করোনার খবরে বোর হয়ে গিয়ে থাকলে একটু কঙ্গোর দিকে উঁকি দিতে পারেন, সেখানে আবার ইবোলা দেখা গেছে।
"তো এই অর্থনীতির কেসটা যা হতে চলেছে (হবেই), তাতে প্রচুর পরিমান মধ্য ও তদূর্দ্ধবিত্ত লোক কেস খাবে। কিন্তু যে বিপুল জনসাধারন এমনিতেই আধপেটা খায়, তাদের অতিমারীতে মরার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আজকের যুগে আমাদের দেশে বোধয় দুর্ভিক্ষে মরার সম্ভাবনা কম।"
র২হর এই আর্গুমেন্টটা ইন্টারেস্টিং লাগল। এটা নিয়ে ভাবা যেতে পারে।
আপনাদের চোখের সামনে ইউকে র আদর্শ উদাহরণ থাকতেও এত ধন্দ কেন! এসব আবার কোন নতুন তত্ত্ব নাকি, ইউকে প্রথম থেকেই এটাই তো করছিল। একেবারে এই মডেলেই বেশকিছুদিন ধরে চলে কী ভাল কন্ট্রোল করেছিল বলুন তো। সেরকমই চললে ভাল হত। এখন ১০-১২০০০ মরেছে, তখন আরেকটু। তাতে কী। হুড়মুড়িয়ে হার্ড ইমুইনিটি আসার হদ্দমুদ্দ হত একেবারে।
আর কেন, আমেরিকাও গোড়াতে তাই করেছে। নিউইয়র্ক অনেক দিন। একটা শহরে দুই হপ্তায় হাজার পনেরো লাশ পড়া সেরকম কিছু ব্যাপার নয়। নিউইয়র্ক ক্যালিফোর্নিয়াত তফাতটা হল কেন?
হানুদা যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলোই আমাকেও দোলাচলে ফেলেছে। সেই কারণেই আমি।কোন অবজেক্টিভ কমেন্ট দিইনি ; শুধুই লিঙ্কটা দিলাম। শুধু ডেটা অ্যানালিসিসটাই যথেষ্ট ডিস্টার্বিং লাগল, ফেলে দিতেও পারছি না, চট করে মেনে নিতেও না।
টাইম গ্যাপটা মনে হয় চ্যাট কনভার্সেশনের কারণেই
টেস্ট
2095 tests done , saturday briefing.