এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিশ্বরূপ রায় | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ০২:০৬444637
  • রেল লাইনে ঘুম - মৃত্যু ও কাঁচা গল্প। 

    ঔরাঙ্গাবাদের কাছে মালগাড়ি চাপা পড়ে ১৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা আমাদের সবার জানা।
    এই ১৭ জন নাকি রেল লাইনে ঘুমিয়ে পড়েছিলেন।  ট্রেনের চালক নাকি চেষ্টা করেছিলেন ট্রেন থামাবার। সম্ভব হয়নি। এই গল্পটা বাজারে চলছে। মিডিয়াও এর বিরুদ্ধে বলে কোন বিচার বিশ্লেষণ না করে এই গল্পই বলছেন। কারণ এরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আরো অনেকেই খতিয়ে না দেখে ঘুমিয়ে পড়াতেই আটকে। 
    ঐ একজন বলেছিলেন 'ভাবো, ভাবাটা প্র্যাকটিশ করো'। 
    গৃহবন্দীতে থাকা অলস মস্তিষ্কতে ভাবার অঢেল সময়। তাই অনেক  সময় নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে ভেবে  নিশ্চিত ভাবে বলতে পারি রেল লাইনে ঘুমিয়ে পড়াটা অবাস্তব। 
    এর পিছনে যুক্তি কী?
    রেল লাইন সম্বন্ধে আমাদের সকলেরই ধারণা আছে যে পাথড় ছড়ানো থাকে তার উপরে ঘুমোনোটা অসম্ভব। 
    ধরে নিলাম ঘুমিয়ে পড়েছিলেন। এক কিলোমিটার দূরে যদি কোন ট্রেন আসে তখন ওই লাইনে যে কম্পন্ন হয় তাতে কুম্ভকর্ণেরও ঘুম ভেঙ্গে যাবে। 
    তাহলে মৃত্যু কীভাবে ?
    আমার ধারণা ওই শ্রমিকরা ঐ মালগাড়িতে চড়ে আসার জন্য গাড়ি থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু গাড়ি থামানো হয় নি।

  • যত্ত সব | 14.***.*** | ০৯ মে ২০২০ ০২:০২444636
  • মনে হচ্ছে সরকার বিমান বুড়ো আর সূয্যি ডাক্তার কে ইথিওপিয়া পাঠিয়ে দেবে , ওনাদের দেখে অনুপ্রেরণায় করনা ইনফেকশন রেট ৭ পার্সেন্ট এ নামিয়ে দেবে 

  • aka | 162.158.***.*** | ০৯ মে ২০২০ ০০:১৮444635
  • কোভিডের সাথে কবিপ্রণামের প্রভাবও এবার বেশি।
  • | ০৮ মে ২০২০ ২৩:২৭444634
  • ইথিওপিয়ায় ১৯১টা কোভিডুনিশ কেস। ৪ জন মৃত, ৯৩ জন সেরে উঠেছেন।

    ভারতে ত বোধয় আজ ৬০হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা।
    ফেকু কেন এবং কীভাবে ইথিওপিয়াকে সাহায্য করবে ভাবছে?? :-O
  • সুবোধ বালক | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ২৩:১০444633
  • বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে থেকে হঠাৎ অদৃশ্য হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

    COVID-19 মহামারীর মোকাবিলা করতে যে পদ্ধতি তারা নিয়েছেন কলকাতার ৯৪% লোক তা অপছন্দ করছেন। 
    জালিয়াতিযুক্ত তথ্য, অপর্যাপ্ত পরীক্ষা, সংবাদমাধ্যমের উপর হামলা, পুলিশের অপব্যবহার ..

    পশ্চিমবঙ্গের কোনো মানুষই আর তাকে বিশ্বাস করেনা 

  • সুবোধ বালক | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ২১:৪৬444632
  • আরামবাগ টিভি নিউজ চ্যানেলের সফিকুল ইসলাম, মমতা সরকারের দুর্নীতিকে সর্বসমক্ষে প্রকাশ করেন যে, কিভাবে পুলিশ স্টেশনকে ব্যবহার করে অস্তিত্বহীন ক্লাবগুলিকে জনগণের টাকা বিতরণ করা হচ্ছিল, পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে। তার স্ত্রী এবং সন্তানেরা ভয়ে দিন কাটাচ্ছেন। 

    গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মুখ বন্ধের চেষ্টা করছে সরকার!

  • shaalikh | 172.69.***.*** | ০৮ মে ২০২০ ২১:৩৬444631
  • হিন্দুত্ববাদীর পোস্টারবয়,সোশ্যাল মিডিয়া নামক তেলে,জিহাদি-দেশদ্রোহীদের বেগুনের মতো ভেজে,জ্বলন ধরানো সেই হিন্দুযোদ্ধা দিবাকর দেবনাথ,

    বাবা, কি ত্যাজ!!
  • b | 172.69.***.*** | ০৮ মে ২০২০ ২০:৪২444629
  • আজকের আনদবাজারে অপ এড পাতাটাকে মোটামুটি কবি ও কোভিড বলা যায়। এর পরে নজরুল ও কোভিড, বিদ্যাসাগর ও কোভিড এনারা ক্রমে আসিতেছেন।
  • | ০৮ মে ২০২০ ২০:৩৮444628
  • কাল রাতে লখনৌয়ে রাস্তায় ট্রাকের ধাক্কায় আরেক শ্রমিক পরিবার মারা গেছেন। বাবা মা দুই সন্তান সাইকেল চালিয়ে লখনৌ থেকে ছত্তিশগড় ফিরবেন ভেবেছিলেন।
  • dc | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ২০:২৫444627
  • r2h, এমনিতে সারা দেশেই তো লোকের নানান অসুবিধা হচ্ছে, কিন্তু এই মাইগ্রান্ট শ্রমিকদের সাথে যা করা হলো, এটা বোধায় আরেকটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। লাখ লাখ মানুষকে স্রেফ না মানুষ বানিয়ে দেওয়া হলো। আমরা থালা বাজালাম আর টর্চ জ্বালালাম, কিন্তু তিরিশ চল্লিশ বছর পর বোধায় ইতিহাসে এই চ্যাপ্টারটা পড়ানো হবে দ্য গ্রেট মাইগ্রান্ট ডিসাস্টার বা ওরকম কোন নাম দিয়ে।
  • বিপ্লবী | 14.***.*** | ০৮ মে ২০২০ ২০:২৪444626
  • " , ?"

    আসবে মানে? আলবাত আসবে। এই লকডাউন পুরোপুরি খোলার অপেক্ষায় আছি আমরা ঃ)
  • নালক | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১৮:৩৩444625
  • রেশনে বিনামূল্যে বিতরণের জন্য NAFED ইতিমধ্যেই ৯,৮৮৯ মেট্রিক টন ডাল পাঠিয়েছে 

    ৬,৮০০ মেট্রিক টন ডাল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে

    প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় সম্পূর্ণ বিনামূল্যে ৫কেজি চাল প্রতি  কার্ড পিছু এবং পরিবার পিছু ১ কিলো করে ডাল পশ্চিমবঙ্গের মানুষ পাবেন।

  • চর্মপীড়া | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১৮:৩১444624
  • যোদ্ধা ফিরেছে,যোদ্ধা লড়বে✊✊
    সবথেকে আবেগের মুহূর্ত,জেল গেটের সামনে প্রিয়জনদের অপেক্ষা.......
    এখান থেকেই অনেকে হারিয়ে যায়,আবার এখান থেকেই অনেকে শুরু করে,অত্যাচারী শাষক ভাবে,জেলের চার দেওয়ালে আটকে রেখে সব দমিয়ে দেবো, কিন্তু তারা বোঝেনা, জাতীয়তাবাদী যোদ্ধারা আরও শক্তিশালী হয় ওই চার দেওয়ালের মধ্যে দিনের পর দিন বন্দি থাকতে থাকতে!
    হিন্দুত্ববাদীর পোস্টারবয়,সোশ্যাল মিডিয়া নামক তেলে,জিহাদি-দেশদ্রোহীদের বেগুনের মতো ভেজে,জ্বলন ধরানো সেই হিন্দুযোদ্ধা দিবাকর দেবনাথ,আজ জামিনে মুক্ত হলো।
    হাসিটাই বলে দিচ্ছে "যতবার তুমি হানবে আঘাত,চাইবে দিতে রুখে,বিপ্লব হয়ে আছড়ে পড়বো, শাষক তোমার ওই বুকে!!!!"
    "বাঙালি হিন্দু হৃদয়সম্রাট প্রতাপাদিত্য"-এর রাজ্যভিষেকের দিনেই, জেল থেকে ছাড়া পেলো দিবাকর।

  • দিল্লু দা | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১৮:৩০444623
  • অসহায় অভুক্ত মানুষ দের অন্ন জোগাড় করতে বিজেপি কর্মীরা ত্রাণ দিতে গেলেই তাদের সেই কাজে বাঁধা দেওয়া হচ্ছে, বিজেপি কর্মীরা একদিকে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা রক্তাক্ত হচ্ছে অন্য দিকে পশ্চিমবঙ্গের পুলিশ নানা অজুহাতে  প্রতিদিন বিজেপি কর্মীদের অ্যারেস্ট করছে, এই অত্যাচারী তৃণমূল সরকার আর না আর না।

  • #$%^&*( | 172.69.***.*** | ০৮ মে ২০২০ ১৮:১৭444622
  • এমন কোন পরিসংখ্যান আছে কিনা ভাবছিলাম, কোন সেক্টরের কর্মীরা সবচে বিপর্যস্ত হয়েছেন - কৃষি (শষ্য, সব্জী, ফল, অন্যান্য), শিল্প (ভারী, হাল্কা, কুটিরশিল্প), ট্রেডিং (ছোট বড় মাঝারি), বা আরো যা যা হতে পারে।
    এসবের থেকে যদি কোন ধারনা পাওয়া যায় কোন অংশের প্রতি জোর দিলে সাস্টেনেবল কোন সমাধানের দিকে যাওয়া যেতে পারে।

    আরো কত রকমের পেশা আছে মানুষের, কাগজে দেখছিলাম মানুষের অন্তিম সংস্কারের সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে একটা খবর বেরিয়েছে। ধর্মব্যবসায়ীরা, মন্দির মসজিদ এইসব ধর্মস্থানকে ঘিরে যাঁদের জীবিকা।

    যদিও ইউপি যেমন অলরেডি শিল্পপতিদের উৎসাহিত করার জন্যে শ্রম আইনে কেটে ছেঁটে দিয়েছেন, ঐ পথেই যাবে নিশ্চয় সব।
    কত কত বছরের লড়াইয়ের পর এইসব এসেছিল।
  • সত্যিনাকি | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১৭:৩৩444621
  • দিল্লু দা | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১৬:২৩444619
  • যাক 
    মোদী *দ নামের একজনকে পাওয়া গ্যাছে যার বাড়ি র সামনের রাস্তা তুলো র 
    অবশ্য ঠিক  ই আছে, চীন কিউবা তে মন্ত্রী রা আবার প্লেন এ চড়েন না , পায়ে হেঁটে দূর দূর দেশে যান 

  • নবীন | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১৬:০৭444618
  • যাদের কপ্টার থেকে পুষ্প বৃষ্টি অপচয় মনে হয়েছে তাদের বলি বায়ুসেনা অন্য কাজও করছেন।
    ওড়িশায় কেন্দ্র বিরোধী সরকার।পশ্চিমবঙ্গের মতোই।
    গত পরশু মহারাষ্ট্রের নাসিক থেকে ওড়িশার জন্য টেস্টিং কিট আসার কথা ছিল, কিন্তু কোনো বিশেষ কারণবশত নাসিকেই আটকে যায় | ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক উপায় না দেখে মধ্যরাত্রে প্রধানমন্ত্রীর অফিসে ফোন করলেন, এবং প্রধানমন্ত্রীকে সমস্যার কথা জানালেন | প্রধানমন্ত্রী মোদী সমস্ত কথা শুনে নবীনবাবুকে বলেন চিন্তা নেই।সূর্যোদয়ের আগেই কিট পৌঁছে যাবে।| প্রধানমন্ত্রীর অফিস থেকে তৎক্ষণাৎ ফোন গেলো নাসিকের বন্ধ হয়ে থাকা এয়ারপোর্ট অথরিটির কাছে, বন্ধ এয়ারপোর্ট খোলা হলো ১ ঘন্টার মধ্যে, বায়ুসেনার বিমান অবতরণ করলো নাসিক এয়ারপোর্টে,  টেস্ট কিট তৎক্ষণাৎ উড়িয়ে নিয়ে যাওয়া হলো ভুবনেশ্বরে | সকাল ৬ টা বাজার পূর্বেই ওড়িশার হেলথ অফিসিয়ালদের হাতে পৌঁছে দেওয়া হলো | কেন্দ্র রাজ্য সমন্বয় থাকলে কিভাবে কোনো কাজ দ্রুত সম্পাদন হয় তার প্রকৃষ্ট উদাহরণ ওড়িশা | ওড়িশায় বিজেপি শাসন নেই, আমাদের রাজ্যের মতোই আঞ্চলিক নেতা নবীন বাবুর রাজত্ব, তা সত্ত্বেও তথ্য না লুকিয়ে বা কেন্দ্রের সাথে প্রতি পদক্ষেপে ঝগড়া দ্বন্দ্ব না করে মানুষের জন্য কেন্দ্র রাজ্য মিলিত হয়ে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ সম্পাদন করা যায় তার অনবদ্য উদাহরণ ওড়িশা | 
     

  • মোদি*দ | 14.***.*** | ০৮ মে ২০২০ ১৫:৫৯444617
  • হ্যাঁ ৪৬ হাজার্কোটির প্লেনের মধ্যে না ঘুমিয়ে সেন্ট্রাল ভিস্তায় না ঘুমিয়ে রেললাইনে ঘুমিয়েছে তো মরার জন্যই।
  • রয়েল স্ট্যাগ মদন | 14.***.*** | ০৮ মে ২০২০ ১৫:২৫444616
  • @দিল্লু দা 
    ওরকম বলবেন না 
    এক্ষুনি গুরুর প্রখ্যাত লেখক রা একজোট হয়ে যে যার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়বেন এবং নরম তুলোর বদলে পিচ দিয়ে রাস্তা বানানোর জন্য শোষক পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্র র গুষ্টির পিন্ডি চটকাবেন 

  • দিল্লু দা | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১৫:১০444615
  • বুঝলাম সরকার এর অপদার্থতা আছে শ্রমিক ফেরানো র ক্ষেত্রে , কিন্তু রেল লাইন এ মাথা দিয়ে ঘুমোনো আর তারপর মোদীজি কে খুনি বলে গালাগাল দেওয়াটা জাস্ট নেওয়া যায় না 

    সেই রেল এ কামরায় থুথু ফেলা লোকটিকে 

    'থুথু ফেলছো কেন ?

    'বাবু গরিব আদমি হ্যায় ' 

    ঐরকম জোক হয়েগেলো 

  • চর্মপীড়া | 14.***.*** | ০৮ মে ২০২০ ১৪:৫৩444614
  •  এই যে গুরু তে এতো এতো কিডনি চমকানো কলজে থাবড়ানো  আইডিয়া র সমাহার দেখা যায় , এগুলো ছাপিয়ে বই বা লিফলেট হিসাবে শ্রমিক দের মধ্যে বিলি করলে কি বিপ্লব আসবে ?

  • #$%^&*( | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১২:৪৩444612
  • এই যে ইউপির শ্রমিক আইন নিয়ে যা হচ্ছে, বা ইচ্ছাকৃত করোনা ছড়ালে যাবজ্জীবন - এসব শুনে মনে হয় ভয়াবহ ডিসটোপিক ফিকশন। ইচ্ছাকৃত করোনা ছড়ানোর কেস দিয়ে কাউকে ধরে নিয়ে গেলে কনভিক্শন সাব্যস্ত হতে হতেই তো তার দফারফা হয়ে যাবে। যেখানে কিনা গন প্রহার কাস্টডি হত্যা শুটআউট রাস্তায় নাম ছবি দিয়ে পোস্টার টাঙানো সবই জলভাত।
  • #$%^&*( | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১২:৩৯444611
  • dc ১২:২৮ - হুঁ, এইটা একটা ভয়ানক পরিস্থিতি। আমার মত মানুষ যেমন, মানবজাতির কাছে চাহিদা যে তারা খামোখা মারপিট যুদ্ধবিগ্রহ না করলেই ভালো, আর দুর্বল মানুষকে না খেতে দিয়ে বা পিটিয়ে মেরে ফেলা তো নৈব নৈব চ। কিন্তু এদিকে আমি বিপ্লবীও নই অ্যাকটিভিস্টও নই, নিরান্তই আয়েস করে ভালো মদ খেতে পছন্দ করি। তো সেটা তো কোন অপরাধ না, নিজে কোন খারাপ কাজ জ্ঞানত করছি না, যদিও একটা ফেইল্ড সিস্টেমের মধ্যে বসে আছি। সেটাকে ভাঙার ক্ষমতা নেই, এত উদ্যমও নেই, ভেতরে বসে বসে যদ্দুর গাল দেওয়া যায় দিই।

    কিন্তু এ যা চলছে, এতে মাথা আউলে যাচ্ছে। লোকজন জাস্ট পোকামাকড়ের মত মরে যাচ্ছে, দুর্বল মানুষের আইন কানুন হাওয়া। বসে বসে এসব দেখা একটা ভয়ানক ফ্রাস্ট্রেশন। এইটাই আসল লকডাউন, এর থেকে বেরুনোর উপায় নেই। সিরিয়াসলি, এইটা নেওয়া যাচ্ছে না।
  • $%^&*(!@ | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১২:৩২444610
  • দূর থেকে জ্ঞান দেওয়ার একেবারেই মানে হয় না, সোমরাজবাবুরা এবং আরো অনেকে যে গুরুদায়িত্ব কাঁধে তুলেছেন সেটা বিরাট ব্যাপার। সব দিক বিবেচনা করেই নিশ্চয় ব্যবস্থাপনা হচ্ছে।

    ভাবছিলাম, যে বসতিগুলিকে সাপোর্ট করা হচ্ছে, সেখানেই কম্যুনিটি কিচেন বানানো যেত না? ওখানে যদি কোন কন্স্ট্রাকশনের লোকজন থাকেন, তাঁদের সাহায্যে অস্থায়ী চালা তুলে, যৌথশ্রম দিয়ে। এতে সাসটেনেবিলিটি, কামারাডারি সবই বোধয় আরেক ধাপ এগিয়ে যেত।
    এবং যা চলছে চারদিকে, শ্রমিক ঐক্য ভয়ানক জরুরী আগামী দিনে।

    আপনারা আলাদা আলাদা জায়গায় যাচ্ছেন তা জানি, সেখানে একটা চ্যালেঞ্জ আছে। তবে যেখানে কিচেন হবে সেখান থেকেই ভলান্টিয়ার পাওয়া যেতে পারে বলে মনে হয়।

    আবারও, দূর থেকে অলস নাক গলানোর জন্যে দুঃখিত, সোমরাজ, অর্জুন অভিষেক - আপনারা যাঁরাই এই দুর্দিনে পথে নেমে মানুষকে কাঁধে কাঁধ মেলাচ্ছেন তাঁদের জন্যে কোন প্রশংসাই যথেষ্ট না।
  • dc | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১২:২৮444609
  • মাইরি চতুর্দিকে লোকের দুরবস্থা এমন ভাবে বাড়ছে যে থাকা মুশকিল। দিব্যি সুখে দিনগুলো কাটাচ্ছিলাম, মাঝখান থেকে এই এক প্যানডেমিক এসে হাজির হলো।
  • b | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ১১:২২444608
  • বলা যায় না। উনিজি বললে হয়ত হেকলা চোলো রে গেয়েও দিতে পারেন দু লাইন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত