এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২৩:৩৩439477
  • আমি ফেব এর মাঝখানে। ১০-১২ তারিখ মনে হয়।
  • সিএস | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:৩১439476
  • ও ভুল বললাম, আমি ফেব - এর শেষে ফিরেছি।

    তবে পিনাকী যেটা বলল যে শিক্ষিত মানুষরা কনশাস হয়ে গেছিল, আই ডাউট।

    আমেরিকা বা জাপানে সিজনাল ফ্লুতে অনেকেই মারা যায়, এই ছিল যুক্তি।
  • lcm | ২৬ মার্চ ২০২০ ২৩:৩১439475
  • "...৯৭% কেসে টেস্টিংটা জলে গেছে। কারণ এই লোকগুলো আবার পরেও ইনফেক্টেড হতে পারে। তখন আবার টেস্ট করাতে হতে পারে। আমি তো মনে করতে পারি যে এরকম পেছন উল্টে টেস্ট করে বেড়ানো সময় এবং রিসোর্সের অপচয়। ..."

    পিনাকী এই যে কথাটা লিখেছে এটা একটা পয়েন্ট - টেস্টিং তো একটা পয়েন্ট অফ টাইমে নেওয়া সোয়াব স্যাম্পেল - শস্তা রেডিমেড কিট না আসা পর্যন্ত, যেমন লোকে বাড়িতে বসে ব্লাড সুগার মাপে, তেমন কিছু না আসা পর্যন্ত - কন্টিনিউয়াস টেস্টিং সম্ভব নয়, ওয়ান টাইম মাস টেস্টিং এর এফেক্ট ততটা এফেকটিভ নাও হতে পারে। দেশের সবাই একবার টেস্ট করে নিয়েছে এবং কাউন্ট খুব লো - তার মানে আমাদের কিস্যু হয় নি - আমরা ঠিক আছি - তেমন কিছু বলা সম্ভব নয়।
  • sm | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:৩১439474
  • এয়ার পোর্ট থার্মাল স্ক্রিন শুরু হয় ফেব্রুয়ারি থেকে।আর প্রথম পজিটিভ কেস পাওয়া গেলো মার্চে!
    তাহলে কি থার্মাল স্ক্রিনিং করার পর হোম কনফাইনমেন্ট বলে ছেড়ে দেওয়া হতো?
    কোন ফলো আপ করা হতো না?বা ,টেস্ট ও করা হতো না?
    যে লোকটি প্রথম পজিটিভ কেস হয়,সে সিভিয়ার অসুস্থ হবার পর টেস্ট এর জন্য মনোনীত হয়?এগুলো সত্যি জানি না।
  • pi | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:৩০439473
  • ইতালি থেকে আসলেও তো স্ট্রিক্টলি করেনি বা করছেন এখনো!

    আচ্ছা, সুইডেনের ডেমোগ্রাফি ইতালির তুলনায় কেমন? বয়স্ক লোকেদের %?
    সুইডেনের প্রতিবছর ফ্লু এর চেয়ে এবারে এই করোনা বেশিকিছু? যেহেতু সুইডেনে প্রোকটিভ চেক প্রায় হয়ইনি, সুইডেন এই তুলনাটার জন্য বেটার মনে হয়।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২৩:৩০439472
  • না। কোনো এয়ারপোর্টে কোনো স্ক্রিনিং হচ্ছিল না। থার্মালও না, কিছুই না। কলকাতা, দিল্লি, শিকাগো, কোত্থাও না। করোনা নিয়ে নানা সাবধানবাণী লেখা ছিল। "জ্বর হলে ডাক্তার দেখান" ধরণের।

    এখন এইসব কিটের অর্ডার গেছে, কিট চলে আসবে, এগুলো প্রচন্ড সরকারি স্তোকবাক্য মনে হয়। বিপদ যখন জানাই ছিল, স্ক্রিন হয়নি কেন, কিটই বা আসেনি কেন, টেস্টই বা হয়নি কেন? লকডাউন হয়ে গেল, এখনও কিট আসবে? বেশ।
  • Pinaki | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:২৭439470
  • সুইডেনে এয়ারপোর্ট চেকিং? হা হা হা। :-D উহান থেকে আসলেও করা হয়েছে কিনা সন্দেহ। :-D
  • pi | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:২৫439469
  • মামু, পিনাকীদা, এই যে তোমরা কোলকাতা থেকে ফিরলে, তখন আম্রিগা বা সুইডেনে নেমে এয়ারপোর্টে কোন থার্মাল স্ক্রিনিঙ্গ হয়েছিল?
  • সিএস | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:২৪439468
  • এয়ারপোর্টের স্ক্রীনিং মনে হয় চীন, সিঙ্গাপুর এসব দেশেত জন্য ছিল। তখন ওসব দেশেই সমস্যাটা। কত কের করত জানা নেই। আমি ফেব্রুয়ারীর মাঝে ফিরেছি, অন্য দিক দিয়ে, কলকাতা এয়ারপোর্টে কিছুই করেনি। তখনও মনোভাব ছিল ওসব বিশেষ কিছু হবে না। তবে মনে করি, কমবেশী সব দেশেই সেটা ছিল।
  • sm | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:২৩439467
  • কোরিয়ার পাঁচ কোটি লোক ।তিন লাখ টেস্ট করিয়েছে। কাদের করেছে দেখতে হবে।
    ভারতে 120 কোটি লোকের জন্য টেস্ট দরকার ছিলো 72 লাখ।
    কিন্তু বাস্তবে হয়েছে,24 হাজার!কেন?কোরিয়ার লোকজন কি বোকা?তারা কি জন্য এতো কিট স্টকপাইল করেছিল?
    হু বলছে,চিন ও কোরিয়ার মডেল ফলো করো।অর্থাৎ প্রচুর টেস্ট এবং পরবর্তী কালে লক ডাউন।
    কেন?না এদের মডেলে সাফল্য আছে।
    কেন সাফল্য আছে?
    কারণ জানা নেই।তবে ইতালি,স্পেন এই মডেল ফলো না করে ধেরিয়েছে।অত এব মুখে আঙ্গুল।কোন প্রশ্ন নয়।এদের মডেল ফলো করে যাও।দেখছো না, বড়দা, ছোড়দা কে পর্যন্ত এই মডেলে আসতে হলো।
    এখন যদি কেউ প্রশ্ন করে,এই কার্ভ ফ্ল্যাটেন হেতু,হার্ড ইমিউনিটি আসতে দেরি হচ্ছে না তো?
    উত্তর আসবে,বেশি পাকা!
  • pi | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:২২439466
  • ইন্ডিয়ার এক লাখ টেস্টের কিট ছিল, অরো ৫ লাখের ওর্ডার জার্মানি গেছে শুনেছি। এফ্ডিএ কিট এসে গেলে খুবি ভাল হয়।

    আন্টিজেন কিটের মূল সমস্যা, অনেক ফল্স পজিটিভ আসতে পারে।

    ইউ কে তে নাকি বাড়ি বসে টেস্ট করার কিট বেরিয়ে গেছে। এটা হলে খুবই ভাল
  • দ্রি | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:২২439465
  • "এই দিয়ে কীকরে বলা হচ্ছে যে কেবলমাত্র এক্সটেন্সিভ টেস্টিংই কনটেনমেন্ট-এর প্রধান উপায়?"

    এসবের আর্গুমেন্টগুলো তো দারুণ সাউন্ড বলা যায় না। মোটামুটি এমন ধরনের কথা যেগুলো কমন সেন্সকে টিকল করে প্লাস টেস্টিং কিটের ব্যবসাকেও প্রোমোট করে।
  • pi | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:১৮439464
  • এয়ারপোর্টে বিদেধ থেকে এলে থার্মাল স্ক্রিনিং এর নির্দেশ ফেব্রুয়ারির শুরু থেকেই ছিল।
  • pi | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:১৬439462
  • ও, এটার জন্য সারি সার্ব্জেলেন্স করা হয়েছিল। বিস্তারিত করোনার টইতে, স্বাতী রায়ের বুবুভা, অন্য লেখাতেও আছে। আপনারা তো ভাট ছেড়ে আর কোন লেখা দেখেনই না ঃ(

    আঅর এফ ডি এর কিটের ভ্যালিডেশন চলছে এখন, চারটে ল্যাবে। কোলকাতায় নাইসেড সহ।
  • হখগ | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:১৫439461
  • ইন্ডিয়ায় টেস্ট এর ডেটার ,টেস্ট কিট ডেটার প্রবলেম আছে, সবচেয়ে বড় প্রবলেম হল হু এর লোকরাই বলছে, টেস্ট বেটা, ক্লাস্টার আইডেন্টিফিকেশন না হলে মুশকিল। ডাকতার রাত বলছেন প্রাইভেট সেক্টর এখনো গা লাগায় নি, তাদের ও কিট নেই। আবাস রিপোর্ট করেছে স্টাফ নেই লকডিউনে তাই তারা এগোচ্ছে না
    , তবে কালেকশন রিফিউজ হচ্ছে এরকম স্পেসিফিক খবর নেই
  • lcm | ২৬ মার্চ ২০২০ ২৩:১৫439460
  • দ্রি,
    জানি না।
    চীনের রেজাল্ট, কোরিয়ার রেজাল্ট, ইতালির রেজাল্ট, ইউএসএ-র রেজাল্ট -- এগুলো এভাবে কম্পেয়ার করা কঠিন।
    যেমন, সিডনি/মেলবোর্নেও চীনের উহান/সংলগ্ন প্রভিন্স থেকে এয়ারলাইন্স প্যাসেঞ্জার লোড আছে (নিউইয়র্ক-এর মতন অত বেশি নয় কিন্তু তাও আছে, এগজ্যাক্ট নাম্বার পাই নি) - কিন্তু এখনও ওই রাজ্যগুলোতে - নিউসাউথওয়েলস/ভিক্টরিয়া-তে নিউইয়র্ক রাজ্যের মতন সংখ্যা হয় নি।

    এখনও কম্পেয়ার করার মতন ব্যালান্সড ডেটা নেই, হয়ত কখনোই তেমন ডেটা পাওয়া যাবে না।
  • sm | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:১৪439459
  • Icmr এর লোকজন কি বলছে,এ যাবৎ যা টেস্ট হয়েছে,এডিকোয়েট?উত্তর যদি হ্যাঁ হয় কোন কথা নাই।না হলে, দুই খান,প্রশ্ন আছে।
    কেন বেশি টেস্ট করা হয় নি?
    এয়ার পোর্টে থার্মাল স্ক্রিনিং ও টেস্ট আরো আগে থেকে শুরু করা যায় নি?
  • Pinaki | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:১৩439458
  • আর একটা ব্যাপার নিয়েও খটকা আছে। কোরিয়া টেস্ট করেছে ৩১৬০০০, কেস পেয়েছে ৯২০০। রেট ৩% এর কাছাকাছি। জনসংখ্যা ৫ কোটি। মানে জনসংখ্যার ১% এরও কম টেস্ট করা হয়েছে। এই দিয়ে কীকরে বলা হচ্ছে যে কেবলমাত্র এক্সটেন্সিভ টেস্টিংই কনটেনমেন্ট-এর প্রধান উপায়? লোকে জ্বর বা কাশি হয়েছে বললেই দৌড়ে গিয়ে করোনা টেস্ট করাতে হবে কেন - এই লজিকটা আমার কাছে ক্লীয়ার নয়। হু যেমন বলছে যে কোরিয়া বেশি টেস্ট করিয়েছে বলেই সাকসেস পেয়েছে। আমার তো উল্টোটাও মনে হতে পারে, ৯৭% কেসে টেস্টিংটা জলে গেছে। কারণ এই লোকগুলো আবার পরেও ইনফেক্টেড হতে পারে। তখন আবার টেস্ট করাতে হতে পারে। আমি তো মনে করতে পারি যে এরকম পেছন উল্টে টেস্ট করে বেড়ানো সময় এবং রিসোর্সের অপচয়। এর বিরুদ্ধে যুক্তি কী?
  • pi | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:১২439457
  • দ্রি, ১০০০ টেস্ট হয়নি তো, ৩০০ মত হয়েছে।
    এক্স্যক্ট নম্বর জেনে বলব।

    হ্যাঁ পিনাকীদা, ডু নাথিং এর পয়েন্ট খুবই জরুরি।।দু'হপ্তা আগে কম্যুনিটি ট্রন্স্নিমিশন হওয়া বিশ্বাসের না।

    কিন্তু এই নানাবিধ স্কুল কলেজ বন্ধ, তারপর লক ডাউনের ঘোষণা বা তার ভয়ে যে পরিমাণে দেশের মধ্যে প্রচণ্ড ভিড়, বাস ট্রেনে লঙ্গ জার্নি, নানা ইন্ফেক্টেড রিজিয়ন থেকে দেখলাম, আর এই নানা ভিড়, লাইন, এতে আমার খুবই ভয়, কী হয়।
    এই লক্ডাউনে তার কতটা চাপবে আর এর মধ্যে টেস্টিং না বাড়ালে খুবই সমস্যা।

    কিন্তু বাড়াবে। দেশের প্রায় সব বড় ল্যাবে নির্দেশ এসেছে আর টিন পিসিআর ফেসিলিটি দেওয়ার। স্টোরেজ, ট্রান্সপোর্ট, ড্রাই আইস, স্যাম্পল কালেকশন, ডি এন এ এক্স্ট্র‌্যাকশন, পিসিআর, সবের জন্য গাদা গাদা টিম, ব্যালাপ টিম বানাতে বলা হয়েছে।
  • দ্রি | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:০৮439456
  • *ইউএসের স্ট্রেন আর চীনের স্ট্রেন
  • o | 173.245.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:০৬439455
  • ইন্ডিয়াতে কতটা ছড়িয়েছে এইটে সরকার বুঝল কী করে? যেখানে টেস্টিং এত কম? এ সম্পর্কে নির্ভরযোগ্য প্রবন্ধ দিলে একটু পড়তে পারি।
  • দ্রি | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:০৩439454
  • "নিউইয়র্কে জানুয়ারি থেকে রোজ গড়ে ৮৫৮ জন যাত্রী এসেছে চীনের উহান এবং সংলগ্ন প্রভিন্স থেকে।"

    তাহলে ইউএসের স্ট্রেন আর আম্রিকার স্ট্রেন আলাদা দেখাচ্ছিল কেন?
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২৩:০৩439453
  • হ্যাঁ, র‌্যান্ডম স্যম্পলিং না হলে কোনো রেট দিয়েই কিস্যু বোঝ যাবেনা। এ সবাই জানে। বায়াসড স্যাম্পলিং এর ১০১ রকম পসিবিলিটি থাকে।
  • pi | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:০২439452
  • আরো আওয়াজ দেব। কিস্যু বোঝনি। আরেকবার পোস্টটা ভাল করে পড়৷ প্রতিটা লাইন।

    আর যদি বেসিক বোঝায় সমস্যা থাকে, একটা ক্লু দি। টেস্টিংং সেন্টারে গিয়ে সবাইকে স্যাম্পল দিয়ে আসতে হয়না। তার জন্যই আছে কালেকশন সেন্টার,, যেটা কোলকাতার বাইরেও আছে। সেই লিস্টটাই যেখান থেকে কত টেস্টিং হয় পড়েছিলে, সেখানে গিয়ে পড়ে নিতে বলেছি। গুরুর পেজেও আছে। কিন্তু তাতে আরো জুড়েছে।
    জায়গাগুলো দেখে কী মনে হচ্ছে? সব কোলকাতায়?
    প্রাইভেট ল্যাব যারা আলাওড,তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা।
    এম্নকি যেটা কোট করে দিলাম, তাতে দেখা যাচ্ছে, নানা হাস্পাতালও নিতে পারবে। স্যাম্পল কে ওই চারটে টেস্টিং সেন্টারে ( এর মধ্যেও সব কোলকাতায় নয়) পৌছে দেওয়া কালেকশন সেন্টারের দায়িত্ব, রোগীর না।।
    আমাদের এখানে এত যা টেস্ট হয়েছে, একাটিতেও রোগী আসেননি এখানে। সব গিয়ে নিয়ে আসা হয়েছে৷ আইসোলেশন সেন্টার কি কোয়ারান্টাইন থেকে, বা নানা স্যাম্পল কালেকশক্ন সেণ্টার, যেমন মেডিকেল কলেজগুলো পাঠিয়েছে।

    আচ্ছা, আগের পেস্ট করা অংশটা আবার দিয়েই দি। নইলে এটাও আবার মিস করে এই নিয়ে আবার একটা ভুলভাল প্রশন তুলবে

    Hospitals admitting suspect cases of COVID19 should collect nasal and throat swab samples in one VTM tube and transport them to the nearest testing laboratory in cold chain. The list of Government and Private laboratories with COVID19 testing facility can be accessed by clicking the lin
  • দ্রি | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ২৩:০২439451
  • কোভিডের স্ট্রেন আর তাদের ফেটালিটি আর স্প্রেড রেটের কম্প্যারিজন নিয়ে স্টাডি এবার আসা উচিত। অনেক ডেটা তো পাওয়া গেল।

    ভারতের স্ট্রেন কোনটা (গুলো) পাইদিদি জানেন?
  • lcm | ২৬ মার্চ ২০২০ ২২:৫৭439450
  • ধরা যাক ১০০ জন টেস্টিং হল, এবার এর মধ্যে ৯০ জন যদি নিইউয়র্ক/সিয়াটল/স্যানহোসে থেকে হন, তাহলে দেখা যাবে যে হয়ত ২৫ জন পজিটিভ। কিন্তু যদি ১০০ জন্যে ছড়িয়ে ছিটিয়ে randomly সারা দেশ থেকে নেওয়া হয়, তখন হয়ত দেখা যাবে ২ জন পজিটিভ। তাই দেশে দেশে রেজাল্ট এভাবে কম্পেয়ার করা যায় না।

    নিউইয়র্কে জানুয়ারি থেকে রোজ গড়ে ৮৫৮ জন যাত্রী এসেছে চীনের উহান এবং সংলগ্ন প্রভিন্স থেকে।
  • Pinaki | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ২২:৫৫439449
  • ভারতে কতটা ছড়িয়েছে আরও দিনসাতেক না গেলে বলা মুশকিল। তবে ঐ বরখা দতের সাথে রামাননবাবুর ইন্টারভিউটায় ওনার বক্তব্য এগজাজারেটেড লেগেছে। কেন লেগেছে বলছি। ওনার ঐ ৫০-৬০% ইনফেকশন রেটটা বেসিকালি 'ডু নাথিং' কন্ডিশন ধরে। তো সেটা ধরব কেন, যখন তার আগেই সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যানসেল করা হয়েছে, প্রচার সচেতনতা এসব শুরু হয়েছে? ব্রিটেনের ইম্পিরিয়ালের 'ডু নাথিং' ক্রাইটেরিয়াও আমার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ সরকার থেকে কোনো এনফোর্সমেন্ট না করা হলেও (যেটাকে বাস্তবত ডু নাথিং বলা হচ্ছে) কেবলমাত্র সরকার যদি এটা সিরিয়াস ব্যাপার বলে ঘোষণাও করে, শিক্ষিত মানুষের মধ্যে তার একটা এফেক্ট আছে। তারা চীনের, ইতালির উদাহরণ অলরেডী দেখে ফেলেছে। ফলে সরকার কিছু এনফোর্স না করলেও শিক্ষিত মানুষ কিছু সতর্কতা নিয়ে চলবে। ফলে 'ডু নাথিং' কন্ডিশনটার কোনো মানেই হয় না ভয় দেখানো ছাড়া। ওটা বাস্তবত এগ্জিস্ট করে না। কাজেই মডেলিং এ ওটা রাখারও কোনো মানে নেই। এই ইম্পিরিয়ালের মডেলিং বা রামাননবাবুর মডেলিং কনটেনমেন্ট বা মিটিগেশন মেজারকে এবং তার প্রতি মানুষের বিহেভিয়ারাল রেসপন্সকে কতটা ঠিকভাবে রিপ্রেজেন্ট করে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং হিউম্যান রেসপন্স এতটাই রিজিয়ন এবং কালচারস্পেসিফিক, সেটা কোনো ইউনিভার্সাল মডেল দিয়ে ফিট করানো যায় কিনা সেটাও একটা প্রশ্ন।

    আর একটা বড় যে সংশয়টা আমার হয়েছে, সেটা হল ওরা বলছে কোরিয়ায় কনটেনমেন্ট মেজার দিয়ে কার্ভ সাকসেসফুলি ফ্ল্যাটেন করা গেছে। এবার কোরিয়ার গ্রাফ যদি দেখা যায়, কার্ভ মোটামুটি ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ১২ র মধ্যে পীক করে ফ্ল্যাট হয়ে গেছে। তো এটা যদি ফ্ল্যাট কার্ভের নমুনা হয়, যার শুরু থেকে শেষ তিন সপ্তাহের মধ্যে ঘটে যাচ্ছে, তাহলে ইম্পিরিয়ালের মডেল অনুযায়ী ডু নাথিং কার্ভ-এর স্থায়িত্ব হওয়ার কথা এক সপ্তাহেরও কম। যেটা কিন্তু আমার মতে অ্যাবসার্ড। পাশাপাশি ইতালির কার্ভ দেখুন, যদি ধরে নিই এখন পীকে আছে, তাহলে এটা পীক করতে সময় লেগেছে ২০ দিন মত। নামতে হয়ত সময় লাগবে আরও ২০ দিন। এবার ইতালি ধরে নেওয়া হচ্ছে সাকসেসফুলি কনটেনমেন্ট মেজার নেয়নি। তাহলে ইতালির কার্ভের চরিত্র কোরিয়ার তুলনায় বেশি ফ্ল্যাট দেখাচ্ছে কীভাবে? সময়ের নিরিখে বলছি। মোট ইনফেক্টেডের নিরিখে বলছি না। এখানে ইম্পিরিয়ালের মডেল দিয়ে কীভাবে ব্যাখ্যা হচ্ছে বুঝিনি। একইভাবে জাপানকে এই মডেল দিয়ে কীভাবে ব্যাখ্যা করা যায়, হংকং এর এতদিন ফ্ল্যাট চলার পরে আবার বাড়তে শুরু করাকে কীভাবে ব্যাখ্যা করা যায় বুঝিনি।
  • dc | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২২:৫৫439448
  • আমার এক ডাক্তার বন্ধু হোয়াতে মেসেজ পাঠিয়েছে। ওনার অনুমতি নিয়ে পোস্ট করলাম।

    I am really worried, this is not an usual epidemic..
    It is exponentially transmitting in India too and our beds are occupied fully everyday even before the start of Local transmission ..
    Tomorrow exclusive COVID-19 hospital is opening up in Omandhoorar Govt. Multi speciality block and converting, Institute of Rheumatology into exclusive COVID-19 wards in MMC..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত