syandi | 2a01:c22:d41a:6f00:7133:1e:a534:***:*** | ৩০ মে ২০২০ ০১:৫৯446667ল্য়াংচার কি হবে? ওটি কি বানের জলে ভেসে এসেছে নাকি অ্যাঁ?
syandi | 2a01:c22:d41a:6f00:7133:1e:a534:***:*** | ৩০ মে ২০২০ ০১:৫৭446666
PM | 103.52.***.*** | ৩০ মে ২০২০ ০১:৫৬446665
এগিয়ে বাংলা | 149.28.***.*** | ৩০ মে ২০২০ ০১:৩৯446664হিন্দি সঙ্গীতজগতে নক্ষত্রপতন। ৭৭ বছর বয়সে চলে গেলেন প্রবাদপ্রতিম গীতিকার যোগেশ গৌড়। মুম্বাইয়ের গোরেগাঁও-তে নিজের বাড়িতেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সত্তরের দশকে একের পর এক হিট হিন্দি গানের সুরে কথা বসিয়েছিলেন তিনি। আনন্দের ‘জিন্দেগি ক্যায়সি হে পহেলি হায়’ থেকে ‘কঁহি দূর যব দিন ঢল যায়ে’। অনবদ্য কথার খেলায় ভাসিয়েছিলেন শ্রোতাদের। সময় পেরোলেও বয়স বাড়েনি গানগুলির আজও।
marx-marks-mask | 2405:8100:8000:5ca1::148:***:*** | ৩০ মে ২০২০ ০১:২৫446663
বিশ্বরূপ রায় | 207.148.***.*** | ৩০ মে ২০২০ ০০:৫৮446662@atoz
না না কি যে বলেন , বস সাহেব মানুষ , মিয়ামি ফ্লোরিডা ibiza জলভাত , আমার মতো ছাপোষা কর্মচারীর সঙ্গে কোথায় আর কেনই বা যাবেন ?
এপ্লিকেশন ফেলে কনভিন্স করাতে হবে তো ? তাই বলছিলাম
Atoz | 151.14.***.*** | ৩০ মে ২০২০ ০০:৫২446661
আপনাদের বিশ্বরূপ পান্তুয়া রায় | 207.148.***.*** | ৩০ মে ২০২০ ০০:৩৪446660 আরে আমাকে এখানে জনগণ কি না কি বানিয়ে চলেছে , প্রথমে চাড্ডি , তারপর চালাক চাড্ডি এখন আবার পান্তুয়া
দোষের মধ্যে শুধু একখানি রেসিপি চেয়েছিলাম , সেই শাহজাহান রিজেন্সি র গানের মতো 'কিছু তো চাইনি আমি , পান্তুয়ার রেসিপি ছাড়া '
আকাদা ও শুধুশুধু আমার পান্তুয়া ঝুলিয়ে রাখলেন কি সব ফিল্মি ডায়লগ মেরে -যো মজা ইন্তেজার মে ইত্যাদি আর বাকিরা সেই ঝুলে থাকা পান্তুয়া নিয়ে কি টানাটানিটাই না করলেন ব্যাঙ্গের ছলে
কে আবার পান্তুয়া র দোকানদার ও বানিয়ে দিলেন দেখছি , আরেবাবা পান্তুয়া বানাতে পারলে তবে না দোকান খুলবো
যাকগে , ভালোবেসে যা নাম দেন শিরোধার্য
কৰে নাগাদ হচ্ছে এই মহাসমাবেশ ? ছ্যাঁচড়া বস এর কাছ থেকে ছুটি নিতে হবে তো তাই আগাম জানলে সুবিধা হতো
তবে আমার আবার হুস্কি ইত্যাদি চলেনা , একটু অন্য ধরণের নিরীহ পানীয় , জানিনা ওখানে মিলবে কিনা
@আকাদা
চেনাচেনি হতেই হবে তার কি কোনো মানে আছে? আমি আসলে এতই নগন্য মানুষ যে আপনার চেনার বৃত্তে আসার যোগ্য নোই , আর আপনাকে আমি চিনবো সে সাধ্য আমার কোথায় স্যার . জাস্ট ময়দা আর সুজির অনুপাত পেলেই আমি ধন্য
প্রণামান্তে
অপু | 2409:4060:41b:aefe::47d:***:*** | ৩০ মে ২০২০ ০০:০৫446659লকডাউন উঠতে রবিবার জামাইষষ্ঠীর নেমতন্নো পেলাম ।
সম্বিৎ | ২৯ মে ২০২০ ২৩:৩৫446658এই তো বলে দিচ্ছি গোয়া সম্বন্ধে আমার রেকমেন্ডেশন। অব্যর্থ। ভাল জায়গাতেই থাকুন, পকেটে কুলোলে। যথা তাজ ফোর্ট আগুয়াডা। সকালে উঠে হাল্কা ব্রেকফাস্ট করে সুইমিং পুলে নেয়ে নিন। তারপরে বিচ ধরে চলে যান ঝুপড়িতে, বাংলায় যাকে শ্যাক বলে। রোদ উঠে গেছে মাথার ওপরে, তার ওপর বিচে বালির ওপর হেঁটে ঘেমে গেছেন। ঝুপড়িতে ছায়া দেখে একটা জায়গা খুঁজে নিন, সমুদ্রের দিকে মুখ করে। দেখবেন যেন হাওয়া পান। অর্ডার দিন লোকাল বিয়ার আর তন্দুরি টাইগার প্রন। তাড়াহুড়ো করবেন না, ধীরেসুস্থে খান। অনেক সময় আছে। টাইগার প্রনে আটকে থাকবেন না, আরও মাছ চাখুন, চিকেনও খেতে পারেন। কিন্তু এখানে জাকুটি খাবেন না। খুব ইচ্ছে হলে একটু রুটি-টুটি অর্ডার দিয়ে লাঞ্চ বলে খেয়ে নিন, যদি কার্ব না খেলে আপনার একেবারেই না চলে। নইলে পারলে প্রোটিন আর পানীয়র ওপরই থাকুন। ঘন্টা চারেক কাটিয়ে ঘরে ফিরে আসুন। এবার গাড়িতেই ফিরুন। ঘরে এসি চালিয়ে অল্প গড়িয়ে নিন।
বিকেলে উঠে আরেক প্রস্থ হোটেলের পুলে ঝাঁপাঝাঁপি করতে পারেন। নইলে আমার মতন প্রৌঢ় হলে পুলের ধারে ছাতার তলায় জীবনদর্শন নিয়ে ভাবুন। সন্ধ্যে গাঢ় হলে চিন্তার সূত্র যখন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন ফিরিয়ে আনতে আনিয়ে নিন সামান্য খাদ্য আর পানীয়। এবার আর বিয়ার-টিয়ার খাবেন না। সানডাউনের পরে খান ডিস্টিলড লিকার বা ওয়াইন। যদি সৌখীন হন, ককটেল খান।
ডিনারের সময় হয়ে এল। গাড়ি বলে রেখেছেন তো? তা'লে আর কী! বেরিয়ে পড়ুন ডিনার করতে। খুঁজে বের করুন ভাল জাকুটির জায়গা। হোটেলের রেস্টোরেন্ট রেখে দিন শেষ দিনের জন্যে।
ও, এসব করবেন লকডাউন উঠলে। আর হোটেল, মদ, রেস্তোঁরা - সবই পকেট বুঝে। নইলে ব্লুপ্রিন্ট একই।
PT | 115.187.***.*** | ২৯ মে ২০২০ ২৩:২৭446657
dc | 103.195.***.*** | ২৯ মে ২০২০ ২২:১৪446656
PM | 103.52.***.*** | ২৯ মে ২০২০ ২১:০৭446655
Atoz | 151.14.***.*** | ২৯ মে ২০২০ ২০:৫৩446654
Atoz | 151.14.***.*** | ২৯ মে ২০২০ ২০:৫০446653
এবড়োখেবড়ো | ২৯ মে ২০২০ ২০:৪০446652ইয়ে মানে এতসব চাঁদের হাটে আমার নাম প্রথমেই লিস্টে উঠে যাওয়ায় আমি খুবই প্রীত হয়েছি। ডিসি বোধায় আমার হিন্দি গানের কালেকশনে ফিদা হয়ে ওই কুকম্মোটা করে ফেলেছেন! কিন্তু সে নিয়ে যা হট্টগোল শুরু হয়েছে তাতে আমি, যাঁরা লিস্টিতে চানসো পাননি তাঁদের প্রত্যেককে যথাবিহিতসম্মানপূর্বক আমার জায়গাটা ছেড়ে দিলাম। একেই বলেই দিলদার, ডিসিরই মতন!! একে তো গোয়া, তায় কীসব ভারিভরকম হোটেল, তায় উড়ে যাওয়া ও আসা - শুনেই হাত-পা কেমন অসাড় হয়ে গেছে এই করোনার বাজারে!!!
de | 182.57.***.*** | ২৯ মে ২০২০ ২০:৩৩446651
#$%^&* | 49.37.***.*** | ২৯ মে ২০২০ ২০:১২446650
dc | 103.195.***.*** | ২৯ মে ২০২০ ২০:০৫446649
avi | 2409:4061:2e13:10fe:eb49:1fde:8694:***:*** | ২৯ মে ২০২০ ২০:০৪446648ডিসি, আমাকেও ডাক দেবেন। করোনাযুদ্ধের ফার্স্টহ্যান্ড গল্প শোনাব সবাইকে।
dc | 103.195.***.*** | ২৯ মে ২০২০ ১৯:৫৩446647
sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ২৯ মে ২০২০ ১৯:৫০446646সোমবার থেকে লক ডাউন উঠে যাচ্ছে?সত্যি নাকি?
এখন তো কেস বাড়তির মুখে! আই সি এম আর,কোন স্থির সিদ্ধান্ত নিয়েছে?সেরোলজী র্যান্ডম টেস্ট শুরু করবে না করবে না?
ব্যাংক গুলো পাস বই অবধি আপ ডেট করছে না।লোকজনের ভারী অসুবিধে।
de | 182.57.***.*** | ২৯ মে ২০২০ ১৯:২৩446645
de | 182.57.***.*** | ২৯ মে ২০২০ ১৯:০৯446644
}{ | 49.37.***.*** | ২৯ মে ২০২০ ১৯:০০446643
b | 14.139.***.*** | ২৯ মে ২০২০ ১৮:৫৪446642
অপু | 2409:4060:41b:aefe::47d:***:*** | ২৯ মে ২০২০ ১৮:৫০446641তখন গুরুর শৈশব কাল। অমন লিস্টি আমি মাঝে মাঝেই করতাম। সবরকম সতর্কতা নেওয়া সত্ত্বেও অবধারিত ভাবে
কয়েক টা নাম বাদ যেত। তখন সেকেন্ড থার্ড লিস্ট বার করে ড্যামেজ কন্ট্রোল করতে হতো। পুরোনো লোকেরা জানে :))))
de | 182.57.***.*** | ২৯ মে ২০২০ ১৮:৪৬446640
sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ২৯ মে ২০২০ ১৮:৩৩446639না,না ওটা এক শীতে মাঘ পালায় না হবে,অপু।--))
কন্নগড়ের অমন চমৎকার সি বীচ থাকতে,মানুষে গোয়া যায়!?
আরে পিটি ই নেই।কল্লোলবাবু,রঞ্জন বাবু নেই।পরের এডিশনে সব নাম চলে আসবে।কোন চিন্তা কইরেন না।
অপু | 2409:4060:41b:aefe::47d:***:*** | ২৯ মে ২০২০ ১৮:১৯446638dc, আমার নাম নিল না। ঠিক আছে মনে থাকবে। এক মাঘে শীত পালায় না :))))