এলেবেলে | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১৩:১০436591অর্জুন, চুলদাড়ি কাটবেন্নাকো। ওগুলোকে নিজের মতো বাড়তে দিন। নাম দিন 'করোনার কেশগুচ্ছ'। সেলফি তুলে ফেবুতে পোস্ট করুন। পুরো ঐতিহাসিক ব্যাপার হবে মশাই এক বছর পরে।
de | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১৩:০৯436590
অর্জুন | 172.69.***.*** | ১৮ মার্চ ২০২০ ১৩:০৫436589i র রাজস্থানের অপর লেখাটা কোথায় পাবো ?
অর্জুন | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১৩:০২436588দিল্লীতে একটি স্বেচ্ছা সেবী সংস্থা হোমলেসদের জন্যে মাস্ক, স্যানিটাইজর বিতরণ করল। এদের তো সিরিয়াসলি কোনো প্রটেকশন নেই।
dc | 172.69.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৫৮436586
অর্জুন | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৫৮436585অ্যাকচ্যুয়ালি তাই কিন্তু। হোটেল সস্তা, গাড়ি ভাড়া কম এবং সব ফাঁকা ফাঁকা ।
অর্জুন | 172.69.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৫৬436584টুরিজম ইন্ডাস্ট্রিতে বিশাল মন্দা যাবে।
dc | 172.69.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৫৫436583
অর্জুন | 172.69.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৫০436578আমি তো ভেবেইছিলাম চুল কাটার কথা শুনে এখানে কেউ লিখবে 'কোথাকার চুল।'
যাইহোক আগে তো বাড়িতে বাড়িতে পরমানিক আসত। আমাদের বা আসত।
আচ্ছা, রবীন্দ্রনাথ কি চুল, দাঁড়ি শেপ করতেন ?
ন্যাড়া | ১৮ মার্চ ২০২০ ১২:৫০436577সামারে আবার প্ল্যান কি মশাই! আজ ক্যালিফোর্নিয়ার গোবরনাড়ুসায়েব বলেছেন, "নতুন আ্যকাডেমিক ইয়ারের আগে স্কুল খুলবে কিনা বুঝতে পারছিনা।" মানে অগাস্ট অব্দি শিশুরা বাড়িতে। ব্যাকয়ার্ডের গাছেদেরও মাথা খারাপ হয়ে যাবে।
dc | 172.69.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৪৮436576
de | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৪৫436575
dc | 172.69.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৪৩436574
de | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৪২436573
অর্জুন | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৪১436572নীরব মোদী, মেহুল চেক্সি এর পরে ম্যানেজমেন্ট স্কুল খুলবে নিশ্চয়।
মহারাষ্ট্রের এফ ডি এ মন্ত্রী বলছে স্যানিটাইজার দিনে ৩-৪ বারের বেশী ব্যবহার করতে না। সাবান দিয়ে হাত ধুলেই হবে। পাবলিক টয়লেটে যে সাবান গুলো থাকে, সেগুলো কোনোভাবে ভরসা করা যায়না।
S | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৪১436571
অর্জুন | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৩৭436570
S | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:৩২436567
অর্জুন | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:২২436563দেখুব শর্টকাটে টাকা রোজগার বলতে লটারি কিনে হা পিত্যেশ করে বসে থাকতে হবে নইলে ওই 'কৌন বনেগা' টাইপ শো'তে যেতে হবে।
আন্ডার ওয়ার্ল্ডে যারা আছে তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয় বলেই মনে হয় আর প্রচণ্ড লাইফ রিস্ক।
দীপাঞ্জন | 172.69.***.*** | ১৮ মার্চ ২০২০ ১২:২২436562