এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.162.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২২:০৩441915
  • এমেনিতেও আমেরিকাতে এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই স্কুল বন্ধ হয়ে যায়। অতেব তার ৬ সপ্তাহ আগে বন্ধ করে খুব ভুল কিছু করেনি। বাচ্চারা বাড়িতে নিয়ে যেত।

    ট্রাম্প ভাবছে কি করে সবদিক সামলাবে। প্রথমে যে পাত্তাই দেয়নি, সেকথা একদম রেকর্ড করা আছে। লোকে সেসব বারবার চালাচ্ছে আর নাছড়বান্দা সাংবাদিকগুলো রেগুলার সেকথা মনে করিয়ে যাচ্ছে। নভেম্বরে ইলেকশান, তার আগে মার্কেট না উঠলে চাপ আছে। ফক্স নিউজও রক্ষে দেবে না। আর শুধু প্রেসিডেনশিয়াল ইলেকশান তো নয়, হাউস-সেনেটে ইলেকশানও আছে। সেখানে ভালো ফল না করলে প্রেসিডেন্ট হয়েও খুব বেশি কিছু করতে পারবেনা। ফলে রিপাব্লিকানরা মোটামুটি চাইছে আর এক-দু সপ্তাহে ইকনমি খুলে দিতে। কিন্তু আবার বোজোকে দেখে ভয় ধরেছে। তার উপর দেশ খুলে দিলে নভেম্বরে অনেক বেশি লোক ভোট দেবে, তাতে জিওপির সমস্যা।

    তাই এখন এমন একটা পলিসি খুঁজছে যাতে একই সঙ্গে ট্রাম্প-জিওপির প্রথম দিকের উদাসীনতা লোকে ভুলে যায়, অর্থনীতি-মার্কেট ভালো জায়্গায় যায়, মৃতের সংখ্যা কম থাকে, আবার নভেম্বরে বেশি লোক ভোট না দেয়।
  • dhus | 108.162.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২১:৫০441914
  • এক্খুনি সোমোস্ত টিভি চ্যনেল ১০ট -৪ টে নিয়ে সোব ক্লসের সোব ভাষার ক্লাস চালু করা দরকার। ভুলভাল টেনশন তঈরি ছাড়া কিত্ত্সু কোরে না এগুলো।
  • sm | 172.69.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২১:৫০441913
  • ভালো আলোচনা চলছে।আর্জেন্টিনার পর থেকে ওয়ার্লডোমিটার এর লিস্ট অনুযায়ী গোটা পঞ্চাশেক দেশ আছে,যাদের আক্রান্তের সংখ্যা 2000 এর নিচে। এই লিস্টে হংকং, তাইওয়ান,বাংলাদেশ আছে।
    কিছু আফ্রিকার কান্ট্রি (যথেষ্ট বড়)গুলোতে 20 র কম।
    কেন??
    লক ডাউন করার প্রায় মাসখানেক বাদেও ইতালির অবস্থা এত করুন কেন?
    এখন দক্ষিণ ইতালিতে ছড়াচ্ছে কেন?
    জাপান ও নিউজিল্যান্ড এতো ভালো পরিসংখ্যান দেখাচ্ছে কি ভাবে?
    কেন হু প্রথম দিকে বলছে মাস্ক বাধ্যতা মূলক নয়।কিন্তু এখন সবাই বলছে বাধ্যতা মূলক হওয়া উচিত?
    বাচ্চাদের কেস ফ্যাটালিটি ঠিক কতো?
    এরা লকডাউন উঠে যাবার পর স্কুলে গেলে কি হবে?
    লক ডাউন করে অন্যান্য রোগের চিকিৎসা কতোটা ক্ষতিগ্রস্ত হতে পারে?করোনা জনিত সাইকো সোশ্যাল স্ট্রেস কতোটা পড়েছে জনগণের ওপর?
    গণ হারে সেরোলোজি টেস্ট শুরু করা উচিত কিনা?ধরুন যাঁর সামর্থ্য আছে সে নিজেই স্ট্রিপ কিনে করে নিলো। যাঁর নেই সে সরকারের দ্বারস্থ হলো।কিছু সময়(দিন) অপেক্ষা করে টেস্ট করিয়ে নিলো।অনেকতো ডেঙ্গির মতন ব্যবস্থা আর কি!
    আমেরিকা ও দেখছি লটর পটর করছে।কোন ক্ষেত্রেই ফার্ম ডিসিশন নিতে পারছে না।
    কেন??
  • | ১৩ এপ্রিল ২০২০ ২১:৩৫441912
  • করোনার খবরে  বোর হয়ে গিয়ে  থাকলে একটু কঙ্গোর দিকে উঁকি দিতে পারেন, সেখানে আবার ইবোলা দেখা গেছে। 

  • | ১৩ এপ্রিল ২০২০ ২১:২৪441911
  • S | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২১:২৩441910
  • সুইডেনে লকডাউন হয়নি, অতেব ইন্ডিয়াতে লকডাউন হবেনা সেটা কোনও যুক্তিই না। সেইভবে দেখলে উল্টোদিকে অন্য অনেক উদাহরণ রয়েছে। আবার ইন্ডিয়াতে লকডাউন মানে ডেইলি ওয়েজ আর্নারদের বেহাল। ইন্ডিয়ার জন্য প্রথম থেকে বর্ডার লক করার ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল। যারা বাইরে থেকে আসছিল, তাদেরকে বাধ্যতামূলক ভাবে কোয়ারান্টাইন করলে সমস্যা অনেক কম হত। আর এই থালা বাজানো, হাততালি দেওয়া, লাইট নিভিয়ে মোমবাতি জ্বালানো এইসবের কোনও মানেই নেই। কিন্তু বহু দশক ধরে গোবরে ডুবে থাকা লোকজনের পক্ষে হঠাত খুব বিজ্ঞানসম্মত কাজকম্ম করা বেশ কঠিন ব্যাপার।
  • o | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২১:১৩441909
  • "তো এই অর্থনীতির কেসটা যা হতে চলেছে (হবেই), তাতে প্রচুর পরিমান মধ্য ও তদূর্দ্ধবিত্ত লোক কেস খাবে। কিন্তু যে বিপুল জনসাধারন এমনিতেই আধপেটা খায়, তাদের অতিমারীতে মরার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আজকের যুগে আমাদের দেশে বোধয় দুর্ভিক্ষে মরার সম্ভাবনা কম।"

    র২হর এই আর্গুমেন্টটা ইন্টারেস্টিং লাগল। এটা নিয়ে ভাবা যেতে পারে।

  • are | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২১:১১441908
  • আরে তত্ত্ব করতে হয়, করতে দিন। সুইডেন, জার্মানি, কোরিয়া, ভারত সব এক। লোকাল লোকাল বলে তত্ত্ব করা লোকজনেও এবিষয়ে গ্লো বাল।
  • r2h | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২১:০৬441907
  • পোলাও যখন স্বপ্নেই খাচ্ছি, আমার পোলাও লকডাউন না হোক, শ্রমিক কৃষক গায়ে গতরে খেটে ঘাম ঝরিয়ে কল কারখানা চালু রাখুক সেরকম নয়।

    আমার পোলাও হল পূর্ণ লকডাউন, কল কারখানা স্তব্ধ, কর্পোরেট ঋণ মকুব সম্পূর্ন বাতিল এবং কয়েকগুন বাড়িয়ে দিয়ে সেসব টাকা পয়সা দিয়ে অনির্দিষ্টকাল মানুষের অন্নসংস্থান, বিপুল ইন্ফ্রাস্ট্রাকচার তৈরী (প্রত্যন্ত জঙ্গলে একটি মানুষ অসুস্থ হলেও যেন তাকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে আসা যায়)।
    স্বপ্নের পোলাও, ঘি বেশি পড়ে গেল, তা কী করা যাবে।

    এই বাজারে স্কুল টুলে সব অনলাইন ক্লাস, তাইতে আমরা ঘেমে নেয়ে ঘ্যানঘ্যান। এবার এতে তো সন্দেহ নেই যে ভারতের সংখ্যাগুরু এই ব্যাপারটা এফর্ড করতে বা সামলাতে পারবে না, তাদের কী হবে? (এইটা নিয়ে পড়লাম সেদিন)।
  • hkg | 108.162.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২১:০৪441906
  • হ্যাঁ এটা রয়েছে , কিন্তু জার্মান ই r লোক   বলে হয়তো ধরা আছে দাদু দিদিমা সোশাল কেয়ারে থাকবে। :-)))) ডেটা এবং বিজ্ঞানের মূল সমস্যা সোসাইটি জিনিসটা তো সর্বক্ষেত্রে ধরা নেই। তবু পাবলিক হেলথ এর বিষহয়ের মধ্যে সোসাইটি থাকার কথা, এবং সেই জন্যেই তার মডেল লোকালাইজড হবার কথা। যায় হোক সেসব পাশ না দিয়ে তো আর বোঝা যাবে না।
  • রৌহিন | ১৩ এপ্রিল ২০২০ ২১:০০441905
  • এই ডেটায় একটা বড় লুপহোল রয়েছে। হার্ড ইমিউনিটি তৈরীর জন্য মানুষকে এক্সপোজ করার তত্ত্বের মধ্যে যারা অলরেডি ভালনারেবল, বৃদ্ধ ও অসুস্থরা, তাদের কী হবে সেটা আলোচনায় নেই। বাচ্চা স্কুল যাবে, ইমউনিটি নিয়ে আসবে, বাড়ির লোককে ইমিউন করবে, তারপর তারাল বেরোবে - কিন্তু বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা বা অসুস্তব লোক থাকলে?

    পুরো আলোচনায় ইতালির প্রসঙ্গ একবারও আসেনি সেটাও অদ্ভুত
  • r2h | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:৫৬441904
  • ওসব তো আছেই।

    তবে যেমন নেতা বেছেছে লোক তার ফল তো ভোগ করতেই হবে।
  • r2h | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:৫৪441903
  • সেটাই বলছি। তত্ত্বকথার অবকাশ তো নেই এখন। নিউইয়র্কের যা খবর পড়ছি, আমাদের দেশে হলে কী হতো ভাবতে বিভীষিকার তেত্রিশগুণ হয়।

    লকডাউন যদি না হতো, আমি হয়তো বাড়ি থেকেই কাজ করতাম। কিন্তু সাবানকলের মজুর কাজে না গেলে মজুরী তো যেতই, দতব্য লঙ্গরের ক্ষীণ সম্ভাবনাটিও থাকতো না, আর উপরি হতো বিটকেল রোগ, পরিবারে ছড়ানো, বাধ্যতামূলক ঘেঁষাঘেষি আর ঠাসাঠাসি থাকার জায়গায় ছড়ানো, একঘরে হওয়া।

    তো এই অর্থনীতির কেসটা যা হতে চলেছে (হবেই), তাতে প্রচুর পরিমান মধ্য ও তদূর্দ্ধবিত্ত লোক কেস খাবে। কিন্তু যে বিপুল জনসাধারন এমনিতেই আধপেটা খায়, তাদের অতিমারীতে মরার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আজকের যুগে আমাদের দেশে বোধয় দুর্ভিক্ষে মরার সম্ভাবনা কম।
  • dc | 172.69.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:৫২441902
  • বেসিকালি যেটা হচ্ছে সেটা হলো সরকার কি করছে বা করবে সে নিয়ে একটা বাক্যও খরচ না করে জনসাধারন কি করবে সে নিয়ে ভাষন দেওয়া হচ্ছে। আর থালা বাজানো ইত্যাদির আগ্রহ তো আছেই।
  • dc | 172.69.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:৫০441901
  • অন্য অনেক রাত আটটার ঘোষনার মতোই, লোকডাউনের ইমপ্লিমেন্টেশান অনেক বেটার করা যেত। থালা বাজানোর কথা না বলে প্রথমেই বলা যেতো, কেন্দ্র সরকার দেশের প্রতিটি বাসস্ট্যান্ডে ড্রাই ফুডের প্যাকেট দেবে, প্রতিটি স্কুলে মাইগ্রান্টদের থাকার ব্যবস্থা করবে। আর এগুলো সেদিনই রাত বারোটার থেকে শুরু হবে। তার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রতিটি রজ্য সরকারকে দেওয়া যেতে পারতো। এগুলো করলে কিন্তু মুভমেন্টও কম হতো, রোগটা ছড়াতোও আরো কম।
  • are | 172.69.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:৪৪441900
  • আপনাদের চোখের সামনে ইউকে র আদর্শ উদাহরণ থাকতেও এত ধন্দ কেন! এসব আবার কোন নতুন তত্ত্ব নাকি,  ইউকে প্রথম থেকেই এটাই তো করছিল। একেবারে এই মডেলেই বেশকিছুদিন ধরে চলে কী ভাল কন্ট্রোল করেছিল বলুন তো। সেরকমই চললে ভাল হত। এখন ১০-১২০০০ মরেছে, তখন আরেকটু। তাতে কী।  হুড়মুড়িয়ে হার্ড ইমুইনিটি আসার হদ্দমুদ্দ হত একেবারে। 

    আর কেন, আমেরিকাও গোড়াতে তাই করেছে।  নিউইয়র্ক অনেক দিন।  একটা শহরে দুই হপ্তায় হাজার পনেরো লাশ পড়া সেরকম কিছু ব্যাপার নয়। নিউইয়র্ক ক্যালিফোর্নিয়াত তফাতটা হল কেন?  

  • রৌহিন | ১৩ এপ্রিল ২০২০ ২০:৪৩441899
  • আমার যেটা মনে হল, আপাতত শুধু এখানেই বলি কারণ সেটা ভুল হবার যথেষ্ট সম্ভাবনা, সেটা হল, ওনার ডেটা এই "বিপর্যয়" এর আইডিয়াটাকেই প্রশ্ন করে ফেলেছে। খুব ডিস্টার্বিং ভাবনা
  • r2h | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:৩৯441898
  • আচ্ছা (ওপর ওপর পড়েছি, মন দিয়ে পড়তে হবে আরো)।

    তবে হার্ড ইমিউনিটি আসার আগে লকডাউন না করা, সেই তত্ত্বের ফলিত প্রয়োগের ঝুঁকি কি নেওয়া যায়? আমেরিকায় তো ছ্যাড়াব্যাড়া হয়ে গেছে।
    ওদিকে সুইডেন মোটামুটি চলছে। আমাদের গরীব দেশে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়লে চলবে কী করে?
    আরো একটা ব্যাপার আছে, লকডাউনে তাও শ্রমিকদের ওয়েলফেয়ার নিয়ে ভাবছে মানুষ, অনেকে প্রচন্ড আতান্তরে, কিন্তু নৈতিক দায়টা কেউ কিন্তু অস্বীকার করতে পারছে না।
    লকডাউন না হলে, এবং কলকারখানা সব ঠিকঠাক চললে এইসব মানুষের ঝুঁকি হত সবচে বেশি কারন শ্রমিক ও নিম্নবিত্তদের জন্যে ন্যূনতম সুরক্ষা, স্বাস্থ্যসচেতনতা ইত্যাদি খুব সুলভ না।

    এবার, এই সব্টাই একটা ত্রুটিপূর্ণ ব্যবস্থার ফসল, ব্যবস্থাটি আদর্শ হলে কী হতো সেটা আবারও আলাদা প্রশ্ন, সেই আদর্শ ব্যবস্থা আসবে কিনা, এত বিপর্যয়ের পরও মানুষ স্পিসিস হিসেবে একাত্ম বোধ করবে কিনা (সম্ভাবনা খুবই কম, বিপর্যয় তো কম হয়নি ইতিহাসে), সেইসবও আলাদা প্রশ্ন।
  • রৌহিন | ১৩ এপ্রিল ২০২০ ২০:৩৯441897
  • হানুদা যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলোই আমাকেও দোলাচলে ফেলেছে। সেই কারণেই আমি।কোন অবজেক্টিভ কমেন্ট দিইনি ; শুধুই লিঙ্কটা দিলাম। শুধু ডেটা অ্যানালিসিসটাই যথেষ্ট ডিস্টার্বিং লাগল, ফেলে দিতেও পারছি না, চট করে মেনে নিতেও না।

    টাইম গ্যাপটা মনে হয় চ্যাট কনভার্সেশনের কারণেই

  • রৌহিন | ১৩ এপ্রিল ২০২০ ২০:৩৩441896
  • @ajjo মজা করে কি না জানিনা, কিন্তু লক ডাউন নিয়ে প্রশ্ন উঠছে। এতদিন সর্বজন্মান্য ছিল যে এটাই একমাত্র বিকল্প। সেই অবস্থান বদলাতেও পারে। অর্থনীতির প্রশ্ন তো আছেই, এখন ডেটাও অন্য কিছু বোঝাচ্ছে।

    আমি ব্যক্তিগতভাবে লকডাউন পছন্দ না করলেও এতদিন মেনে চলেছি এবং হয়তো আরো কিছুদিন মানব। তারপর? জানিনা
  • hkg | 108.162.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:৩১441895
  • গুরু একটা কথা বোলো, বলছি যে এই বাঁদিকের নাম্বার গুলো কি? সময় যদি হয়, এটা কি চ্যাট স্ক্রিপ্ট। ফোঙ হলে এতো সময় লাগবে কথা বলতে?
    [01:36.02] JOHN: You mention in the piece that in fact you think containment would prolong the duration of the virus. Can you talk about that?
    [01:45.00] WITTKOWSKI: With all respiratory diseases, the only thing that stops the disease is herd immunity. About 80% of the people need to have had contact with the virus, and the majority of them won’t even have recognized that they were infected, or they had very, very mild symptoms, especially if they are children. So, it’s very important to keep the schools open and kids mingling to spread the virus to get herd immunity as fast as possible, and then the elderly people, who should be separated, and the nursing homes should be closed during that time, can come back and meet their children and grandchildren after about 4 weeks when the virus has been exterminated.

    না আগে তো আর পড়িনি। কিন্তু পড়ে হেবি লাগলো, হার্ড ইউমিউনিটি ডেভেলোপ করার জন্য বাচ্চাদের এগোতে বলছেন, সেটা কি আর পাবলিক হেলথ বা পলিটিশিয়ান রা মানতে পারবে? মানুষ মানতে পারবে?
    আর হার্ড ইউমিনিটির প্রসেস তা কি এতো টা ডি টার রমাইন করা গেছে? বৈজ্ঞানিক এর ব্যাপার। কিন্তু অসম্ভব প্রভোকেটিভ আর্গুমেন্ট, শুধু সেই জন্যেই খুব ই আকর্ষণীয়। মামুর "অশিক্ষিত' আর্গুমেন্ট ও মোটামুটি কাছাকাছি। অতএব আমাদের মামু জিন্দাবাদ। সার্ভেলিয়েন্স এর বিপদ শুধু না ভাইরাস লক ডাউনে উবে যাবে না এই কমন সেন্স থেকে লেখা। মামুর লেখা এই জন্য আমার ভালো লাগে এই কারণে। কারণ এটা শুধুই সার্ভেলেনস বিপদ নিয়ে একটা একটা আর্গুমেন্ট শুধুই হতে পারতো, তাতে ক্ষতি হতো না, তবে আর্গুমেন্ট টি পরিচিত হতো। কাউন্টার ইন্টুইটিভ হতো না। এগুলো মামুর কাছে শেখার। এবার টুক টাক তর্ক তো করাই যায়।

    যাই হোক, এগুলো বৈজ্ঞানিক দে র ব্যাপার। দীর্ঘ ট্রেনিং, গবেষণার ব্যাপার। তারা বলতে পারবেন। আমার মনে যে sob প্রশ্ন লজিক এর দিক থেকে ঘুরছে। নিশ্চয়ই সবার মনেই এটা ঘুরছে।

    ক- কার্ভ যেটা ফ্ল্যাটেন করার কথা বলা হয়, সেটা বলার সময় মনে হয়, পপুলেশন বায়োলজির কথা বলা হচ্ছে কিন্তু কার্ভ টা তো এক ই সঙ্গে হেলথ কেয়ার এর স্ট্রেস সামলানোর ক্ষমতার , বা সেটা বাড়ানোর জন্য সময় নেবার গল্প, মানে সেটাই লক ডাউনের লজিক। কিন্তু ক্লিয়ারলি যে সময়টা এই ফ্ল্যাটেনিং চলে তাতে সঙ্গে যেগুলো বলা হয়, খুব ই জনহিতকর পলিটিকাল উইল, আকাউন্টেবল সরকার ওয়ালা দেশ ছাড়া সেই সময়ে বড় ইনফরাষ্ট্রাকচার তৈরী করা সম্ভব না। তাহলে লক ডাউন কে লোকালাইজড করা ছাড়া রাস্তা কি? মানে বড় দেশে গোটা দেশ লক ডাউন , বিশেষত গোটা দেশ জুড়ে সমস্ত ডোমেস্টিক মুভমেন্ট এক ই সময় ধরে লক ডাউন করাটা (এবং বিনাপ্রস্তুতিতে) বিজ্ঞান সম্মত কি? মানে কেরালা মহারাশট্র ---দিল্লী রাজস্থান - হরিয়ানা -তামিল নাড়ু ---বাকি দেশ বা আরও কয়েকটা ফেজ ইত্যাদি ভাবে করা যেত কিনা। সঙ্গে টেস্টিং তা প্রথম থেকেই এগ্রেসিভলি করে। মানে তাতে লোকালাইজড কার্ভ গুলো ( হেলথ কেয়ার এর কেপেবিলিটি অর্থে) প্রথম থেকে এমন অবস্থায় থাকতো কিনা, যে রিলেটিভলি বেশি শার্প হতে পারছে না।
    খ - যারা ভালো রেসপন্ড করেছে বলা হচ্ছে, বা বিজ্ঞান সম্মত টেস্টিং করেছে বলা হচ্ছে, বার বার করেছে বলা হচ্ছে, তারা কেউ কি হার্ড ইমিউনিটির স্বার্থে বাচ্চাদের ফ্রীডম অফ মুভমেন্ট দিয়েছে?
    গ - যারা এপিডেমিওজিকাল মডেলার তাদের আর্গুমেন্ট ইন ফেভার ও হ্যামার এন্ড ডান্স বলো, বা এই আর্গুমেন্ট বলো, তাদের মূল ট্রেনিং যেহেতু ডেটা প্রসেসে, তাদের এডভাইস কিছুটা এগ্রেসিভ। যেটা হেলথ কেয়ার প্রফেশনাল দের, ডাক্তার দের, এমন কি জিনোম রিসার্চার দের ও হওয়া মুশকিল। বায়োলজি র সারাজীবনের বিষয় হিসেবেও উদ্দেশ্য , ডাইভার্সিটি আর স্পেসিফিসিটি খোঁজা। অতএব বিষহয়ের স্কোপ তাই কি এই ডিবেট গুলোর মূল কথা? জানি না, সত্যি ই আউটসাইডার হিসেবে জানা সম্ভব না, সাবজেক্টের ভেতরে তো আর ঢোকার উপায় নাই।
  • ajio | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:২৯441894
  • "বেশ হয়েছে। আরো কর লকডাউন। "

    ভবিষ্যতে নিজের নাক কেটে ওপরের যাত্রা ভঙ্গের আদর্শ উদাহরণ হয়ে থাকবে ইহা
  • রৌহিন | ১৩ এপ্রিল ২০২০ ২০:২৯441893
  • হুতো আমার লিঙ্কটা পড়ো। ইন্টারেস্টিং রীড
  • ajio | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:২৮441892
  • এখানে লেখা পরে তো আরো মনে হচ্ছে যে লোকডাউন তা যেন মজা করে করা হচ্ছে
  • r2h | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ২০:২৪441891
  • কিন্তু... লকডাউন তো করতেই হতো, আর বিকল্প কী?

    আরো ঠিকঠাক প্রস্তুতি নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা অন্য প্রশ্ন।
  • jjio | 172.69.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ১৯:৫২441890
  • দোকান পত্র লুঠ শুরু হোলো। বেশ হয়েছে। আরো কর লকডাউন।
  • ? | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ১৮:০১441888
  • পাইদিদি কেমন আছেন খবর দিয়ে বাধিত করিবেন
  • hkg | 162.158.***.*** | ১৩ এপ্রিল ২০২০ ১৬:৪৮441886
  • 2095 tests done , saturday briefing.

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত