অপু, আছি মোটামুটি। ত্রাণ নিয়ে সামান্য ব্যস্ত।
এদিকে ঘোর কেলো। কী কুক্ষণে গুরুর অ্যাপ নামিয়েছিলাম! এখন দেখি লগিন করে মন্তব্য করতে হচ্ছে। এদিকে আমার অ্যাদ্দিনের চেনা নিক এলেবেলে পুরো উধাও। ও এলসিএম, ও হুতো ইহা হইতে পরিত্রাণের কী উপায়?
শুধু দেখলাম গুরুর পাতার ফাঁকে ফাঁকে গুচ্ছের বিজ্ঞাপন আর প্রিয় খ সহসা বোঁটকা বোদাগু-তে পরিণত হয়েছেন।
নমস্কার। অনেক দিন পরে ভাটিয়ালিতে। কেমন আছেন সবাই? আসলে আমার কম্পু থেকে অন্যান্য নানা সাইট ঠিকঠাক আসলেও কোনও অজানা কারণে গুরু আসছিল না। আসলেও আসছিল বেঢপ ভাবে।
তো আপনাদের মৃত্যুর খতিয়ানের ডেলি আপডেট, চার্ট-গ্রাফ-লিঙ্ক সব অটুট আছে তো? তবে অ্যাদ্দিনেও কিন্তু মৃত্যুসংখ্যা তিন হাজার ছাড়ায়নি, যদিও শ্রমিকদের নথিবদ্ধ মৃত্যু প্রায় পাঁচশো ছাড়াতে চলেছে।
যাক সেসব। মোদ্দা যে ব্যাপারটার কারণে ভাটিতে আসা। আমাকে কেউ গোপাল হালদার সম্পাদিত 'বিদ্যাসাগর রচনা সংগ্রহ' দ্বিতীয় খণ্ডের পিডিএফ দিতে পারেন? প্রথম ও তৃতীয় খণ্ডটি থাকলেও এই খণ্ডটি নেই। ১৯৭২-এর সংস্করণ হলে খুব ভালো হ্য় কারণ বাকি দুটো খণ্ড ওই সংস্করণেরই।
আগামী তিনদিন ভাটে নজর রাখব যদি কোনও সহৃদয় ব্যক্তি এই অযাচিত উপকারটি করেন। তার পরে ফের ডুব!
//
//\\