এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৫১438727
  • ও বুয়েছি, সে ঠিক জানতে চাইছিলেন না, মোটামুটি জানেন। শুধু নিজের কনক্লুশনের সপক্ষে বাক্য খুজছিলেন।

    এদিকে টাইপে হাত ব্যথা হয়ে গেল।
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৫০438726
  • দ্যাখেন, সব দেশেই আলাদা আলাদা মডেল। মাইক্রো আর ম্যাক্রো মডেল গুলো অনেক ক্ষেত্রেই কনফ্লিক্টিং। ট্যাক্স বাড়ালেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে সেটা সব সরকার করে না কেন ? কেও তো বোকা নয়, সব দেশেই বাঘা বাঘা ইকোনোমিস্ট রা বসে পলিসি বানায়। এই যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ গুলো এতো সরকারি ফেসিলিটি ফ্রি, নরওয়ের একটা বিশাল সভরেন ওয়েলথ ফান্ড নানা দেশে টাকা খাটাচ্ছে, সেটা থেকে একটা বিরাট রেভিনিউ আসে। তাই তারা ভালোই পাবলিক ফান্ডিং ম্যানেজ করতে পারে। বাকি গুলো ও সে রকম কিছু আছে কি না জানিনা। এবার এই সোর্স টা না থাকলে এতো ফ্রি তে সরকারি শিক্ষা, মেডিকেল এতো কিছু থাকতো কি ? নরওয়ে তে কর্পোরেট ট্যাক্স রেট ও খুব বেশি, কটা বড়ো বাইরের কোম্পানি ওখানে ম্যানুফ্যাকচারিং করে ? সভরেন ফান্ড না ট্যাকলে কি হতো কেও জানে না।

    Switzerland র কেস জানি না , তবে গোটা দুনিয়ার বেআইনি টাকা তো সব ওদের ব্যাঙ্ক এই আছে। ইটা কিন্তু সে কে খোটা দিলাম না একদম ই। যেটা ভালো, সেটা ভালোই, কিন্তু সেই ভালো টা একই ভাবে করাটা সব দেশের পক্ষে একসাথে সম্ভব নাও হতে পারে। সবার মনিটারি হেলথ কন্ডিশন আলাদা আলাদা।

    আর এই সভরেন ফান্ড র টাকা গুলো সব সময় যে খুব ভালো, আইনি সেক্টর এ খাটানো হয়, তাও নয়। অনেক গুলো ডুবিয়াস আর্মস ডিলিং এ এদের নাম ভেসে এসেছে, কিন্তু সব চেপে গেছে সরকারের প্রভাব খাটিয়ে। নিজের সম্পদ বাঁচাতে টেবিলের তলায় সব সমান। ওসব মানবাধিকার -ফার ইত্যাদি সব ওপর ওপরে। মিডিয়া স্পেক্টাকলে।

    পাবলিক এর ট্যাক্স টা ততক্ষন ই সুস্টাইনাবলে , যতক্ষণ দেশে কাজের লোকের সংখ্যা পেনশনার দের থেকে অন্তত ২-৩ গুন্ হচ্ছে। দেশের বুড়োর পপুলেশন বাড়লেই ট্যাক্স বাড়িয়ে আর কাজ হয়না, অলরেডি তো ৫০-৫৫-% ট্যাক্স দেয় লোকে, সেটা বাড়িয়ে যদি ৭০-% করে, যারা কাজ করে তারা থাকবে কেন ? সোজা অন্য দেশে চলে যাবে।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৪৬438725
  • “ সমস্যা হল যারা পাচ্ছে না, তাদের কি হবে?”— এটাই বলে দেয় কোন দেশ তার দেশবাসীর কথা ভাবে আর কোন দেশ পরোয়া করে না।
    গুডনাইট।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৪৪438724
  • Rechtschutz Versicherung বা আইনি সুরক্ষার প্রিমিয়াম নগন্য। দরকার পড়লে উকিলের খরচ তারাই দেবে। পকেট থেকে দিতে হয় না।
    ডিভোর্স এবং সরকারের বিরুদ্ধে কেস করলে এটা অবিশ্যি প্রযোজ্য নয়।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৪০438723
  • এই সমস্যার সমাধাণের দুটো উপায়।

    এক, খরচ কমানো। সেটা শিক্ষা ব্যবস্থায় খরচা বাড়িয়ে, হসপিটালের চার্জের উপর কন্ট্রোল বসিয়ে, ফার্মা কোম্পানিগুলোকে বেশি দাম নেওয়া থেকে আটকে, ইন্সিওরেন্স কোম্পানিগুলোকে ভালো করে রেগুলেট করে। কিছুটা লাভ হবেই।

    কিন্তু এত খরচ হওয়া সত্ত্বেও একটা বড় অংশ দিব্বি ভালো হেল্থকেয়ার পাচ্ছে। সমস্যা হল যারা পাচ্ছে না, তাদের কি হবে?

    সেখানেই সমাধান নম্বর দুইঃ ইউনিভার্সাল হেল্থকেয়ার বা মেডিকেয়ার ফর অল। ট্যাক্স বাড়াও। সেই টাকায় সরকারই সব বেসিক ইন্সিওরেন্স করে দেবে। সকলে কভারড থাকবে।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৪০438722
  • “ শুনেছি সুইস হেলথকেয়ার সিস্টেম খুবই এফিশিয়েন্ট।” ভুল নয়। তবে সোভিয়েত দেশে আরও ভাল ছিল।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৩৯438721
  • “ এর সমাধান হল ট্যাক্স বাড়িয়ে শিক্ষা এবং স্বাস্থ্যের খরচ কমানো।”
    ট্যাক্স তো দিতেই হবে। এদেশেও সবাই ট্যাক্স দেয় যার যেমন ইনকাম। তবে কথায় কথায় “ট্যাক্স পেয়ার্স মানি” নামক ফ্রেজ আজ অবধি কারওকে বলতে শুনি নি।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৩৬438720
  • শুনেছি সুইস হেলথকেয়ার সিস্টেম খুবই এফিশিয়েন্ট।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৩৬438719
  • কোলকাতায় একজন নামকরা ডাক্তার ম্যালপ্র‌্যাক্টিস লসুট হেরেছিলেন। তাঁকে ক্ষতিপূরণ দিতে হয়েছে ১৩ লক্ষ টাকা। শুনেছি এখন ফিজ নেন আড়াই হাজার। আমেরিকার কোর্ট হলে সেটাই দেড় কোটি হয়ে যেত (ভারতের স্ট্যান্ডার্ডেই)। এইবারে সেটা ডাক্তার জানলে ইন্সিওরেন্স করাবেন। তার প্রিমিয়ামও রোগীদের কাছ থেকেই তুলবেন।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৩৩438718
  • শুধু এডুকেশান সিস্টেম না। আরো অনেক কিছুই আছে। আরেন্ডির খরচ আছে। ইন্ডিয়ার কোম্পানিগুলোকে যদি আরেন্ডি করতে হত, তাহলে এত সস্তায় কিছুই বিক্রি করতে পারত না। তারপরে প্রোটেকশান এগেইনস্ট ম্যালপ্র‌্যাক্টিস লসুটের খরচ আছে। লাভ করার লোভ আছে।

    এই সবকিছুর জন্যই খরচ মারাত্মক বেশি।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৩৩438717
  • এখানে জেল দেয় না। প্রিজন ইন্ডাস্ট্রির তেমন রমরমা নেই।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৩১438716
  • “ বদমাশ ডাক্তার খুজে পায় কি করে?”
    বিল দেখে।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৯438715
  • সুইটজারল্যান্ড
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৯438714
  • তারমানে সর্ষের মধ্যে ভূত।
    এডুকেশন সিস্টেমের হাত ধরে এই ভূত আসছে। গোড়ায় গলদ।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৮438713
  • আচ্ছা সে র কোন দেশ?
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৭438712
  • সেতো এখানেও তাই, সাথে জেলের ঘানি। কথা হল ধরা হয় কিকরে?
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৭438711
  • “ । কিন্তু সেই ডাক্তারের ঘারের উপর যদি ৩০ লক্ষ টাকার স্টুডেন্ট লোন থাকে, তাহলে সে ২০০০ টাকা চার্জ করবে। সবই আইনি। ”
    সেকী!!
    ওরেবাবা। এখানে সবার ফি সমান। নিয়ম।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৫438710
  • এখানে ম্যালপ্র্যাকটিস মানে চুরি ধরা পড়লে ব্ল্যাক লিস্ট। সে খুব্যাক্টা সুখের নয়।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৫438709
  • এখানে সবই লিগালী করা হয়। ডাক্তার ভুয়ো বিল করেনা। কিন্তু তার চার্জই বেশি। মনে করুন এখনও কোলকাতায় একজন স্পেশালিস্টকে ৫০০ টাকায় দেখানো যাচ্ছে। কিন্তু সেই ডাক্তারের ঘারের উপর যদি ৩০ লক্ষ টাকার স্টুডেন্ট লোন থাকে, তাহলে সে ২০০০ টাকা চার্জ করবে। সবই আইনি।

    এর সমাধান হল ট্যাক্স বাড়িয়ে শিক্ষা এবং স্বাস্থ্যের খরচ কমানো।

    এইবারে আপনি যদি সুস্থ হন বা প্রচুর টাকা থাকে, তাহলে আপনার বয়ে গেছে বেশি ট্যাক্স দিয়ে দেশের বাকি লোকেদের সাহায্য করতে। সবাই ভাবছে (র‌্যাদার ভাবানো হচ্ছে) যে আমার ট্যাক্সের পয়সায় অন্যের লাভ হবে।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৪438708
  • বদমাশ ডাক্তার খুজে পায় কি করে?
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৪438707
  • এখানে এমডি হতে ছবছর লাগে। ফেল টেল না করলে। তারপর সরকারি চাকরি করতে হয় কিছু বছর। তারপর প্রাইভেট প্র্যাকটিস করতে দেয়।
  • ন্যাড়া | ২৫ মার্চ ২০২০ ০৪:২৪438706
  • ডাক্তারদের অপরচুনিটি কস্ট তো আছেই, তার ওপর ম্যালপ্র্যাকটিস ইন্সুরেন্সের খুব দাম। প্রাইভেট প্র্যাকটিসে অফিস, স্টাফ, যন্ত্রপাতির দাম আছে। ডাক্তারি করা সস্তার ব্যাপার নয়।
  • Pagla Dashu | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৩438705
  • হেলথ আর ইন্সুরেন্স দুটো আলাদা করলে মনে হয় একটু সহজ হবে। আপনারা সব দিক নিয়ে আলোচনা করছেন, ভালো কথা। একটা দেশ কম বয়সী দের জন্য, ব্যবসা র জন্য, মুনাফা বোঝে। অন্য দেশ বেশির ভাগ মানুষ কে নিয়ে চলতে চাযে। ভুল, ঠিক আমি জানি না। কথা হচ্ছে সেই খরচতা মানুষ পিছু ভাগ কেমন করে হয়? আরও একটা কথা, সব মানুষ ই তার ভাগ তা দেয় তো? কি ভাবে দেয়? প্রিমিয়াম ও একরকম ট্যাক্স, আর উল্টো কথাটা ও সত্যি।

    আপনারা যেমন ডাক্তার এর খরচ এর তুলনা করছেন, কেউ একজন বলবেন একজন কল এর মিস্ত্রি কত পয়সা নেন এক এক দেশে? কিরকম খরচ চাদ (রুফ) ঢালাই দিতে? গাড়ি র দাম কত আর গাড়ি সারাতে কিরকম খরচ? সাধারণ মানুষ কে কত দিন, কত ঘন্টা কাজ করতে হয়, শরীর না দিলে যাতে কাজ না করতে হয় আর? কত বয়স এ কাজ করা বন্ধ করে? এই সব কিছু মাইল মিশে জোট পাকিয়ে ঠিক হয় কোন মানুষ এর ভাগ কত টুকু? আর কিভাবে সেই ভাগ আদায় হয়। যদি আদায় না হয়, তাহলে কি হয়? খরচ তো মেটাতে হবে।

    নমস্কার

  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৩438704
  • ওহো কস্টের একটা বিরাট অঙ্গশ লিখতে ভুলে গেছি। আনইন্সিওর্ড্দের ইমার্জেন্সি বিল।

    ইমার্জেন্সি থেকে কাউকে ফেরায় না, তারফলে যাদের ইন্সিওরেন্স নেই বা কেনে না তারা বিপদে পড়লে সেখানে যায়, সেই কস্ট তখন ট্যাক্সপেয়ারদের ঘাড়ে চাপে। সেটা না হয়ে হেলথকেয়ারে ইনভেস্টেড হতে পারত। হয় না।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:২৩438703
  • “ একজন ডাক্তারকে ভালো প্রাইভেট কলেজ থেকে এমডি পাশ করতে তিন থেকে ছ লক্ষ ডলার খরচ করতে হচ্ছে। ”
    হা হা হা।
    এখানে পয়সা দিয়ে শিক্ষা কেনা যায় না। ভাল ছাত্র ছাত্রী হলে মন দিয়ে পড়ে পাশ করে। সরকারি কালেজ তো। সেমেস্টার প্রতি ফি ছশো থেকে সাতশো টাকা।
    তবে জারমানি থেকে ডাক্তার আসছে প্রচুর। এখানে মাইনে ডবল।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:১৯438702
  • এখানে বদমাশ ডাক্তার হলে তাকে ব্ল্যাক লিস্ট করে দেয় ইনশুরেন্স কোম্পানী। কিছু চোর ডাক্তার ভুল বিল পাঠিয়েছিল ইনশুরেন্স কোম্পানীকে। রোগী পরে ইনশুরেন্সের কাগজ দেখে যদি চুরি ধরতে নাও পারে, কোম্পানী ধরে ফেলবে।
    তখন চোর ডাক্তারদের নামের লিস্ট বানিয়ে তাদের কড়া করে বকে দেয় এবং ব্ল্যাকলিস্টেড করে রাখে।
    ডাক্তারদের কিছু সাইড ইনকামের ব্যাপার থাকে — ওষুদ বিক্রি করা।
    ইনশুরেন্স সেটা বন্ধ করতে চেয়েছিল, পারে নি। এই নিয়ে ভোটাভুটি হলো। পাবলিক বিপক্ষে রায় দিল।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:১৯438701
  • আমেরিকাতে নেক্সাসটা আরো সফিস্টিকেটেড।

    একজন ডাক্তারকে ভালো প্রাইভেট কলেজ থেকে এমডি পাশ করতে তিন থেকে ছ লক্ষ ডলার খরচ করতে হচ্ছে। আন্ডারগ্র‌্যাড মিলিয়ে সময় লেগে যাচ্ছে দশ থেকে বারো বছর। এইবারে সে সব মিলিয়ে অপরটুনিটি কস্ট দেখছে। তারফলে তার চার্জ হচ্ছে মারাত্মক বেশি। এমনও দেখা গেছে যে বহু ডাক্তারদের দশকের বেশি সময় লেগে যাচ্ছে স্টুডেন্ট লোন শোধ করতে।

    ফার্মা কোম্পানিগুলো আরেন্ডি করছে। তার খরচ যোগাচ্ছে হয়ত কোনো হেজ ফান্ড। এইবারে ব্রেক থ্রু হলে হেজ ফান্ড চাইছে সুপার নর্মাল লাভ তুলে নিতে। কারণ তারা আরো ১৫ টা কোম্পানিতে ইনভেস্ট করে বসে আছে, যেগুলোতে হয়ত কোনো রিটার্ণই আসবে না।

    এরপর আছে ইন্সিওরেন্স কোম্পানি ইত্যাদির সমস্যা। হাসপাতালগুলো নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে প্রচুর চার্জ করছে খরচের জন্য।

    এছাড়া একটা ব্যবসায়িক ভাবনা চিন্তা তো আছেই। ক্যাপিটালিস্ট দেশে যা হয় আরকি। আর কমোডিটিটা হল মানুষের শরীর-্স্বাস্থ্য-্জীবন। অতেব লোভ চরিতার্থ করার দারুন সূযোগ এবং জায়্গা।
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:১৮438700
  • অস্ট্রেলিয়াতে অনেক টাই আমেরিকা র মডেল, আর কিছুটা ব্রিটেন এ NHS মডেল র মিক্স। সরকারি হাসপাতাল আছে , পাশে বেসরকারি ও আছে। ক্লিনিক গুলো শহরে বেশির ভাগ ই বেসরকারি, কিন্তু রিমোট জায়গা তে সরকারি ক্লিনিক আছে। শহরের ক্লিনিক গুলোতে লোকে মেডিকেয়ার অভিল করে, হয়তো ৬০ ডলার হলো, সেখানে মেডিকেয়ার থেকে ৩৮ ডলার দিয়ে দে, বাকি তা নিজের । ওষুধ দোকান থেকে কিনতে হলে নিজের, বুড়ো লোকজনের জন্যে সাবসিডি আছে ।

    হাসপাতাল এ সাধারণ ট্রিটমেন্ট ফ্রি, ইমার্জেন্সি ও ফ্রি। মেডিকেয়ার আছে সবার জন্যে। কিন্তু সাধারণ ডেন্টাল বা চোখের চেক উপ বা জেনারেল চেক উপ তাতে কভার করে না। সেগুলোর জন্যে লোকে ইন্সুরেন্স নিয়ে প্রাইভেট এ দেখায়। সরকারি হাসপাতাল এ ইমার্জেন্সি তে কাউকে ফেরায় বলে তো কখনো শুনিনি।

    কিন্তু কোনো অপারেশন বা লং টার্ম ট্রিটমেন্ট হলে একটা ওয়েটিং লিস্ট আছে। সেখানে লোকে ইন্সুরেন্স র মাধ্যমে দিয়ে প্রাইভেট এ তাড়াতাড়ি করাতে পারে। ইন্সুরেন্স এর ও ডিফারেন্ট লেভেল আছে। যত প্রিমিয়াম, তত কম পয়সা দিয়ে হয়।

    যাক গে, এই কোরোনার আতঙ্কের বাজারে আর এসব নিয়ে বেশি লড়ে লাভ নেই। আমার মত যদিও। কালকেই আমার এক ক্লোজ বন্ধুর মেডাম জোর , কাশি চলছে খবর পেলাম।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:১৫438699
  • তা ঠিক নয়, অনেক সময়েই কোপের ইয়ারলি ক্যাপ থাকে- ম্যাক্স ১৫০০ ডলার বা অন্য কিছু ডিপেণ্ড্স অন প্রিমিয়াম।
  • ন্যাড়া | ২৫ মার্চ ২০২০ ০৪:১৪438698
  • কোয়ালিটি মানে চিকিৎসকের মান কীরকম, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নার্সদের ট্রেনিং-ব্যবহার, লেটেস্ট যন্ত্রপাতি ও ওষুধপত্রের সুলভতা, লেটেস্ট রিসার্চের অ্যাপ্লিকেশন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত