.১)
সম্ভবতঃ গত ২৫ কি ২৬ তারিখে বিজেপির প্রেসিডেন্ট নড্ডা বলেছিলেন-- এককোটি বিজেপি ভলান্টিয়র রোজ পাঁচ জন লোকের খাওয়ানোর দায়িত্ব নেবে। অর্থাৎ বিজেপি দলটি সাংগঠনিক ভাবে রোজ "পাঁচকোটি ক্ষুধিতের অন্নদান সেবা" করবে। গোটা তিন ন্যাশনাল চ্যানেলে দেখেছিলাম।
তারপর কোন উচ্চবাচ্য নেই । কেউ কিছু বলতে পারবেন? আমি আগ্রহী।
২)
সত্তরের দশকে চিত্রকার মিলন মুখার্জি তাঁর প্যারিস বাসের অভিজ্ঞতার ভিত্তিতে একটি স্বাদু উপন্যাস " মুখ চাই মুখ" লিখেছিলেন। দেশ পত্রিকায় ধারাবাহিক বেরোনোর পর আনন্দ বই হিসেবে বের করে। এক্ষণ পাই নে ।
কেউ পিডিএফ এর সন্ধান দিতে পারবেন। তাহলে এই বুড়োটা বাকি দশদিনের কোয়ারান্টাইন পার করে দেবে।
হ্যাঁ, একেবারে আক্ষরিক। কোনদিক দিয়ে অপমান দেশদ্রোহ কী হয়ে যাবে, আমি ভীতু মানুষ, দিনকাল এমনি খারাপ।
এটা গুরুত্বপূর্ণ হতে পারে - বিভিন্ন দেশের ক্লিনিক্যাল ট্রিটমেন্টের বিভিন্নতা মর্টালিটি রেটের পার্থক্য ব্যাখ্যা করতে পারে । নিউ ইয়র্কের এক ER ডাক্তার বলছেন, রোগীদের দেখার পারে তাঁর মনে হচ্ছে ট্রিটমেন্ট প্যারাডাইম ভুল। নিউমোনিয়া নয়, অক্সিজেন স্টারভেশন । ভেন্টিলেটর দিয়ে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে । লাং যখন অক্সিজেন পাচ্ছে না, তখন চাপ দিয়ে লাভ নেই । এবং এই কারণেই হয়তো চীন (জাপান ও সম্ভবত) ক্লোরোকুইন দিয়ে সাফল্য পেয়েছে - মর্টালিটি কমেছে ।
New York ER doctor - oxygen starvation