এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৫৩440409
  • ওদিকে করোনার বাজারে বিজয় মাল্য আবার সরকারের থেকে কি যেন একটা সুবিধে চেয়ে বসেছে। যে যার তালে আছে :d
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৫২440408
  • হ্যাঁ, ওষুধ পাওয়া যাচ্ছে না। দোকান খোলা কিন্তু আকাল। এক পাতা দু'পাতা, এই দোকান ঐ দোকান করে চলছে।

    বাড়িতে ডেলিভারি হচ্ছে না।
    নিয়মিত ডাক্তার দেখানো টেখানো তো বন্ধই।
  • b | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৫০440407
  • বলতে বলতেঃ
    দিল্লি-র তবলিগি জামাত থেকে অনেক করোনা কেস ছড়িয়েছে।
  • ব্যা | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৪৬440406
  • পোচুর ঢপ বাজারে চলছে আগামী পুরভোটের দিকে চোখ রেখে। আমার মায়ের নিত্যপ্রয়োজনীয় ওষুধ এক পাতার বেশী পাওয়া যাচ্ছে না।

    এসো ভাই
    তুমি আর আমি মিলে কাঁঠালপাতা খাই
    তুমিও ছাগোল আমিও ছাগোল
    কিন্তু আমরা নইকো পাগল।
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৪৪440405
  • উফ, অপার্থিব।
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৪৪440404
  • সুচিত্রা মিত্রের অল্পবয়সের গলা একেবারে পার্থিব টাইপ ব্যাপার। কিন্তু শুনতে পাই না বিশেষ।
  • সম্বিৎ | ৩১ মার্চ ২০২০ ১২:৩৯440403
  • সুমন কল্যাণপুরের বাংলা বললেই মনে হয়, "মনে করো আমি নেই / বসন্ত এসে গেছে"। ভদ্রমহিলা কি অনেক বাংলা গান করেছেন।

    কিন্তু ওই যা বললাম, দেওয়ার মত বক্তব্যের বড় আকাল হে।
  • PT | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৩৮440402
  • "সেইজন্যেই দিদি সাইকেল দিলে অথবা কন্যাশ্রী প্রকল্প শুরু করলে সেটা নিয়ে খিল্লি করার আগে ভেবে দেখা উচিৎ।"
    ব্যাঃ ব্যা ব্যা করার আগে তথ্য যাচাই করে নিন। সাইকেল ও ছাত্রীদের টাকা দেওয়ার কাজ বুদ্ধবাবুর আমলেই চালু ছিল। তিনোরা কপি ক্যাট হয়ে সেটাকে নিজেদের বলে ঢাক-্ঢোল পেটাচ্ছে।

    এগুলো নিয়ে খিল্লির কারণ নানাবিধ। তার অন্যতম হচ্ছে কাজের সুযোগ সৃষ্টি না করে ভোটের মুখ চেয়ে শুধু ভাতার ওপরে নির্ভরতা বাড়ানো। করোনার পরে সমস্যা আরো বাড়বে। পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরেছে-তাদের কাজের সুযোগ তৈরি না করলে রাজ্যের কপালে দুঃখ আছে।

    "তবে কিনা বাজার থেকে মুড়ি উধাও-দেখেন দিদি কিছু পাঠাতে পারে কিনা।"
    পোচুর ঢপ বাজারে চলছে আগামী পুরভোটের দিকে চোখ রেখে। আমার মায়ের নিত্যপ্রয়োজনীয় ওষুধ এক পাতার বেশী পাওয়া যাচ্ছে না।
  • lcm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৩৭440401
  • চিত্রলেখা চৌধুরীর গান আমার কাছে আছে বোধহয় - সিডি তে ---
    কিন্তু আজকাল আমি সুমন কল্যাণপুর এর বাংলা গান শুনছি -- ভদ্রমহিলা এত ভাল গাইতেন।
  • lcm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৩৪440400
  • আসলে, করোনা ভাইরাসে দেখা যাচ্ছে - শুধু মেডিক্যাল সল্যুশন দিয়ে হবে না - কারণ হার্ড সল্যুশন নেই।
    তাই - সোশ্যাল আওয়ার্নেস, ইন্ডিভিজুয়াল রেসপনসিবিলিটি, লকডাউন, গভর্নমেন্ট পলিসি - এসব জরুরি হয়ে পড়েছে, চাপে পরে। যে মুহূর্তে কোনো সহজ ওষুধ বেরিয়ে যাবে, লোকজন গাঁতিয়ে ওষুধ খেয়ে নেবে, ভাইরাস ধরবে, ওষুধে ছাড়াবে ।
  • সম্বিৎ | ৩১ মার্চ ২০২০ ১২:৩৩440399
  • "মোরে বারে বারে ফিরালে" শুনুন চিত্রলেখা চৌধুরীর। নেহাত না পেলে মধ্যগগনের সুবিনয়ের।

    এছাড়া আজ আর দেওয়ার বক্তব্য নেই। নো ডিম, নো হুইস্কি, নো স্বার্থপরতা। উফ, জীবনটা কী বোর, কী বোর।
  • lcm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:২৭440398
  • ডিসি,
    এ নিয়ে আগে বলেছি, আমেরিকার পাবলিক হেলথ কেয়ার সিস্টেম - ইন জেনারেল ভাল। সুযোগ সুবিধা ভাল, ডাক্তার আছে, নার্স আছে, এম্বুলেন্স আছে। ভালো ইনসিওরেন্স থাকলে - ইট ইজ একচুয়ালি ওকে।

    প্রব্লেম হল - ইনসিওরেন্স কোম্পানিগুলি - যেহেতু ৯৫% লোকে এম্পলয়েড - এমপ্লয়ার প্রোভাইডেড ইনসিওরেন্স আছে, অনেকের তেমন প্রব্লেম নেই। কিন্তু ইন জেনারেল, ইনসিওরেন্স বেসড সিস্টেম-টায় এখানে গন্ডগোল আছে, যদিও বেশির ভাগ ডেভলপড কান্ট্রিতে মোটামুটি একই সিস্টেম।

    আর, প্যান্ডেমিক হ্যান্ডলিং এ তো চূড়ান্ত ক্যাওস ।
  • sm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:২৬440397
  • lcm,কোন দেশ ই করণার ওষুধ আবিষ্কার করে উঠতে পারে নি।বিভিন্ন কম্বিনেশন প্রয়োগ করে চালাচ্ছে।
    এই চিকিৎসার মেইন এইম হলো, এ আর ডি এস আস্তে না দেওয়া বা মাল্টি অর্গান ফেইলিওর স্টেজ আসতে না দেওয়া।
    এর জন্য আর্লি ডিটেকশন,আইসলেশন, ভাইরাল লোড কমানো, সাপর্টিভ ট্রিটমেন্ট চালু রাখতে হয়।
    লেট স্টেজে গেলে তখন ভেন্টিলেটর,একমো এই সব মেশিনের খেলা।
    এই দেখুন,চাইনিজরা কেমন কিউবান মেডিসিন ব্যবহার করেছে। পিটি,খুশি হবে,অবিশ্যি।
    https://www.telesurenglish.net/news/cuban-antiviral-used-against-coronavirus-in-china-20200206-0005.html
  • Amit | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:২১440396
  • হ্যা, দীপাঞ্জনের এইটা একটা খুব ভালো পয়েন্ট। ধর্মীয় জটলা থেকে ছড়ানোর সমূহ চান্স। যেটা চীন, সাউথ কোরিয়া , জাপান এড়াতে পেরেছে। সেখানে ইরান, ইতালি ঝাড় খেয়েছে। ইন ফ্যাক্ট ইন্ডিয়ার বা মিডল ইস্ট এর অনেক গুলো কেস ই ইরান এ পিলগ্রিমেজ সেরে ফেরা।

    সেদিকে ভাবলে কিন্তু ইন্ডিয়া পুরো ভলকানো র ওপর বসে, আমাদের যেকোনো অনুষ্ঠান- বিয়ে, শ্রাদ্ধ, পূজা , ভজন, সবেতেই গাদা গাদা লোক জড়ো হয়। হাইজিন এর কোনো মা বাপ নেই। এখন লক ডাউন এ সব থেমে থাকলেও একবার উঠলেই আবার মেজর স্প্রেড হতেই পারে।
  • lcm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:২০440395
  • এসএম,
    ঠিক। এই করোনা এপিসোড ইউএসএ-র ফেডারেল গভর্নমেন্ট পলিসি - এত অ্যাবরাপ্ট, এত ফ্র্যাজাইল । রাজ্য সরকার গুলো অনেক ক্ষেত্রে বেটার। ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার এখনও যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে, দেখা যাক কি হয়।
    তবে লক্ষণ ভাল নয়।
  • dc | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:১৭440394
  • ট্রাম্প অ্যাডমিন এক এক সময়ে এক এক রকম ঘোষণা করেছে। এখন এই অবস্থা। চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা।

    এলসিএমদা, হ্যাঁ। প্রশাসনিক ব্যর্থতা, আর অনেকদিন ধরে ভুলভাল পলিসি নেওয়ার ফলে আমেরিকার পাবলিক হেল্থ সিস্টেমের এই অবস্থা হয়েছে (অন্য ডেভেলপড দেশগুলোর সাথে তুলনায়)।
  • sm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:১৬440393
  • LCM, আমেরিকা কিন্তু এখনও অবধি টার্শিয়ারী কেয়ার খুব ভালো ভাবে,প্রোভাইড করেছে।
    কিন্তু মনে রাখতে হবে, গভার্মেন্ট পলিসি হলো,পাবলিক হেলথ এর ব্যাকবোন।পলিসি গত ভাবে ছড়ালে,সেটা হেলথ সিস্টেম এর কোয়ালিটি যে খারাপ,এটাই ইনডিকেট করে।
    কারণ পাবলিক হেলথ উচ্চ মানের না হলে আল্টিমেট রেজাল্ট সর্বদাই খারাপ হবে।
  • lcm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:১৪440392
  • অর্জুন,
    এখন বাংলায় কার লেখা তোমার সব থেকে ভালো লাগে? বা, কোন লেখা - কোন উপন্যাস, কোন গল্প, কোন কবিতা, কোন প্রবন্ধ -- বলো শুনি। জানতে চাই। শুধু নেম ড্রপ করলে হবে না কিন্তু - বলতে হবে কোন লেখা কেন ভাল লাগল।
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:১৪440391
  • "একটা জিনিষ ইতালির তফাৎ আছে,সেটি হলো,ইতালিতে ভারতের মতোন এক ছাদের তলায় বহু লোক থাকে।"
    আর একটা তফাৎ চার্চ । জার্মানির ১০% চার্চে যায়, ইতালির ৩১ শতাংশ । কিম উ জু যিনি কোরিয়ার আন্টি-করোনা হেড তিনি বলছেন চার্চ হলো ছড়ানোর বেস্ট জায়গা - ছোট বদ্ধ জায়গায়, মুখ থেকে সমানে থুথু বেরোচ্ছে কথা, গান, সার্মন ইত্যাদির মাধ্যমে । তারপর দেহের ছোঁয়া আছে, ক্যাথলিকরা তো জল শেয়ার করে কিসব করে । যদি বিভিন্ন দেশের ক্লাস্টার গুলো ট্রেস করা যায় - (উইকিতে ক্লাস্টার ডিটেল আছে) ফ্রান্স, ইতালি, কোরিয়ানা চার্চ , লুইসিয়ানা, আলবানী জর্জিয়ার ব্ল্যাক কমিউনিটি, নিউ ইয়র্কের হাসিদিক জিউ - দেখবেন সব আর্লি সুপার স্প্রেডার ইভেন্ট-এ ধর্মীয় জটলার একটা বড় ভূমিকা আছে । ইহা নাস্তিক চীনের একটি সুবিধে - মানে অফিসিয়াল ভার্শন কে যদি বেনিফিট অফ ডাউট দিতেই হয় । আর ভারতের সমস্যা - যেটা পাঞ্জাবের গুরদোয়ারাতে অলরেডি দেখা গেছে ।
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:১২440389
  • পরিযায়ী শ্রমিকের কাঁধে বাচ্চার যুগ আর নেই মনে হয়। আনডকুমেন্টেড ইমিগ্র‌্যান্টরা ছাড়া। তারা তো অনেকদিনই খরচের খাতায়। এই অ্যাডমিন যে আরো মার্জিনালাইজ করবে তাতে আর নতুন কি।

    আনএমপ্লয়মেন্ট বেনেফিট সপ্তাহে ৬০০ ডলার "বাড়ানো" হয়েছে। ৪ মাস ধরে দেওয়া হবে। এর পরেও আরেকটা স্টিমুলাস প্যাকেজ আসবেই ধরে নেওয়া যায়।

    এই মুহুর্তে ট্রেজারির দারুন ডিমান্ড, ফলে আমেরিকা লোন নিতে ভয় পাচ্ছে না। বিশ্বজুড়ে রিসেশান এলে এমনিতেই আমেরিকার ফান্ডগুলো সারা দুনিয়া থেকে ইনভেস্টমেন্ট গুটিয়ে দেশে ফিরবে, তখন আরেকবার ট্রেজারি বিক্রি করা যাবে।
  • Amit | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:১২440388
  • না অর্জুন, কোনো সার্ভে করিনি। আমার রিসেন্ট সাহিত্যের দৌড় বলতে জাস্ট বাংলা শারদীয়া সংখ্যা গুলো ই আর এদিক সেদিক টুকটাক চুরি করে পড়া। শারদীয়া গুলো প্রতি বছর পড়ি, কিন্তু গত কয়েক বছরে সে রকম কোনো লেখা চোখে লাগে নি।

    অথচ কয়েক বছর আগে সেই শারদিয়াতেই সুনীল, সমরেশ, মতি নন্দী , অতীন , আবুল বাশার, সুচিত্রা , নবনীতা ইত্যাদি - এনাদের অনেক লেখাই কিন্তু খুব ভালো লাগতো পড়ে।

    আমার কথা সিরিয়াসলি একদম নেবেন না। নিজের সাবজেক্ট টাই ভালো করে জানি না, তার ওপর সাহিত্য :) :)
  • অর্জুন | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:১২440387
  • আজ সকালবেলায় ঘুম ভাঙল সুচিত্রা মিত্রের 'মোরে বারে বারে ফিরালে....' শুনতে শুনতে। আহা! 

  • lcm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:১১440386
  • এসএম,

    জার্মানি এখনও চিকিৎসার ওষুধ আবিষ্কার করে নি।

    বলছে যে জার্মানি ঠিক সময়ে এস্কটেন্সিভ টেস্টিং ক্যাম্পেইন করেছে। এই যে লিখেছে -

    ...Germany's fatality rate so far — just 0.5% — is the world's lowest, by a long shot... Italy's fatality rate hovers around 10%. France's is around 5%....

    ...Germany's low fatality rate is because of his country's ability to test early and often. ... He estimates Germany has been testing around 120,000 people a week for COVID-19 during the monthlong period from late February to now, when it's reached epidemic proportions in the country, the most extensive testing regimen in the world....

    Germany is more likely to have a lower number of undetected cases than other countries...

    Why Germany's Coronavirus Death Rate Is Far Lower Than In Other কান্ট্রিস
    https://www.npr.org/2020/03/25/820595489/why-germanys-coronavirus-death-rate-is-far-lower-than-in-other-countries
  • sm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:০৬440384
  • এটি ঠিক নয়।করোনা কেন জার্মানির বৃদ্ধ ও বৃদ্ধা দের ছেড়ে দেবে,তার সঠিক একসপ্লানেশন না পেলে,সেটি চীনের ইউহানে লেবার রা ছুটিতে বাড়ি চলে গেছিলো এমন টি বোধ হবে।
    জার্মানি,ইউ কে,ফ্রান্স ও ব্রিটেন এর ডেমোগ্রাফি মোটা মুটি এক।একটা জিনিষ ইতালির তফাৎ আছে,সেটি হলো,ইতালিতে ভারতের মতোন এক ছাদের তলায় বহু লোক থাকে।
    আমার মনে হয়,জার্মানির বেড সংখ্যা পার হাজার ক্যাপিটা বেশি,ভেন্টিলেটর এর সংখ্যা বেশি ও খুব বিচক্ষণ ভাবে আইসলেশন ইমপ্লিমেন্ট করেছে।
    এসব তথ্য বছর খানেক পর বাজারে চলে আসবে।
    তখন জার্মানির মডেল,কোরিয়ার মডেল,জাপানি মডেল সারা বিশ্ব ফলো করবে।
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:০৩440383
  • ও, আর স্টিমুলাসে, বাচ্চাদের জন্যে $৫০০, ওটা যদ্দূর জানি আয় নিরপেক্ষ। এমনিতেই তো চাইল্ড ক্রেডিট ১কে, এটা নিশ্চয় তার ওপর।

    অবার, এটাকে খারাপ কোনভাবেই বলার উপায় নেই। কিন্তু ঐসব পরিযায়ী শ্রমিকের কাঁধে চাপা বাচ্চার ছবি মনে পড়লে দ্বিধা হয়। গরীব লোক তো ওখানেও আছে, যদিও আমাদের মত একেবারে বেসিক নিডের অধিকারবর্জিত হয়তো নয়।

    অনেকেরই এই টাকাটা শুধু আগামী ভেকেশন প্ল্যান করতে কাজে লাগবে।
  • অর্জুন | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:০১440382
  • @Amit বাবু, 

    'কিন্তু বাংলা ভাষায় সেরকম ভালো লেখাও আজকাল অত হয় কোথায় ? এটা দুটো দিকেই সমস্যা, ভালো লেখা সেরকম হচ্ছে না বলে লোকে পড়ার উৎসাহ পাচ্ছে না, আর লোকে পড়ছে না বলে সেরকম ভালো লেখা ও বেশি আসছে না, লেখক লেখিকারা সেই ভাষায় লেখার উৎসাহ হারাচ্ছেন।' 

    এটা কি একান্তই নিজস্ব মতামত নাকি আপনি সার্ভে করেছেন? মানে আমি জানতে ইচ্ছুক। আরেকতু যদি গুছিয়ে বলেন !

    প্রবাসীদের কাছে আনন্দবাজার একটি ব ড়এবং অনেক সময় একমাত্র মাধ্যম। কিন্তু আনন্দবাজার বাংলা সাহিত্যের একমাত্র প্রতিনিধি নয়! 

  • lcm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:০১440381
  • ডিসি,
    হ্যাঁ, প্রবলেম গভর্নমেন্ট পলিসির । টাইমলাইন দেখো -

    - ২০শে জানুয়ারি আমেরিকায় প্রথম করোনা ভাইরাস ধরা পরে একজনের (৩৫ বছর বয়স) শরীরে যিনি তার পাঁচ দিন আগে উহান থেকে ফিরেছিলেন।
    - ২৬শে জানুয়ারি ইউএসএ-চায়নার মধ্যে মেজর এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। ( most major airlines suspended flights between the U.S. and China )
    - ২৬শে ফেব্রুয়ারি আমেরিকায় প্রথম একজনের শরীরে ভাইরাস ধরা পরে যিনি ভ্রমণ করেন নি ( On February 26, the first case in the U.S. in a person with "no known exposure to the virus through travel or close contact with a known infected individual" was confirmed by the Centers for Disease Control and Prevention (CDC) in northern California)
    - ১৯শে মার্চ থেকে ক্যালিফোর্নিয়া প্রথম রাজ্য যারা গোটা রাজ্যে লোকডাউন ঘোষণা করে ।
    - ২৯শে মার্চ - প্রেস কনফারেন্স প্রেসিডেন্ট বলেন ২ লাখ লোক মারা যেতে পারে ( তিন বার ভুল করে ২ মিলিয়ন - ২০ লাখ বলেন), লোকডাউন এপ্রিল ৩০ অবধি বাড়ানোর কথা বলে, আগে যিনি বলেছিলেন ১২ই এপ্রিলের মধ্যে সব স্বাভাবিক হবে ।

    এই সময়ধারা দেখলে বোঝা যাচ্ছে, গন্ডগোল হয়েছে, প্রথমে সিরিয়াসলি নেওয়া হয় নি। ট্রাম্প অ্যাডমিন এক এক সময়ে এক এক রকম ঘোষণা করেছে। এখন এই অবস্থা। চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা।
  • Amit | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১১:৫৫440380
  • জার্মানি র একটা খবর দেখলাম যারা করোনা এফেক্টেড হয়েছে, তাদের এভারেজ এজ ৪৩, সেখানে ইতালি তে এভারেজ এজ ৬৩, বেশ বেশি। এটা হয়তো একটা কারণ হতে পারে লো মর্টালিটি র জন্যে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত