না না আমি অঙ্ক করিনা তো। অঙ্কর সাথে আমার সম্পর্ক ভাসুর-ভাতৃবধুর ন্য়ায় আন্ডারগ্রাড লেভেলের পর থেকেই।
একলহমা , আটোজের কথা সিরিয়াসলি নেবেন না। আমি নিতান্তই এক অভাজন ব্য়ক্তি।
:|: , আমি স্য়ান নই, স্য়ান্ডি।
Atoz, আর বেশি ফাণ্ডা দেবেন না মশায় অঙ্ক নিয়ে। এমনিতেই অঙ্কে নিজের অজ্ঞতা নিয়ে মরমে মরে থাকি।
না না রাগিনি তো, স্মাইলি আপনার চোখ এড়িয়ে গেছে বোধ হয়।
না না আমি কোন গুণেরই নই। এমনকি যোগ, বিয়োগ, ভাগ কোনটারই নই :-)
এই কারণেই ত মুখ খুলি না! :)
ফ্যান ফ্যান ফ্যান ফ্যান ফ্যান ফ্যান ফ্যান ফ্যান ফ্যান ফ্যান...........................................................বানান ভুল করলে বাবা ছোটবেলায় দশবার ঐ একই শব্দ লেখাত। সেই অভ্য়াস এখনো আছে কিন্তু :-)
syandi | 2a01:c22:c849:af00:81d3:aaa3:556d:7e70 | ২৭ মে ২০২০ ০৪:০০
ঠিক, উনি অনেক গুণের গুণী
আরে এটাতো আরোই ইনটারেস্টিং গল্প। এই প্রথম শুনলাম এটা। আপনি বানালেন বোধ হয়। আপনাকে তো দিদি কাল্টিভেট করতে হচ্ছে। আপনি একাধারে ফিসিসিস্ট, আবার দেশি-বিদেশি পৌরাণিক গল্প সব আপনার নখদর্পণে। সাহিত্য় নিয়েও যেসব মতামত দেন তাতে বোঝা যায় আপনার পড়াশোনার ব্য়াপ্তি কতটা। আপনার ফ্য়ান অনেকদিন থেকেই, এবার এসি হয়ে যাব কিন্তু।
Atoz, আপনি নোয়াদার ঢালের নামও জানেন,কি আশ্চর্য! এই আ্য়ানেকডোটটা ছোটবেলা থেকেই জানি কারণ আমি ওদিকেরই ভূমিপুত্র। কিন্তু কতটা সত্য়ি সন্দেহ আছে।
49.37.14.109 | ২৭ মে ২০২০ ০১:৫৫
মনে ধরেছে :)
খুবই টেস্টি।
পঞ্জাবে পাঁঠার মাংসের আচার বানায়। কেরালায় গরুর মাংসের।