এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৫:০২439087
  • পরিবেশের দিক থেকেও নানা ভালো খবর আসছে। চীনের বহু লোক নাকি জীবনে প্রথম নীল আকাশ দেখতে পাচ্ছেন। বায়ূদূষণের কারণে আকাশ ঘোলা হয়ে থাকত এতকাল। লক ডাউন করে গাড়ি টাড়ি সব কমে গিয়ে সব ধূলো ধোয়া গ্রীন হাউস গ্যাস উধাও।
  • Atoz | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৫:০০439086
  • পজিটিভ দিকগুলো মিডিয়ার প্রচার করা উচিত। নইলে ভয়ার্ত মানুষকে আরো ভয় পাইয়ে হাইপারটেনশন ঘটিয়ে তারপরে ওষুধ দিয়ে মেরে ফেলা --- এ জিনিস সেই রোগীর বন্ধু গল্পের কেস হয়ে দাঁড়াচ্ছে। "গার্ডকে ডাকুন", "টিটিকে ডাকুন" কেউ নেই। তখন রোগী না পেরে বললেন," তবে হরিকে ডাকুন।"
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৪:৫৬439085
  • এর থেকে ভালো কিছুও তো হতে পারে। ধরুন স্বাস্থ্যে বাজেট বরাদ্দ বেড়ে গেল।

    অবশ্যই !
    ভালো অনেক কিছুই হতে পারে।

    ধরুন বাবা-মার থেকে আলাদা থাকেন, বৌ বাচ্চা নিয়ে, সাত জন্মে বুড়ো বাবা মার মুখ দেখেন না, কোরোনার কারণে ঘন ঘন ফোন এ হোয়াটস্যাপ এ তাঁদের খোঁজ খবর করছেন, বাজার করে পৌঁছে দিচ্ছেন, এটাও বহু লোকের কাছে শুনছি। প্রচুর ভাঙা সম্পর্ক জোড়া লেগে যাচ্ছে । এক ছাতের তলায় জোর করে চার সপ্তাহ থাকতে হবে, বাইরে বেরোতে পারবেন না, ঝগড়া ঝাঁটি না করে মানিয়ে গুছিয়ে থাকার ব্যাপারটাও তো কম কি? হাত পুড়িয়ে রান্না শেখা, ছেলে মেয়ে কি পড়াশোনা করে তাতে উৎসাহ দেখানো, এসব ও তো হচ্ছে দেখছি চারদিকে, এইগুলো কম কিসের?

    আমার নিজের ই তো এই করোনার জেরে গুরুচন্ডালি তে হু হু করে লেখা হয়ে গেলো অনেক কিছু, কত লোকের সঙ্গে e - ভাব হয়ে গেলো, তবে?
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৪:৫০439084
  • অনির্বান, "মেয়ো ক্লিনিকের খবরটা এইমাত্র দেখলাম। এখানে মেডিসিনের যাঁরা আছেন একটু দেখবেন। আই সি এম আরের ক্লোরোকুইনের আড্ভাইসরিতে (য ফলা ঃ-)) এই রকম সতর্কবার্তা থাকা দরকার?"

    মেয়ো ক্লিনিকের ভদ্রলোক একেবারে ঠিক কথা বলেছেন।

    এখন অবধি কোরোনাভাইরাস এর চিকিৎসার রকমফের সেরকম কিছু তফাৎ হচ্ছে না বলে বা ওষুধ নেই বলে একরকম, কারণ যে পদ্ধতিতে কোরোনাভাইরাস এর রোগনির্ণয় হচ্ছে তাতে টেস্ট পজিটিভ হলে মাত্র ৯% কেসে মানুষের সত্যিকারের কোরোনাভাইরাস হয়েছে (যদিও সে টেস্ট ৯৫% সঠিক, তাতেই এই) । এর ভিত্তিতে যদি চিকিৎসা হয়, আর সে চিকিৎসা যদি মারাত্বক সাইড এফেক্টের চিকিৎসা হয়, তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর ।
    কাজেই অন্তত পক্ষে এই জাতীয় মনিটরিং এর ব্যবস্থা না করে দুমদাম ওষুধ দেওয়া মারাত্বক ।
  • S | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৪:২৯439083
  • এর থেকে ভালো কিছুও তো হতে পারে। ধরুন স্বাস্থ্যে বাজেট বরাদ্দ বেড়ে গেল।
  • anirban | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৪:২৮439082
  • মেয়ো ক্লিনিকের খবরটা এইমাত্র দেখলাম। এখানে মেডিসিনের যাঁরা আছেন একটু দেখবেন। আই সি এম আরের ক্লোরোকুইনের আড্ভাইসরিতে (য ফলা ঃ-)) এই রকম সতর্কবার্তা থাকা দরকার?
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৪:২৬439081
  • "অরিনদার বক্তব্য বুঝতে পারলাম না।

    "নিবারণদা শেষে তুমিও""

    অরে না রে ভাই, "নিবারণ দা তুমিও" কেস নয় ।

    একটা তো করোনোভাইরাস, তার এপিডেমিক, তার ওপরে একটা প্যানিক এর এপিডেমিক তৈরী হয়েছে, বিশেষ করে ভারতের মতো দেশে দেখছেন না বাইরে বেরোলে পুলিশ মারছে, প্রৌঢ় লোক মারা গেলে লাশ পোড়াতে অবধি দিচ্ছে না, এগুলো যাতে না বাড়ে সেটাও কিন্তু দেখার দরকার আছে । করোনাভাইরাস আজ আছে কাল থাকবে না, কিন্তু এর ছেড়ে যাওয়া সামাজিক অস্থিরতা একটা সাংঘাতিক ব্যাধি হয়ে বহুদিন ভোগাতে পারে, তাই লিখলাম ।
  • S | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৪:১৬439080
  • অরিনদার বক্তব্য বুঝতে পারলাম না।

    "নিবারণদা শেষে তুমিও"
  • anirban | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৪:১৪439079
  • আগে দুবার চেষ্টা করলাম - লিংকটা এল না।
    Mayo Clinic outlines approach for patients at risk of drug-induced sudden cardiac death in COVID-19

    https://www.eurekalert.org/pub_releases/2020-03/mc-mco032520.php
  • S | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৪:১৪439078
  • ভাই অনির্বাণ কিছু লেখো। শুধু শুধু ফাঁকা পোস্ট জমা দিলে হবেনা যে। ঃ))
  • Anirban | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৪:০৯439077
  • Anirban | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৪:০৭439076
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৪:০৬439075
  • "কেমন একটা সন্দেহ হয়, এই এত এত লোক আক্রান্ত হলেন দেশে দেশে প্রায় দাবানলের মতন। এত এত লোক মারা গেলেন কয়েকদিনের মধ্যে, যাঁরা মারা গেলেন বেশিরভাগই প্রৌঢ় বা বৃদ্ধ আর ডায়াবেটিস/হাইপারটেনশনের অসুখে ভুগছিলেন।"

    খুব মূল্যবান অবলোকন, ধন্যবাদ @Atoz !

    একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? হু বলে seasonal ইনফ্লুয়েঞ্জা থেকে প্রতি বছর ২৯০, ০০০ - ৫০০, ০০০ লোক বছরে মারা যায় (১) । এ বছর এখনো অবধি করোনাভাইরাস এর প্রকোপে কাল অবধি ৪০, ৭১২ জন মানুষ মারা গেছেন (২)

    এই মৃত্যুগুলো কাদের মধ্যে বেশি হয়েছে? অপেক্ষাকৃত বৃদ্ধ ও বয়স্ক মানুষ যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বা দুটোই আছে। অল্প বয়েসীরাও মারা গেছেন, কিন্তু খুব কম বয়েসীরা নয়, (ইনফ্লুয়েঞ্জা তে দুই বয়েসের মানুষই কিন্তু মারা যান খুব বেশি বেশি ) ।
    এবার একটা কথা ভাবুন। আমরা করোনাভাইরাস এর ব্যাপারটা প্রথম জানতে পারি চীন ডাক্তারদের কাছ থেকে। এবার ধরুন ওঁরা কিছু জানালেন না, করোনাভাইরাস তার আক্রমণ চালিয়ে গেলো, আমরা তাহলে কি দেখতাম? আমরা দেখতে বহু বৃদ্ধ মানুষ হার্ট আর শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয়ে মারা যাচ্ছেন। শিশুরা অতটা নয় । অল্প বয়েছি কিছু লোক ও আসছে, নিউমোনিয়া নিয়ে, তারা মারা যাচ্ছে না, যদিও একটা অসুখ এসেছে যেটা সাংঘাতিক রকম ছোঁয়াচে ।
    আমরা যদি এতসব না জানতাম, তাহলে কি আমরা নিজেদের জীবন যেমন আগেও কাটিয়েছি, তেমন ই কাটাতাম না?

    করোনাভাইরাস এর ব্যাপারটা কোনোমতেই ছোট করে দেখছি না, কিন্তু আমার চারপাশে অনেককেই দেখছি অন্য একটা প্যানিক এপিডেমিক এর শিকার হয়েছেন। আপনারাও হয়তো দেখে থাকতে পারেন। আসল করোনার থেকে এই ভয় পাওয়ার, অবিশ্বাসের, লোককে একঘরে করার, পারস্পরিক অবিশ্বাসের আরেকটি মারাত্বক এপিডেমিক যেন না বাড়তে পারে, সেটা দেখা উচিত।
    ---
    (১) https://www.who.int/influenza/surveillance_monitoring/bod/en/
    (২) https://www.who.int/docs/default-source/coronaviruse/situation-reports/20200325-sitrep-65-covid-19.pdf?sfvrsn=2b74edd8_2
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৩:৪৯439074
  • এটাই তো রুজভেল্টের নিউ ডিল ছিল। :-)
  • S | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৩:৩৯439073
  • আচ্ছা ব্যাপারটা অবশ্যি একটু রেজিমেন্ট রেজিমেন্ট শোনাবে। কিন্তু এই সূযোগে তো অনেকগুলো ইনফ্রার কাজ করিয়ে নেওয়া যায়। ধরুন ৫০০ জন শ্রমিক, মজুর, মিস্ত্রী, ইন্জিনিয়ার দরকার। সব টেস্টে পাশ করা লোকেদের একসঙ্গে রেখে কাজ করিয়ে নেওয়া হল। লোকের আয়ও হল, কাজও হল।

    ব্যাপারটায় বেশ একটা চীন চীনে ব্যাথা আছে কিন্তু।
  • Atoz | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৩:২৫439072
  • কেমন একটা সন্দেহ হয়, এই এত এত লোক আক্রান্ত হলেন দেশে দেশে প্রায় দাবানলের মতন। এত এত লোক মারা গেলেন কয়েকদিনের মধ্যে, যাঁরা মারা গেলেন বেশিরভাগই প্রৌঢ় বা বৃদ্ধ আর ডায়াবেটিস/হাইপারটেনশনের অসুখে ভুগছিলেন।
    এঁরা আর্থসামাজিকভাবেও প্রায় একই স্তরের, একই ধরণের চিকিৎসাপদ্ধতি পান (মানে বলছিলাম এঁরা তো নিশ্চয় স্ট্যান্ডার্ড অ্যালোপ্যাথিক মেডিসিনই গ্রহণ করতেন, হার্বাল মেডিসিন বা অন্য ওইরকম কিছু না । )
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৩:১৪439071
  • "@অরিন, যাঁদের এই অসুখে বাড়াবাড়ি হচ্ছে বা মৃত্যু হচ্ছে তাঁদের বয়স বেশি আর ডায়াবেটিস আছে এই ছাড়া আর কোনো মিল পাওয়া যাচ্ছে কী? এঁরা বেশিরভাগই কোনো বিশেষ ধরনের প্রেসক্রাইব্ড মেডিসিন নিয়মিত গ্রহণ করতেন--এরকম কোনো তথ্য কি পাওয়া যায়?"

    একই সঙ্গে করোনাভাইরাস এর সংক্রমণ ও ব্র্যান্ডেড ওষুধ? সম্পর্ক যে থাকতে পারেনা তা নয়, তবে কাকতালীয় হবার সম্ভাবনাই বেশি বলে মনে করতে হবে, বিশেষ করে এখনো অবধি যতদূর জানা গেছে। এবার এটাও ঠিক যে যে সমস্ত বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে এঁদের মধ্যে অনেকেই এস রিসেপ্টর ব্লকার নাম ডায়াবেটিস+হাইপারটেনশন থাকলে যে ধরণের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় রক্তচাপের, সেই ধরণের ওষুধ খেতেন। তাছাড়া, আইবুপ্রোফেন ("ব্রুফেন" নাম বাজারে চলে, আরো অন্য বহু ব্র্যান্ড আছে ) এই ধরণের ওষুধ যাঁরা ব্যাথা কমানোর জন্য ব্যবহার করেন, এর সঙ্গে কোরোনাভাইরাস জনিত মৃত্যুর ও একটা সম্পর্ক থেকে থাকতে পারে । এই কারণে অনেকেই ইবুপ্রোফেন নিতে নিষেধ করেছেন (দেখুন, https://doi.org/10.1136/bmj.m1086 )
    এর বেশি কিছু আমি অন্তত জানি না ।
  • অর্জুন | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৩:০৪439070
  • স্নানের সময়ে তা'লে বেশ পরিশ্রম করতে হবে। 

  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৩:০১439069
  • বিনীত মেনাচেরি'র গবেষণা'র রিপোর্ট (অরিজিনাল পেপার পড়িনি, WaPo র মুখে ঝাল খেয়েছি):
    "Previous coronavirus outbreaks have also mysteriously spared the young. No children died during the SARS outbreak in 2002, which killed 774 people. And few children developed symptoms from the deadly MERS coronavirus, which has killed 858 since 2012.

    To find out why, Menachery has been giving mice at his Texas lab SARS — which is a very close cousin to the new coronavirus. Baby mice at his lab have shaken off the infection, while the older mice have had their lungs and bodies ravaged by the disease.
    Menachery found the older mice’s fatalities were strongly related to not just weakness in their immune systems but also a “disregulation” that caused their immune systems to overreact to the SARS coronavirus. That’s similar to how humans die of infections from the new coronavirus, called SARS-CoV-2.

    “It’s the aggressive response from their immune system that is damaging them, even more than the infection itself,” Menachery said. “It’s like police responding to a misdemeanor with a SWAT team crashing through the door.”

    The question he and others have still struggled to answer, however, is why the baby mice escape unscathed."

    ( https://www.washingtonpost.com/health/2020/03/10/coronavirus-is-mysteriously-sparing-kids-killing-elderly-understanding-why-may-help-defeat-virus/ )

    অতএব @aka র প্রশ্নেই আবার ফেরত যেতে হবে, :-)
  • Atoz | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ০২:৫৮439068
  • @অরিন, যাঁদের এই অসুখে বাড়াবাড়ি হচ্ছে বা মৃত্যু হচ্ছে তাঁদের বয়স বেশি আর ডায়াবেটিস আছে এই ছাড়া আর কোনো মিল পাওয়া যাচ্ছে কী? এঁরা বেশিরভাগই কোনো বিশেষ ধরনের প্রেসক্রাইব্ড মেডিসিন নিয়মিত গ্রহণ করতেন--এরকম কোনো তথ্য কি পাওয়া যায়? পাওয়া অবশ্য খুবই শক্ত, এসব কি আর বাইরে আসবে? ওষুধ কোম্পানিরাই চেপে দেবে।
  • Atoz | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ০২:৫৩439067
  • অর্জুন, পেতলের ঘটী হলে তো খুবই ভালো, ঘটী দিয়ে মেঝেতে ঠুকে ঠুকে বাজনা বাজাতে বাজাতে ---
  • অর্জুন | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০২:৫০439066
  • ২১ দিন বাদে কাঁচা হলুদ, দিয়ে পিতলের ঘটি দিয়ে স্নান করে লকডাউন ভঙ্গ করব বলছেন? @আতোজ 

  • aka | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ০২:৪৯439065
  • এর মধ্যে বিনীত মেনাচেরি নাম টেক্সাসের এক গবেষক আরেকটি তত্ত্বের উপস্থাপনা করেছেন, তিনি বলেছেন যে হতে পারে ইমিউনিটির অতি সক্রিয়তার কারণে বয়স্ক লোকেদের মধ্যে ভাইরাসটি প্রবল রূপ ধারণ করে থাকতে পারে ।
    কি যে হচ্ছে কে জানে মশাই ।

    এটা তো অল্প বয়সীদের হয় জানি, ইয়ঙ্গ অ্যাডাল্টদের। ১৮,১৯,২০,২১ বয়সীদের।
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০২:৪৪439064
  • "আচ্ছা,অরিন দশ বছরের নিচে শিশু দের সংক্রমণের হার নাকি খুব কম?কোন আইডিয়া?
    ওদের কি ACE 2 রিসেপ্টর কম থাকে?নাকি স্টেম সেল এর সংখ্যা বেশি?"

    অনেক গুলো ফ্যাক্টর আছে । কেউ মনে হয় না এখনো অবধি ঠিকমতন জানে যে কেন ।

    ধরুন অন্যান্য করণভাইরাস ইনফেকশন গুলোতে বয়েস ও মৃত্যু বা বাড়াবাড়ি হবার একটা ইউ শেপের কার্ভ পাওয়া যায়, যেখানে খুব অল্প বয়েস আর খুব বেশি বয়েসের লোকেদের সবথেকে বেশি ইনফেকশন ও মৃত্যুহার, এবারে ও আগের বার সার্স মার্স ইনফেকশনের সময়তেও দেখা গিয়েছিলো যে বাচ্চারা কম বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন। এবারে এও দেখা যাচ্ছে যে ৬৫+ বয়েসের মানুষের মধ্যে যাদের বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর সমস্যা রয়েছে তাঁদের মধ্যে এই সমস্যাটি সবচেয়ে বেশি । অর্থাৎ প্রায় বয়েসের সঙ্গে একটা লিনিয়ার সম্পর্ক যেন দেখা যাচ্ছে ।

    এবার যেহেতু ব্যাপারটা বয়েসএর সঙ্গে সম্পর্কিত তাই নানারকম তত্ত্বের ও হাইপোথেসিস উঠে আসছে । প্রথমে আপনার দুটো হাইপোথিসিস দেখা যাক,

    (১) বাচ্চাদের কি ACE2 রিসেপ্টর কম থাকে?

    সুডঙ্গ শিয়ে ও সঙ্গীরা ২০০৬ সালে দেখিয়েছিলেন (সার্স এপিডেমিকের ৩ বছর পরে) যে শিশুদের মধ্যেই বরং ACE2 রিসেপ্টার বেশি থাকার কথা, কারণ এঁদের ইঁদুরদের ওপর পরীক্ষায় দেখা গেছিলো যে বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে ACE2 রিসেপ্টার এর সংখ্যা কমে যেতে থাকে । (সূত্র: https://doi.org/10.1016/j.lfs.2005.09.038 ) । এখন এটা একটা স্টাডি, এরকম আরো স্টাডি নিশ্চই আছে, হাতের কাছে এইটা পেলাম বলে লিখলাম । ধরুন যদি মানুষের বাচ্চার খেত্রেও এই একই ব্যাপার হয়, তাহলে এস রিসেপ্টার এর অপ্রতুলতার জন্যে নিশ্চই শিশুদের মধ্যে বাড়াবাড়ি হচ্ছে না, এটা বলা যাবে না।

    (২) বাচ্চাদের মধ্যে স্টেম সেল এর সংখ্যা বেশি?

    এটা ঘটনা যে বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের innate ইমিউনিটি অনেকটাই কমে যায়। রাফায়েল সোলানা ২০০৬ সালে একটি রিভিউ পেপারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, দেখতে পারেন, https://doi.org/10.1016/j.immuni.2006.05.০০৩
    স্টেম সেল এর সংখ্যা বেশি কিনা জানি না, আপনি আরো ভালো বলতে পারবেন, কিন্তু ইমিউনিটি যে কমে আসে সেটা আমরা মোটামুটি সবাই প্রায় জানি । আবার দেখুন বাচ্ছাদের ইমিউ সিস্টেম যে খুব ডেভেলপ করে অল্প বয়েসে তও তো নয়। এখন এর মধ্যে আরো একটা ব্যাপার আছে, তাই যদি হবে, তাহলে খুব গরিব লোক যারা ভালো মতন ধরুন খেতে পায় না, সে বেচারাদের মধ্যেও তো সাংঘাতিক রকম ইনফেকশন ও মৃত্যু হতে পারে, বয়েস অল্প হলেও (বয়স্ক লোকেদের তো কথাই নেই) , কিন্তু দেখা গেছে কি? সেরকম কোনো লক্ষণ এখনো অবধি রিপোর্টেড নয় কিন্তু । কেন?

    তাহলে বাচ্চাদের মধ্যে ও অপেক্ষাকৃত কম বয়েসী লোকেদের মধ্যে এমন সাংঘাতিক ইনফেকশন হচ্ছে নাই বা কেন? তাহলে কি যত বয়েস বাড়ে আমরা যারা বায়ু দূষণ ও অন্যান্য নানা কারণে লাংস ক্ষতিগ্রস্ত হয়ে পরে, যার জন্য অনেকটা বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে সার্স মার্স এখন কোভিড১৯ এগুলোর থেকে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়? তাছাড়া যারা বয়স্ক এবং যাদের হাইপারটেনশন (ডায়াবেটিস থাকুক বা না থাকুক), তাদের অনেকে আজকাল এস রিসেপ্টর ব্লকিং ওষুধ যেমন ধরুন "সারটান" টাইপের ওষুধ নেন, বয়স্কদের মধ্যে বেশি, এতে করে এও হতে পারে যে সেই কারণেই হয়তো রিসেপ্টর গুলো শরীরের নানান জায়গায় বৃদ্ধি পেয়েছে এবং এই সব কারণে ভাইরাসটির বয়স্ক মানুষের শরীরে প্রবেশ করে ক্ষতি করতে সুবিধে হচ্ছে ।

    এর মধ্যে বিনীত মেনাচেরি নাম টেক্সাসের এক গবেষক আরেকটি তত্ত্বের উপস্থাপনা করেছেন, তিনি বলেছেন যে হতে পারে ইমিউনিটির অতি সক্রিয়তার কারণে বয়স্ক লোকেদের মধ্যে ভাইরাসটি প্রবল রূপ ধারণ করে থাকতে পারে ।
    কি যে হচ্ছে কে জানে মশাই ।
  • Atoz | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ০২:৩৯439063
  • নইলে যে হারে মানুষ থালা বাজিয়ে দলে দলে নেচেছেন, তাতে তো এই কদিনে দাবানলের মতন অসুখ ছড়িয়ে পড়ার কথা !
    অবশ্য ভারতে সব হিসেবই আলাদা। শৈলসূতা তো আছেনই, শ্রীকৃষ্ণও আছেন। ভালো থাকুন সবাই। শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। একুশ দিনের একটা গভীর তাৎপর্যও আছে লোকাচারে। জানেন তো, আগেকার দিনে সন্তানপ্রসবের পর একুশ দিন মা আর শিশু আলাদা ঘরে থাকতেন, জন্মাশৌচ না কী যেন একটা রীতি। তারপরে অশৌচান্তে স্নান টান করে পুজো টুজো দিয়ে সব আবার স্বাভাবিক।
  • Atoz | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ০২:২৮439062
  • পুলিশ নামিয়ে রোগ নিয়ন্ত্রণে এনে ফেলেছে????
  • lcm | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ০২:১৩439061
  • People clap from balconies in show of appreciation to health care workers in Mumbai, India on March 22, 2020
  • অর্জুন | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০১:৫১439060
  • সেফ ফ্লয়েড কারডোজ মারা গেলেন করোনায়।  

  • অর্জুন | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০১:৪৫439059
  • @অরিন-দা, 

    এখানে লকডাউনে বাড়িতে। বেরোলেই ঠ্যাং খোঁড়া করে দেবে। :-(

  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০১:৪০439058
  • ওহো চোখটাও গ্যাসে গিয়া। ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত