এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:০৭440650
  • "নরমাল তা হাজার চল্লিশেক মরে হলো, না হাজার দশেক মরে হলো এটা জানার ঔসুক্য তথা একক কথিত ইরোটিকা একটা ছিল।"

    এই হাজার চল্লিশের এস্টিমেটটা কদ্দিনের মধ্যে?

    রিপোর্ট অনুযায়ী মার্চ ২৩ থেকে এপ্রিল ৪ (যা এখনও আসেনি) এর মধ্যে। এটা একটা এস্টিমেট। এস্টিমেটের বেসিস কী?

    Citizens on Chinese social media have said that seven Wuhan funeral homes will likely distribute 3,500 urns per day on average from March 23 to April 4

    সোশাল মিডিয়ায় গুঞ্জন।

    এর সাপোর্টে এভিডেন্স কী? একটা ফোটো যেখানে একটা ঘরে কিছু লোক সারি সারি আর্ন সাজাচ্ছে। ছবিতে রাফলি হাজার দুয়েক আর্ন দেখা যাচ্ছে।

    সেই আর্ন একদিনে এসেছে কিনা, প্রতিদিন ঐ একই অ্যামাউন্টে আর্ন আসবে কিনা, যেসব আর্ন আসবে তাদের সবাই করোনায় মারা গেছে কিনা এগুলো আননোন, এবং স্পেকুলেটিভ। অ্যাভারেজ ৩৫০০ না ধরে ২৫০০ ধরলেই এস্টিমেট অনেক বদলে যাবে।

    আপাতত যা ইনফো আছে তাতে এর বেশী বোঝা সম্ভব নয়। চীন একটু চাপার চেষ্টা করবে, রেডিও ফ্রি এশিয়াও একটু বাড়িয়ে বলার চেষ্টা করবে।
  • সম্বিৎ | ০১ এপ্রিল ২০২০ ১০:০৩440648
  • নব্বইয়ের দশক গ্রাফের দশক।
  • T | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৯:৫৬440647
  • টেনিস না ফলো কল্লেও লোকে মনে মনে গ্রাফ এঁকেছে। :)
  • dc | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৯:৪৭440645
  • avi, অবশ্যই! সেই থেকেই তো গ্রাফে আমার ইন্টারেস্ট!

    T এর ভিডিওটা সেদিন দেখছিলাম, বেশ ভাল্লেগেছিল, বলতে ভুলে গেছিলাম। এই বাজারে অনেক অনেক সিমুলেশান হচ্ছে, দেখেও ভাল্লাগে।

    শালিখ, নো-টেস্ট মডেলিং এর একটা সহজ সলিউশান হতে পারে প্রথম দিনের নাম্বার অফ কেসেস 3x বা ওরকম কিছু একটা ধরে নিয়ে তারপর এক্স্ট্রাপোলেট করা। আর R0 কেও হয়তো একটু বেশী ধরতে হতে পারে, বিশেষত ভারতের মতো দেশে যেখানে ফিজিকাল ডিস্ট্যান্সিং একেবারেই নেই। হয়তো 1.5 বা 1.8 এরকম কিছু হবে। তবে R0 বোধায় সিমুলেট করে পাওয়া যাবে না, রিয়েল ডেটা চাই। অরিন ভালো বলতে পারবেন।
  • i | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৯:৪৬440644
  • ঃ)
    এটা দারুণ। মাথায় আসেও আপনাদের!
  • avi | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৯:১৯440643
  • ডিসি কি আশি নব্বইয়ের টেনিস ফলো করতেন নিয়মিত?
  • shalikh | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৯:০৫440642
  • অরিনবাবু, এই হিসেবটা তো এখনকার টেস্ট ডাটা থেকে। তাইতো?

    এখন যদি আমেরিকার মত হয়। অর্থাৎ, টেস্ট ঠিকমত যখ্ন হচ্ছিল না, হচ্ছিল না। টেস্ট বাড়ার পরে সংখ্যা বাড়ল। টেস্ট ঠিকমত হলে যদি সংখ্যা বাড়ে, তাহলে সেই সিনারিওতে ভারতের বেলায় প্রেডিকশন কি হবে?
  • T | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৯:০৪440641
  • অ্যাঁ! বি দা, সেদিন যে এই ভিডিও পোস্টালাম। ধড়াম করে দেখে নিন। বেশ গোছানো।

  • Dr Sumit Konar | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৯:০০440640
  • করোনার মোকাবিলায় ভারত --- সাউথ কোরিয়া বা এশিয়ার অন্য দেশ গুলো থেকে শিক্ষা নিতে হবে খুব তাড়াতাড়ি.
    ১) লকডাউন মানুন, গৃহবন্দী থাকুন
    ২) হাত ধোবেন ভালো করে সাবান দিয়ে
    ৩) বাইরে বেরোলে বাড়িতে বানানো সাধারণ মাস্ক পরে বেরোবেন সবাই
    ৪) ডাক্তার দেড় থেকে নার্স বা অন্য মেডিকেল স্টাফ দেড় আলাদা রাখুন.
    ৫) কম বয়সী এবং সুস্থ মানুষরাও এখন করোনা ভাইরাস এ মারা যাচ্ছেন.
    ৬) সাবধানতা এখনই নিতে হবে
    ৭) ধর্মীয় জমায়েত বা অন্য কোনো জমায়েত এ যাবেন না.
    ৮) রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ত্রাণ তহবিলে দান করুন
    ৯) মানবিকতা টা থাক; অবলা প্রাণীদের সুযোগ পেলে খাবার দেবেন
    ১০) ভয় নয়, কিন্তু পরিকল্পনা চাই.
    (যুক্তিযুক্ত লাগলে শেয়ার করুন)

  • সম্বিৎ | ০১ এপ্রিল ২০২০ ০৯:০০440639
  • ওহে লসাগু, মোবাইল ক্রোম থেকে আবার মতামতের বাক্স খুলছে। জিতে রহো বচ্চে।
  • সম্বিৎ | ০১ এপ্রিল ২০২০ ০৮:৫৯440638
  • অরিনবাবু, গ্রাফ নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। মানে রইল কি না রইল। তবে রইলে তা নিয়ে সোরগোল করব না। স্বার্থপরের মতন চেপে যাব।
  • b | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৮:৫৩440637
  • অরিনবাবু বরঞ্চ টইপত্তরে এই গ্রোথ রেট /ইনফেকশন রেটের অঙ্ক নিয়ে লিখুন। সহজ সরল গোলগাল করে।
  • b | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৮:৫২440636
  • এই r0 টা কি লজিস্টিক গ্রোথ?
    কিন্তু এবারে পাই আমাদের পেটাবে। আর প্রশ্ন নয়।
  • Amit | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৮:২৪440635
  • অরিন, জাস্ট জানার জন্যে:
    এই ধরণের মডেল গুলোতেও কি বেস্ট কেস, এভারেজ কেস আর উর্স্ট কেস - ধরে ধরে করা হয় ?
  • dc | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৮:১৯440634
  • সক্কালবেলা অরিন এর পোস্ট দেখে যে কি ভালো লাগলো কি বলবো! গ্রাফ টাফ দেখতে আমার ভারি ভালো লাগে ঃ-)
  • অরিন | ০১ এপ্রিল ২০২০ ০৭:৪০440633
  • ভারত নিয়ে দু চারটে কথা লিখছি, আজকে ভারতের মডেলিং করছিলাম (নিউ জিল্যান্ডের মডেলিং করতে গিয়ে মনে হলো ভারতের ও করে দেখি) ।

    (@এলেবেলে, @সম্বিৎ, তিনটে গ্রাফ দিলাম, নিজগুনে মাফ করে দেবেন, জানি আপনারা পছন্দ করেন না, কিন্তু এ এমন একটা সময় না লিখেও থাকা যায় না ) ।

    ভারতে এই অঙ্কগুলো হেলথ মিনিস্ট্রি করেছে নিশ্চই, আমরা নিজেদের মতো দেখে নিতে পারি ।
    প্রথমে দেখুন ভারতে কি ভাবে ইনফেকশন ছড়িয়েছে প্রথম থেকে:

    india-cases

    এই গ্রাফ দেখে মনে হচ্ছে এক্সপোনেন্সিয়াল তাই আরেকটু দেখে নেয়া যাক, কেসগুলোর লগারিদম দিয়ে:

    india-log

    এখন এপিডেমিকএ সাধারণত তিন ধরণের মানুষ থাকেন, যাঁদের অসুখ হয়নি, হতে পারে, যাঁদের ইনফেকশন ধরে গেছে আর হবার নেই, আর যাঁদের ইনফেকশন হয়েছে ও যাঁরা হয় সেরে উঠেছেন নাহলে মারা গেছেন, উভয় তরফেই আর নতুন করে ইনফেকশন হবার কথা নয় । সেক্ষেত্রে, যদি ধরুন কিছু ব্যবস্থা না নেয়া হয় বা খুব অগোছালো ভাবে ম্যানেজ করা হয়, ওপরের ডাটা থেকে আন্দাজ করতে পারবেন যে সবচেয়ে বেশি কত কেস হতে পারে, কতগুলো ইনটেনসিভ কেয়ার বেড লাগবে (সব থেকে বাজে কেসে, যার জন্য প্রস্তুত থাকতে হয়), ইত্যাদি । এইটাই মডেলিং এর কাজ । এবার দেখুন ঠিক মতো কন্ট্রোল না করা গেলে কেস এর সংখ্যা কোথায় যেতে পারে:

    R0 =1.376157

    এর মানে এখনো অবধি যা দেখা যাচ্ছে তাতে ১০০ জনের থেকে ১৩৭ জন মতো লোকের ইনফেকশন ছড়াতে পারে । খুব খারাপ নয় কিন্তু এখনো অবধি, এবং এই অবধি দেখে মনে হচ্ছে এশিয়ার স্ট্রেন থেকে ভারতে রোগ হচ্ছে, ভারতের কিন্তু সামলে নেয়া সম্ভব ।
    কিন্তু যদি লকডাউন বা ওই ধরণের পাবলিক হেলথ কেন্দ্রিক কাজকর্ম গুলো না করা হয়, তাহলে পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে কি হতে পারে, তার দিকে অঙ্কগুলো একবার দেখুন:

    সবচেয়ে বেশি সংখ্যক কত লোক আক্রান্ত হতে পারেন:
    ৪, ৯৫৮, 356
    প্রায় পাঁচ মিলিয়ন মানুষের আক্রান্ত হবার সম্ভাবনা (৫০ লক্ষ্য লোক) । আশা করবো এতদূর গড়াবে না।

    যদি তাই হয়, গুরুতর কেস হবে ৯৯১৬৭১ লোকের । প্রায় ১০ লক্ষ মতন মানুষ সাংঘাতিক অসুখ নিয়ে ভুগবেন ।

    তার মধ্যে ২, ৯৭, ৫০০ মতো লোক কে হয়তো ইনটেনসিভ কেয়ার ক্লিনিকে ভর্তি করতে হতে পারে, (ইটা ম্যাক্সিমাম, মডেল ভিত্তিক, এর থেকে কম সংখ্যা হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু তৈরী থাকার একটা ব্যাপার আছে ) । সব মিলিয়ে ৩৪, ৭০৮ জন মানুষের মৃত্যুও হতে পারে ।

    এখন পুরো ব্যাপারটা এক দু দিনে নয়, প্রায় মাস ছয় ধরে চলার সম্ভাবনা । দেখুন,

    incidence-in-uncontrolled

    এটা দেখে মনে হচ্ছে পাঁচ মাসের আগে ভারত থেকে ইনফেকশন কমবে না, যদি না সাংঘাতিক কিছু ইন্টারভেনশন করে লক ডাউন ইত্যাদি করে ইনফেকশন এর রেট একদম কমিয়ে নিয়ে আসে । সেগুলোর মডেল পরে দিচ্ছি । আপাতত সব থেকে খারাপ কেস কি হতে পারে। তবে পরিস্থিতি এতটা খারাপ হবে না। এটা মডেল, প্রচুর assumption এর ভিত্তিতে, সব কিছু মিলবে না ধরেই করা ।

    কোড বা ডাটা চাইলে লিখবেন, দিয়ে দেব ।
  • শালিখ | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৭:২৫440632
  • https://thedoctorsdialogue.com/doctor-harassed-by-police-for-exposing-ppe-quality/

    ডাক্তার পুণ্যব্রত গুণের শেয়ার করা। ডেঙ্গু চাপা দেবার মত মমতা সরকার করোনা নিয়েও নিজেদের অপদার্থতা চাপা দিচ্ছে। একদিকে হুইসলব্লোয়ারদের শাস্তি দিচ্ছে। অন্যদিকে মমতার মুখের ছবির বিজ্ঞাপন দিয়ে অজস্র টাকা অপব্যয় করছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে আর কোন প্রশাসন দেখিনি যারা এত টাকা কোন মন্ত্রীর পার্সোনাল ইমেজ মেকওভারের জন্য খরচ করত। এই টাকাটা শুধু ওনার প্রচারের জন্য খরচ হচ্ছে না, এই টাকাটা মিডিয়ার বশ্যতা কিনতেও খরচ হচ্ছে।

    আর সিকোফ্যান্টের দল সোশ্যাল নেটওয়ার্কে ঢাক বাজাচ্ছে, আহা মমতা, বাহা মমতা।
  • S | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৫:২২440630
  • এইজন্যই তো বাইডেণকে ক্যান্ডিডেট চাইছিলাম না। হি হ্যাজ নাইদার গ্রেট পলিসি পজিশান নর প্রোগ্রেসিভ আইডিওলজি।
  • lcm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৫:০০440629
  • পিপিই কথাটা খুব শুনছি, দেখলাম, PPE - Personal Protective Equipment
  • lcm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৫৭440628
  • সেনেট রোল কল - অন ইরাক ওয়ার --
    জো বাইডেন, হিলারি ক্লিনটন, চাক সুমার, ডায়ান ফাইনস্টাইন - ইয়েস দিয়েছিল।
    বারবারা বক্সার - নো দিয়েছিল।

    https://www.washingtonpost.com/wp-srv/onpolitics/transcripts/senaterollcall_iraq101002.htm
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৪৯440627
  • ডেমোক্র‌্যাট সেনেটাররা বুঝতে পারলো না কেন? আপনার কি মনে হয়? মিডিয়ার জন্য? তাদের কাছে তো হাঁড়ির খবর থাকে (ইন্টেলিজেন্স ব্রিফিং হয়), মিডিয়ার কাছ থেকে খবর নিতে হয়্না। এর বেশি মুখ খুলবো না।
  • lcm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৪৯440626
  • ও, আচ্ছা --- তাহলে পছন্দসই খবর হল --- ওই ২৯ জন ডেমোক্র্যাট তাহলে ঠিক ভোটই দিয়েছিলেন, মানে প্রেসিডেন্ট যা চেয়েছিলেন -- বেশ বেশ
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৪৭440625
  • আমেরিকার কম্যান্ডার ইন চীফ হল প্রেসিডেন্ট। কনগ্রেস অথরাইজ করলেও প্রেসিডেন্ট নাও করতে পারত। কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্ট সট ফর অথরাইজেশান। তাই বাক স্টপস অ্যাট হিজ ডেস্ক।
  • lcm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৪৬440624
  • এগজ্যাক্টলি, সবাই সত্যি/মিথ্যে বুঝতে পারল, কিন্তু ২৯ জন ডেমোক্র্যাট সেনেটর বুঝতে পারলেন না
  • lcm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৪৫440623
  • ডেমোক্র্যাট সেনেটারদের মধ্যে ২৯ জন ইরাক ওয়ারের পক্ষে ভোট দিয়েছিলেন, আর ২১ জন বিপক্ষে !
    এটা সত্যি, এটা ইতিহাস, পছন্দসই না হতে পারে ।
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৪৪440622
  • ইউএনে বসে কলিন পাওয়েল যখন বোকা বোকা প্রেজেন্টেশান দিচ্ছিল, তখন আমরা পর্যন্ত জানতাম যে পুরো ঢপ। বয়স অনেক কম, কিছুই দেখিনি, কিছুই জানিনা। কিন্তু ঐ প্রেজেন্টেশানটা লাইভ দেখেছিলাম মনে হয় টিভিতে। দেখেই বোঝা যাচ্ছিল যে পুরো মিথ্যা কথা বলছে। আমরা বুঝতে পারলাম, আর বাকীরা কেউ কিছু বুঝতে পারলোনা? এটা বললেই হবে?
  • lcm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৪৪440621
  • সেনেটে -- A "yes" vote was a vote to grant President Bush the power to attack Iraq unilaterally. A "no" vote was a vote to defeat the measure. Voting "yes" were 29 Democrats and 48 Republicans. Voting "no" were 1 Republican, 21 Democrats, and 1 Independent.
  • lcm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০৪:৪২440620
  • তথ্য তো বলছে, হাউসে ২৯৬/১৩৩, সিনেটে ৭৭/২৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত