@খ,
উত্তর পূর্বকে প্রাসঙ্গিক করতেই উত্তরপূর্বের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ, নারীবাদী আন্দোলন নিয়ে লেখালেখি অনেক বেশী দরকার বলেই মনে করি। অন্তত এই ইনক্লুশনটা তো দরকার।
@Icm,
সমকালীন পছন্দের লেখকের উপন্যাস, গল্প, কবিতা, নিয়ে আলোচনা হোক আলাদা টইতে। পছন্দের লেখক মানেই এই নয় যে তার লেখা কন্সিসটেন্টলি পড়ি। পড়াটা অনেকটাই অমিয়মিত। আবার এটাও হয় কার ো তিনটে লেখা ভাল লাগল কিন্তু চতুর্থ লেখাটা লাগল না।
তবে সে আলোচনা অনেক সময় নিয়ে করতে হবে। আমরা কজন একটা ফান্ড খুলে কিছু হোমলেসদের খাওয়ানোর পরিকল্পনা করেছি। এ ব্যাপারে একটি এন জি ও ও রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা অনেক কষ্টে কিছু টাকা তুলে চাল, ডাল, আটা, আলু, ডিম এসব কিনে তাদের হাতে তুলে দিচ্ছি। আজ পুলিশ পার্মিশন করাতে বেরিয়েছিলাম। আমাদের মধ্যে যার খাবার কেনার ভার সে জানাল ১০ কিলো চাল কমতি পড়ছে। কাল সকালে পাঠাতে হবে। দেখা যাক কি করে উথপারি। প্রয়োজনে আপনাদের সাহাজ্য লাগতে পারে!
তাই এটা নিয়ে ব্যস্ত আছি। এদিকে আমার এক ছাত্র একটি এন জি ওতে কাজ করে জারা রাজারহাটে ইট ভাটার শিশুদের নিয়ে কাজ করে। দৈনিক মজুরদের সন্তান। ওদের কাজ বন্ধ তাই অবস্থা খুব সঙ্গিন। তারাও সাহায্য চেয়েছে। কি করে উঠতে পারব জানিনা।
দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় য েতেপারে সে নিয়ে সবাই চিন্তিত। সারাদিন অনেকের ফোন আসে। আলোচনার বিষয় এক। কথা বলতে বলতে শুধু ক্লান্তি বোধ নয়, অবসাদগ্রস্থ লাগে। কিছু ভাল লাগছেনা। কিছু পরতে চাইলেও মন বসছেনা।
টেবিল এখানের কারেণ্ট রিপর্টে পাবেন। https://arogya.maharashtra.gov.in/1175/Novel--Corona-Virus
ওসব করোনা-ফরোনা কিসুই নয়। আসল হচ্চে গে যোগনিদ্রা। নিন শুরু করে দিন, ডিপ্রেসন কোদ্দিয়ে পালিয়ে যাবে টেরটি অবধি পাবেন্নাকো।