এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চিরবঞ্চিত উত্তরবংগ | 2402:3a80:a05:c617:0:51:2570:***:*** | ২৩ মে ২০২০ ০৯:৩৮446171
  • আমফনের ধ্বংসলীলা আমাকে ব্যক্তিগত ভাবে যথেষ্ট মর্মাহত করেছে! তবুও পোস্টটা করার প্রয়োজন মনে করলাম। কারোর খারাপ লাগলে আমি ব্যক্তিগত ভাবে করজোড়ে ক্ষমাপ্রার্থী!
  • ছাগলছানা | ২৩ মে ২০২০ ০৯:২৪446170
  • ভাবছি.
    মানে এখনো ভাবছি

    এই যদি এই ঝড় কলকাতায় না হয়ে শুধু সুন্দরবন এবং পার্শবর্তী এলাকায় হয়ে চলে যেত (বা অন্য কোনো জেলায় যেমন হয় মাঝে মাঝে) তাহলে কি এতো শোরগোল হতো?
  • dc | 103.195.***.*** | ২৩ মে ২০২০ ০৮:২৩446169
  • আরেকটা খবর দিয়ে রাখি, কর্ণাটক আর তামিল নাড়ুর সরকার অটো ড্রাইভারদের জন্য ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করেছে। আধার কার্ড, লাইসেন্স, আরসি (ব্লু বুক), ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি ডিটেল দিলে পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাংকে জমা পড়ছে (১৫ লক্ষ টাকার সাথে এর কোন সম্পর্ক নেই)। অন্য রাজ্যগুলোতেও এরকম চালু করা উচিত।
  • dc | 103.195.***.*** | ২৩ মে ২০২০ ০৮:০৯446168
  • এই বাজারে আবার ডিজাইনার মাস্কও এসে গেছে! ফ্লিপকার্টে পার্ক এভিনিউ, লুই ফিলিপ ইত্যাদিদের মাস্ক পাওয়া যাচ্ছে! বাপরে।
  • pp | 2606:6000:6003:0:4eb:b507:3ce5:***:*** | ২৩ মে ২০২০ ০৭:২৫446167
  • এই বহুরুপীর পালক ধরে একটু টানলে হয় না? কত রুপি পাচ্ছে কে জানে?
  • lcm | 99.***.*** | ২৩ মে ২০২০ ০৬:৫৯446166
  • ar | 71.174.***.*** | ২৩ মে ২০২০ ০৬:০৩446165
  • কমলা চাড্ডীদের এই পারসপেক্টিভটা থাকা ভাল।

    The Statue of Unity is a colossal statue of Indian statesman and independence activist Sardar Vallabhbhai Patel.
    Total construction cost Rs 2,989 crores.
    এখন পর্যন্ত বিদেশমন্ত্রীর (পার্টটাইম পিএম) এর বিদেশভ্রমণের খরচা ২১০০ কোটির বেশী।

    আমফান প্যাকেজের অগ্রিমঃ ১০০০-১৫০০ কোটি।

    উত্তর ২৪ পরগণার লোকসংখ্যাঃ ১০.০১ মিলিয়ন
    দক্ষিণ ২৪ পরগণার লোকসংখ্যাঃ ৮.১৬২ মিলিয়ন
    পশ্চিম মেদিনীপুরের লোকসংখ্যাঃ ৫.৯১৩ মিলিয়ান
    পূর্ব মেদিনীপুরের লোকসংখ্যাঃ ৫.০৯৬ মিলিয়ান
    শহুরে বাবুদের এযাত্রা বাদ রাখলাম। পুনর্গঠনের হিসাব্টাও নাই বা ধরলাম।

    লোকপিছু আমফান প্যাকেজে কত হল???

    তারপর আত্মনির্ভর স্বদেশী দিয়ে সার্চ করতেই উত্তরটা পেয়ে গেলাম।

    Official Car: BMW
    Phone: Apple
    Pen: Montblanc
    Scarves: LouisVuitton & Gucci
    Plane: Boeing & Airbus
    Chopper: AgustaWestland
    Sunglasses: Maybach
    Spectacles - BVLGARI
  • রুদ্ররূপ 405:201:8805:37e9:197 .195 | 95.179.***.*** | ২৩ মে ২০২০ ০২:৩৫446164
  •  অতি প্রবল ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় রাজ্যকে অগ্রিম ১ হাজার কোটি টাকা অর্থ সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী । পাশাপাশি তিনি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা অর্থসাহায্যের ঘোষণাও করেন। এই ক্ষতিপূরণের টাকা সরাসরি আম্ফান ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে রাজ্যে আসেন মোদি। আকাশপথে এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালসহ দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে‌ প্রধানমন্ত্রী পর্যালোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপালও।

  • lcm | 99.***.*** | ২৩ মে ২০২০ ০২:২২446163
  • "ঝোড়ো পার্থক্য"

    1. "ভীষণ ক্ষতি হয়েছে Amphan এর দাপটে। কাল থেকে Net নেই। কোথায় কি ক্ষতি হলো না দেখতে পাচ্ছি না FB তে নিজেকে safe mark করতে পাচ্ছি। ভীষণ bore লাগছে। Net নেই, Updates নেই।"

    "ভীষণ ক্ষতি হয়ে গেলো বাবু কালকের ঝড়ে। আমরা মাছ ধরে পেট চালাই। নৌকো ভেঙে গেছে। সব জাল ছিড়ে গেছে। Net নেই, পেট নেই।"

    2. "OMG কাল এত্তো ভয়ঙ্কর আওয়াজ আমি ঘুমোতেই পারছিলাম না। Atlast music therapy worked.... কিন্তু সকালে উঠে দেখি সব শেষ। Gardening is my hobby আর আমার সাধের বাগান নষ্ট হয়ে গেছে। এতো বড়ো ক্ষতি মেনে নিতে পারছি না।"

    "কাল থেকে চিন্তায় ঘুম নেই। চোখের সামনে এতো ভয়ঙ্কর ঝড়-বৃষ্টিতে সব শেষ হতে দেখলাম। চাষবাস আমাদের জীবিকা কিন্তু সব ফসল নষ্ট হয়ে গেলো। এতদিনের পরিশ্রম সব জলে। এবার সংসার চলবে কি করে??"

    3. "কাল থেকে electric supply নেই। Geyser চলছে না, ঠাণ্ডা জলে স্নান করতে হলো। Chimney চলছে না, রান্নার পুরো ঝাঁঝ ঘরে। নতুন রং করেছি, তেলচিটে না হয়ে যায়। TV চলছে না, কোনো খবর শুনতে পাচ্ছি না। Its a horrible experience..."

    "বৃষ্টিতে ঘরে জল ঢুকে কাল থেকে খাওয়া নেই। উনুনটা জলের তলায়। ঠাণ্ডা জমা জলে দাঁড়িয়েই মিয়ানো মুড়ি চিবোচ্ছি। কোনো টিভির লোক আসেনা আমাদের খবর শুনতে গো।"

    4. "বাপরে প্রচুর লোকসান হলো। আমার জানলার designing glass ভেঙে গেছে। গাড়ির headlight ভেঙে গেছে। দরজার চকলা উঠে গেছে। Asian paint করা দেওয়াল জল soak করছে। সাজানো Terrace এর কার্নিশ ভেঙে গেছে। Pipeline, Communication সব choaked.... "

    "ঝড়ে বাড়ির টিনের চাল উরে গেছে। বিছানাটা জলে থইথই । টালির ছাদ ভেঙে ঘরটা আর নেই। বউ-বাচ্চা নিয়ে রাত কাটাবো কোথায়? গাছ পড়ে ছোটো দোকানটা মাটিতে মিশে গেছে। জমানো টাকা আর কতদিন চলবে??"

    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    এতোদিন কোরোনার জন্য অনেকের কাজ ছিলো না, আজ আমপানের জন্য হয়তো শেষ সম্বলটাও চলে গেলো!!! মহাশ্বেতা দেবীর লেখা "ভাত" গল্পের লাইনটা মনে পড়ছে - "এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমোন বোধ করি।"
    -----
    ফেসবুকে প্রদীপ্তদার পেজ থেকে...
  • সিএস | 2405:201:8803:bfef:6425:eaa1:7358:***:*** | ২৩ মে ২০২০ ০১:০২446162
  • অতিচালাক চাড্ডি, বাবুরা হাড্ডি ছড়িয়েছেন, এঁয়ারা চাটছেন।
  • দৃশ্যরূপ | 95.179.***.*** | ২৩ মে ২০২০ ০০:৫৯446161
  • বুঝভুম্বুল | 27.4.101.192 | ২২ মে ২০২০ ২৩:২৩446212

    আপুনী হামাকে খিস্তি করবেন ?
    একটা ছোটোখাটো সাইট এ লিখা র জন্যে আপুনি এতো উপরে উঠবেন ?
    আপুনার কি দিল এ আঘাত লাগবেনা ?
     

    রাম ভারোসা 

  • ~ | 2405:201:8805:37e9:1d8:28d1:e270:***:*** | ২৩ মে ২০২০ ০০:৫৬446160
  • এসব প্রচার জানার জন্যে তো গুরুতে আসার দরকার নেই, চোখকান খোলা রাখলে এমনিতেই চারদিকে। অ্যান্টিচাড্ডি হলে যেখান থেকে আসে সেখানেই বলা যায়, চারদিকে ছড়ানোর মানে হয় না।

    স্প্যাম পোস্ট দেখলে উড়িয়ে দেওয়ার প্রস্তাব দিলাম। সম্পাদক বা অ্যাডমিন বা কর্তৃপক্ষ বা কোর কমিটির ওপর ভরসা রাখছি।

  • একাকী 601:247:4280:d10:c8c4:dd95.195 | 95.179.***.*** | ২৩ মে ২০২০ ০০:৩৪446159
  • তো আপনি ইর্রিটেটেড হবেন  না , ক্রিকেট খেলা , টিভি তে নিউস সবেতেই তো আজকাল ফালতু এড দেখায় , আপনি নিজের বক্তব্যে স্থির থাকলে আপনাকে irritate করবে কোন ইয়ে তে ?

  • Atoz | 151.14.***.*** | ২৩ মে ২০২০ ০০:৩১446158
  • এইসব চাড্ডিরা থাকুক, তাহলে লিবেরাল পরিমন্ডলে বসে যাঁরা ওইদিকের প্রচারগুলো জানতে পারেন না, তাঁরাও জানবেন। এখনও যাঁরা ভাবছেন চাড্ডিরা একটু দুষ্টু-দুষ্টু বটে কিন্তু প্রকৃতপক্ষে দেশোদ্ধার করবে, তাঁদের ভুলটা ভাঙতে সুবিধে হবে।
  • পিনাকী মিত্র | ২৩ মে ২০২০ ০০:৩০446157
  • ভিন্ন মতামত তো দেওয়াই যাবে। কিন্তু ভাটে এসে অন্য চাট্টি কথার মাঝে একটা সাইট বা পোর্টাল থেকে একটা নিউজ কপি পেস্ট করে যাওয়াটা তো একধরণের ট্রোলিং। ইরিটেট করার জন্যই করা। সেগুলো না করে বিতর্ক করলে এত কিছু বলার ছিল না। 

  • আরে | 2402:3a80:a59:6a80:0:67:b48e:***:*** | ২৩ মে ২০২০ ০০:২৩446155
  • এগুলো মনে হয় চাড্ডিদের ট্রোল করেই লেখা৷ ভাল করে পড়ে দেখুন, পড়লে যে কেউ পোস্টদাতার উপরেই চটবে। এত অবভিয়াস পাব্লিক খচানো পোস্ট।
    শেষ পোস্টটাই দেখুন। লেখাটা যেন আন্টিচাড্ডি বামমনস্ক বাংালিকে ট্রোল করে লেখা, অথচ পড়ে দেখুন, সবক'টা পয়েন্টেই অকাট্য হককথা লেখা।
    ৩০০০ কোটির মূর্তি হলে, ২০০০ কোটির বিদেশসুহির ত্রাণে মাত্র ১০০০ কোটি কেন, কেন এত দেরিতে রেসপন্স, রাজ্যপালকে খোঁচা, এগুলো প্রতিটা পয়েন্টই এত ভ্যালিড যে এই নিয়ে খিল্লি করলেও পুরোই ফেল সেটা। হয় অতিবোকা চাড্ডি বা অতিচালাক আন্টিচাড্ডি।
  • একাকী 601:247:4280:d10:c8c4:dd26: | 95.179.***.*** | ২৩ মে ২০২০ ০০:১৮446154
  •  কিন্তু পিনাকীদা

    গুচ তে ভিন্ন মতবাদ পোষণ করা লেখা দেওয়া যাবেনা এরকম তো কোনো নিয়ম নেই 
    এরকম তো নয় যে চাড্ডি রা আমাদের পৈতৃক সম্পত্তি তে হামলা করছে 
    আমরা যেটা ভাবছি , চাড্ডি দল ও  ওদিক থেকে সেই এক ই কথা ভাবছেন না ?
    এটা আমাদের পৈতৃক সম্পত্তি না হলে ওদের ও নয় 
    ভিন্ন মতামত পাশাপাশি থাকুক না কেন ?

  • | ২৩ মে ২০২০ ০০:১৮446153


  • এইটা হেব্বি :-))
    আইটিসেলের নতুন রিক্রুট বোধয়। এই নাহিদকেই ওর হ্যান্ডলার ভেবেছে।
  • পিনাকী মিত্র | ২৩ মে ২০২০ ০০:০৯446152
  • মুশকিলটা হল, পালিয়ে কোনো লাভ আছে কি? এরা সংগঠিত। একজনকে কিছু বললে আরও পাঁচজনকে ডেকে আনে। আর আমরা জমি ছেড়ে নিজেদের পছন্দের ঘেরাটোপে ঢুকে যাই। এই করে সমস্ত পাবলিক স্পেসই দখল হয়ে গেছে। জাস্ট ট্রোল করে আর অ্যাবিউজ করে। আর আমরা সামান্য মতের অমিল হলেই উল্টোদিকের প্ল্যাটফর্মগুলোকে ভেঙেছি। আমাদের স্পিরিটটা সবসময়েই থেকেছে কেবল নিজেদের পছন্দের লোকেদের নিয়ে ছোটো ছোটো ব্যক্তিগত সেফ স্পেস তৈরী করা। আর এরা ক্রমশ সেগুলোতেও ঢুকে পড়েছে। কোথায় পালাবেন? হোয়াটসঅ্যাপে? নিজেদের স্কুলের গ্রুপে এদের বাদ দিয়ে চলতে পারবেন? বা কলেজের? বা অফিসের? বা হাউজিংএর? অতএব যেখানে বদমায়েসি, ট্রোলিং দেখবেন, পাল্টা দিন। ময়দান ছাড়বেন না। 

  • Ishan | ২৩ মে ২০২০ ০০:০৮446151
  • 'আমপান' রিলিফ ফান্ড -- ঘোষণা

    -----------------------------

    ঘূর্ণিঝড় 'আমপান' দক্ষিণবঙ্গের এক ব্যাপক অংশকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে। কারও কারও মতে বিগত ৩০০ বছরে এত বড় ঝড়ের মুখোমুখি হয়নি বাংলা। এখনও বহু জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই, খাবার নেই, মাথার ওপর ছাদটুকুও নেই। মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবাও চালু হয়নি অধিকাংশ জায়্গাতেই। তাই ক্ষয়ক্ষতির সঠিক আন্দাজ এখনও পাওয়া যায়নি। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, তাতে সুন্দরবনসহ বহু প্রত্যন্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ আয়লাকেও ছাপিয়ে যাবে বলেই সকলে মনে করছেন। কোভিড-১৯ জনিত লকডাউনের ফলে বাংলার প্রান্তিক মানুষ ইতিমধ্যেই চরম আর্থিক সংকটে ছিলেন। যেসব পরিযায়ী শ্রমিক সদ্য বাড়ি ফিরেছেন, তাঁরা কপর্দকশূন্য। এর মধ্যে এই ঝড় তাঁদের অনেকের মাথার ওপরের ছাদটুকুও কেড়ে নিল। এই ক্ষত সহজে নিরাময় হওয়ার নয়।

    এই ক্ষত বুকে নিয়েই আগামী দিনগুলোয় ত্রাণ ও পুনর্গঠনের কাজে সামিল হবে আমাদের রাজ্য। সরকারের পাশাপাশি এই কাজে সাধ্যমত হাত লাগাতে হবে আমাদের সবাইকেই। লকডাউন পর্যায়ে ইতিমধ্যেই আমরা দেখেছি অনেক ব্যক্তি এবং সংগঠন তাঁদের সবটুকু সামর্থ্য নিয়ে কোথাও কমিউনিটি কিচেন চালিয়ে, কোথাও স্যানিটাইজার পৌঁছে দিয়ে, কোথাও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়ে নিরলস কাজ করে চলছিলেন। যাঁরা সরাসরি কিছু করতে পারছিলেন না, তাঁরা নানাভাবে টাকা তুলে পৌঁছে দিচ্ছিলেন এই সমস্ত উদ্যোগগুলির হাতে। আমরাও আমাদের সীমিত সামর্থ্য নিয়ে এই প্রচেষ্টায় যুক্ত হয়েছিলাম। কিছু অর্থসংগ্রহের মাধ্যমে কয়েকজনকে সাময়িক বিকল্প রুজি রোজগারের বন্দোবস্ত করতে শুরু করেছিলাম আমরা।

    অনেকেই এই সমস্ত উদ্যোগগুলো বিগত একমাসেরও বেশি সময় ধরে নিতে নিতে ক্লান্ত। অনেকেই তাঁদের সাধ্যমত আর্থিক সাহায্যও হয়ত ইতিমধ্যেই করে ফেলেছেন। তবু আজ এই 'আমপান'-এর ধ্বংসলীলার পরে এমন একটা অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি যে সম্পূর্ণ নতূন উদ্যমে যদি এই ত্রাণ ও পুনর্গঠনের কাজে আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে না পারি, বাংলা এই দ্বিমুখী আঘাত সয়ে উঠে দাঁড়াতে পারবে না।

    তাই এই পরিস্থিতিতে আরও একবার আপনাদের কাছে ফান্ড কালেকশনের আবেদন আমাদের রাখতে হচ্ছে। অনেকেই রাজ্য সরকারের ফান্ডে টাকা দেবেন। তাঁদের নিরুৎসাহ করার কোনো অভিপ্রায় আমাদের নেই। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে একা রাজ্য সরকারের পক্ষে যাবতীয় সদিচ্ছা সত্ত্বেও পৌঁছে যাওয়া সম্ভব নয়। তাই তার পরিপূরক হিসেবে (এবং কখনও একসাথেই) বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগের প্রয়োজন থেকেই যাবে। এরকমই কিছু ব্যক্তি ও সংগঠনের সাথে আমরা যোগাযোগ রাখছি, যাঁরা মূলত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সরাসরি প্রয়োজনীয় সামগ্রী ও মেডিক্যাল টীম নিয়ে পৌঁছে যাবেন। কথা চলছে একটি রিলিফ নেটওয়ার্ক গড়ে তোলার। এগুলি যেমন যেমন এগোতে থাকবে, আপনাদের জানিয়ে দেওয়া হবে।

    আপাতত টাকা পাঠনোর জন্য আমাদের অ্যাকাউন্ট ইনফো নিচে দেওয়া হলঃ

    Account name: Guruchandali

    Current account

    A/c no: 917020025670638

    IFSC code: UTIB0000011

    Axis bank, Golpark

    জি-পে বা পেটিএম - ইত্যাদির জন্যঃ

    +919830415443

  • b | 14.139.***.*** | ২৩ মে ২০২০ ০০:০৮446150
  • অমার এক দাদার সাথে কথা হচ্ছিলো। নকশাল আমলে জেল খাটা, সুরঞ্জন দাসের সহপাঠী,গৌতম ভদ্রের প্রিয় ছাত্র, পরে এ পি ডি আর করা। খুব বিরক্তির সাথে বলতে লাগলেন, এই যে পরিযায়ী লোকগুলো, এদের প্রত্যেকের ঘরে রেশন কার্ড আছে, এখানেও খাবে, আবার ওখানেও খাবে? কেন দেবে সরকার? আর অনলাইন শিক্ষার অ্যাভেইলবিলিটি নিয়ে এতো কথা হচ্ছে, আরে সেরকম গরীবরা তো এইট পাশ করেই , মিড ডে মিল শেষ হলেই চাকরি নেয়। আরে না না, বাধ্য হয়ে করে না।টাকা রোজগারেরও তো একটা মজা আছে, সেটা বোঝ। তুমি টাকা রোজগার করবে, আর বিপদে পড়লে সরকার তোমায় খাওয়াবে? এ কি মামদোবাজি?

    এই সব।
  • দৃশ্যরূপ | 2a0b:f4c0:16c:3::1 | 95.179.***.*** | ২৩ মে ২০২০ ০০:০৫446149
  • ।। বঞ্চনার একডজন ।।  

    ১. কেন উনি প্লেনে করে এলেন? পরিযায়ী শ্রমিকরা প্রাণ হাতে নিয়ে হাঁটছেন। 

    ২. হেলিকপ্টার করে এরিয়াল ভিউ দেখলে হবে? কেন কাদা জলে হাফ প্যান্ট আর গায়ে গামছা বেঁধে নামেননি? কান্তিবাবু তো নামেন।

    ৩. এত টাকার তেল পুড়িয়ে আসার কি দরকার? ওই টাকায় ভাত দিলেই তো হতো!

    ৪. সশরীরে কেন আসতে হল? বাঙালির দেওয়া ক্ষয়ক্ষতির খতিয়ান বিশ্বাস হয়না? বাংলা মিথ্যে কথা বলছে?

    ৫. কেন কাল এলেন না? একদিন দেরি করে আসতে লজ্জা করে না ?

    ৬. ট্যুইট করতে তেইশ ঘন্টা সময় নিলেন কেন?

    ৭. প্যাটেলের আখাম্বা স্ট্যাচু বানাতে তিন হাজার কোটি, নিজের বিদেশ সফরে দু হাজার কোটি, বিজ্ঞাপনের খরচ পাঁচ হাজার কোটি, আর বাংলার বরাতে মাত্র একহাজার কোটি? বাঙালি কি ভিখিরি?

    ৮. রাজ্যের হকের টাকা পঞ্চাশ হাজার কোটি কোথায়?

    ৯. আমফানের বিপর্যয় দেখতে এসেছেন, না ২০২১এর পাবলিসিটি করতে? বাঙালিকে **(censored) পেয়েছেন?

    ১০. জগদীপ ধনখড়ের মতো আড়কাঠি রাজ‍্যপাল পোষার পরেও নিজেকে আসতে হচ্ছে কেন? রাজভবন তুলে দিয়ে দুর্গতদের অস্থায়ী শেল্টার বানানো হোক।

    ১১. জাতীয় বিপর্যয় ঘোষনা করার মত ধক নেই, আবার ছাপ্পান্ন ইঞ্চির আস্ফালন।

    ১২. এতগুলি ন্যাশনাল মিডিয়া, এণ্ডিটিভি ছাড়া কেউ  আমফানের কথা মুখেও আনলো না? কার অঙ্গুলি হেলনে? বাঙালি মনে রাখবে। ইয়ে বঞ্চনা ইয়াদ রাখা জায়েগা।

  • সেকি | 2402:3a80:a59:6a80:0:67:b48e:***:*** | ২৩ মে ২০২০ ০০:০০446148
  • সেকি! সে কি চাড্ডি ফান্ডে পাঠাবেন না! চাডডিদের হয়ে পোস্ট করতে গিয়ে ধরা পড়েও তো লজ্জা নেই, একে ওকে চড় থাপ্পড় মারার কথা বলেও। এই এত এত চাড্ডি ডেকে এনে সাইটে গুগোবর লেপে যাওয়া অবিরত।
  • Abhyu | 47.39.***.*** | ২২ মে ২০২০ ২৩:৩৬446147
  • দে দি, ভারতে বসে আশায় টাকা দিতে চাইলে এই লিঙ্ক ব্যবহার করুন https://www.eventurbo.com/org/Ashanet/public/15191

    80G ট্যাক্স রসিদ পাঠানো হবে।

  • রূপসী বাংলা | 2a0b:f4c0:16c:3::***:*** | ২২ মে ২০২০ ২৩:৩৩446146
  • দৃশ্যরূপ বলছেন মমতা নয়, মোদী পশ্চিমবঙ্গের ভগবান। শালিখ বলছেন আর যাই করুন মমতার সরকারকে কে অনুদান দেবেন না। শালিখ আর দৃশ্যরূপ --- এনারা সব একই অঙ্গে এত রূপ।
  • Du | 47.184.***.*** | ২২ মে ২০২০ ২৩:২৭446145
  • কত কিছু লেখা পড়ি আর মাথায় ঘোরে। সেদিন দেখি এক পোস্ট দেশে এত লোক। সম অলোচন করা সহজ। তারপর কত কত দেশের জনসংখ্যা যোগ করে সরল নামিয়ে প্রমাণ করা যে ইন্ডিয়ার লোকসংখ্যা তার চেয়ে বেশি।

    ভাবলাম ছ বছরে কি বেড়ে গেলো এতো নাকি আগে তা হলে সমালোচনা করাই ছিলো কঠিন আর লোক ছিলো কম?

    প্রসঙ্গ লকডাউন আর করোনা হলে একবার মনে হলনা একটা
    দেশে একাই এর চেয়ে বেশি লোক। লকডাউন ও হয়েছে প্রথম। কেউ হেঁটে বাড়ি যায় নি সেখানে। মনে না এলে বলে দিতে পারি - চীন।
  • বুঝভুম্বুল | ২২ মে ২০২০ ২৩:২৩446144
  • এই সাইটটায় কবে থেকে আসছি মনেও নেই তবে সাকুল্যে দশ লাইনও বোধহয় লিখিনি আজ অব্ধি। তাতে কোনো অসুবিধে হয়নি, নিজের বা অন্যের।

    বিভিন্ন কারণে ফেবু গ্রুপ থেকে চুপচাপ কেটে পড়েছি, বলা ভালো পালিয়ে এসেছি। এখানেও মনে হচ্ছে থাকা যাবে না বেশিদিন, কিন্তু একটা কথা, এখান থেকে যাবার আগে প্রাণ খুলে খিস্তি মেরে তবেই বেরোবো। মন্ত্রীকে পেন্নাম ঠোকানো এসব দৃশ্যগামী না বাল্বিচী যারা আসছে তাদের খিস্তি মারতে গেলে কোনো পলিটিকাল কারেক্টনেসের ধার আর ধারবো না। যুক্তি দিয়ে যুক্তিশীলদের সঙ্গে তর্ক করা যায়, গণ্ডারের সঙ্গে কথা বলা যায়? মতবিরোধ এক জিনিস, এখানে তো কোর চিন্তাই গোবরখেকো।

    অ্যাডমিন, এখানে কতদূর পর্যন্ত খিস্তি অ্যালাউড? তার বেশি দিয়েই শুরু করবো একদম, লাথি খেলে খাবো। যদি প্রশ্ন করেন কীভাবে করা যায়, আমি জানি না, কিন্তু এগুলোকে ভাগানো দরকার, এক্ষুনি, এই মূহুর্তে।

  • শালিখ | 2606:6000:6a0c:e00:e964:af57:e7b4:***:*** | ২২ মে ২০২০ ২৩:১২446143
  • কাগজে বিজ্ঞাপন দিয়ে টাকা খরচ করতে উনিও কিছু পিছিয়ে নেই।

    আর যাই করুন, পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে কাটমানি ডোনেশন দেবেন না। আর কিছু না হোক রেডক্রস আছে।
  • শব্দদূষণ নামি শব্দদূষণ | 95.179.***.*** | ২২ মে ২০২০ ২৩:০৯446142
  • বিপ্লবী বাম প্রথমদিন করোনা আটকাতে রাষ্ট্র কী ছিঁড়িতেছে বলিয়া লম্বা হ্যাজ নামান!

    দ্বিতীয় দিন, হোম মেড চিলি চিকেন, ইয়াম্মি বলিয়া ফেসবুক পোস্ট করে আড়াইশো লাইক সংগ্রহ করিয়া নেন!

    বিপ্লবী বাম কলকাতার বাইরে বাংলা বলতে বোঝেন , দার্জিলিং আর শান্তিনিকেতন। আর জানেন, মালদা মানে আম, বর্ধমান মানে সীতাভোগ ,মিহিদানা, কৃষ্ণনগর মানে সরপুরিয়া , সরভাজা, গোপাল ভাঁড়, কৃষ্ণচন্দ্র আর মুর্শিদাবাদ মানে নবাবি আমল ...!

    বিপ্লবী বাম চোস্ত ইংরাজি ব্যতিরেকে অন্য কোনো ভাষায় পোস্ট দেন না।একুশে ফেব্রুয়ারি বাদে!  কিন্ত তিনি প্রবল বাংলা প্রেমী!

    বিপ্লবী বাম খবর রাখেন না, উত্তরবঙ্গে কবে বন্যা হয়েছিল! কত মানুষ মরেছিল!

    তবে কলকাতার থেকে দশ কিলোমিটারের মধ্যে যে যেখানে লড়ে যায়, সবই বিপ্লবী বামের নিজের লড়াই !

    বিপ্লবী বাম আপাতত ভয়ানক বিপদে। দেড় দিন নেট কানেকশন ছিল না, ইলেক্ট্রিসিটি ছিল না। ফেসবুক পোস্ট করতে না পেরে তাহার প্রাণ আইঢাই করছিল!

    বিপ্লবী বাম জানেন না, গত নয় বছরে রাজ্য কত ধার করিয়াছে ক্লাবে ক্লাবে মোচ্ছব করতে! পাতি চটি পড়তে পয়সা লাগে না, তাই ইকোনমিক্স পড়ার প্রয়োজন হয় না তাঁর। কিন্তু জানিয়ে দিয়েছেন, বাংলা এই সংকট নিজের জোরে কাটিয়ে উঠিবে!

    আরও অনেক কিছুরই তাহার প্রয়োজন পড়ে না, তিনি স্বয়ংসিদ্ধ। পুলওয়ামা হামলার সময় তিনি ডিফেন্স এক্সপার্ট, মোমবাতি জ্বালানোর সময় তিনি পাওয়ার গ্রিড বিশেষজ্ঞ, করোনা আটকাতে তিনি রেডিমেড ডাক্তার! দুই লাইন নবারুণ, তিন বার আজাদি, আড়াইবার মনুবাদী, পিতৃতান্ত্রিক ফ্যাসিস্ট - লিখে দেড় পাতা হ্যাজ নামিয়ে তিনি আচ্ছা আচ্ছা রথী মহারথীকে কাবু করে দেন। মাঝে মাঝে পরিশ্রান্ত হইলে ফাঁকা ফ্ল্যাটে লেনিন বুঝাইয়া দেড় বৎসর পরে মি ট্যু খান!

    আপাতত দেড় দিন ফেসবুক না করার দুঃখে বিপ্লবী বাম স্থির করিয়াছেন, ইহা মেড়ো , গুজ্জুদের চক্রান্ত। এবং প্রবল পরাক্রমে তিনি হিন্দিভাষীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছেন ফেসবুকে। ইয়াহিয়া খানের আমলের বঞ্চনার সঙ্গে তুলনা করিয়া তিনি পশ্চিমবঙ্গের মুক্তিযুদ্ধের ডাক দিয়াছেন। ইহা লিখিতে গিয়া চারটি চোঁয়া ঢেঁকুর উঠিলেও তিনি গ্রাহ্য করেন নাই! জাতির জন্য এই আত্মত্যাগ করিতেই হইবে

  • @দৃশ্যরূপ থুড়ি শব্দদূষণ | 2402:3a80:a6f:62bf:0:60:85ae:***:*** | ২২ মে ২০২০ ২২:২৫446141
  • Souradeep Chatterjee এর লেখা।।
    কয়েকটা ছোট্ট ছোট্ট তথ্য। বেশি নয়, খুব সামান্যই।

    ১. আমফানের ক্ষতিপূরণ করতে কেন্দ্রের তরফে ১০০০ কোটি টাকা মোদীজি "দান" করলেন না। কারণ টাকাটা মোদীজির আয়ের টাকা নয়। ওটা আমাদেরই দেওয়া টাকা। যার নাম "পাবলিক মানি!" অন্য সব রাজ্যের মত পশ্চিমবঙ্গ থেকেও যে টাকা কেন্দ্রীয় কোষাগারে নিয়মিত দেওয়া হয়।

    ২. সরকারি ওয়েবসাইট ও পর্যটন দপ্তরের তথ্য অনুসারে, গুজরাটের ওই বিরাট "স্ট্যাচু অফ ইউনিটি" বানাতে খরচ হয়েছে প্রায় ৩০০০ কোটি টাকা!

    ৩. ২০১৮ সালের শীতকালীন অধিবেশনে রাজ্যসভার প্রশ্নের উত্তরে তৎকালীন প্রতিমন্ত্রী জেনারেল বিজয়কুমার সিং বলেছিলেন, ২০১৪ সালের জুন থেকে ২০১৮ সাল অবধি, মাত্র চার বছরে— মোদীজির বিদেশসফরে খরচা হয়েছে ২০২১ কোটি টাকা। দেশ ঘুরেছেন ৯২ টি। (ফর দ্য রেকর্ড, জেনারেল সিং-ই জানিয়েছিলেন, তার আগের জমানায় মনমোহন সিং-এর জন্য খরচা হয়েছিল ১৩৪৬ কোটি টাকা, তিনি দশ বছরে, অর্থাৎ দুই টার্ম মিলিয়ে ৯৩-টি বিদেশসফর করেছিলেন)।

    ৪. ২০১৮ সালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর জানিয়েছিলেন, ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০১৮ অবধি কেন্দ্রীয় সরকার স্রেফ বিজ্ঞাপন দিতে খরচ করেছে ৫২০০ কোটি টাকা!

    ৫. এক আরটিআই করে জানা যায়, ক্ষমতায় আসার পর মোদী সরকার হিন্দি বলয়ে প্রভাব বিস্তার করতে শুধুমাত্র হিন্দি কাগজে বিজ্ঞাপন দিয়েছে মোট ৮৯০ কোটি টাকার।

    ৬. অযোধ্যায় এক অতিকায় রামের মূর্তি বানানোর পরিকল্পনা প্রায় পাকা। "দ্য হিন্দু" কাগজের তথ্য অনুসারে, মোট খরচ হতে পারে ২০০০ কোটিরও বেশি।

    ৭. মোদীজির নিজের রাজ্য গুজরাটের কুখ্যাত ভূজ ভূমিকম্পের পরে তৎকালীন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল ৭০০০ কোটি টাকার আর্থিক ফান্ড তৈরি করেছিলেন। ত্রাণ ও সাহায্য এসেছিল মার্কিন, রাশিয়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, গ্রিস, বেলজিয়াম সহ বিভিন্ন দেশ থেকে এবং, হ্যাঁ এটাও জানুন— বিজেপি সরকারের আমলে গুজরাটের বিপর্যয়ের পর ত্রাণ পাঠিয়েছিল চিন এবং পাকিস্তান! ঠিকই পড়লেন। কেন্দ্রের বাজপেয়ী সরকার তা সসম্মানে গ্রহণ করে। বর্তমানে ভারতীয় বিদেশমন্ত্রকের ওয়েবসাইটের তথ্য বলছে (ইয়েস, একদম সরকারি তথ্য)—তিনটে প্লেন ভর্তি ত্রাণ এসেছিল পাকিস্তান থেকে!

    আমফানের জন্য কেন্দ্রের তরফে এখনও অবধি কোনো আন্তর্জাতিক আবেদন করা হয়নি। গুজরাট ভূমিকম্পের পর কিন্তু চিঠি লিখে সাহায্যের জন্য আবেদন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী। সে চিঠিটি আজও বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে রয়েছে। আপাদমস্তক ভদ্রলোক ও জনপ্রিয় নেতা বাজপেয়ীর আবেদনে অভূতপূর্ব সাড়া এসেছিল মোট ১০৯-টি দেশ থেকে।

    ৮. ২০২০ বাজেটের সরকারি নথি অনুসারে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র অফিশিয়ালি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা বাকি আছে ৫০,০০০ কোটিরও বেশি। এটা ন্যায্য প্রাপ্য বকেয়া।

    তারপরেও, সিএনএন এবং বিবিসির বিশ্লেষণ অনুসারে "one of the strongest cyclones ever recorded in modern history" আমফানের মারাত্মক হামলার পরেও, কার্যত গোটা দক্ষিণ চব্বিশ পরগণা ধ্বংসস্তুপে পরিণত হবার পরেও এবং রাজ্য সরকারের হিসেবে প্রায় এক লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতির পরেও মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ করলেন এক হাজার কোটি টাকা।

    যাক গে, পরেরবার ভোটের আগে না হয় "হামি তুমাকে বালুবাসে" শুনে আরেকটু নাচাকোঁদা করে নেবেন। মনে রাখবেন, গুজরাট ভূমিকম্পের পর গালফ দেশগুলো, চিন, রাশিয়া, পাকিস্তানের ত্রাণ নেওয়া হলেও বাংলায় সবার আগে চিনের দালাল মাকু ও পেট্রোডলার মোল্লাদের টাইট দেওয়া জরুরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত