এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dipanjan | ০৮ মে ২০২০ ০৫:৫২444577
  • @lcm - টোটাল কেস ট্র্যাক করে খুব একটা লাভ নেই, কারণ রিসেন্টলি টেস্ট এর সংখ্যা অনেক বেড়ে গেছে | আউটব্রেক কমছে না বাড়ছে, তা বোঝার জন্য টেস্ট পসিটিভিটি রেট ট্র্যাক করতে হবে | আর হস্পিটালাইজেশন ডাটা | টুইটারে এথিকাল স্কেপ্টিক কে ফলো করতে পারেন | ভালো চার্ট করছেন covidtracking.com এর ডাটা নিয়ে |
    https://pbs.twimg.com/media/EXcc_jzXQAIjI5a?format=png&name=900x900
  • বিচি ত্র | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০৪:৫৭444576
  • দুইখানি ভিন্ন সংবাদপত্রের দুইজন সাংবাদিক বন্ধু একদা জঙ্গলে বেড়াইতে গেলেন। 

    তাঁহারা দেখিলেন একটি বাঘ শিকার ধরিবার জন্য একটি হরিণকে তাড়া করিয়াছে। হরিণটি বাঘের কবল হইতে কোনোমতে বাঁচিয়া গেলেও বাঘের থাবায় মারাত্মকভাবে জখম হইল। বাঘও শিকার হারাইয়া ব্যার্থ মনোরথে গুহায় ফিরিয়া আসিল।

    এইবার দুই বন্ধুর একজন বাঘের এবং অপরজন হরিণের সাক্ষাৎকার লইলেন। 

    পরের দিন দুই সংবাদপত্রের শিরোনাম:

  • lcm | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০৪:১৩444574

  • ---
  • Дж | ০৮ মে ২০২০ ০৩:১৯444573
  • ভুল বোঝাবুঝি হয়ে গেছে। উদোর বোঝা বুধোর ঘাড়ে। খুবই ইয়ে ব্যাপার। পাবলিক মজা লুটবে। খুবই লজ্জার ব্যাপার।

  • Дж | ০৮ মে ২০২০ ০৩:১৩444572
  • তাহলে ইনি অন্য কেহ

  • অর্জুন | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০৩:০৩444571
  • হমম ......

    অমলা দাশ বিবাহ করেননি বলেই জানি। আর পৃথিবী ছেড়েছেন ১৯২০/২১ সাল নাগাদ। 

  • Дж | ০৮ মে ২০২০ ০৩:০২444570
  • আরেকজন ছিলেন কনকদি।

  • Дж | ০৮ মে ২০২০ ০৩:০০444569
  • অমলাদির

  • অর্জুন | 172.69.***.*** | ০৮ মে ২০২০ ০৩:০০444568
  • @Дж  

    কার কর্তা ? 

  • অর্জুন | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০২:৫৮444567
  • @বোধিস্বত্ব দাশগুপ্ত, মানে বোধি-দা, আরে কি কাণ্ড ! এই জন্যেই ব্রতীন-দা বলেছিল আপনি অ্যাবসেন্ট মাইন্ডেড । পড়াশোনা নিয়ে একেবারে ব্যস্ত নই। মেসেজে সেটাই তো কইলাম। কভিডের জন্যে গৃহবন্দি অবস্থায় ভেবেছিলাম না পড়া বইগুলো খুলব। বই নামানো হলেও পাতা বেশী ওলটায়নি। 

    হাঁটাহাঁটি এখন কমেছে । তবে একটা জায়গায় তারা ১২০ টা পরিবার ডেটল চেয়েছিল বলে একদিন বড্ড বেশী হাঁটা হয়ে গেছিল।  সারা কলকাতায় ডেটল পাওয়া যাচ্ছেনা । তবে আমাদেরই একজন অবশ্য জোগাড় করেছে । কিন্তু বড় সাইজের পাওয়া গেছে তাই আবার প্লাস্টিকের শিশি কিনতে হল।    ফিরে দেখি গা গরম। এখন আরেক বিপদ এসব বাড়িতে  বলাও যায় না। মাথা যন্ত্রণা করছে বলে নিজের ঘরে ঘাপটি মেরে ছিলাম। পরের দিন ঠিক হয়ে গেছে । 

    অনেকেই এই সময়টা মন দিয়ে অনেক কিছু করে ফেলছে।   আমার পরিচিত একজন লেখালেখি করে, বলল একটি উপন্যাসের খসড়া করে ফেলেছে । লেখাও শুরু করে দিয়েছে । 

    আমি কন্সেনট্রেট করতে পারছিনা। 

    বোধি-দা'ও কয়েকজনকে নিয়ে একটি দারুণ কাজ শুরু করেছেন। তবে আমায় বলতে মানা করেছেন। 

  • Дж | ০৮ মে ২০২০ ০২:৪২444566
  • এঁকে আমি দেখেছি। গানও শুনেছি। এঁর কর্তা আমাদের শিক্ষক  ছিলেন। যদি ঠিক বলি শৈলেন বাবু।

  • অর্জুন | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০২:২০444565
  • রবিবাবুর গান। অমলা দাশের গলায় । ১৯১৪ । 

    রবীন্দ্রনাথের গানের ধারক বলা যায় অমলা দাশকে। 

  • S | 108.162.***.*** | ০৮ মে ২০২০ ০২:১০444564
  • আমাদের ছোটোবেলা এখনকার থেকে ভালো ছিল এমন মনে করিনা। বড্ড কম সুযোগ, সুবিধা ছিল। হয়ত কম্পিটিশান কম ছিল বটে, কিন্তু তেমনি ভালো কিছু করার সুযোগও কম ছিল। এখন কত নতুন নতুন দরজা খুলে গেছে।

    তবে আমাদের ঐরকম পাড়াতুতো আত্মীয়্তা আর দূরদর্শনের মিশ্রনে তৈরী ছোটোবেলার সঙ্গে সেই সময়ের সমাজের মধ্যবিত্ত সেন্টিমেন্টগুলো বেশ খাপ খেয়ে গেছিল। যেগুলোকে আমরা এখন মরাল টরাল বলি আরকি। সোশাল এবং পার্সোনাল লেভেলের কনস্ট্রেন্টগুলো বেশ অ্যালাইন্ড ছিল ফলে আপাতদৃষ্টিতে জীবনের অন্কগুলো মিলে যেত।

    এখন বোধয় একটু মুশকিল হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। উচ্চমধ্যবিত্তদের ফাইনান্সিয়াল সিকিউরিটির বিশাল পরিমাণ বৃদ্ধি আর নতুন প্রজন্মের জন্য প্রচুর সুযোগ সুবিধার সঙ্গে ঐ মধ্যবিত্ত সেন্টিমেন্টগুলো খুবেকটা খাপ খাচ্ছে না। ফলে গোলমাল হয়ে যাচ্ছে।
  • lcm | 172.68.***.*** | ০৮ মে ২০২০ ০১:৫৯444563
  • বলছে - ডিজিটাল ডিভাইড
    Indian education can’t go online – only 8% of homes with young members have computer with net link.

    The Covid-19 pandemic has exposed how rooted structural imbalances are between rural and urban, male and female, rich and poor, even in the digital world.

    ইলেকট্রিসিটি কানেকশন একটা প্রবলেম -
    ... 6% of India’s households received one to eight hours of electricity daily, 33% received 9-12 hours, and only 47% received more than 12 hours a day.

    কম্পুটিং ডিভাইস
    ...while 24% Indians own a smartphone, only 11% of households possess any type of computer

    ইন্টারনেট কানেক্শন
    ... 24% of Indian households have an internet facility. While 66% of India’s population lives in villages, only a little over 15% of rural households have access to internet services. For urban households, the proportion is 42%.

    আর,
    ... Among the poorest 20% households, only 2.7% have access to a computer and 8.9% to internet facilities. In case of the top 20% households, the proportions are 27.6% and 50.5%.

    https://scroll.in/article/960939/indian-education-cant-go-online-only-8-of-homes-with-school-children-have-computer-with-net-link
  • lcm | 172.68.***.*** | ০৮ মে ২০২০ ০১:৫৪444562
  • :-)
  • sm | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০১:৩২444561
  • হোয়া তে পেলাম।
    এক মাড়োয়ারি গেছে ডাক্তারের কাছে করোনা টেস্ট করাতে।
    ডাক্তার বললো,সাড়ে চার হাজার লাগবে।শুনেই মাড়োয়ারি ওই ডাক্তারের মুখে ফ্যাচ করে হেঁচে দিয়ে চলে গেলো।
    দিন সাতেক বাদে এসে জিগালো ,ডাক্তার আইসলেশনে গেছে কি না।
    যায় নি শুনে বেশ নিশ্চিন্ত হলো।যাক বাবা,টেস্ট এর খরচ তো বাঁচলো!
  • Atoz | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০১:০৭444560
  • হ্যাঁ অপু, আমার তো মনে হয় ছোটোবেলার ওই খেলাধূলো(আমাদের ওদিকে আবার এত টিভিও ছিল না, গল্পের বই আর রেডিও, এই সম্বল। পাড়ায় একটা দুটো টিভি, অনেকে ভীড় করে রবিবারে রামায়ণ মহাভারত আর কোনদিন জনি স্যকো অ্যান্ড হিজ ফ্লাইং রোবট ঃ-) ) আমাদের একটা পজিটিভ অ্যাটিচুড দিয়েছিল, পৃথিবীটার সঙ্গে একটা সরাসরি সংযোগের ব্যাপার কিনা, ও জিনিস ব্যর্থ হবার নয়। পড়াশোনা, স্কুল, প্রতিযোগিতা ইত্যাদি তো আছেই, কিন্তু তার বাইরেও যে একটা বিরাট কিছু আছে, খাঁচার বাইরের দুনিয়া, এই অনুভবটা খুব আবছাভাবে হলেও আমরা পেয়েছিলাম। কোনো কিছুই যে শেষ হয় না সহজে, ফিনিক্স পাখির মত পুড়ে গিয়েও আবার নবজাত হয়ে উঠে আসে, এই ব্যাপারটা অত সফিস্টিকেটেডভাবে না হলেও কোনো না কোনোভাবে আমরা বুঝতে পেরেছিলাম।
  • অপু | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০০:৫৬444559
  • আরে আমাদের সম য় ফেসবুক ছিল WA ছিল ? সেল ফোন ছিল?  আমি চাকরী তে জয়েন করার পরে ফোন কিনি। 

    মাঠে রোজ খেলা। যতক্ষন না সন্ধ্যে হচ্ছে। গল্পের ব ই , রেডিও আর টিভির দুটো চ্যানেলের মধ্যে ই ছিল আমাদের জীবন। প্রতি সাবজেক্টের জন্যে টিউটর ছিলেন না। স্কুলে পড়ানোর মান যথেষ্ট ভালো ছিল। আর এখন কার বাচ্ছা গুলোর মতো এত কম্পিটিশন আমরা ফেস করতাম না বা বলা ভালো আমাদের বাব মা রা অনেক কনসিডারেট ছিলেন। প্রতিযোগিতার চাপে এখনকার বাবা মা দের হ য়তো সেই লাক্সারী নেই।

    তবে যাই হোক আমরা অসাধারণ একটা ছেলেবেলা পেয়েছিলাম ।

  • দাশু | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০০:৪০444558
  • ফেসবুক খুললে নিউজফিডে ভুলভাল খবর,হেটস্পিচ,যৌন নির্যাতন,শ্লীলতাহানির ঘটনায় বেশিরভাগ চোখে পড়ে।মনে তখন ভীষণ বিরক্তিবোধ,হতাশা কাজ করে।ভাবি,এগুলো আছেই বা কেন?এগুলোকে হয়তো রুখে দেওয়া সম্ভব না কখনো।তার চেয়ে বরং সব শেষ হয়ে যাক।

    আরেকটু স্ক্রল করলে এমন দুয়েকটা জিনিস দেখি যা প্রচন্ড রকমের আশা যোগায়।এই লকডাউনের বাজারে কেউ কষ্ট করে জমানো টাকা দিয়ে কমিউনিটি কিচেন চালাচ্ছে,প্রতিদিন শয়ে শয়ে অসহায় মানুষ গিয়ে খাবার খাচ্ছে।যে লোকটা কারো কাছে খুব প্রয়োজনেও টাকা ধার নেয়না,সে ভিক্ষুকের মত টাকা চায়ছে,ওই টাকা দিয়ে গরিব মানুষের বাড়ি বাড়ি রেশন,মাস্ক-স্যানিটাইজার দিয়ে আসছে;এমনও রয়েছে দাতা-গ্রহীতা কেউ কাউকে চেনেনা।কেউ লাইভে এসে গল্প শোনাচ্ছে,লোক হাসাচ্ছে,গান শোনাচ্ছে;দর্শকদের থেকে ফান্ড তুলে মুহূর্তের মধ্যে গরিব মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।কেউ নিজ খরচে গাড়ি চালিয়ে রোগীকে রক্ত দিয়ে আসছে।পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ঘন্টার পর ঘন্টা একই ডেস্কে বসে কাজ করছে।এরা কেন এসব করছে জানিনা,তবে সারাদিন কাজ করে যখন রাত্রিবেলা হাসিমুখে এদের ছবিগুলো দেখি,মন ভালো হয়ে যায়।আতঙ্ক কমে।হয়তো,প্রতিবছর পৃথিবীর ওপরে আছড়ে পড়তে আসা গ্রহাণুগুলো এদের দেখে পাশ কাটিয়ে চলে যায়।মানবসভ্যতার আরো বহুকাল বাঁচা বাকি .....

  • S | 108.162.***.*** | ০৮ মে ২০২০ ০০:৩৯444557
  • এটা বোধয় কোরোনার থেকেও বেশি ভয়ন্কর খবর। মানুষের ভুলেই এতগুলো নির্দোষ মানুষের জীবন চলে গেল। প্রশ্ন অনেক ওঠে। কিন্তু সেসবের বোধয় এখন সময় নয়।
  • বাল ক | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০০:৩৩444556
  • #আকাশবাণী_সংবাদ_কলকাতা
    কম খরচে কোভিড নাইন্টিন পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের একদল গবেষকের তৈরী কিট ICMR –এর ছাড়পত্র  পেয়েছে। খুব শীঘ্রই এই কিট নমুনা পরীক্ষার কাজে লাগানো হবে।  খরচ পড়বে ৫শো টাকার মত। মাত্র নব্বই মিনিটে নোভেল করোনা ভাইরাস শনাক্ত করা যাচ্ছে এই কিটের সাহায্যে।

    বেসরকারী সংস্থা জি সি সি , ‘বায়োটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের’ উদ্যোগে এই কিট তৈরী হয়েছে।

  • Atoz | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০০:২০444554
  • অরিন, আছেন আজকে এখানে?
  • #$%^&*() | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০০:২০444553
  • ঘাড় কাত হয়ে যাওয়া বাচ্চাকে নিয়ে দৌড়ে যাচ্ছে মানুষ... বাস্তব থেকে চোখ এড়িয়ে যাওয়া কিনা জানি না, খবর গুলো এমনিতেই ভয়ানক স্ট্রেসফুল, গ্রাফিকগুলো আরো বেশি, ভাটের পাতায় এই ছবিগুলো দেখে কি হবে।
  • Atoz | 162.158.***.*** | ০৮ মে ২০২০ ০০:০৪444552
  • বিষাক্ত গ্যাস ছড়িয়ে গ্যাছে!!! কী সাংঘাতিক!!! এইসব বিষাক্ত রাসায়নিক ইনভলভ্ড থাকলে অতিরিক্ত সতর্কতার আইন থাকা উচিত। নিশ্চয় আছেও।
  • lcm | 172.68.***.*** | ০৮ মে ২০২০ ০০:০১444551
  • LG Electronics - যাদের টিভি, রেফ্রিজারেটর, ফোন -- বিখ্যাত কোম্পানি - দক্ষিণ কোরিয়ার - এদের একটিডিভিশন LG Chemicals তাদের ভারতীয় কোম্পানি - LG Polymers India Pvt. Ltd. - এরা হল Plastic Resin & Synthetic Fiber প্রস্তুতকারক - polystyrene, fiberglass, rubber, and latex... এই সব ।

    বিশাখাপত্তনম থেকে ১১ কিমি দূরে গোপালাপটনম নামক জায়গায় এই কোম্পানি।


    ভোর রাত ৩-টে নাগাদ গ্যাস লিক শুরু হয়।


    এই গ্যাস পৌঁছতে পারে মন এলাকায় ১০,০০০ মানুষের বসবাস বলে আন্দাজ করা হচ্ছে, এদের মধ্যে ৫০০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ২৮৫ জন হাসপাতালে, ১১ জন মারা গেছেন।

    কী করে হল?

    করোনাভাইরাস শাটডাউনের পর কোম্পানি খুলতে গিয়ে তাড়াহুড়ো করে অপারেশন রিস্টার্ট করতে গিয়ে এমন বিপত্তি।


    কোম্পানির গেটের বাইরে মানুষের ভিড়


    গবাদি প্রাণীর মৃত্যু হয়েছে। স্টাইরিন (Styrene) গ্যাস একবার শরীরে ঢুকে গেলে তার মোকাবিলা করার মতন কোনো অ্যান্টিডোট নেই।
  • Atoz | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ২৩:৫৯444550
  • আর এখনকার ছেলেমেয়েদের সমস্যা একেবারে জোড়া সাঁড়াশীর মত। ডাইনেও ঝামেলা, বাঁয়েও ঝামেলা। বাইরেও বন্ধুবান্ধবের পীয়ার প্রেশার, ঘরেও বাবামায়ের হিপোক্রিসি। খোলা মাঠগুলো থাকলে এরা অন্ততঃ শ্বাস নিয়ে বাঁচতে পারত, লড়তে লড়তে খেলতে খেলতে পড়তে পড়তে উঠতে উঠতে একসময় নিজেরাই সমাধানের রাস্তাটা হয়তো দেখতে পেত। আমাদের মান্ধাতার আমলের সমাধানে তো এই ভবিষ্যৎ নাগরিকদের চলবে না, ওদের সমাধান ওদেরই বার করতে হবে।
  • Atoz | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ২৩:৫১444549
  • অপু, এখনকার ছেলেমেয়েরা কিছুটা দুঃখী। খোলামেলা মাঠ নেই। দৌড়োদৌড়ি হুড়োহুড়ি মারামারি করার স্পেস নেই। এত প্রাণশক্তি এত উদ্যম খাঁচার মধ্যে আটকা। কী করবে, এখানে কামড়ায় ওখানে কামড়ায়, সমাধান কই?
  • অপু | 162.158.***.*** | ০৭ মে ২০২০ ২৩:৪৩444548
  •  এখন কার ছেলে মেয়ে রা বীভৎস স্মার্ট । আমাদের সব য় "উরু উরু মন আর দুরু দুরু বুক " প্রেম আর নেই। :)))) 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত