সকাল থেকে দু- তনবার বাজারে যেতে হল। সব মিলিয়ে দু ঘণ্টার ওপরে জন সমাগমের মধ্যে ছিলাম। মাস্ক পরেছি। যতটা সম্ভব চেষ্টা করেছি দূরত্ব রেখেছি। কিন্তু এতক্ষণ তো এক্সপোজড হলাম !! ?
নিউ ইয়র্কে শুনলাম ইনফেকটেডদের একটা শিপে ট্রান্সফার করা হবে।
@হখগ জিজ্ঞেস করেছেন সাউথ কোরিয়া নিয়ে । অনেকগুলো ফ্যাক্টর:
১) সাউথ করা 2002 - 2003 সালে সার্স এপিডেমিকের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে, এক ই কথা তাইওয়ান, ও সিঙ্গাপুর এর ক্ষেত্রে প্রযোজ্য, এরা চীনের ব্যাপারটা লক্ষ্য করে খুব দ্রুত কাজ শুরু করেছিল, তাছাড়া চীন থেকে কোরিয়া আর কোরিয়া থেকে চিনে যাতায়াত করা খুব সহজ নয়, তা সত্ত্বেও এদের কিন্তু সাংঘাতিক কেস লোড ছিল ।
২) সাউথ কোরিয়া প্রচুর প্রচুর টেস্ট করিয়েছে যার জন্য এরা বহুদিন ৩০ টা কেসে আটকে ছিল, কিন্তু দুঃখের ব্যাপার এদের ৩১ নম্বর কেস "সুপার spreader " হয়ে যায়, পড়ে দেখুন
৩) সাউথ কোরিয়ার মাথাপিছু হাসপাতালের বেড সংখ্যা ১২.৩ (২০১৭ র হিসেব) , জাপানের পরেই কাজেই হাসপাতালের বেড কাজে লাগানোর সমস্যা খুব সাংঘাতিক ছিল না।
৪) এর সঙ্গে যোগ করুন,
"Seoul’s information campaign is coupled with health care workers’ ability to rapidly diagnose those showing symptoms of COVID-19. Testing kits that have been made widely available at medical centers enable doctors to determine within a day if a patient has contracted the coronavirus."
কাজেই ওরা পেরেছে।
আপনারাও পারবেন।