এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২৩:০৬440288
  • ধন্যবাদ @সম্বিৎ বাবু,

    ধন্যবাদ @এলেবেলে

    প্রসাদ মুখোপাধ্যায় 'বাক্স বদল' এও অভিনয় করেছেন। 'ইনার আই' কোন যুগে পড়েছি। সন্দেহাতীত ভাবে খারাপ বই কিন্তু সত্যজিৎ রায়ের আর কোনো প্রামাণ্য জীবনী বোধহয় তখন আর ছিল না। মারী সিটনের বইটি সংক্ষিপ্ত এবং অনেক আগে প্রকাশিত। তাই সম্পূর্ণ নয়।

    এই দুই বর্ষীয়ান অভিনেতা সম্পর্কে আর কোনো বই থাকলে বা পত্রিকায় লেখালেখি হলে পড়ার ইচ্ছে রইল।

  • r2h | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২৩:০১440287
  • এলেবেলে, ওটা (ফেবু শেয়ার) আমারও চোখে পড়েছে এবং আমিও নিরতিশয় অবাক হয়েছি। অয়ানোনিমিটি, পরিচয় প্রকাশে অনীহা এইসব নিয়ে আমি সিরিয়াস (মানে আমার পক্ষে যদ্দূর সিরিয়াস হওয়া সম্ভব আরকি, যে কোন বিষয়ে)।

    এবার পুণরাবৃত্তি, ইশানদা বা পাইয়ের কথা জানি না, কিন্তু আমার হাতে একেবারেই নেই। আমার ধারনা যে করেছে তার পোস্টের নীচে লিখলে সে সতর্ক হবে, সেন্সিবল লোক।
    তবে ব্যাপারটা আমারও ভালো হজম হয়নি, আবার স্বীকার করি।

    আর ইয়ে, আমাকে হুতো'দা' না বললেও আমি কিছু মনে করবো না। ওটা এই টি ইত্যাদিদের মত অর্বাচীন পোলাপানেরা বলে।
  • sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২৩:০০440286
  • ইউহানে মৃত্যু কিছু বেশি হতে পারে।কিন্তু চল্লিশ হাজার হবে না।হলে এতদিন ঢি ঢি পড়ে যেতো।আধুনিক জগতে এতো বেশি সত্য লুকানো যায় না।
    তার চেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো চায়নার বৃহত্তর অংশে সেরকম স্প্রেড হয়নি কেন?
    এটা অমিত ও করেছিল গত কাল।
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:৫৫440285
  • অর্জুন, আপনাকে বলতে যাচ্ছিলাম। তার আগেই দেখলাম @দেব উত্তর দিয়ে দিয়েছেন। এবং সেটা একশো শতাংশ ঠিক উত্তর।

    'গল্প হলেও সত্যি' সিনেমায় যিনি বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি 'নায়ক' সিনেমাতেও ছিলেন সাংবাদিক চরিত্রে। আর তাঁর বড় পুত্রের ভূমিকায় যিনি অভিনয় করেন, তাঁর সঙ্গে ট্রেনে বিরিঞ্চিবাবার সাক্ষাৎ ঘটে 'মহাপুরুষ' ছবিতে।

    এর রেফারেন্স হচ্ছে অ্যান্ড্রু রবিনসনের অতি অখাদ্য বই 'সত্যজিৎ রায়: দ্য ইনার আই'। আপনি 'গল্প হলেও সত্যি' সিনেমাটার টাইটেল কার্ডের প্রথমেই এই দুই চরিত্রাভিনেতার নাম দেখতে পাবেন।

  • lcm | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:৪৯440283
  • বলছে উহান-এ ৪০-৪২ হাজার মানুষ মারা গিয়েছেন হয়ত, চাইনিজ অথিরিটি তথ্য চেপে দিয়েছে

    Wuhan Covid-19 death toll may be in tens of thousands, data on cremations and shipments of urns suggest
    ...
    Trucks dropped off roughly 2,500 urns on Wednesday and again on Thursday local time to one of the eight local funeral homes, a driver told Chinese media outlet Caixin. The news site also published another photo showing 3,500 urns stacked inside the facility. The number of urns that arrived in that one funeral home was far greater than the city's official overall death COVID-19 toll.
    ...
    Some Wuhan residents estimate that the coronavirus death toll could be 26,000, based on the amount of urns being delivered and distributed across the city. Citizens on Chinese social media have said that seven Wuhan funeral homes will likely distribute 3,500 urns per day on average from March 23 to April 4, which marks Qing Ming, the traditional tomb-sweeping festival. By that estimate, 42,000 urns would be given out in the 12-day period.
    ...
    https://www.newsweek.com/wuhan-covid-19-death-toll-may-tens-thousands-data-cremations-shipments-urns-suggest-1494914
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:৪৯440282
  • hkg | 162.158.50.247 | ৩০ মার্চ ২০২০ ১৩:২৭

    আমার কৈফিয়ত

    ১. খুব স্পষ্ট ভাষায় বলি, আমি 'মামু'-র স্লোগানে বিশ্বাসী - "লোকালে কাল শব্দটা আছে, গ্লোবালে আছে বাল"। তাতে 'বিশ্বনাগরিক'-রা আমার ওপরে খচে ফায়ার হলে আমার কিচ্ছু করার নেই।

    ২. আমার আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা সুইটজারল্যান্ডের ওপরে প্রকাশ্য বা গোপন কোনও 'খার' নেই। মানে থাকাটাই হাস্যকর। কারণ ভারত ভালো আর বাকিরা খারাপ -এরূপ ছেলেমানুষসুলভ বাইনারিতে আমি আদৌ আস্থাশীল নই, ছিলামও না কোনও দিন।

    ৩. সে সব দেশে যাঁরা থাকেন, থাকার সুবাদে সন্ত্রস্ত ও মৃত্যুর আশঙ্কায় বিনিদ্র রজনী যাপন করছেন -তাঁদের প্রত্যেকের প্রতি, বাঙালি-বিদেশি নির্বিশেষে, আমার পূর্ণ সহমর্মিতা আছে। তাঁরা বিপদে পড়েছেন বলে আমি আনন্দে বগল বাজাচ্ছি না।

    ৪. এবং সেই কারণেই আমি করোনায় মৃত্যুকে 'অনাকাঙ্ক্ষিত বলেছি এবং শব্দটি ছদ্ম-সহানুভূতিসুচক নয়।

    ৫. পাশাপাশি আরও একটি শব্দ ব্যবহার করেছি - শ্রেণিচরিত্র। এটা বড্ড স্পষ্ট। আজ যাঁরা বলছেন তাঁদের জীবন আবর্তিত কেবলমাত্র 'আপনি' আর 'কপনি' নিয়ে, তাঁদের প্রত্যেককে চিহ্নিত করে রাখছি। ভবিষ্যতে এঁরা 'কল্যাণকামী রাষ্ট্র', 'মমব্যান ওঁচা, মোদী পচা, সিপিএম লোচা' ইত্যাদি লব্জ আওড়ালে বিনীতভাবে তাঁদের স্মরণ করিয়ে দেব সবাই আগে নিজের স্বার্থ দেখেন; পরে অন্যের। 

    ৬. এর মধ্যে একটি অতি ন্যক্কারজনক কাণ্ড ঘটেছে। যিনি ঘটিয়েছেন তিনি গুরুরই সক্রিয় সদস্য, সম্ভবত গুরুর ফেসবুক পেজের অ্যাডমিনও। তিনি সচেতনভাবে আমার এখানে করা একটি মন্তব্যকে উদ্ধৃত করে সম্ভবত ফেসবুকে সেঁটেছেন। সেটি এখন আমার নামে ঝড়ের গতিতে শেয়ারড হচ্ছে। এই গোটা ঘটনার আকস্মিকতায় আমি হতবাক।

    এ ব্যাপারে আমি বিশেষ করে পাই, ঈশান, হুতোদা এবং এলসিএমকে সনির্বন্ধ অনুরোধ করলাম ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেটা দেখতে। প্রসঙ্গত, এই বেসিক ডিসেন্সির অভাব দেখে আমি অত্যন্ত রুষ্টও বটে।

  • অর্জুন | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:৪০440280
  • ধন্যবাদ @দেব

    যোগেশ চট্টোপাধ্যায় ও প্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বিশদে জানতে চাই।

    কোনো বই বা সোর্স রেকমে ন্ড করতে পারেন?    

  • sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২২:১৫440278
  • ব্রিটিশ বিজ্ঞানীরা বলছে 6 মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসতে পারে।
    ফেজ ওয়ান টু 3 ট্রায়াল তো বেসিক্যালি একস্ক্যালেশন।
  • sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:৪৫440275
  • পিটি,কেউ তো ক্লেম করেনি,কোন ঔষধ করোনা সরিয়ে দেবে বা নির্মূল করে দেবে।এগুলো সব ই এনেকডটাল এভিডেন্স।
    এই ঔষধ গুলি করোনায় কার্যকারিতা প্রমাণ করেছে।যদি কোন কাজ না করতো,তাহলে তো শুধু মুধু কোন মেডিসিন দেওয়াই হতো না।
    কিছু কিছু ছোট ছোট স্টাডি তে দেখা গেছে ভাইরাল ক্লিয়ারেন্স তাড়া তাড়ি হয়েছে।
    এটুকুই বিরাট ব্যাপার।
    কারণ যতো বেশিদিন ভাইরাস শরীরে থাকবে ততো বেশি ফুসফুস ও অন্যান্য অঙ্গের বিকল হবার চান্স বেশি থাকবে।
    যাই হোক,করোনা ফাইট এর জন্য এই ওষুধ গুলি লাগবে।ভেন্টিলেটর লাগবে।
    দক্ষ টিম লাগবে।
  • Sarbani | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:৩৩440273
  • এই ৬৯৯১ টা কেরালার ফিগার, সারা দেশের না।
    যে কারণেই হোক, এছাড়া লক ডাউনের বাজারে হয়ত জানাই যেতনা, ঠ্যাঙারে যোগীর রাজ্য পেরিয়ে আগে যেতেই পারত না!
  • PT | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২১:২৭440272
  • এটা পড়ুনঃ
    https://www.nature.com/articles/d41573-020-00016-0
    কোন ওষুধই করোনা সারায় সেটা প্রমাণিত নয়।
  • অনির্বাণ | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:৪০440271
  • অবশ্য বিয়েবাড়ি বা ধর্মস্থান থেকে স্প্রেড হলে, আর সেই ইন্সিডেন্টটা আইডেন্টিফাই করতে পারলে খানিকটা সামাল দেওয়া সম্ভব। 

  • aka | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:৩৬440270
  • এটা আইসিএমারের যাস্ট গাটামোর জন্য হবে। যেখানে টেস্ট ক্যাপাসিটির মাত্র ১০% ইউজড হয়েছে সেখানে এটা ক্রিমিনাল।
  • o | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:৩২440269
  • ন্যাশনাল মিডিয়া এইটে রিপোর্ট করছে কারণ ব্যাপারটা অরাজনৈতিক, সরকার অসহায়, লকডাউন ছাড়া কোনো উপায় ছিল না এইটে এস্ট্যাবলিশ করে ফেলা গেছে। ফলে মাইগ্রান্ট লেবারদের দুরবস্থা দুঃখের হলেও অনৈতিকতার দায় সরকার নেবে না। সেইটে জেনেশুনেই মোদীজির অতো নাটক করে ক্ষমা চাওয়া। টাইম টু টাইম বিজ্ঞান, ধর্ম সবকিছুকেই একইভাবে স্টেট ইউজ করে টু জাস্টিফাই ইটস ভ্যালু সিস্টেম।

  • Sarbani | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:২২440268
  • আমারও তাই মনে হচ্ছে। আজকের পিসিতে পিনারাই বলল আজকে 6991 টেস্ট হয়েছে যার মধ্যে 6031 নেগেটিভ, বাকীদের বললেন ডিটেল টেস্ট আবার হবে আজকের 32টা কেসের মধ্যে কাসারগোডে 17টা। এই নশ র ও বেশী যদি পজিটিভ আসে!
    আরও বললেন কাসারগোড হাসপাতালে আরো ডায়ালিসিসের মেশিন ও ভেন্টিলেটর সাপ্লাই করার অর্ডার দেওয়া হয়েছে ভেন্ডরদের এবং এক দুদিনের মধ্যেই তা পৌঁছে যাবে।
  • Sarbani | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ২০:০১440266
  • উহানের ব্যাপারটা কিছুদিন আগেই কোন একটা চ্যানেলে দেখাচ্ছিল, তাতে বলছিল যে মোবাইল সাবস্ক্রাইবার হঠাৎ করে কত হাজার কমে গেছে, সেই থেকেই ওরা ধারণা করছে যে এই সংখ্যক লোক সম্ভবত মৃত।

    বোধি, লিখব।

    মাইগ্রান্ট ওয়ার্কার্দের এই exodus, তদজনিত অসহায় অবস্থা চোখে দেখা যাচ্ছে না। এত এত রাগ হচ্ছে কী আর বলব, এ demonetisation কেও ছাড়িয়ে গেল। এবং ন্যাশনাল মিডিয়ার সাংবাদিক দের যতই গালি দিই, ওরাই প্রথম থেকে এটা নিয়ে সমানে রিপোর্ট করে গেছে, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, এখন অবশ্য সবাই করছে।
  • অনির্বাণ | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:৫৫440265
  • কেন্দ্র থেকে বলেছে দেশে কমুনিটি ট্র্যান্সমিশান হয় নি তা কী ঠিক? দু তিন দিন আগে যে পড়লাম যে কয়েকজনের পজিটিভ বেরিয়েছে যাদের ট্র্যাভেল হিস্ট্রি বা known contact with confirmed case নেই

  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:৩৭440264
  • ওদিকে স্পেন আর ইউকেতে স্প্রেড রেট বোধায় কমছে।
  • sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:২২440263
  • Aka, এই ওষুধ গুলো অন্য রোগের জন্য ব্যবহৃত।যেমন ফ্যাভিপিরভির ঈনফ্লুএঞ্জা র জন্য স্বীকৃত। আরো অনেক rna ভাইরাস এর ওপর কাজ করে।
    রেমেদিসিভির ও এবোলা ও অন্য ভাইরাস এর ওপর কাজ করে।
    বর্তমান পরিস্থিতি তে হু সলিডারিটি ট্রাইয়াল হিসাবে কয়েকটি এন্টি ভাইরাল কে করোনায় ব্যবহারে অনুমতি দিয়েছে।
    বিভিন্ন কান্ট্রি নিজের স্টক ও অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন রকম শর্ট ট্রাইয়াল চালাচ্ছে।
    প্রথম দুটি ঔষধ কার্যকারিতা প্রমাণ করেছে।
    ভারতে হুহু করে কেস বেড়ে গেলে এই দুটি মেডিসিন এর খুব দরকার পড়বে।স্টক করে রাখা খুব আবশ্যক।
    অনেক টা, লকডাউন এর সময় সপ্তাহ দুএক এর খবর মজুত করার মতন ব্যাপার আর কি!
  • sm | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:১০440261
  • পিটি, সিপলা নতুন ড্রাগ আবিষ্কার করছে বলিনি।কিন্তু জেনেরিক প্রোডাক্ট খুব সস্তায় বার করার ক্ষমতা আছে।বর্তমান পরিস্থিতি তে ভারতের মতন গরীব দেশের এটাই দরকার।
    ভ্যাক্সিন ত নিজস্ব ইউনিক কিছু হতে পারে।
    টেস্ট কিট ও বের করেছে, দেখলাম
    সব মিলিয়ে আশা ব্যঞ্জক পরিস্থিতি।
    পুরোটাই বিদেশ থেকে ইমপোর্ট করতে হলে বেশ কাহিল অবস্থা হয়ে যেতো।এই আর কি!
  • aka | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:০৭440260
  • "ফ্যাভিপিরাভির, রেমদেসিভির ও বলক্সভির এই তিনটি ঔষধের মধ্যে দুটি মার্কেটে এভেইলেবল"

    যেকোন ওষুধই কোন রোগের জন্য ব্যবহার করতে গেলে বা তার উপকারীতা বুঝতে গেলে আগে ক্লিনিকাল ট্রায়াল চালাতে হয় না?

    ট্রাম্প বর্ণিত হাইড্রোক্লোরোকুইনও নাকি কাজ করেছে কিছু অ্যানেকডোটাল কেসে।

    যতক্ষণ না ক্লিনিকাল ট্রায়াল চলছে এবং কনক্লুডেড হচ্ছে র‌্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে ততক্ষণ বোঝা অসম্ভব ওষুধে কাজ হচ্ছে? না এমনিই অন্য কারণে।
  • o | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১৯:০৪440259
  • আরে গার্ডেনরিচে বিরিয়ানি নিয়ে তিনোরা ক্যালাকেলি করেচে! পিটি দেখেচেন? ঃ-)))

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত