সম্বিৎ | ০১ এপ্রিল ২০২০ ০২:০৯440589
সম্বিৎ | ০১ এপ্রিল ২০২০ ০২:০০440588
hkg | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০১:৫৭440587
S | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০১:৪৮440586
Atoz | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০১:১৮440585
ar | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০১:১৭440584
hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০১:০৪440583
অর্জুন | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০১:০৩440582@খ,
উত্তর পূর্বকে প্রাসঙ্গিক করতেই উত্তরপূর্বের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ, নারীবাদী আন্দোলন নিয়ে লেখালেখি অনেক বেশী দরকার বলেই মনে করি। অন্তত এই ইনক্লুশনটা তো দরকার।
@Icm,
সমকালীন পছন্দের লেখকের উপন্যাস, গল্প, কবিতা, নিয়ে আলোচনা হোক আলাদা টইতে। পছন্দের লেখক মানেই এই নয় যে তার লেখা কন্সিসটেন্টলি পড়ি। পড়াটা অনেকটাই অমিয়মিত। আবার এটাও হয় কার ো তিনটে লেখা ভাল লাগল কিন্তু চতুর্থ লেখাটা লাগল না।
তবে সে আলোচনা অনেক সময় নিয়ে করতে হবে। আমরা কজন একটা ফান্ড খুলে কিছু হোমলেসদের খাওয়ানোর পরিকল্পনা করেছি। এ ব্যাপারে একটি এন জি ও ও রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা অনেক কষ্টে কিছু টাকা তুলে চাল, ডাল, আটা, আলু, ডিম এসব কিনে তাদের হাতে তুলে দিচ্ছি। আজ পুলিশ পার্মিশন করাতে বেরিয়েছিলাম। আমাদের মধ্যে যার খাবার কেনার ভার সে জানাল ১০ কিলো চাল কমতি পড়ছে। কাল সকালে পাঠাতে হবে। দেখা যাক কি করে উথপারি। প্রয়োজনে আপনাদের সাহাজ্য লাগতে পারে!
তাই এটা নিয়ে ব্যস্ত আছি। এদিকে আমার এক ছাত্র একটি এন জি ওতে কাজ করে জারা রাজারহাটে ইট ভাটার শিশুদের নিয়ে কাজ করে। দৈনিক মজুরদের সন্তান। ওদের কাজ বন্ধ তাই অবস্থা খুব সঙ্গিন। তারাও সাহায্য চেয়েছে। কি করে উঠতে পারব জানিনা।
দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় য েতেপারে সে নিয়ে সবাই চিন্তিত। সারাদিন অনেকের ফোন আসে। আলোচনার বিষয় এক। কথা বলতে বলতে শুধু ক্লান্তি বোধ নয়, অবসাদগ্রস্থ লাগে। কিছু ভাল লাগছেনা। কিছু পরতে চাইলেও মন বসছেনা।
পাঠক | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০০:৫৮440581
পাঠক | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০০:৫৩440579টেবিল এখানের কারেণ্ট রিপর্টে পাবেন। https://arogya.maharashtra.gov.in/1175/Novel--Corona-Virus
দ্রি | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০০:২৮440578
দ্রি | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০০:২৩440577
পাঠক | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০০:১৯440576
aka | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০০:১৮440575
hkg | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০০:০৭440574
hkg | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ০০:০৬440573
r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:৫৮440572
hkg | 14.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:৫২440571
দ্রি | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:৫২440570
sm | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:৪৭440569
hkg | 14.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:৪২440568
দ্রি | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:৩৮440567
b | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:৩৭440566
PM | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:৩১440565
hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:১৯440564
trend India! | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:১৫440563
এলেবেলে | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:১৪440562ওসব করোনা-ফরোনা কিসুই নয়। আসল হচ্চে গে যোগনিদ্রা। নিন শুরু করে দিন, ডিপ্রেসন কোদ্দিয়ে পালিয়ে যাবে টেরটি অবধি পাবেন্নাকো।
trend india | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ২৩:০৬440561
সম্বিৎ | ৩১ মার্চ ২০২০ ২৩:০৪440560