করোনা নিয়ে একটা লেখা শুরু করেছিলাম, আজকে তার প্রথম পর্বটা লিখে রাখলাম । সবটাই আপনারা জানেন, এখানে প্রচুর আলোচনাও চলছে, তাও কারো যদি উপকারে লাগে, এই ভেবে। @পাই কে বিশেষ করে ধন্যবাদ, লেখাটা নিয়ে তাগাদা দেওয়ায়।
লিঙ্ক:
https://www.guruchandali.com/comment.php?topic=17208
রোমে ৩০০ ভারতীয় স্টুডেন্টস আটকে পড়েছে। পোল্যান্ডেও আটকে পড়েছে বহু ভারতীয়। কয়েকজনের ভিসা ফুরিয়ে গেছে, দেশে ফিরতেই হবে।
@সে ধন্যবাদ :-)
ঃ-))) @অপু-দা
সেদিন এখানে বললাম না আলমারি থেকে কতগুলো পুরনো বই বেরিয়েছে। তার মধ্যে সতীকান্ত গুহ'র 'লালকমল নীলকমল' আর 'বেনামী নিশান' রয়েছে।
মনে আছে এগুলো স্কুলে পড়ানো হত।
সতীকান্ত গুহ রবীন্দ্র পুরষ্কার পেয়েছিলেন। এটা একটা সিরিয়াসলি রহস্য। এই লোকটিকে এ ধরণের লেখার জন্যে রবীন্দ্র পুরষ্কার দেওয়া যা য় ??
''করোনার কেশগুচ্ছ' খাসা @এলেবেলে
তবে মনে হয় ঐতিহাসিক কিছু করতে গেলে কোথাও বেড়িয়ে আসেউন আর পটাপট সেলফি দিন। সাহসিকতার জন্যে ইতিহাস মনে রাখবে।
আমি মধ্যপ্রাচ্যে থাকার সময় থেকে দাঁড়ি রাখি। দাঁড়ি কাটার খরচ নেই। তবে আমার চুলের গ্রথ বড্ড কম।
আমার মা'র ভয়ংকর আপত্তি এ বিষয়ে।
আমার পরিচিত নারীকুল বলে দাঁড়ি থাকলে মুখটা সেক্সি লাগে। ঃ-))