এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অনির্বাণ | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৬:৪৯441128
  • এইটা দেখলাম ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট-এ বলেছে - 

    52. Punishment for false claim.—Whoever knowingly makes a claim which he knows or has reason to believe to be false for obtaining any relief, assistance, repair, reconstruction or other benefits consequent to disaster from any officer of the Central Government, the State Government, the National Authority, the State Authority or the District Authority, shall, on conviction be punishable with imprisonment for a term which may extend to two years, and also with fine.

  • S | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৬:৪৭441127
  • আর লোকে রোদ্দুর রায়ের ভিডিওকে অশ্লীল বলে।
  • অনির্বাণ | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৬:৪৬441126
  • এ নিজে ডাক্তার আর বাঁকুড়ার সাংসদ 

  • অনির্বাণ | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৬:৪৫441125
  • বিপ্পাল উবাচ | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৬:০৩441124
  • এই করোনাতে আরেকটি ভিক্টিমের কথা কেউ কয় না। সেটি হচ্ছে পরকীয়া। ভারতের ৭৩% পুরুষ এবং ৬৭% নারী জীবনের কোন না কোন সময়ে পরকীয়ার সাথে যুক্ত ছিলেন বা থাকেন। লক ডাউনে পরকীয়াতে তালা ঝুলছে। মনে রাখবেন পরকীয়া হচ্ছে বদ্ধ কঠিন সাংসারিক গ্রীষ্মে দখিনা বাতাস। ওইটি না থাকলে অনেক নারী বা পুরুষ মানসিক ভাবে বিদ্ধস্ত হবেন। লকডাউনে সবই মরুভূমি।
  • :/ | 172.68.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৬:০১441123
  • দিব্বি আছে। এইতো কদিন আগে ভারতীয় সমাজের অস্পৃশ্যতা আর মেথরদের দূরে রাখা সাপোট করে পোস্ট নামিয়েছিল।
  • সে | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৬:০০441122
  • থ্যাংতস দীপাঞ্জন।
  • o | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৬:০০441121
  • আপনারা রিয়াজ-উস-সালাতীন, সিয়ার-উল-মুতাখখিরিন ইত্যাদি ফার্সী ভাষায় লেখা নবাবী আমলের ইতিহাস পড়েছেন নাকি? দুটো জ্ঞানের কতা পাড়তুম! ঃ-)))
  • দীপাঞ্জন | 172.69.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৫:৫৪441120
  • নিউ ইয়র্ক না, মেরিল্যান্ড । ভালো আছেন মনে হয়। ফেসবুক, লিংকড ইন দু জায়গাতেই অনেক পোস্ট দেখলাম শেষ কয়েক দিন ।
  • সে | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৫:৩৫441119
  • আচ্ছা বিপ কেমন আছেন কেউ জানেন?
    উনি নিউ ইয়র্কে থাকেন না?
  • S | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৪:০৭441117
  • লসাগুদা

    হ্যাঁ, অটোমেশানের একটা টার্গেট হল কর্পোরেশানগুলোর মানুষের উপর নির্ভরশীলতা কমানো। শুধু যে চীন-ভারত থেকেই কাজ যাবে তা নয়। আমেরিকাতেও কমবে। ধরুন রোবোট দিয়েই যদি অনেক কাজ করিয়ে নেওয়া যায়, তাহলে একটা প্যান্ডামিকেও প্রোডাক্টিভিটি তেমন ভাবে কমবে না, সেলস-প্রফিট সবই মেইনটেইন করা যাবে।

    কেরিয়ার এয়ার কন্ডিশনিংএর প্লান্টের কথাটা ভাবুন। ডিশিসান নিয়েছিল যে মেক্সিকোতে মুভ করবে। ট্রাম্প ট্যাক্স ব্রেক দিল যাতে না দেয়। সেটা দিয়ে রোবোট কিনলো কোম্পানিটা। সবাই খুশি।

    এইটাই মডেল হতে চলেছে।

    তবে সেটাও সব প্রোডাক্টে হবেনা। কারণ এখনও দুনিয়ার একটা বিশাল পরিমাণ জনগণ এতটাই ডেস্টিটিউডে আছে যে তারা অটোমেশানের খরচের থেকেও কম ওয়েজে কাজ করতে রাজী হয়ে যাবে। বিগত কয়েক দশকে টেকনলজির উন্নতির ফলে আমরা দেখেছি যে প্রায় সব কাজই আউটসোর্স করী সম্ভব। ফলে সেই মডেলটাও থাকবে।

    এর ফলে নিসন্দেহে ইনকাম ইনিকুয়ালিটি বাড়বে। কিন্তু সেসব আর কেই বা কোনদিন ভেবেছে।

    তবে ইউনিভার্সাল বেসিক ইনকাম মেইন স্ট্রীম আইডিয়া হয়ে যেতে পারে। এইবারের স্টিমুলাস প্যাকেজে তার বেশ কিছু ইঙ্গিত রয়েছে।
  • হখগ | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:৩৮441116
  • O, থ্যাঙক ইউ
  • lcm | 172.68.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:৩০441115
  • হ্যাঁ, সম্বিৎ - ওরেগন ১৪০ টা ভেন্টিলেটর নিউইয়র্কে পাঠাচ্ছে
  • lcm | 172.68.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:২৮441114
  • দীপাঞ্জন,
    কিছুদিন আগে এক জায়গায় পড়ছিলাম, এখানে লিখেছি আগে --
    ইউএসএ -তে আগে হসপিটাল বেদের সংখ্যা বেশি ছিল, গড়ে প্রতি ১০০০ নাগরিক এর জন্য ৮-১০ টির কাছাকাছি বেড ছিল । গত ৩০-৪০ বছর ধরে এরা যেটা শুরু করে, রোগীদের হসপিটাল স্টে মিনিমাইজ করতে থাকে, এমনকি কি সিরিয়াস সার্জারির পরেও বাড়িতেই পাঠিয়ে দেয়। আইভি, অক্সিজেন - বাড়িতেই দিচ্ছে রোগী, ওইসব। এখন এসব করতে করতে হয়েছে কি, হসপিটাল বেড আর বাড়ে নি, এদিকে জনসংখ্যা বেড়ে গেছে। আরও একটা জিনিস প্রায় ৩০-৪০ বছর ধরে তেমন বাড়ে নি, সেটা হল - মেডিক্যাল স্টুডেন্ট সিট। যার ফলে এখন মেড-স্কুল এডমিশন সাংঘাতিক কম্পিটিটিভ হয়ে উঠেছে, নতুন প্রাইভেট/পাবলিক মেডিক্যাল কলেজ হয় না, আগের গুলোর সিট বাড়ে না।
  • lcm | 172.68.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:২৫441113
  • এস,
    ম্যানুফ্যাচারিং এ চায়না ডিপেন্ডেন্সি - সেটাতে এবার হয়ত আসতে আসতে কিছু বদল হবে, সব নয়, কিছু কিছু
    এই যেমন, আইইইই এর এই আর্টিকল -

    Your Next T-Shirt Will Be Made by a Robot
    Georgia Tech spin-off SoftWear Automation is developing ultrafast sewing robots that could upend the clothing industry
    https://spectrum.ieee.org/robotics/industrial-robots/your-next-tshirt-will-be-made-by-a-রোবট

    কিন্তু তাড়াতাড়ি হবে না, শুধু মেশিন অটোমেশনেই তো প্রোডাকশান হয় না, র মেটেরিয়াল চাই, ডিস্ট্রবিউশন চাই - সময় লাগবে।

    আজ একটা লেখা দেখছিলাম, যে করোনা র সম্ভাব্য ইম্প্যাক্ট --- মেশিন অটোমেশন, এআই, হেলথকেয়ার সার্ভিস অটোমেশন, লার্নিং এডুকেশন -- এসবে
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:২২441112
  • "গোটা দেশের জনসংখ্যার ১%"
    ১% হতো না, ঠিক । কিন্তু 0.৪১৫% হতো ১৯৯৬ সালে। এখন সেটা কমে দাঁড়িয়েছে 0.২৮%। বেডের প্রশ্নটা তো বিশুদ্ধ স্পেয়ার ক্যাপাসিটি প্ল্যানিং । ক্যাপাসিটি কমানোর জন্য যদি বাড়তি এক মাস ইকোনোমি বন্ধ থাকে তার দাম দু ট্রিলিয়ন অন্তত । কুড়ি বছরে একবার ডিসাস্টার হলেও ১০০ বিলিয়ন । বাড়তি তিনটে বেড হাজার প্রতি, মানে মোট ১ মিলিয়ন বাড়তি বেড। প্রতি বেডের দাম ২০০০, মোট বাড়তি খরচ ২ বিলিয়ন । ১% কে রাখতে গেলে ৫ বিলিয়ন । বাড়তি ক্যাপাসিটি নো ব্রেনার তো । কিন্তু প্রফিট অপ্টিমাইজ করতে চাইলে বলাই যায়, কুড়ি বছর কেন, দুশো বছরেও আমেরিকাতে কোনো এপিডেমিক হবে না । লেটস সেভ মানি - এখানেই কর্পোরেট বেস্ট প্র্যাক্টিস মনে হয় রেলিভেন্ট ।
    https://tradingeconomics.com/united-states/hospital-beds-per-1-000-people-wb-data.html
  • সম্বিৎ | ০৫ এপ্রিল ২০২০ ১৩:২১441111
  • "দেখো, গোটা দেশের জনসংখ্যার ১% কে যদি একসঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়, স্রেফ ভর্তি - ইকুইপমেন্ট ওসব ছাড়ো -- তার ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে নেই। সুতরাং, বুঝতেই পারছ - তেমন কিছু হলে সামলানো সত্যিই মুশকিল।"

    এইটা খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীর অবস্থা বোঝার জন্যে। ওভারঅল দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য যদি ভাল হয়, তাহলে ধনী দেশে নাম্বার অফ বেড কমে যাবে, কারণ বেড নাম্বার অপ্টিমাইজ করা হবে যাতে ক্লোজ টু ১০০% অকিউপেন্সি থাকে। ফাঁকা বেড মানে অপচয়। প্যানডেমিকের সময় সেটাই গর্দিশ হয়ে যায়।

    গরীব দেশের প্রবলেমটা একই - লেস নাম্বার অফ বেড, যদিও কারণ অন্য - অর্থাভাব।

    এই সাইটে ইউএসএ-র স্টেটওয়াইজ প্রজেকশন দিচ্ছে বেডের ডিম্যান্ড আর সাপ্লাইয়ের। নিউ ইয়র্কের অবস্থা শোচনীয়। অন্য স্টেট অত খারাপ নয়। ক্যালিফোর্নিয়ায় বেড সারপ্লাস।

    https://covid19.healthdata.org/

    এর পরে কিছু বক্তব্য থাকলে শুধু ডিম আর স্কচ নিয়ে।
  • S | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:১৭441110
  • তাছাড়া এই ভাইরাসটা, শুনতে খারাপ লাগলেও, চীনের একটা বিশেষ জায়্গা থেকে ছড়িয়েছে। এবারে নিউ ইয়র্ক, ওয়েস্ট কোস্টে সেখান থেকে যত লোক আসে, বহু জায়্গায়ই যায় না। ফলে সব জায়্গায় সমান শতাংশ লোক আক্রান্ত হবে না।
  • o | 173.245.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:০৯441108
  • @quark মূল ডিফারেন্সটা ছিল ডিস্ট্রিবিউশন পলিসির। দুর্ভিক্ষের সময় রুরাল ও আরবান এরিয়ার এমনকি বিভিন্ন রুরাল এরিয়াতেও ডিস্ট্রিবিউশনে বিস্তর বৈষম্য ছিল। অমর্ত্য সেনদের মূল পয়েন্ট হচ্ছে দুর্ভিক্ষের বছরগুলোয় ফুড আউটপুট কমে গেলেও পরিস্থিতি আরও বেটার হ্যান্ডেল করা যেত, যদি মিডিয়া বা অপোজিশন থাকত চ্যাঁচানোর জন্য। বিরোধী চ্যাঁচানি ডিস্ট্রিবিউশনকে অ্যাপ্রোপ্রিয়েট করে। ইন্ডিয়াতে কোনো স্টেটে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেলে সেটা চাপা দেওয়া মুশকিল। অন্যদিকে, চীনে রুরাল ও আরবান এরিয়ার চিকিৎসা ব্যবস্থা, এমার্জেন্সী সাপোর্ট ইত্যাদির ইনইকোয়ালিটি ইন্ডিয়ার তুলনায় কম। ওঁদের কনক্লুশন ছিল লং টার্ম প্ল্যানিং করে গ্রোথ মেডিয়েটেড সিকিউরিটি দেবার ক্ষেত্রে চীনের সাফল্য নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সাপোর্ট লেড সিকিউরিটি যা মর্টালিটি রেট ইত্যাদি কমায়, সেদিকে চীন অনেক এগিয়ে।

  • hkg | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:০৭441107
  • ওভারঅল আজ ডেটা র ডিস্ট্রিক্ট ড্রিল ডাউনের অবস্থা ভালো। এই উপলক্ষ্যে ঘর মুছতে গেলাম।
  • S | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:০৭441106
  • একটা উদাহরণ দিই। বাংলাদেশে একজন গার্মেন্ট ওয়ার্কার মাসে ৮০০০-১০০০০ টাকা পান। ধরে নিচ্ছি মাসে ২৫ দিন কাজ করেন। এটাও ধরে নিচ্ছি যে দিনে ৮ ঘন্টা কাজ করেন (সম্ভবত আসলে বেশি সময় ধরেই করেন)। তাহলে সেই শ্রমিকের ওয়েজ রেট হল ঘন্টায় ৬০ সেন্ট।

    এইটাই আমেরিকাতে হবে ১০ ডলার (ইন্সিওরেন্স-্ট্যাক্স ইত্যাদি মিলিয়ে)। তাহলে সেক্ষেত্রে আমেরিকার ওয়ার্কারকে ১৬ গুন প্রোডাক্টিভ হতে হবে। সেটা অন্তত গার্মেন্ট তৈরীর মতন অপেক্ষাকৃত লো ভ্যালু লো স্কীল কাজে সম্ভবই নয়।

    আর তারপরও যদি আমেরিকাতে নিয়ে আসা হয়, তাহলে ২০ ডলারের টিশার্ট ৫০-৬০ ডলারে বিক্রি করতে হবে। আমেরিকার কনজিউমাররা যে বিগত তিন দশক ধরে মারাত্মক কম ইনফ্লেশান এন্জয় করেছে, আউটসোর্সিং তার অন্যতম কারণ।
  • hkg | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:০৬441105
  • o , আপনার টই এর জন্য খবর আছে, যদি অলরেডি দেখে থাকেন ঠিকাছে

    এনডিটিভির এই পেজ টি, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটা ড্রিল দিচ্ছে প্রতিটি রাজ্যের। ২৯ টি রাজ্যে অসম্পূর্ণ বা এ আংশিক ডেটা আছে, আংশিক বলতে কিন্তু অনেক ভালো কমপ্লিটনেস। একটি রাজ্যের ই একেবারে ডেটা নেই। বাকি মোটামুটি সম্পূর্ণ ডেটা। শুধু টেস্ট ডেটা নাই। স্ট্রেন ডেটা রিপোর্টেড তো হচ্ছেই না। আর সঙ্গে আপনার একিউট কেয়ার ডেটাও রিপোর্ট হচ্ছে না। এটার ই ভ্যারিয়েশন হিন্দু ও দিচ্ছে।

    https://www.ndtv.com/india-news/coronavirus-india-proud-of-you-pakistan-air-traffic-controller-to-air-indias-covid-19-relief-flights-2206217?pfrom=home-topscroll
  • lcm | 172.68.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:০৫441104
  • দেখো, গোটা দেশের জনসংখ্যার ১% কে যদি একসঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়, স্রেফ ভর্তি - ইকুইপমেন্ট ওসব ছাড়ো -- তার ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে নেই। সুতরাং, বুঝতেই পারছ - তেমন কিছু হলে সামলানো সত্যিই মুশকিল।
  • dc | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:০২441103
  • এলসিএমদা, ঠিক। লেটস ওয়েট অয়ান্ড সি ঃ-)
  • lcm | 172.68.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১৩:০০441102
  • ডিসি,
    আসলে ব্যাপারটাকে সরল কোনো ফর্মুলায় ফেলা মুশকিল। এখনও পৃথিবীর অনেক দেশেই করোনা-য় প্রচুর মানুষ আক্রান্ত হন নি বা মারা যান নি। তার থেকে একথা বলা মুশকিল যে ওই দেশে সিস্টেম ভাল বা খারাপ। বা, সোশ্যাল পলিসি ভাল বা খারাপ।

    মানে এই যেমন প্রথমে চিনে অনেক লোক মারা গেছিল - তাতে মনে হয় নি চীন আর সুপ্রিম পাওয়ার নয়। বা, চীন-এর হয়ে গেল।
    বা, এই যেমন ইতালি বা স্পেনএর জিডিপি পার ক্যাপিটা কমে যাবে নেক্সট ১০ বছরে - এমন কিছু বলা যায় না।

    সুতরাং, ধৈর্য ধরো, সময় বলবে কি হবে না হবে।
  • dc | 162.158.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১২:৫৮441101
  • যদি একশো বছর পর ইতিহাসে লেখা হয় যে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হলো এশিয়ান অয়াসেন্ড্যান্সির শতক আর ওয়েস্ট এর ডিক্লাইন এর শতক, তাহলে করোনা তার একটা ডিফাইনিং মোমেন্ট হিসেবে চিহ্নিত হবে।
  • lcm | 172.68.***.*** | ০৫ এপ্রিল ২০২০ ১২:৫৭441100
  • ডিসি,
    হ্যাঁ, লম্বা লিস্টে পপুলেশন ডেনসিটি এডজাস্ট করে। কিন্তু সেটা না করেও - কিন্তু ইতালি/স্পেন/ফ্ৰান্স ও খুবই ওপরে । কিন্তু সেখানেও সমস্যা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত