এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দেব | 14.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৮:৩৪436441
  • কাল থেকে টলিউডে সব শুটিং বন্ধ । সিনেমা হল বন্ধ ।
  • দ্রি | 172.69.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৮:২৩436440
  • এই যে বিভিন্ন স্ট্রেন যেগুলো বিভিন্ন কালার দিয়ে দেখানো হয়েছে, সেগুলোর ফেটালিটি রেট আর ইনফেকশান ছড়ানোর রেট কম্পেয়ার করা হয়েছে?
  • aka | 108.162.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৭:৫৭436439
  • আম্রিগাতে কেমন যুদ্ধু যুদ্ধু ভাব। লোকজন হোডিঙ্গ করছে, আমরাও শুরু করে দিয়েছি। কাল দু প্যাকেট আলু, চাল, বিন, ডাল এসব কিনে আনলাম। আজ থেকে কিছু কিছু ড্রাই ফুড। স্কুল অনলাইন হয়েছে, সে আর এক সমস্যা। সে কতরকমের অ্যাপ, একটা ম্যাথের, তো অ্যাকটা রিডিঙ্গের ইত্যাদি। মাথা খারাপ হয়ে যাচ্ছে তাল রাখতে।
  • অরিন | ১৭ মার্চ ২০২০ ১৬:২৫436437
  • ট্রান্সমিশন এর ম্যাপ:

    Screenshot-2020-03-17-23-21-30

    এটা জেনোমিক ম্যাপ, লক্ষ্য করে দেখুন যে সব স্ট্রেন এক রকম নয়, মাসে দুটো মিউটেশন হচ্ছে।
  • S | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৫:৩৭436436
  • করোনাভাইরাস মোকাবিলার ব্যাপারে ট্রাম্প নিজেই নিজেকে ১০এ ১০ দিয়ে দিয়েছে। অতেব এরপরে কিছু হলে সেসব নিজেদের দায়িত্ব। কয়েক সপ্তাহ জুড়ে দুনিয়ার একনম্বর দেশের রাস্ট্রপতি বলে গেল যে করোনাভাইরাস এমনি ফ্লুয়ের মতন, বাড়িতে বসে থাকলে এমনিতেই কমে যাবে, ডাক্তার দেখানোরও দরকার নেই, এমনকি কেউ কেউ কাজেও যেতে পারে। আর টেস্টিং করতে দিচ্ছিল না, যাতে অফিশিয়াল নাম্বার না বাড়ে।
  • অরিন | ১৭ মার্চ ২০২০ ১৫:৩৩436435
  • "ফ্রান্স এর সিচুয়েশন নিশ্চয় ইতালির মতন নয়।এখানেও ভালোই ছড়াচ্ছে।অর্থাৎ দ্রুত গতিতে।' (sm )

    "(জেরোম) Salomon expressed his regret that many Parisians had ventured out in large numbers on Sunday despite official advice to stay at home and a government shutdown on bars and restaurants around the country.

    “A lot of people have not understood that they need to stay at home, and this low level at which people have adhered means that we are not succeeding in curbing the outbreak of the epidemic,” Salomon told France Inter radio."

    [ https://www.reuters.com/article/us-health-coronavirus-france-idUSKBN2130SL ]

    প্যাটার্ন টি বিভিন্ন দেশে অনেকটা এক রকম, প্রথমে শুরু হয় ইমপোর্টেড কেস দিয়ে, তখন খুব aggressively সব বন্ধ বন্ধ করে বর্ডার আটকে সোশ্যাল ডিস্টেন্সিঙ সেলফ isolation করে যদি contain করা গেলো তো একরকম হলো, না হলে নিজে নিজে বুঝে নিজেকে সরিয়ে নিয়ে কদিন বাড়িতে আটকে থেকে চূড়ান্ত হাইজিন মেন্টেন করে কাটিয়ে দিলেন । সেটা যদি কোনো কারণে সম্ভব না হয়, যদি একবার কমিউনিটি স্প্রেড হতে শুরু করে তখন একদম lockdown না করলে মহা মুশকিল । লক ডাউন করলে একটা দাবানল জ্বলার চেয়ে কতগুলো ছোট ছোট আগুন ধিক ধিক করে এদিক জ্বলতে থাকবে, সেগুলো নেভানো অপেক্ষাকৃত সহজ , কার্ভ টাকে ফ্ল্যাট করা ছাড়া উপায় নেই ।

    আপাতত যতটা সম্ভব কমিউনিটি স্প্রেড আটকানো চাই । যার জন্য শুধু সিন্ড্রোমিক সার্ভেলেন্স বা যাদের সন্দেহ হচ্ছে তাদেরই শুধু টেস্ট না করে আরেকটু aggressive হবার একটা জায়গা আছে ।
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৫:৩৩436434
  • ফিঙ্গারস ক্রসড যে ৩০-৫০ অক্ষাংশের বাইরে স্প্রেড করতে পারবে না । ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে ছোট কাউন্টিতে লকডাউন আজ থেকে, গৃহবন্দী ।
    Temperature and latitude analysis to predict potential spread and seasonality for COVID-19
    Abstract
    A significant number of infectious diseases display seasonal patterns in their incidence, including
    human coronaviruses. We hypothesize that SARS-CoV-2 does as well. To date, Coronavirus Disease
    2019 (COVID-19), caused by SARS-CoV-2, has established significant community spread in cities
    and regions only along a narrow east west distribution roughly along the 30-50 N” corridor at
    consistently similar weather patterns (5-11OC and 47-79% humidity)
    . There has been a lack of
    significant community establishment in expected locations that are based only on population proximity
    and extensive population interaction through travel.

  • π | ১৭ মার্চ ২০২০ ১৫:১৬436432
  • সেই মডেলে করছেও না তো। ভারতের মত এতবড় দেশককে আলাদাভাবে ট্যাকল করার জন্যই আলাদা করে সব গাইডলাইন হচ্ছে, সেটা পরিস্থিতি অনুযায়ী সমানে আপডেট ও হচ্ছে।

    প্রাইব্জেট হাস্পাতালে টেস্টিং শুরু হবে শুনছি, আরো আগে হলে ভাল হত। এয়ারপোর্রটে স্ক্যানিং ও সবার ঠিকঠাক হয়নি অনেকসময় অনেকজায়গায়। এগুলো তো বড় সমস্যা, ইমপ্লিমেন্টেশন জনিত।
  • de | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৫:১৩436431
  • আমাদেরো দোকান খোলা বোতীন -
  • de | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৫:১২436430
  • আমাদের এখানে খুবই হোর্ডিং করছে লোকে - পেপার টাওয়েল, টয়লেট রোল, ডেটল, লাইজল, হার্পিক, গার্বেজ ব্যাগ - এইসব পাওয়া যাচ্ছে না দোকানগুলোতে - পাগলামো একবার শুরু হলে কোথায় গিয়ে থামবে বলা মুশকিল -
  • sm | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৫:০৭436429
  • বুঝতে ভুল হচ্ছে।সিরিয়াস ইস্যু বেশি সিরিয়াসলি হ্যান্ডল করলে অনেক সময় মুশকিল হয়।করোনা হচ্ছে,প্রকৃতি বনাম অর্থনীতির যুদ্ধ।ভগবান কথাটা ইউজ করলাম না।কারণ ঈশ্বর মঙ্গলময়।
    তা,ভারতে যেভাবে ভাইরাস এর মোকাবিলা করতে হবে,সেটা ঠিক জাপান বা কোরিয়া মডেল নয়।
    এখানে রাস্তায় লোক চলাচল কমলে বা পাবলিক ট্রান্সপোর্ট কম ইউজ হলে প্রথমে ট্যাক্সি ড্রাইভার,বাস ড্রাইভার,রিকশাওয়ালা,হকার মারা পড়বে ।
    প্যানিক বেশি ছড়ালে ,লোকজন অযথা হোর্ডিং শুরু করবে।
    প্রচুর গরীব লোক না খেতে পেয়ে মরবে।
    পরন্তু,সাধারণ ভেন্টিলেটর একটু বড় শহর ছাড়া নেই।
    প্রকৃত উপায় হলো গ্রামে,গ্রামে ভলান্টিয়ার তৈরী করা।হাই রিস্ক কেস হলে,স্থানীয় বিদ্যালয় এর শ্রেণীকক্ষে খাবার ও শোবার ব্যবস্থা করা।এক দুদিনের মধ্যে টেস্ট রেজাল্ট এর ফল অনলাইনে জানা। যাদের নেগেটিভ তাদের ঘরে ফিরতে দেওয়া।এটুকুই তো কাজ! বড় কিছু নয় তো!
  • অপু | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৫৯436428
  • দে, ISI তে ক্লাস বন্ধ । কিন্তু প্রফেসর আর রিসার্চার দের আসতে হচ্ছে। WFH দেয় নি
  • সে | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৫২436427
  • ঠিক
  • pi | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৪৯436426
  • পাব্লিক হেলথ মানে আগে থেকেই তৈরি থাকা, যখন খালি চোখে মনে হচ্ছে, কই কিছুতো তেমন হয়নি! প্রোকাটিভ কাজ। নইলে রিয়াক্টিভ মোডে গেলে কী দশা হয়, ইতালি স্পেন দেখাচ্ছে। আমার ধারণা ইউ কেও দেখাবে।
    উল্টোটা সা কোরিয়া ভিয়েতনামরা দেখাচ্ছে।
  • pi | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৪৬436425
  • আইসোলেশন, কোয়ারান্টাইন হাই রিস্ক কেসেই আছে, আমাদের দেশে। পলিজ গাইডলাইনগুলো একটু পড়ুন, অনেকবার দিলাম। নইলে ছায়ার সংগে যুদ্ধ করছেন।

    স্কুল কলেজ গ্যাদারিং ট্রাভেল কম মানে সবাই কোয়ারান্টাইন বা আইসোলেশনে নেই। সেল্ফ আইসোলেশ্ন, সোশ্যাল ডিস্ট্যান্সিং যতটা পারা যায়, সেটা দেশের কোটি কোটি ভালনারেবল লোকের কথা ব্জেবেই। যেখানে একবার ছড়ালে কাতারেবকাতারে মরা ছাড়া আর কিছু করার থাকবেনা।
  • o | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৪৩436424
  • কালীঘাটে আবার ডবল মা কালী! সেইটেই ভয়।
  • pi | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৪২436423
  • অনেকটাই তো কমবে।
    আপিস পুরো বন্ধ হলে এসেনশিয়াল সব কাজেও তো খুব সমস্যা।৷ হেলথ ডিপার্টমেন্ট কি হেলথ রিসার্চ বন্ধ হয়ে গেলে তো এই পরিস্থিতি মোক্সবিলার নানা কাজকর্মেও অসুবিধা।৷ এখানে মেডিকাল কলেজ বনধ করায় রোগীরাই সমস্যায় পড়েছেন। বেছেবুছে তো করত্র হবে। সরকারি আপিসেও এসেনশিয়াল নন-এসেনশিয়াল কাজ, এভাবে।
    অনেক কাজই ফিজিকালি না এসে হয়ইনা, সেগুলো করত্র দিয়ে বাকিগুলো যতটা পারা যায় রিমোটলি, এভাবে, যতটা কমানো যায় আর কি। রাস্তায় লোক কমে গেলে ডিস্ট্যান্সিং অ বাড়বে। এরপর এমারজেন্সি হয়ে গেলে তো সব বন্ধ করতেই হবে।

    আমি ভাবছি ইনফরম্মাল সেক্ট্র, ডেইলি ওয়েজ আর্নাররা তাঁদের কাজ পুরো বন্ধ হলে খাবেন কী?৷ বাকি অনেক্র না বেরলে তাঁদের রিস্কো কমে কিছুটা।
  • sm | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৪০436422
  • ফ্রান্স এর সিচুয়েশন নিশ্চয় ইতালির মতন নয়।এখানেও ভালোই ছড়াচ্ছে।অর্থাৎ দ্রুত গতিতে।
    আমাদের দেশে অযথা প্যানিক ছড়ালে মুশকিল।কোটি কোটি লোক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে।দিন আনি দিন খাই।তারা বেঘোরে মারা যাবে।
    আইসলেশন বা কোয়ারেন টাইন করা উচিত হাই রিস্ক কেস গুলোতে।খুব ভালো ক্যুরিয়ার সিস্টেম চাই।যাতে সন্দেহ ভাজন সিম্পটম দেখলেই স্যাম্পল রেফারেন্স ল্যাব এ পাঠানো যায়।
    এনিওয়েজ,কলকাতায় হুলিয়ে গরম পড়েছে। জয় বাবা সূর্যদেব।আর একটু পুড়িয়ে,জীবাণু মুক্ত করো।কালীঘাট এ মাকালি আছে,দক্ষিণেশ্বর আছে।
    ভয় কি তোর একার!
  • de | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৩৫436421
  • হাউস কোয়ারন্টাইন পার্শিয়ালি করে কোন লাভ নেই! সব আপিস-্কাছারি খোলা রেখে শুধু স্কুল-্কলেজ আর অ্যাকাডেমিক ইন্স্টিট্যুট বন্ধ করে মোটেও কিছু আটকানো যাবে না- আইসার, আইআইএসসি আর আইআইটি গুলো ৩১শে মার্চ অব্দি ঝাঁপ বন্ধ করেচে, স্টুডেন্টদের সব বাড়ি চলে যেতে বলেছে, ফ্যাকাল্টিদের ওয়র্ক ফ্রম হোম - ইদিকে বাকি সব দিব্বি খোলা - সব গভঃ আপিস খোলা -

    এভাবে কিছু আটকানো যাবে?
  • pi | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৩২436420
  • এই লেখাটি স্পেনের করোনা আক্রান্ত একজনের।
    --------------------------
    হ্যালো, আমি এখন আমার করোনাভাইরাস কোয়ারান্টাইনের চতুর্থ দিনে স্পেনের বার্সেলোনা থেকে লিখছি। এই বার্তা সবার জন্য- পরিবার, বন্ধুবান্ধব, প্রাক্তন সহকর্মী (অথবা দুনিয়ার যেই হোন না কেন)। দয়া করে এই ভাইরাসকে গুরুত্বসহকারে নিন। আমি এখন আপনাদের জানাবো এখানে কী ঘটছে এবং দেরী করার ফলাফল কী হতে পারে। আমি আশা করবো যে এটা আপনার সব ধরণের জোকস আর টয়লেট পেপার নিয়ে করা মিম বাদ দিয়ে, আপনাদের এখন কাজ শুরু করতে সাহায্য করবে।

    স্পেনে এক সপ্তাহ আগে, আমরা করোনাভাইরাস নিয়ে শুধুমাত্র কথাবার্তা বলেছি। আমাদের কিছু কেইস ছিলো, কিন্তু সেটা তেমন খারাপ মনে হচ্ছিলো না। আমরা ইতালির দুরবস্থা দেখছিলাম আর বলছিলাম, 'এখানে এমন কিছু হবেনা'। কোন পদক্ষেপ নেয়া হয়নি। মানুষজন সবাই সপ্তাহের ছুটির দিনে বাইরে যাচ্ছিলো, জিমে যাচ্ছিলো, কাজে যাচ্ছিলো, স্কুলে যাচ্ছিলো। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোকে কোন গুরুত্ব দেয়া হয়নি।

    মাত্র ১ সপ্তাহ পরেঃ স্পেন এখন ইমার্জেন্সি অবস্থায় আছে। ভাইরাসটি এখানে এসেছে এবং সারা দেশকে ছিঁড়েখুঁড়ে খাচ্ছে। আমার করোনাভাইরাস আছে। আমার বন্ধুদের আছে। বাচ্চাদের বাবা মায়েদের আছে। শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, গবেষক, রাজনীতিবিদ, বাসচালক সবাই করোনাভাইরাসে আক্রান্ত। মাত্র কয়দিনে, আক্রান্তের সংখ্যা কয়েকশ থেকে এক লাফে হাজার ছাড়িয়ে গেছে। হাসপাতাল এবং ক্লিনিক সবকিছু ভর্তি, তিলধারণের জায়গা নেই, কর্মী এবং সরঞ্জাম দ্রুতে শেষ হয়ে যাচ্ছে। শত শত ডাক্তার, নার্সকে করোনাভাইরাস আক্রমণ করেছে এবং তারা কোয়ারান্টাইনে আছেন। যারা ভালো আছেন, তারা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা একটানা কাজ করে যাচ্ছেন। শুধু বয়স্ক বা অসুস্থরা নন, সব বয়সের মানুষের চিকিৎসার প্রয়োজন হচ্ছে। একেকটা দিন যাচ্ছে আর মৃতের সংখ্যা বেড়ে চলছে আর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

    মাত্র ১ সপ্তাহে করোনাভাইরাস স্পেনকে ধরাশায়ী করে ফেলেছে এবং চরম খারাপ পরিস্থিতি এখনো আসা বাকী। এখন পর্যন্ত কোভিড-১৯ এর সংক্রমণের হার স্পেনে সবচাইতে বেশী এবং স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন সামনের সপ্তাহের শুরুতেই এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে যেটা এখনের দ্বিগুণ। শুধুমাত্র কালকেই সংক্রমণের সংখ্যা দেড় হাজারের উপর বেড়েছে। এখনি যদি স্বাস্থ্যসেবার সিস্টেম ভেঙ্গে পড়ে তাহলে আগামীতে কী হবে? আমরা ইতালিতে আমাদের বন্ধুদের জিজ্ঞাসা করতে পারি, যেহেতু তারা আমাদের চেয়ে এক সপ্তাহ এগিয়ে। হাসপাতালে অল্প কয়েকটি সিটের বিপরীতে হাজারের উপর মানুষ চিকিৎসা নিতে আসছে। ডাক্তার এবং নার্সদের সিদ্ধান্ত নিতে হচ্ছে তারা কাদের বাঁচাবেন আর কাদের মারা যাওয়ার জন্য ফেলে রাখবেন। কারণ রোগীর সংখ্যা এত বেশী হারে বাড়ছে যে পর্যাপ্ত ওষুধ, কর্মী, এবং জায়গা নেই। স্প্যানিশ সরকার দেখতে পারছে যে আমরা ইতালিকে অনুসরণ করছি এবং চাপ শুরু হয়েছে দেরিতে পদক্ষেপ নেয়ার মাশুল দেয়ার।

    সব স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। গণজমায়েত এবং খেলাধুলা সব বাতিল করা হয়েছে। রাস্তা বন্ধ করা হয়েছে, দেশের সব অঞ্চল লকডাউনে আছে। সব শহর এবং গ্রাম কোয়ারান্টাইনে আছে। মুদি আর ওষুধের দোকান ছাড়া সব দোকান, রেস্টুরেন্ট, বার সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে। মানুষ যাতে রাস্তায় বের হতে না পারে সেজন্য রাস্তায় পুলিশ ঘুরছে। সারা দুনিয়া এখন ঝুঁকিটা দেখতে পেয়ে স্পেন থেকে যাওয়া সব বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

    চিন্তা করুন, এই পদক্ষেপ গুলি মাত্র এক সপ্তাহ আগে নিলে এবং মানুষের মনোভাব পাল্টানো গেলে এখন পরিস্থিতি একদমই অন্য রকম হতো।

    আশা করছি এখান থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। বাসায় থাকুন এবং সাবধান হোন। এখনো শুরু না করলে আজ থেকে শুরু করুন। আপনি পরিবর্তন আনবেন। সবাই সাবধানে থাকুন।

    - ফাতেমা রুমি।

    কার্টেসিঃ Md Amir Hossain
    ঋণ স্বীকার : Al Bakky Al myzan
  • de | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:৩০436419
  • তোমার আপিস!!!
    তুমিও বড়ো হয়ে গ্যালে?

    ওখেনেই বুঝি? জায়গাটা তো খুব সুন্দর, কল্কেতা বলে বোধ হয় না!
  • i | 108.162.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:২৪436418
  • হ্যাঁ তাই করা হোক।
  • pi | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:১৮436417
  • ছোটাইদি, মনে হচ্ছিল, টই,, অরিনদার আর অন্যান্য দরকারি লেখা, নানা স্বাস্থ্য সংস্থা ও সরকারি গাইডলাইনগুলো, দরকারি নং গুলো, জরুরি আপডেটগুলো, নানা জরুরি পরামর্শ, এগুলো সব আলাদা আলাদা করে হাইপারলিনক ক'রে করোনা - করণীয় বলে একটা মেইন লিনকে রেখে পিন করলে কাজে দিত হয়ত অনেকের।
  • T | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:১৮436416
  • আমাদের আপিশের কাছেই ছিলে তারমানে। :)
  • de | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:১৬436415
  • গুচ্ছ কনফারেন্সে আটকে গিয়ে আসতে পারিনি - গুরুজনেরা করোনার সময়ে ভালোই আছেন আশা করি!

    এই কনফারেন্স গুলোর মধ্যে একটা ছিলো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে - তাতে জোন বাই দ্য পার্কে থাকতে দিলো। অনেক রাত্তিরে পৌঁছেছিলাম - সকালবেলা আটতলার জানালার পর্দা সরিয়ে দেখি দুটো বড়ো বড়ো টুইন টাওয়ার - ওপরে বড়ো করে খোদাই করা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ! কোথায় আছি, বুইতে পাচ্ছিলাম না!

    আমাদের কলোনীতে আন- আপিসিয়াল রিউমার - দুজন করোনায় ইনফেক্টেড!
  • pi | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৪:১৬436414
  • "ইতালিতে প্রকোপ বেশী কারণ ইতালিতে ইমপোর্টেড কেস লোড যেমন ছিল, তেমনি ইতালিতে বৃদ্ধ বৃদ্ধাদের, ধূমপায়ীদের, এক ছাতের তলায় বিভিন্ন প্রজন্মের মানুষের সংখ্যাও অনেকটা বেশী, এগুলো কিন্তু রিস্ক ফ্যাকটর ।"

    এর প্রত্যেকটা ভারতে আছে।

    আর স্বাতীর লেখাতেও কিছু উত্তর আছে। নইলে লিখব সময় পেলে।
  • অরিন | ১৭ মার্চ ২০২০ ১৪:০৯436413
  • “হাউস কোরেন্টা ইনের সুফল কত টুকু?” (সম)

    https://www.imperial.ac.uk/media/imperial-college/medicine/sph/ide/gida-fellowships/Imperial-College-COVID19-NPI-modelling-16-03-2020.pdf

    ইম্পিরিয়াল কলেজের এই রিপার্টের টেবিল আর ছবিগুলো ও সিমুলেশন গুলো দেখুন, তাহলে কোয়ারানটাইনের প্রয়োজনয়ীতার একটা আন্দাজ পেতে পারেন।
    আপনার বাকী প্রশ্নগুলো ভারতের পরিপ্রেক্ষিতে অত্যন্ত জরুরী, পাই এবং অন্যান্যরা মনে হয় ভালো বলতে পারবে। ভারতের মানুষ বহু ক্ষেত্রেই যাকে বলে edge case - এঁদের বুঝে ওঠা সাংঘাতিক কঠিন।

    ইতালিতে প্রকোপ বেশী কারণ ইতালিতে ইমপোর্টেড কেস লোড যেমন ছিল, তেমনি ইতালিতে বৃদ্ধ বৃদ্ধাদের, ধূমপায়ীদের, এক ছাতের তলায় বিভিন্ন প্রজন্মের মানুষের সংখ্যাও অনেকটা বেশী, এগুলো কিন্তু রিস্ক ফ্যাকটর ।
  • অপু | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১৩:৫৯436412
  • না অর্জুন ,এখন যেকোন ধরনের ট্রাভেল খুব রিস্কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত