এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ০২ জুন ২০২০ ১২:০৪447051
  • এবড়োখেবড়ো বা এলেবেলে,আপনার দুটো নিক থেকে বুঝা যাচ্ছে, এ ও ব এই দুটি অক্ষর কমন বা পছন্দের।

    সবচে ভালো হয় শুধু  'এ '।এটি এখনো কেউ নেয় নি।

  • lcm | 99.***.*** | ০২ জুন ২০২০ ১২:০০447050
  • এবড়োখেবড়ো/এলেবেলে,
    কিছুটা মনে হয় বুঝতে পেরেছি আপনি কি চাইছেন। কিন্তু এটা মুশকিলের। ব্লগ বা কমেন্ট যাই লিখুন, যখন যেভাবে লগইন করবেন তখন সেই নামই লেখকের নাম হিসেবে দেখাবে।
  • b | 14.139.***.*** | ০২ জুন ২০২০ ১১:৫২447049
  • হাহা, ওটা খচে গিয়ে ল্যাখা। আমি বলতে চাইছিলাম যে নচিকেতা যেমন সবকিছু অত্যন্ত প্রাঞ্জল করে বুঝিয়ে দেন, মনে হয় শ্রোতার প্রতি ওনার একবিন্দু-ও বিশ্বাস নেই, (বলদার গু তিন জাগার শেষ অপশনটার মতো) , চন্দ্রিলের লেখাও কখনো কখনো সেরকম।

    কাটান দ্যান। মাঝে মধ্যে দু একটা লেখা কি ভালো লাগে নি? আর তাছাড়া মহাকালের কাছে কেই বা বি, কেই বা চোন্দিল।
  • এবড়োখেবড়ো | ০২ জুন ২০২০ ১১:৫২447048
  • মান্যবর এলসিএম ব্লগে লিখি এবড়োখেবড়ো হয়ে, মন্তব্য করি এলেবেলে-র মতো। এখন নিক এলেবেলেতে ফিরতে চাইলে ফের ব্লগ লেখার সময়ে এবড়োখেবড়োতে ফিরে যেতে পারব তো? এমন অস্তিত্ব সংকটে পড়িনি বলে জিগিয়ে নিচ্ছি কারণ আমার টেকনিক্যাল জ্ঞান শূন্য বা প্রায় তার কাছাকাছি।

  • !@#$%^& | 2405:201:8805:37c0:bcff:9ba9:20fd:***:*** | ০২ জুন ২০২০ ১১:৪০447047
  • খবরের কাগজের কলাম টলাম নিয়ে কোন বক্তব্য নেই, চন্দ্রিলের লেখার স্টাইল আমার অনেক বছর ধরেই ক্লান্তিকর লাগে। আর কন্টেন্ট, স্যাটায়ার যখন আছে তখন নানান মত হবে স্বাভাবিক, বিগ ফ্যান নই।

    একটা জিনিসে আমি খুবই আনন্দ পেয়েছিলাম যে একটা লোক, যার চলাফেরা একেবারেই বাংলা গান, সিনেমা, কাগজ এইসবের মধ্যে, তার কথা শুনতে লোকে টিকিট কেটে যাচ্ছে। সেটাকে অবশ্য খুব বড় ক্রাইটেরিয়া ধরা উচিত না, সেবকবাবুর বক্তৃতা শুনতেও লোকে কত কাঠখড় পোড়ায়; তবু, একটা বাংলার ক্রিয়েটিভ লোক, ঠিক মেনস্ট্রিমও বলা যায় না।

    সম্প্রতি, মানে কয়েকমাস আগে লীলা মজুমদারকে নিয়ে বলছেন শুনলাম, ভালো লাগলো। হৃদয়ের অভাবও তো পেলাম না। অবশ্য হতে পারে আরো হৃদয় দরকার ছিল, সাবজেক্টিভ ব্যাপার একটু। তার আগে প্রধানমন্ত্রী শুনুন না কি একটা শুনলাম, ওটাও ভালো লাগলো। আরো কি কি যেন শুনলাম। সে যাগ্গে।

    কিন্তু কিছুটা নচিকেতা? নাহ, এইটা একটু বেশি হার্শ হলো।
  • b | 14.139.***.*** | ০২ জুন ২০২০ ১০:৫৫447046
  • @আকা, ক। কিছুটা যাত্রাদলের বিবেক, কিছুটা (বিফল) পরশুরাম, কিছুটা (বিফল) মুজতবা আলি, কিছুটা নচিকেতা। বাকিটা শস্তা ও ভ্যাকুয়াম । টরিসেলি টাইপ।
    216.186.177.14 | ০২ জুন ২০২০ ০৯:৪৫
  • !@#$%^&* | 2405:201:8805:37c0:bcff:9ba9:20fd:***:*** | ০২ জুন ২০২০ ১০:৩৩447045
  • তা কেন, এই যে ন হন্যতে থেকে হাম দিল চুকে সনম বানালো, ক্রেডিটও বোধয় দেয়নি, টিপিক্যাল ঝলমলে পয়সাওলা হিন্দি ছবি, ধুম ধড়াক্কা হিট। তারপর সাওয়ারিয়া, সেই নীল নীল মত সেট, সিনেমাটা দেখিনি, কিন্তু শুধু এস্থেটিক ব্যাপার স্যাপার খুবই পরীক্ষামূলক, হিন্দি সিনেমার ক্ষেত্রে নতুন ধরনেরও বোধয় বলা যায়, এঁর অন্য সিনেমার তুলনায় বাণিজ্যসফল নয়, করতেও বোধয় চাননি, কিন্তু সিনেমাটা মোটামুটি নিজের রোল প্লে করে গেছে বলা যায়।
    ওঁর ফিল্মোগ্রাফি দেখলাম, বাজিরাও মস্তানি আর পদ্মাবৎ ছাড়া আর কিছু নিয়ে বিতর্ক হয়নি। এবার চাড্ডিভাইয়েরা কি নিয়ে দাঙ্গা করবে তা আর কে বলতে পারে।

    পুরো সিনেমাগুলি কটা বা কোনটা দেখেছি মনে নেই, কিন্তু নিজে পয়সা ঢেলে বিতর্ক করে সিনেমা হিট করান - এই অভিযোগের পক্ষে কোন যুক্তি পাওয়া যাচ্ছে না।
  • Amit | 121.2.***.*** | ০২ জুন ২০২০ ১০:২৫447044
  • পাবলিককে টুপি পড়িয়ে, গারবেজ বানিয়েও কিভাবে পয়সা রোজগার করতে হয়, সেটা শেখার আছে এদের থেকে. এই সঞ্জয় বনশালি আদতে একটা চূড়ান্ত আকাট, রামছাগল মার্কা ডিরেক্টর. একগাদা পয়সা ঢেলে, যত ফালতু সিনেমা বানিয়ে, তারপর নিজেই পয়সা ঢেলে আবার একটা পলিটিকাল কন্ট্রোভার্সি তৈরী করবে, বাস-ট্রাম পুড়িয়ে একটা মেজর কেয়স তৈরী করে সেটার রিয়েল টাইম পাবলিসিটি করবে.

    আর পাবলিক ও তেমন ই , কন্ট্রোভার্সি শুনেই সব লাফিয়ে হলে গেলো পিকচার দেখতে- পদ্মাবতী আলাউদ্দিন এর সাথে স্বল্পবাসে আইটেম নেচেছে কিনা নিজের চোখে দেখার জন্যে . মাঝের থেকে ওই ডাস্টবিন মার্কা মুভি ও পয়সা তুলে ফেললো তিন ডবল.
  • sm | 2402:3a80:a06:19ff:802d:a623:4c83:***:*** | ০২ জুন ২০২০ ১০:১৮447043
  • মূল প্রশ্ন ছিলো আর্টিমিসিনিন এর পর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার কোনো যুগান্ত কারী নতুন ঔষধ বেরিয়েছে কি ? কোন কার্যকরী ভ্যাকসিন বেরিয়েছে কি ?
    উত্তরে কিছু কম্বিনেশন ড্রাগ এসেছে. যার উত্তরে আমি বলেছি.
    আর্টিমিসিনিন এর ACT এর পুরো অর্থই হলো আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি। মূল কথা আর্টিমিসিনিন বেসড।সুতরাং অর্টিমেথার,অর্টিসুনেট যা কিছুই থাকুক,মূল উপাদান ওই আর্টিমিসিনিন।এর সঙ্গে কম্বিনেশন হিসাবে যা ব্যবহার করা হচ্ছে,সালফাকসিন -পাইরিমেথামিন (লক্ষ্য করুন, এটাও কম্বিনেশন),মেফ্লকুইন, লুমেফানট্রিন সব ই তো পুরন ঔষধ।নতুন কি হলো?--))
    চায়নার প্রজেক্ট 523 এর ফসল এই ঔষুধগুলি.কি কি আবিষ্কার হয়েছে এই প্রজেক্ট এর সময় দেখুন.
    Lumefantrine, along with pyronaridine and naphtoquine, were synthesized in course of the Project 523 antimalaria drug research initiated in 1967; these compounds are all used in combination antimalaria therapies.[3][4][5]
    লক্ষ্যণীয় লুমেফ্যানট্রিন এর পূর্বজ ড্রাগ হলো হালোফ্যানট্রিন. এর পর এলো একটি ছবি যাতে কিছু মেডিসিন এর নাম আছে ও কোড নাম্বার আছে.
    এই ঔষধ গুলি এখনো গাইডলাইনে আসেনি বা ট্রায়াল সম্পূর্ণ হয় নি. কিছু নমুনা তুলে দিলাম .পরিষ্কার হবে.
    পেশেন্ট কনফার্মেটরি গ্রূপ- কো ট্রাইমোক্সাজল - একটি বহু পুরানো এন্টিবায়োটিক .যেটা বাজারে সেপট্রান নাম পাওয়া যায় বা যেতো. ছোট বয়সে প্রায় সকলেই খেয়েছেন. নাপথকুইন; পুরোনো আবিস্কৃত ঔষধ. তারপরে পেশেন্ট এক্সপোলেটরি গ্রূপএ কি কি আছে --মিথিলিন ব্লু -পুরোনো কম্পজিশন .রোসিগ্লিটাজোন -পুরোনো এন্টিডায়বেটিক ,ইমাটিনিব -ক্যান্সারে বহুল ব্যবহৃত ঔষধ. এসব পড়লে বোঝা যায় অনেকেটা হাইড্রোক্সি ক্লোরোকুইন বা
    এজিথ্রোমাইসিন দিয়ে কোভিদ 19 এর চিকিৎসা করার মতন ব্যাপার. যদি আপনি এসব কে নতুন ঔষধ বলতে চান তো বলতে পারেন.
    দুই, কার্যকরী ভ্যাকসিন; দূর অস্ত . যেখানে পোস্ট দাতা ,নিজেই সন্ধিহান. একটি জায়গায় পড়লাম কার্যকারিতা ত্রিশ শতাংশ হতে পারে সিভিআর ম্যালেরিয়া আটকানোর জন্য . আর এখন পাইলট প্রজেক্ট শুরু হয়েছে মাত্র. কতখানি কি করে বিচার্য্য বিষয়.
  • আবাপ নিয়ে | 2402:3a80:a6d:6cd0:0:10:7077:***:*** | ০২ জুন ২০২০ ১০:০৮447042
  • স্বাতী ভট্টাচার্যের লেখার সংগে এটাও থাকুক। এই গণছাঁটাইয়ের খবর কি সত্যি?

    https://thebengalstory.com/abp-anirban-chatterjee-resigned/
  • ()₹₹??& | 2405:201:8805:37c0:d923:f8a3:2dc2:***:*** | ০২ জুন ২০২০ ০৯:৫৫447041
  • সে ঠিক আছে। তবে চন্দ্রিল ঋতুপর্ণকে নিয়ে আদৌ কিছু বলে থাকলে ঠিক কী বলেছে, বললে তার যুক্তি কি দিয়েছে? সেসব না জেনে কোন কথার তো মানে নেই। 'চন্দ্রিল নাকি কোন এক বক্তৃতায় বলেছেন' এটা দু'হাজার টাকার নোটের ন্যানো চিপের মত তথ্যসূত্র হয়ে গেল।

  • ~ | 2405:201:8805:37c0:d923:f8a3:2dc2:***:*** | ০২ জুন ২০২০ ০৯:৫০447040
  • অনুরাগ কাশ্যপের ডেভ ডি ভালো লেগেছিল।

  • aka | 216.186.***.*** | ০২ জুন ২০২০ ০৯:৪৫447039
  • চন্দ্রিল সহ চন্দ্রিল ঘরানার ইন্টেলেক্চুয়াল ও বিশ্লেষকদের সবই আছে, মানে বুদ্ধি আছে, লেখার ধার আছে, কিন্তু হৃদয় নাই বলে মনে হয়। দু একটা ভালো বক্তব্য তো গোটা দশেক কি কেমন দিলাম গোছের বিশ্লেষণ। মাঝেমাঝেই আমার ডিসহনেস্ট মনে হয়।
  • lcm | 99.***.*** | ০২ জুন ২০২০ ০৮:১৬447038
  • S | 2a0b:f4c2::***:*** | ০২ জুন ২০২০ ০৭:৫৭447037
  • যেটাতে ঐ অ্যাশের গলায় ঈসশষ ছিল? সেখানে তো পারো আর চন্দরমুখি একসাথে নাচ করলো। জ্যাকি শ্রফ চুনিলাল আর শাহরুখ হল দেভবাবু। সে সিনেমার আসল নাম ডেভদাষ।
  • Atoz | 151.14.***.*** | ০২ জুন ২০২০ ০৬:৫৬447036
  • আরে নীরব হবেন কেন? হী আ নিয়েই বলুন তবে।
  • dhrubak | 76.122.***.*** | ০২ জুন ২০২০ ০৬:১৯447035
  • এই তো মুশকিলে ফেললেন। এই জন্যেই এখানে কথা কইতুম না কো। আমি ওনার হীরের আংটি ছবি টিই যা একটু খানিক বুঝেছিলুম, তাও শীর্ষেন্দুর গল্প টা পড়া ছিল বলে।

    যাগ্গে আবার হি নী। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০২ জুন ২০২০ ০৬:০৫447034
  • ধ্রুবক,
    আপনিই শুরু করুন না! এই ধরুন উনিশে এপ্রিল, বাড়িওয়ালি, চোখের্বালি আর নৌকাডুবি ---এই ক'টা নিয়েই শুরু করুন। এগিয়ে যান। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০২ জুন ২০২০ ০৬:০২447033
  • সেই তো। পঞ্চগব্য যখন আছেই। ঃ-)
  • dhrubak | 76.122.***.*** | ০২ জুন ২০২০ ০৫:৫৮447032
  • গব্যজাত ঘৃত আছে যখন, গব্যজাত অন্য কিছুও তো বেচতেই পারে।
  • Atoz | 151.14.***.*** | ০২ জুন ২০২০ ০৫:৫১447031
  • সুরভী কোম্পানি আবার কোন কোম্পানি? ;-)
  • dhrubak | 76.122.***.*** | ০২ জুন ২০২০ ০৫:৪৯447030
  • সুরভী কোম্পানির সার? ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০২ জুন ২০২০ ০৫:৪৯447029
  • ফেবুতে এক আলোচনায় শুনলাম, ঋতুপর্ণ ঘোষ মহায়ের সিনেমাগুলো সবই নাকি "বাবা কেন চাকর" টাইপের সিনেমা থেকে একটু উঁচুতে, চন্দ্রিল নাকি কোন এক বক্তৃতায় বলেছেন। কথা হল, এই কথা কেন বললেন? বিশ্লেষণ করুন দেখি কেউ! পক্ষে ও বিপক্ষে। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০২ জুন ২০২০ ০৫:৩২447028
  • সুরভীসার তাহলে কী?
  • dhrubak | 76.122.***.*** | ০২ জুন ২০২০ ০৫:২১447027
  • কিন্তু সুগন্ধি তো বিশেষ্য ও হয়। পারফ্যুম এর বাংলা তো সুগন্ধি ই জানি।
  • /// | 52.66.***.*** | ০২ জুন ২০২০ ০৫:২০447026
  • উপন্যাসে গভীরতা ~

    আমার ধারণা গভীর উপন্যাসগুলির উপরে ইউরোপ তথা ফ্রয়েডীয় মনস্তত্ত্ব বিদ্যার চাপ খুব বেশি, সারা বিশ্বের সিরিয়াস উপন্যাসের উপরেই।

    এই রকম চাপ থিকা সিরিয়াস উপন্যাসগুলি ক্লান্তিকর ভাবে এক রকমের হওয়ার কথা।

    এবং এর চাপও পড়ার কথা গভীর সিনেমাগুলিতেও।

    বাস্তবতার বিপরীতে মনস্তত্ত্বকেই একমাত্র স্বাধীনতা বা মুক্তি সাব্যস্ত করার কারণেই কি এই রকম হইতেছে?

    যেন গভীরতা মানেই মনস্তত্ত্ব। ব্যক্তির আধ্যাত্মিক উপলব্ধিকেও মনস্তত্ত্বই ধরতে চাই আমি।

    ২.

    সাহিত্যে মনস্তাত্ত্বিক আড়ম্বর দুই প্রকারে থাকে।

    এক, চরিত্রের মনস্তাত্ত্বিক বর্ণনা, আর হইতেছে লেখকের মনস্তত্ত্ব উপজাত চিন্তার বর্ণনা, যে চিন্তা বাস্তব বা কল্পনা থেকে আসে না, যতটা বুদ্ধিবৃত্তি থেকে ভাবনা মাধ্যমে পাম্প করা হয়।

    ৩.

    ইনটেন্স অবজারভেশন মনস্তত্ত্বের বিরোধী কিছু না। মানে ইনটেন্স অবজারভেশন থাকলে মনস্তত্ত্ব নাই তা বলা যায় না।

    কাফকা ফ্রয়েড দিয়া গভীর ভাবে প্রভাবিত। কাফকায়েস্ক জিনিসটারে মনস্তত্ত্ব বাদ দিয়া আদৌ বোঝাই যাবে না। এক ভদ্রলেখক বলছিলেন, kafka without a psychological approach is not Kafka.

    কাফকায় মনস্তত্ত্ব নাই এইটা অতি হাস্যকর বক্তব্য। আমি খুব কাফকা পড়ি নাই, 'মেফামরফসিস' এর অনুবাদ পড়ছিলাম। এইটা তো মনস্তত্ত্বের ডিপো।

    আরেক মনস্তাত্ত্বিক আড়ম্বর হইলেন কাফকা প্রভাবিত বোর্হেস।

    এই দুই দিকপাল বর্তমান গল্প-উপন্যাস ইত্যাদিরে স্রেফ ভাবনা সাহিত্যে পর্যবসিত করছেন।

    — ব্রাত্য #রাইসু ২২-২৩/১০/২০১৭

  • Atoz | 151.14.***.*** | ০২ জুন ২০২০ ০৫:১৪447025
  • সুগন্ধা হয়। সুগন্ধী তো বিশেষণ, সুগন্ধা তো নাম( বিশেষ্য )। যেমন মৎস্যগন্ধা, পদ্মগন্ধা।
  • dhrubak | 76.122.***.*** | ০২ জুন ২০২০ ০৫:১২447024
  • যোজনগন্ধা হতে পারলে সুগন্ধা না হয়ে সুগন্ধি কেন?
  • Atoz | 151.14.***.*** | ০২ জুন ২০২০ ০৫:১১447023
  • আর দেবদাস? ;-)
  • . | 37.2.***.*** | ০২ জুন ২০২০ ০৫:১১447022
  • আর শ্যাম বেনেগালের সেই সব মাস্টারপিস, অঙ্কুর, নিস্কৃতি ইত্যাদি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত