অর্জুন | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২৩:০৬440288ধন্যবাদ @সম্বিৎ বাবু,
ধন্যবাদ @এলেবেলে
প্রসাদ মুখোপাধ্যায় 'বাক্স বদল' এও অভিনয় করেছেন। 'ইনার আই' কোন যুগে পড়েছি। সন্দেহাতীত ভাবে খারাপ বই কিন্তু সত্যজিৎ রায়ের আর কোনো প্রামাণ্য জীবনী বোধহয় তখন আর ছিল না। মারী সিটনের বইটি সংক্ষিপ্ত এবং অনেক আগে প্রকাশিত। তাই সম্পূর্ণ নয়।
এই দুই বর্ষীয়ান অভিনেতা সম্পর্কে আর কোনো বই থাকলে বা পত্রিকায় লেখালেখি হলে পড়ার ইচ্ছে রইল।
r2h | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২৩:০১440287
sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২৩:০০440286
এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:৫৫440285অর্জুন, আপনাকে বলতে যাচ্ছিলাম। তার আগেই দেখলাম @দেব উত্তর দিয়ে দিয়েছেন। এবং সেটা একশো শতাংশ ঠিক উত্তর।
'গল্প হলেও সত্যি' সিনেমায় যিনি বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি 'নায়ক' সিনেমাতেও ছিলেন সাংবাদিক চরিত্রে। আর তাঁর বড় পুত্রের ভূমিকায় যিনি অভিনয় করেন, তাঁর সঙ্গে ট্রেনে বিরিঞ্চিবাবার সাক্ষাৎ ঘটে 'মহাপুরুষ' ছবিতে।
এর রেফারেন্স হচ্ছে অ্যান্ড্রু রবিনসনের অতি অখাদ্য বই 'সত্যজিৎ রায়: দ্য ইনার আই'। আপনি 'গল্প হলেও সত্যি' সিনেমাটার টাইটেল কার্ডের প্রথমেই এই দুই চরিত্রাভিনেতার নাম দেখতে পাবেন।
সম্বিৎ | ৩০ মার্চ ২০২০ ২২:৫০440284https://www.imdb.com/title/tt0366505/fullcredits/?ref_=tt_ov_st_sm
হতচ্ছাড়া গুগুল ট্রান্সলিটেরেটরকে দূর করা হোক। না হলে অন্ততঃ অন্য ট্যাবে পাঠিয়ে অন্য ডিফল্ট করা হোক।
lcm | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:৪৯440283
এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:৪৯440282hkg | 162.158.50.247 | ৩০ মার্চ ২০২০ ১৩:২৭
আমার কৈফিয়ত
১. খুব স্পষ্ট ভাষায় বলি, আমি 'মামু'-র স্লোগানে বিশ্বাসী - "লোকালে কাল শব্দটা আছে, গ্লোবালে আছে বাল"। তাতে 'বিশ্বনাগরিক'-রা আমার ওপরে খচে ফায়ার হলে আমার কিচ্ছু করার নেই।
২. আমার আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা সুইটজারল্যান্ডের ওপরে প্রকাশ্য বা গোপন কোনও 'খার' নেই। মানে থাকাটাই হাস্যকর। কারণ ভারত ভালো আর বাকিরা খারাপ -এরূপ ছেলেমানুষসুলভ বাইনারিতে আমি আদৌ আস্থাশীল নই, ছিলামও না কোনও দিন।
৩. সে সব দেশে যাঁরা থাকেন, থাকার সুবাদে সন্ত্রস্ত ও মৃত্যুর আশঙ্কায় বিনিদ্র রজনী যাপন করছেন -তাঁদের প্রত্যেকের প্রতি, বাঙালি-বিদেশি নির্বিশেষে, আমার পূর্ণ সহমর্মিতা আছে। তাঁরা বিপদে পড়েছেন বলে আমি আনন্দে বগল বাজাচ্ছি না।
৪. এবং সেই কারণেই আমি করোনায় মৃত্যুকে 'অনাকাঙ্ক্ষিত বলেছি এবং শব্দটি ছদ্ম-সহানুভূতিসুচক নয়।
৫. পাশাপাশি আরও একটি শব্দ ব্যবহার করেছি - শ্রেণিচরিত্র। এটা বড্ড স্পষ্ট। আজ যাঁরা বলছেন তাঁদের জীবন আবর্তিত কেবলমাত্র 'আপনি' আর 'কপনি' নিয়ে, তাঁদের প্রত্যেককে চিহ্নিত করে রাখছি। ভবিষ্যতে এঁরা 'কল্যাণকামী রাষ্ট্র', 'মমব্যান ওঁচা, মোদী পচা, সিপিএম লোচা' ইত্যাদি লব্জ আওড়ালে বিনীতভাবে তাঁদের স্মরণ করিয়ে দেব সবাই আগে নিজের স্বার্থ দেখেন; পরে অন্যের।
৬. এর মধ্যে একটি অতি ন্যক্কারজনক কাণ্ড ঘটেছে। যিনি ঘটিয়েছেন তিনি গুরুরই সক্রিয় সদস্য, সম্ভবত গুরুর ফেসবুক পেজের অ্যাডমিনও। তিনি সচেতনভাবে আমার এখানে করা একটি মন্তব্যকে উদ্ধৃত করে সম্ভবত ফেসবুকে সেঁটেছেন। সেটি এখন আমার নামে ঝড়ের গতিতে শেয়ারড হচ্ছে। এই গোটা ঘটনার আকস্মিকতায় আমি হতবাক।
এ ব্যাপারে আমি বিশেষ করে পাই, ঈশান, হুতোদা এবং এলসিএমকে সনির্বন্ধ অনুরোধ করলাম ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেটা দেখতে। প্রসঙ্গত, এই বেসিক ডিসেন্সির অভাব দেখে আমি অত্যন্ত রুষ্টও বটে।
সম্বিৎ | ৩০ মার্চ ২০২০ ২২:৪৮440281
অর্জুন | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:৪০440280ধন্যবাদ @দেব
যোগেশ চট্টোপাধ্যায় ও প্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বিশদে জানতে চাই।
কোনো বই বা সোর্স রেকমে ন্ড করতে পারেন?
sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:১৬440279
sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:১৫440278
PT | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:৫৫440277
sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:৫৩440276
sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:৪৫440275
PT | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:৪২440274
Sarbani | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:৩৩440273
PT | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:২৭440272
অনির্বাণ | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:৪০440271অবশ্য বিয়েবাড়ি বা ধর্মস্থান থেকে স্প্রেড হলে, আর সেই ইন্সিডেন্টটা আইডেন্টিফাই করতে পারলে খানিকটা সামাল দেওয়া সম্ভব।
aka | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:৩৬440270
o | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:৩২440269ন্যাশনাল মিডিয়া এইটে রিপোর্ট করছে কারণ ব্যাপারটা অরাজনৈতিক, সরকার অসহায়, লকডাউন ছাড়া কোনো উপায় ছিল না এইটে এস্ট্যাবলিশ করে ফেলা গেছে। ফলে মাইগ্রান্ট লেবারদের দুরবস্থা দুঃখের হলেও অনৈতিকতার দায় সরকার নেবে না। সেইটে জেনেশুনেই মোদীজির অতো নাটক করে ক্ষমা চাওয়া। টাইম টু টাইম বিজ্ঞান, ধর্ম সবকিছুকেই একইভাবে স্টেট ইউজ করে টু জাস্টিফাই ইটস ভ্যালু সিস্টেম।
Sarbani | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:২২440268
সিএস | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:১২440267
Sarbani | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:০১440266
অনির্বাণ | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:৫৫440265কেন্দ্র থেকে বলেছে দেশে কমুনিটি ট্র্যান্সমিশান হয় নি তা কী ঠিক? দু তিন দিন আগে যে পড়লাম যে কয়েকজনের পজিটিভ বেরিয়েছে যাদের ট্র্যাভেল হিস্ট্রি বা known contact with confirmed case নেই
dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:৩৭440264
sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:২২440263
dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:১৪440262
sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:১০440261
aka | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:০৭440260
o | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:০৪440259আরে গার্ডেনরিচে বিরিয়ানি নিয়ে তিনোরা ক্যালাকেলি করেচে! পিটি দেখেচেন? ঃ-)))