দুই ভাই নারকেল গাছকে বগলদাবা করে পাঠান পাগলে উঠেছিল বুঝলাম। কিন্তু বেড়ালটা কোথায় ছিল? নাকি বেড়াল পাঠান পাগলকে বগলদাবা করে নারকেল গাছে উঠছিল আর দুই ভাই দাঁড়িয়ে দেখছিল?
রাজোয়ারা দেবেশ দাশ এর লেখা। ফিল গুড লেখা লেখেন দাশ দেবেশ
দেবেশ রায় অন্য কিসিমের লেখক। তিস্তাপারের বৃত্তান্ত বরিশালের যোগেন মন্ডল এসব লেখার সাথে রাজোয়ারা ফাজোয়ারার তুলনাই আসে না।
আমি anandab এর সঙ্গে একমত এই ব্যাপার এ
নিক use করার রেস্ট্রিকশন রাখা যেতেই পারে
আমার তো মনে হচ্ছে organised IT cell এর কাজ , না হলে দ এর লিগাল এক্সপ্লানেশন এর পর কোনো একক ব্যক্তি র সাহস হতোনা
Atoz এর লেখা র আমি গুণগ্রাহী তাই ওনার নিক ব্যবহার করার প্রতিবাদ করছি কিন্তু গালাগাল করার কোনো পোস্ট তো দেখলামনা
কেন আটোজ ভালোমানুষ নয়?
না হে "শাহাজাদা দারাশিকো" পড়ি নি।
আমার মনে হয়, হিস্টরিকাল গল্প, নভেল ( ফিকশনাল হিস্ট্রি ) হিস্ট্রির প্রতি ভালবাসা জন্মায়।
এই নিক সমস্যা হল এখানকার চিরকালীন সমস্যা। লগ-ইন ব্যাপারটা ঠিক জানি না। কিন্তু সেটা শুরু করলেই ভাল।
কিন্তু @আতোজ, আপনি 'ভালমানুষ' ?? ঃ-))
'তিস্তাপারের বৃত্তান্ত' বইটি নিয়ে আমার ভয়ংকর অভিজ্ঞতা আছে। ২০১৪য় কলকাতায় ফেরার পরে গোলপার্কের রামকৃষ্ণ মিশন লাইব্রেরী থেকে নিয়ে পড়ব বলে। কয়েকপাতা পড়ে ফেলে রাখি। ইস্যু ডেট পেরিয়ে যায়। আবার রিইস্যু করি। এই ভাবে বইটি ১০ মাস রেখেছিলাম কিন্মতু ৭০ পাতাও পড়ে উঠতে পারিনি। শেষে মিশন লাইব্রেরীর এক খিটখিটে স্টাফ ইস্যু স্লিপ পাল্টাতে গিয়ে বলে 'একটা বই একজন যদি এক বছর রেখে দেয়, বাকীরা কি করে পরবেন বলুন তো ?' আমিও হাল ছাড়ি।
'তিস্তাপার... ' ও আমি পরস্পরকে ছেরে হাঁফ ছেড়েছিলাম ! ঃ-)))))
আমিও লগইন এর বিরোধী
সেক্ষেত্রে গুরু আর টুইটার এর কোনো তফাৎ থাকেনা
টেস্ট। বাবা কেন কাফকা। স্বামী কেন কিয়েরোস্তামি।