151.14.***.*** | ০৭ জুন ২০২০ ০২:৩৫447297
r2h | 2405:201:8805:37c0:3c6a:38bc:427:***:*** | ০৭ জুন ২০২০ ০২:১৪447296
Du | 47.184.***.*** | ০৭ জুন ২০২০ ০২:০১447295
এলেবেলে | 202.142.***.*** | ০৭ জুন ২০২০ ০১:৫৫447294পরিযায়ী যাঁরা তাঁরা ঋতু অনুযায়ী ঘর ছাড়েন ভিন্ জেলা বা রাজ্যে কাজের খোঁজে। অভিবাসী যাঁরা তাঁরা পাকাপাকিভাবে ওই রাজ্যেই থাকেন সব ঋতুতেই। উৎসব বা ছুটিছাটায় ভিটেমাটিতে কিছুদিন কাটিয়ে ফের চলে যান। কলকাতার যাঁরা চর্মকার, ধুনুরি, মোটবাহক, কুলি, ট্যাক্সি ড্রাইভার তাঁরা মুলত অভিবাসীই, পরিযায়ী নন। সর্বোপরি এই শব্দবন্ধে একটা 'আদারাইজেশন'-এর গল্প প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে, যা কেবলমাত্র শ্রমিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। এইটুকুই।
r2h | 2405:201:8805:37c0:3c6a:38bc:427:***:*** | ০৭ জুন ২০২০ ০১:৪৮447293
pi | 42.***.*** | ০৭ জুন ২০২০ ০১:৩৯447292
aka | 2600:1005:b102:3382:bc43:6d49:ce84:***:*** | ০৭ জুন ২০২০ ০১:১২447291
অর্জুন | 223.223.***.*** | ০৭ জুন ২০২০ ০০:১৪447290চেষ্টা করে দেখব। এখনকার অবস্থায় কবে কি করে উঠতে পারব বলা মুশকিল।
ঝড়ের পরে আর এখানে আসা হয়নি।
ঝড়ে আমাদের এলাকাটা সিরিয়ার আকার নিয়ে ছিল। পাড়ার অধিকাংশ মহীরুহ বনস্পতি গুলো পড়ে গেছে। এখনো বিধ্বস্তের ছাপ স্পষ্ট । পুরসভা আর সি ই এস সির কাজ চলছে। আমার জানালা খুললে পাশের বাড়ির এক টুকরো জঙ্গল আছে, সেটা রয়ে অক্ষত গেছে।
পরশু সন্দেশখালি যেতে পারি একটা দলের সঙ্গে ।
অর্জুন | 223.223.***.*** | ০৭ জুন ২০২০ ০০:০০447289Modern history পড়তে আর ভাল লাগছে না। বেশ কিছুকাল হল Patricia Crone, Tom Holland , Guy Stroumsa পড়ছি । মানে ডুবে আছি যাকে বলে।
Ancient and medieval history......... Fascinating লাগছে ।
এলেবেলে | 202.142.***.*** | ০৬ জুন ২০২০ ২৩:৫৬447288পাইকে ধন্যবাদ 'পরিযায়ী শ্রমিক'-এর বদলে 'অভিবাসী শ্রমিক' লেখার জন্য। এ কথা আমি দীর্ঘ দিন ধরেই বলে আসছি। নিজের লেখাতেও ওই শব্দবন্ধই ব্যবহার করেছি।
অর্জুন, কোথায় আছে জেনে তো লাভ কিছু হবে না। হাতে পেলে হবে। দেখুন যদি এ অভাগার হাতে তুলে দিতে পারেন। এ মাসেই গুটিয়ে ফেলব পড়ার কাজ। তার পরে শুধুই লেখা-কাটাকুটি-লেখা-খুঁতখুঁতুনি- ফের লেখা!
অর্জুন | 223.223.***.*** | ০৬ জুন ২০২০ ২৩:৫২447287আশাকরি সবাই ভাল আছেন !
@এলেবেলে, বিদ্যাসাগর বিষয়ক Brian Hatcher র বইটি সম্ভবত সি এস এস এসে আছে ।
.. | 122.18.***.*** | ০৬ জুন ২০২০ ১৯:৫৮447285
S | 2405:8100:8000:5ca1::21e:***:*** | ০৬ জুন ২০২০ ১৮:০৫447284
b | 14.139.***.*** | ০৬ জুন ২০২০ ১৮:০৫447283
b | 14.139.***.*** | ০৬ জুন ২০২০ ১৭:৫৭447282
পুলিশ নাকি না থাকলেই ভালো! | 185.22.***.*** | ০৬ জুন ২০২০ ১৭:১০447281https://crimethinc.com/2020/05/31/what-will-it-take-to-stop-the-police-from-killing
dc | 103.195.***.*** | ০৬ জুন ২০২০ ১৬:৩৬447279
সেই ক্যান্টিন | 80.2.***.*** | ০৬ জুন ২০২০ ১৫:২১447278S এর লেখাটি চমৎকার , তবে আরো কিছু ঐতিহাসিক চরিত্র এলে হয়তো সম্পূর্ণতা পেতো
যেমন ধরুন ওই ক্যান্টিন এর কোনার টেবিলে এক বেঁটে ধুতি পরা বয়স্ক ভদ্রলোক একমনে ফিশ ফ্রাই চুসছিলেন (2011 তে সব দাঁত পড়ে গিয়ে ৭ পার্সেন্ট দাঁত রয়েছে তাই চিবোনো যাচ্ছেনা ), হঠাৎ উঠে এসে কৌটো নাড়িয়ে বললেন -আমাদের ফিশ ফ্রাই ফান্ড এ চৈনিক রেশন বন্ধ , আমাদের ও কিছু রেসিপি দিয়ে সর্বমারা দের সাহায্য করুন
এটা কেমন হতো ? আরো সাজেশন প্রত্যাশী
ঘোরপ্যাঁচে দোলগোবিন্দ | 2a0a:c802:4:1::***:*** | ০৬ জুন ২০২০ ১৫:২০447277সায়েন্স ফেল করে গেল নাকি মশাই ?? খুড়োর ভুত নামানোর বাস্কটাই বরং বের করি।
PT | 116.193.***.*** | ০৬ জুন ২০২০ ১৫:১৪447276
b | 14.139.***.*** | ০৬ জুন ২০২০ ১৪:৪০447275
pi | 2402:3a80:a54:3619:0:59:baa3:***:*** | ০৬ জুন ২০২০ ১৪:১৮447274
avi | 2409:4061:2e13:10fe:eb49:1fde:8694:***:*** | ০৬ জুন ২০২০ ১৪:০৫447273দুটি গোলাপ ফুল কাছাকাছি এগিয়ে এল দেখিয়ে দিলেই তো মিটে যায়, আমাদের টাইম টেস্টেড মেথড। অশৌচের মতো এটাও প্রাচীন ভারতের করোনা সচেতনতা হিসেবে তুলে ধরা যায়।
কি কান্ড | 80.2.***.*** | ০৬ জুন ২০২০ ১৩:৫৩447272উত্তর_করোনা_বিধিনিষেধ_এবং_
ভয়ানক বিপদে পড়েছেন টেলিউডের ক্রিয়েটিভ মস্তিষ্করা। এক মাথা ঠিক করেছেন ঘনিষ্ট দৃশ্যে তাঁরা ম্যানিকিন ব্যবহার করবেন।
উফফ মাগো.. কী মাথা !! করোনা এত বড় পরীক্ষায় ফেলবে এটা তাঁরা স্বপ্নেও ভাবেন নি
একজন আবার বলেছেন সে-রকম চরম পরিস্থিতি উপস্থিত হলে তিনি " অবজেক্ট " ব্যবহার করবেন। সেটি যে কী বস্তু তা তিনি অবিশ্যি খোলসা করেন নি।
তাহলে কি অচিরেই সেক্স-ডল পর্যন্ত আসতে চলেছে টেলিউডে?? জয় মা !!
( সংবাদ সূত্র : আ বা প )
dc | 103.195.***.*** | ০৬ জুন ২০২০ ১৩:৩৮447271
বিশ্বরূপ রায় | 3.112.***.*** | ০৬ জুন ২০২০ ১৩:৩০447270নমস্কার আপনাকেও আকাদা
না না চাপ দেওয়ার কোনো চাপ নেই
নরম পাকের জিনিষ , চাপ পড়লে তো মুশকিল , হ্যা কালোজাম হলে অন্য কথা
সুজির অনুপাত টাই শুধু লাগবে
দ্যাখেন সময় করে যদি
শেক্ষপীর দাড়িদাদু আর ফিলিপ দা র জোট টা কিন্তু সুপারহিট , সেই পান্তুয়াই সবাইকে মিলিয়ে দিলো
সম্বিৎ | ০৬ জুন ২০২০ ১২:৩০447269উফ, কেয়াবাত! এইবার এটা একটা অনুবাদ জোগাড় হলেই ষোলকলা পূর্ণ হয়।
lcm | 99.***.*** | ০৬ জুন ২০২০ ১২:২১447268