এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হোকগে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৫৬440168
  • এল সি এম , আমরা টুইটার ফিড পাইথন দিয়ে নি। আর বেসিক সেন্টিমেন্ট অযানালিসিস ও সোজাই। মানে অন্যরা ভেবে দেবার পরে ;-)))) আমরা তো টোকা পাবলিক।
    সম্প্রতি আমরা একটা ইন্টারন্যাল কম্পিটিশনে কিছুটা পোগ্গামিং কিছুটা , ইংরেজি মতো মিক্স দিয়ে পুরস্কার পাবার পরমুহূর্তেই বুঝতে পেরেছি, যে প্রকৃত এক্সটার্নাল কম্পিটিশনে আমরা টিকবো না, তা পুনরায় ইংরেজি বলে অন্য ডিপার্টমেন্ট কে মাল তা হ্যাণ্ড ওভার করেছি :-)))

    হোকগে (নিজে নিজে নানা স্বরবর্ণ লেগে যাচ্ছে মাইরি)
  • সম্বিৎ | ৩০ মার্চ ২০২০ ১২:৫১440167
  • আচ্ছা, কো-অর্ডিনেশন কমিটি তথা পলিটবুরোর অফিশিয়াল পজিশন কী ডারউইনিয়ান থিওরি সম্বন্ধে? অনেকদিন আগে আমাদের ফাইনাল ইয়ারে কি একটা গভীর সাবজেক্ট পড়াতে গিয়ে আমাদের দোর্দন্ডপ্রতাপ ও বিখ্যাত হেড অমিতাভ ভটচাজ বলেছিলেন যে মার্ক্সিস্টরা 'সারভাইভাল অফ দা ফিটেস্ট'-এ বিশ্বাস করেন না। তিনি নিজেকে মার্ক্সিস্ট ভাবতেন বলেই জানি। তবে এই ব্যাখ্যার সত্যি-মিথ্যে জানিনা। কেউ আলো দেখাতে পারেন?
  • b | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৪৪440166
  • এই প্রসঙ্গে আমি একদা প্রবল প্রতাপান্বিত রাজ্য কো অর্ডিনেশন কমিটির শ্লোগানটি মনে রাখবোঃ

    " এই শ্রেণীবিভক্ত সমাজে আমরা নিরপেক্ষ নইঃ

    (বড় ফন্টে )আমরা নিজেদের পক্ষে"
  • PT | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৪২440165
  • চমৎকার বলেছেন এলেবেলে। এমনকি social distancing শব্দটার কোন বোধগম্য হিন্দি বা বাংলা প্রতিশব্দ বেরোয়নি এখনি। তাই নিয়ে কাল রাতে অর্ণবের সঙ্গে বিস্তর ক্যাচাল হল কারো কারো। তবে এখনো যে লোকে বুক বাজিয়ে নিজেদের স্বার্থপর বলে চিহ্ণিত করতে লজ্জিত নয় সেটা প্রণিধানযোগ্য।
    সুমনের এই গানটা নিতান্তই "awsome piece of art" হিসেবে দেখেছি আমরা। করোনা ঋতুতে কি এই গানের অন্য কোন ব্যাখ্যা হবে?
    .

    তাই back to normal!!
    অনেক্দিন ভ্দ্রতা দেখানোর পরে গার্ডেনরিচে তিনোদের দুই গোষ্ঠী ত্রাণ বিলি করা নিয়ে ঢিল ছোঁড়াছুঁড়ি করছে!!
  • lcm | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৪১440164
  • হ্যাঁ, কথায় আছে - স্বার্থই সম্পদ /
  • S | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৪০440163
  • @ এলেবেলে,
    মৃত্যুর আশঙ্কায় দিন গুনবো কেন? মৃত্যুর অপেক্ষায় দিন গুনছি। আর অন্যদের কথা জানিনা, তবে আমি এখনও কোনওমতে পাজামাটা পড়ে আছি। একটু পরে কি হবে, সে ভরসা দিতে পারছিনা।

    আর আমেরিকা, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ডে যারা থাকে, তাদেরই তো নিজের কাজ নিজে করতে হয়। কেউ এসে করে দিয়ে যায়্না।
  • lcm | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৩৯440162
  • আচ্ছা, টি-এর দেওয়া ছবিটা - হয় মমতা, নয় সোনিয়া - আকাশ থেকে তুবড়ির মতন ছুটে আসা করোনা ভাইরাসের সামনে ফুসফুস চিতিয়ে দাঁড়িয়ে আছে, একদম ছাদের ধারে চলে গেছে, খেয়াল নেই ।
  • সম্বিৎ | ৩০ মার্চ ২০২০ ১২:৩৬440161
  • আপনি একদম ঠিক ধরেছেন বলে আমার ধারণা। এলেবেলেকে বলছি। বাবুদের, মানে আমাদের, জি-তে ভয় ঢুকেছে। প্রব্যাবিলিস্টিকালি কোরোনাতে মরার সম্ভাবনা অনহারে বা টিবিতে মরার সম্ভাবনার থেকে অন্ততঃ কয়েক(শো) গুণ বেশি। কাজেই সেই নিয়ে লোকে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে হাতড়াচ্ছে। কিন্তু এতে আবার প্রমাণিত হল, ব্যক্তিই হোক আর শ্রেণীই হোক, স্বার্থই আগে। অন্ততঃ আমার মতন ম্যাঙ্গো পাবলিকদের কাছে। আমরাই জনগণ।
  • lcm | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৩৫440160
  • এলেবেলে,

    ভাটিয়ালি,- ওপরে যোগচিহ্নে ক্লিক করলেই দেখতে পাবেন -

    "এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা।"

    যেমন খুশি লিখুন, যা প্রাণে চায় লিখুন, যতদিন খুশি লিখুন। অন্যরা লন্ডন/প্যারিস/নিউইয়র্ক নিয়ে লিখলে, আপনিও তেড়ে কানপুর/আসানসোল/ভুবনেশ্বর নিয়ে লিখুন । লিখে যান।
  • lcm | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৩১440159
  • এক্ষুনি এখানকার টিভিতে (সিএনএন) দেখালো ভারতের প্রধানমন্ত্রী পুরো দেশ লকডাউনের জন্য ভারতবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
    তবে সেটা ঠিক, লোকে তামাশা ভাববেই। সাবান/স্যানিটাইজার/মাস্ক এসব তো দূরের কথা, হাত ধোয়ার মতন জল নেই সবার কাছে।
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:৩১440158
  • বা ধরো পাড়ায় সাধারণ মানুষষের জন্য কি উদ্যোগ নেবা হলো, সেই নিয়ে একটা প্রতিযোগিতা হোক, সরকার কে, দেশ কে নিয়ে আলোচনা না চাইলে সেটা বেতার, ফেসবুকের আত্মজীবনীর থেকে বেটার, বেশ একটা কর্মযোগী ভাব ও আসবে।
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:২৯440157
  • এলেবেলে "শুনতে খুব খারাপ লাগবে আপনাদের তবু বলি। আসলে আপনারা এতদিনে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছেন। কারণ আপনাদের অস্তিত্ব রক্ষা এখন চরম সংকটের মুখোমুখি। যে 'সভ্য' চিকিৎসা-ব্যবস্থার বড়াই করে এসেছেন এতদিন, এক ভাইরাস আপনাদের কল্পিত প্রসাদকে ধসিয়ে দিয়েছে। আপনারা নগ্ন এখন। মৃত্যু আশঙ্কায় দিন গুণছেন। টিবি, ইনফ্লুয়েঞ্জ্‌ ডায়েরিয়া আপনাদের কাছে দুগ্ধপোষ্য শিশু আর না খেতে পেয়ে মরে যাওয়ার তো চান্সই নেই আপনাদের। তাই আলোচনাও নেই, প্রেডিকশনও নেই। কিন্তু করোনা নিয়ে আছে। তাই রাস্তায় মোমবাতি কিনতে বেরিয়ে হাত-পা কাঁপছে আপনাদের।"

    এই যে সারা পৃথিবী কে দুষ্ট-পশ্চিম অথবা নষ্ট-বালিগঞ্জ বা তুষ্ট-লুটিয়েন্স হিসেবে বা বদমায়েশ-চীন বা এফিসিয়েন্ট কিন্তু হারামি সাউথ কোরিয়া ধরা টা ভালো, কিন্তু অসুখের সময় ধরো না :-)) , খেয়াল করবেন আমি ডিপ স্টেট্ কে ধরিনি, কারণ আপাতত dri এর ক্রনোলজি অকাইট্য। তবে ওই আর কি, লুকিং আওয়ে।

    মানুষঃ দুশ্চিন্তা থেকে নানা আলোচনা করে, দেশের লোক কি, পারহার লোক কি আলোচনা করেছে না। এই সময় টা চাঁদের কবিতা লিখলে তো আবার ঝলসানো রুটি নিয়ে প্যাক দেবে। তুমি একটা পূর্বা`ঞ্চলের মাইগ্রান্ট লেবারের কেন ক্রাইসিসি নেই বা থাগলেও বোঝা যাচ্ছে না, সেটা নিয়ে একটা প্রবন্ধ দাও না।

    রাগ করো না, করলেও বেশি করো না, বেশি করলেও বেশিদিন বেশি করো না। ব্যক্তি মানুষের উপরে রেগো না। প্লিজ।
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:২৯440156
  • সম্বিৎ, এলেবেলের কোনও দাবি নেই। কারণ সে গুরুর পুরনো বাসিন্দা নয় যে দাবি করলেই বাকিরা তা মেনে নেবেন। দাবি তাঁরাই করেন, এলেবেলেরা সে সব মেনে নেয়। আধিপত্যবাদ আর কি। শুধু আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইটজারল্যান্ড কয়েকদিন অন্তত ভাটে বন্ধ থাকুক, এটুকুই সে মিনতির সুরে বলতে পারে মাত্র।

  • r2h | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:২৮440155
  • এলেবেলে ৩০ মার্চ ২০২০ ১২:০৩ - হ্যাঁ এসবে তো দ্বিমত নেই কোন। এটা আমার ধারনা আমরা সবাই জানি, এখানে।

    আমার বারবার মনে পড়ে অয়লান কুর্দি; রিফিউজি, এক্সোডাস, যুদ্ধবিধ্বস্ত ইত্যাদি ছবি তো হামেশাই দেখি 'উপসাগরীয় যুদ্ধ টিভিতে দেখে/ খেয়েছি আমরা রাতের খাবার রোজ'... কিন্তু ওরা অন্যরকম দেখতে। আয়লান, সেই পরিপাটি লাল জামা, জুতো মোজা পরা বাচ্চাটার ছবি দেখে মনে হলো... মনে পড়লে চাপ হয়।

    তো, ঐ আরকি। সাহিত্য টাহিত্যতেও যেমন 'আইডেন্টিফাই' করতে পারছি কিনা এটা একটা বড় ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায় অনেকের কাছে। মানবচরিত্র, সাইকলজি টজি। কী আর করা।

    বারবারই ১৯৪৩এর দুর্ভিক্ষ মনে পড়ে, খাবার ঘরের জানলার নীচে, বাইরে যারা ফ্যান চেয়ে ছটফট করে মরে যাচ্ছে তারা অন্য লোক, অন্য রকম দেখতে।

    তবে, সারাবছর যাঁরা 'ওদের' জন্যে কাজ টাজ, গবেষণা, মাঠে ঘাটে ঘোরা এইসব সত্যিই করেন, তাঁরাও কিন্তু এই মুহূর্তে করোনা নিয়ে খুব বিচলিত, সেরকম দেখছি।
  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:২৭440154
  • এলেবেলে কিছুটা ঠিক বললেন, তবে "ছোটলোকেরা" কিন্তু আরো বড়ো সমস্যায় পড়েছেন। একদিকে ওনাদের ইনকাম বন্ধ হয়ে গেল, অন্যদিকে কোথাও যেতে পারছেন না, অন্যদিকে কিছু স্টোর করতে পারেননি বলে ইমিডিয়েট সমস্যায় পড়েছেন।
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:২৫440153
  • এলসিএম, হাসবে না? বস্তিতে থেকে সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর কথা বললে; দিনে চোদ্দবার সাবান দিয়ে হাত ধুতে বললে; মাস্ক পরতে বললে; সব কিছু লকডাউনের নিদান দিলে ছোটলোকরা হাসবে না কাঁদবে। তাঁরা বলবেন না লাও তো বটে কিন্তু আনে কে?

  • সম্বিৎ | ৩০ মার্চ ২০২০ ১২:২৫440152
  • এলেবেলের দাবীটা কী? সবাই মহান পরার্থপর হয়ে প্রান্তিক মানুষের হইয়ে গুরুতে ভাট দেবে? মাইরি আর কী!
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:২২440151
  • খ, চিরকালই 'তুমি' বললে খুশি হব।

  • lcm | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:২২440150
  • বোঝো! মহামারীর সময় নাকি গরিব মানুষ খ্যাক খ্যাক করে হাসে --- পুরো কেলো! আপনার হল কি এলেবেলে মশাই !
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:১৯440149
  • সাপ্লাইয়ে টান পড়লে চিন্তিত হবেন শহরের ভদ্দরনোকেরা ( তা বলে ভাববেন না ডিসি আপনাকে ভদ্দরনোক বলছি)।  যাঁরা সারা জীবন গরিবের শ্রম চুরির ওপরে বেঁচে থাকতে অভ্যস্ত। তাঁরা এখন বাসন মাজার ছবি ফেবুতে পোস্ট করছে। ছোটলোকরা এতে অভ্যস্ত। শাকপাতা, ঘরের হাঁস-মুরগি, দুধ এসব দিয়ে চালিয়ে নেবে যা হোক করে। তাঁরা ফ্যাতাড়ু। তাঁরা ভদ্দরনোকদের অসহায় করুণ অবস্থা দেখে খ্যাক খ্যাক হাসছে। করোনা তাঁদের কাছে পোয়েটিক জাস্টিস।

  • lcm | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:১৯440148
  • *ভয় পাবেন না
  • lcm | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:১৮440147
  • খেয়েছে! এলেবেলে বোধহয় বলছেন, ভূত পাবেন না, বুক চিতিয়ে মরতে বলছেন - কিন্তু টাফ - প্রবলেম তো বুকেই, ফুসফুসেই হচ্ছে - ফুসফুস চিতিয়ে ...
  • T | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:১৭440146
  • আচ্ছা, একটু অন্যরকম, ঃ)
  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:১২440145
  • এলেবেলে যা বলছেন সবকটাই সত্যি। কিন্তু এদ্দিনে বুঝলেন? মাইরি বলছি, স্বার্থপরতা নিয়ে আমার অন্তত কখনোই কোন ইলিউশান ছিল না ঃ-)
  • lcm | 172.69.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:১০440144
  • মাত্র কয়েক মাসের মধ্যে - একসঙ্গে ১৯৯-টি দেশে একটি রোগের প্রাদুর্ভাব, যার কোনো ওষুধ নেই। শেষ ৪৮-৭২ ঘন্টা কিছু করার নেই, আক্রান্ত মৃত্যর দিকে এগিয়ে চলেছেন - ডাক্তার/বিজ্ঞানী/গবেষক - অসহায়ভাবে দেখছেন।
    লকডাউন, শাটডাউন, কোয়ারেন্টাইন, হাত ধোয়া, দূরত্ব, বাড়িতে থাকা, জটলা না করা, মাস্ক/গ্লাভস -- নানাভাবে দেশগুলি চেষ্টা করছে আটকাতে।
  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:০৯440143
  • lcm দা হ্যাঁ, এরকম কেস আরও কিছু শুনছি আত্মীয় বা বন্ধুদের কাছে। নানারকম খবর পাচ্ছি।

    এলেবেলে, সত্যিই তাই। আমি একদম সিরিয়াসলি করোনা নিয়ে কিছুটা চিন্তা করতে শুরু করেছি। ভাইরাসে আক্রান্ত যদি নাও হই তো কয়েক সপ্তাহ পর সাপ্লাইতে টান পড়বে কিনা সে নিয়ে ভাবছি। টিবি ডাইরিয়া আমাদের কাছে অন্য গ্রহের উপসর্গ, সে গ্রহের সাথে আমাদের রেগুলার কোন সম্পর্ক নেই। টিভিতে দেখি, পেপারে পড়ি, ব্যস। কিন্তু করোনা আর তার ফলে যে ইকোনমিক ইমপ্যাক্ট হবে সেটা আমাদের এফেক্ট করবে। এই গুরুতেই আমরা যারা আড্ডা মারি, সেই আমাদের এফেক্ট করবে। তাছাড়া সবাই ঘরে আটকে পড়েছে, ফলে এন্তার গবেষণা চলছে।
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:০৮440142
  • sori 'আপনার'। প্রথমে হেসে নিয়ে পরে রাগ করুন।
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:০৭440141
  • এলেবেলে তোমার এতো ন্যাশনালিজম কেন বাবা? এস একটু স্যান্ডো করি।

    :-))))
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:০৬440140
  • elebele, রাগ করো কেন। পোস্ট-ডেমোক্র্যাটিক ওয়ার্ল্ডে এটা কমন। ইন্টারনেট কানেকশন থাগলে, আমরা নিজেদের এমপাওয়ার্ড মনে করি, সোশাল মিডিয়া থাগলে মনে করি , দেশের সমস্যা সমাধানে পার্টিসিপেট করছি। এটা মায়া মাত্র। পলিসি ও ইমপ্লিমন্টেশন দুটো ই একেবারে শয়তান লোক দের হাতে, সাবজেক্ট এক্সপার্ট raai একটা লেভেল এর পরে সম্মান পান না। ভেতরে পান না, বলে বাইরে রাগ করেন :-) তাই এই বিশ্রম্ভালাপ থাকবে। ক্রাইসিসে বেশি থাকবে। রাগ করো না। আর ফেসবুকীয় আত্মজীবনী আর কত লিখবো সেটাও সমস্যা।

    তুমি যা ভালো লাগে ল্যাখো না। আমার তো তোমার সব ল্যাখা ভালো লাগে।
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:০৫440139
  • হুতোদা, আমি রাগ করছি না। করার প্রশ্নই নেই। আমি বিরক্ত, প্রচণ্ড বিরক্ত এই স্বার্থপর অ্যাটিচুডে। অথচ আমরা এখানে যাঁরা আলোচনা করি তাঁরা প্রত্যেকেই ভারতীয়। হাউ ফানি!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত