এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হখগ | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৬:৫১436081
  • ইতিহাস জিনিসটার অসুবিধে হলো, ঐতিহাসিকের, আই রিপিট কোনো ঐতিহাসিকের সুবিধের জন্য ঘটে না, কোনো ইতিহাস পাঠকের সুবিধের জন্যেও ঘটে না, ন্যাচারালি বিষয় টা জটিল, হ্যাঁ মেনে নিতে অসুবিধে নেই, বাকিটা শখের লেখার অক্ষমতা।
    ধরুন ওয়েলেফ্যেয়ার স্টেটের , কলোনীর ইতিহাস কে আড্রেস করার জেনেরাল ফেলিওর টা কে আড্রেস না করে কেন যেমন ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে করবিন এর হারা টা ব্যাখ্যা করা সম্ভব না, তেমন ই ওয়েলফেয়ার স্টেট্ কে কলোনীর অতীত কে আড্রেস করতে ঠিক কোন মোমেন্ট গুলো তে ফেল করেছে সেটা বলা দরকার ছিল। এবং জিজেক যে সেটা কে বিশেষঃ আড্রেস করতে পারেন নি, সেটা বলার দরকার ছিল, 'ও' র সঙ্গে তর্ক তাতে, কারণ জিজেক এর মেন্ দুর্বলতা হলো, ই ইউ বিরোধিতা টা করতে গিয়ে , ইউ এর সমার্থক ও বিরোধী সকলের ই যে কলোনী সম্পর্কে স্মৃতি মেদুরতা আছে সেটা তিনি সচরাচর স্বীকার করেন না। কিন্তু জিজেক যেহেতু 'ও' ভালো করে পড়েছেন, তাই আমি কাউন্টার রেফারেন্স চাইছিলাম। বিশ্বাস করুন এর কোনো পারুল প্রকাশনী নেই। আমার দ্বারা হলে আমি করে ফেলতাম, কিন্তু হবে না :-)))))

    বললে বিশ্বাস করবেন না , এ বিষহয়ে দু প্যারার সামারি আর দুটি নাই, কিন্তু হ্যাঁ টুইট ও নাই, সে সত্যি। অতএব ব্রেভিটি নাই বলেই ধরে নেবা ভালো। বিষয় তাই এমন পাঠকের সুবিধের জন্য ঘটে নি।

    হখগ
  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৬:৪৫436080
  • খ দা, আপনার সঙ্গে ন্যাড়াবাবুর কি সমস্যা সেই নিয়ে আমার বিন্দুমাত্র উৎসাহ নেই। আপনারা দুজনেই অ্যাডাল্ট। অতেব ধরে নিচ্ছি ইউ ডোন্ট রোকোয়ার মাই ইন্টারভেনশান অর ডিফেন্স।

    আপনার জ্ঞ্যানের ভান্ডার অসীম। রীতিমত ঈর্ষণীয়। তার একটু ছিঁটেফোঁটা ছড়ালেও অনেক। আপনার সঙ্গে বেশ কিছু বিষয়ে মিনিময় করতে খুবই উৎসাহী (আবার বহু ব্যাপারে আমার নিজেরও উৎসাহ নেই)। কিন্তু সেটা করতে গেলে যেভাবে প্রেজেন্টেশান দরকার সেটা নাহলে মুশকিল। কনসেপ্টকে সোজা করতে বলিনি, এক্সপ্লেনেশান আর ভাষাকে সহজ করতে বলেছি।

    আমি মনে করি যে আমার লেখা যদি পাঠক না বুঝতে পারে, টেকনিকালিটি আর ভাষার জন্য, তাহলে সেটা আমার ব্যর্থতা। এবং কিছু ক্ষেত্রে পাঠককে অপমান করা।

    এখানে অর্থনীতি, মার্কেট এইসব নিয়ে অনেকেই আলোচনা করেন। আমাকে কখনও দেখবেন না (আগে আমিও একসময় করতাম) সেই নিয়ে খুব কঠিন কচকচানি করতে। আমার দুমিনিটও লাগবে না এমন প্রবন্ধ লিখতে যার প্রত্যেকটা বাক্য বোঝার জন্য লোককে চারবার উইকিপিডিয়া করতে হবে। কিন্তু তাতে হয়ত কিছু লোকে আমাকে খুব মহাজ্ঞ্যানি ভাববে, কিন্তু খুব কম লোকে আমার ওপিনিয়নটা গিলতে পারবে। সেটা করে খুব লাভ নেই বলেই মনে হয়।
  • হখগ | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৬:২৮436079
  • থ্যান্ক ইউ এস আর এলেবেলে।
    কথাটা সোজা কঠিন এর আদৌ হছিলো না।
    বাকিটা আপনাদের না বোঝার কথা না। ঃ-))) নেড়ু খোকন উত্তেজিত বোধ কোরে গালাগাল কোরছিলোঃ-)))) সে অবশ্য নতুন কিছু না, আরো অনেক বার করবে। এবঙ্গ কখন ও কেনো কোরবে বোঝা কঠিন, তবে আগে বলে দেখিচি, থামে নিঃ-))))))))))))))) এটাকে আমরা একজন ভালো গুনী লোকের কোয়ার্কি নেচার বলে ধরে নেওয়া ছাড়া গতি নেই, বড় কোন শত্রুতা নেই। আমি মাঝে মাঝে মাথা গরম করব ভাবি, তার পরে ল্যাদ লাগে।

    আর সোজা কঠিন এর ব্যাপারে, আমার নিজের স্ট্যান্ডার্ড হলো, একটা বিষয়ে যত ধরনের ইনফ্লুএন্স এর ফ্যাকটর আছে, সোব কোটাকে সামনে এনে কথা বোলা, আলোচনার সুবিধের জন্য সরলরৈখিক করা থেকে বিরত থাকা।

    এটা আপনাদের পসন্দ না হলে কিসু করার নেই। ইন ফ্যাক্ট কারো র পছন্দ না হলেই কিছু করার নেই, যে বিষয়ে আগ্রহ পাবেন সেটা পড়বেন, যেখান থেকে খুশি পড়বেন, যখন পাবেন না, তখন কাটিয়ে দেবেন, মিটে গেল ঃ-))))) আমার কথা বলার এক্সপ্রেস করার (বানান ভুল সহ) একটা পদ্ধতি আছে, বদলাবো কেনো? দু পয়হা হোলে কথা ছেল ঃ-)))))))))))))))))))))))))))))))))))))

    নেভার মাইন্ড। নো হার্ড ফিলিঙ্গ্স।

    হখগ
  • PT | 14.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৬:২৪436078
  • @T
    ধন্যবাদ।
    "ঢপের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি
    আমরা হেলায় ছাগল হইয়া তাদের কথায় নাচি!!"
  • S | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৬:০০436077
  • আজকাল অ্যাকাডেমিয়াতে "কঠিন করে লেখা" মানে ধরে নেওয়া হয় যে লেখক নিজেই বোঝেনি, তাই সেটা আড়াল করতে চাইছে। আইডিয়া হবে কমপ্লেক্স, কিন্তু তার ব্যাখ্যা হবে জলতর, ভাষা হবে সহজ, এবং অবশ্যই ব্রেভিটি - তবেই সেটাকে ভালো লেখা মনে করা হয়।

    ঐ কঠিন করে লেখা আর জিআরইর লিস্ট থেকে শব্দ ব্যবহার করাটা কলোনিয়াল হ্যাঙ্গোভার। আজকাল কেউ ঐভাবে লেখেনা। ওটা ইন্ডিয়ায় খুব চলে বা র‌্যাদার চলত। বাঙালীরা বোধয় এখনও বেড়োতে পারেনি। অনেকটা শোঅফ যে দেকো আমি কত্ত ইংরেজি ভোকাব্স জানি ইত্যাদি।

    আপনারা কেউ পলিটিকোর ওপিনিয়ন পীসগুলো পড়ে দেখতে পারেন। মেইনস্ট্রীম মিডিয়ায় সবথেকে ভালো পলিটিকাল চর্চা ওখানেই হয়। যদিও বড্ড সেন্ট্রিস্ট, তাই দুদিকের মতই থাকে। নেভারদ্যলেস, এত সাবলীল ভাষায় সহজ করে লেখা খুব কম দেখেছি।

    আরেকটা যেটা এখানে সব প্রবন্ধকারদের বলব তা হল ব্রেভিটি মেইন্টেইন করতে। মানে যতটা ছোট করে লেখা যায়। ইস্কুলে পাতা ভড়ানোর দিন শেষ। এখন তো অ্যাসাইনমেন্টে উল্টে পেজ লিমিট করে দেওয়া হচ্ছে। যদিও বেশিরভাগ পপুলার বইগুলো এতটাই অযথা লম্বা হয় যে না পড়াই ভালো। দুপাতার কনসেপ্ট দিয়ে ১০ পাতার রচনা লেখা যায়। কিন্তু ১৮০ পাতার বই?

    যখন গুচ্ছের কোম্পানি রিপোর্ট লিখতে হত তখন শিখিয়েছিল এবিসি অব রাইটিংঃ অ্যাকিউরেসি, ব্রেভিটি, আর ক্ল্যারিটি।
  • অর্জুন | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৫:৩৪436075
  • @ন্যাড়া বাবু আর @বোধি বাবুর,  ডায়লগটা আমার ভাল লেগেছে। :-) 

     এটাকেই বলে ইন্টেলেকচ্যুয়াল ডিসকোর্স অ্যান্ড দিস ইজ কল্ড আ ষ্ট্যাণ্ডার্ড।  আমি ঠিক এটার কথাই বলতে চেয়েছি।  এটা মুড়ি, মিছরির এক দরের যুগে হারিয়ে যাচ্ছে। 

    যাইহোক, তবে বোধি বাবুর মন্তব্যগুলো একবার চোখ বুললে সংস্কৃত বা আরবি মনে হয়। দু- তিনবার পড়তে হয়।  বুঝে জবাব দিয়ে উঠতে উঠতে ওটার আর প্রাসঙ্গিকতা থাকেনা।  ব্যস্ততার যুগে সেটা একটু বাড়াবাড়ি। 

    গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলেন সহজ করে যখন লিখতাম তখন মাস্টার মশাইরা বলতেন, 'এত সহজ করে সব কথা বলে দিলে, জ্ঞানচর্চার জগতে কেউ পাত্তা দেবেনা।' 

    'আর এখন আমার লেখা পড়ে ছাত্র/ছাত্রীরা বলে "ম্যাম, এত কঠিন লেখেন কিছুই বুঝিনা"। 

    মধ্যপন্থা সব সময়েই বাস্তব সম্মত পন্থা। ঃ-))))))))

  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৫:০৫436073
  • এস এম দা, কোথা থেকে যে লিঙ্ক পান
    :))))
  • এলেবেলে | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৫:০৩436072
  • //১৯৪৩এর দুর্ভিক্ষ বিষয়ে বৃটিশ সরকারের ঠিক কি ভূমিকা ছিল সেইটা সহজ ভাষায় পড়তে চাই।//

    মধুশ্রী মুখার্জির বইটা যদি একান্তই না পড়তে চান (যদিও পড়া উচিত), তাহলে সম্প্রতি গাঙচিল জনম মুখার্জির যে বইটা বাংলায় প্রকাশ করেছে 'ক্ষুধার্ত বাংলা' নামে সেটা পড়তে পারেন।

    'ছিয়াত্তরের মন্বন্তরের আগে বাংলা কেমন ছিল' জানার জন্য বিশ্বেন্দু নন্দ-র 'পলাশীর পূর্বে বাংলার ৫০ বছর' বইটা দেখতে পারেন। খড়ি প্রকাশনীর বই। ইংরেজিতে পড়তে চাইলে সুশীল চৌধুরী।

  • হখগ | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৪:৪৭436069
  • সিপাহী বিদ্রোহের সময় কলকাতার ওলাউঠা নিয়ে কেউ কোনো রেফারেন্স দিতে পারবে?

    হখগ।
  • r2h | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৪:৩৭436068
  • ইংরেজরা আলোকিত, ঠগীদমন, বিদ্যাশিক্ষা সব করলো টরলো।

    ছিয়াত্তরের মন্বন্তরের আগে বাংলা কেমন ছিল, সেইটা যেমন আগে জানা দরকার।

    এলেবেলে, সোমনাথ এঁদের তো এইসব নিয়ে পড়াশোনা তত্ত্ব সবই আছে। একটু বাংলায় লিখলে গরীব মানুষ পড়তে পাই।
  • r2h | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৪:৩২436067
  • অরিনদা, বাংলায় পড়তে চাই।
  • T | 14.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৪:২৭436066
  • ইশকুল পাঠশাল সংক্রান্ত মোদ্দা ব্যাপারটি জেনে রাখুন। তা হ'ল,

    "বাম আমলে শিক্ষাব্যবস্থার হাল বোঝা যায় তৃণমূলকে দেখলে, আর তৃণমূল আমলে শিক্ষাব্যবস্থার হাল বোঝা যায় বিজেপিকে দেখলে।" -- মহামতি রোবু।
  • অরিন | ১৬ মার্চ ২০২০ ১৪:১৭436065
  • ১৯৪৩এর দুর্ভিক্ষ বিষয়ে বৃটিশ সরকারের ঠিক কি ভূমিকা ছিল সেইটা সহজ ভাষায় পড়তে চাই।

    মধুশ্রী মুখোপাধ্যায়ের লেখা Churchill s secret war পড়ে দেখতে পারেন,

    https://www.goodreads.com/book/show/8890989-churchill-s-secret-war
  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৪:১২436064
  • উত্তরপাড়া গভ: স্কুল এক সময়ে খুব নামকরা স্কুল ছিল। সেখানে ভর্তি করার জন্যে রীতিমতো প্রতিযোগিতা ছিল।
    বেশ কিছু অসাধারণ মাস্টারমশাই আমরা পেয়েছিলাম।

    এখন শুনি মান অনেক খারাপ হয়ে গেছে। বেশীরভাগ সরকারী স্কুলের ই বোধহ য় এক ই অবস্থা । :(((
  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৪:১২436063
  • উত্তরপাড়া গভ: স্কুল এক সময়ে খুব নামকরা স্কুল ছিল। সেখানে ভর্তি করার জন্যে রীতিমতো প্রতিযোগিতা ছিল।
    বেশ কিছু অসাধারণ মাস্টারমশাই আমরা পেয়েছিলাম।

    এখন শুনি মান অনেক খারাপ হয়ে গেছে। বেশীরভাগ সরকারী স্কুলের ই বোধহ য় এক ই অবস্থা । :(((
  • সে | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৪:০৪436062
  • “ ক' টা পাড়ায় সরকারি স্কুল আছে?”
    নেই তো। জানি। অথচ সরকারি ইস্কুলগুলো বা সরকারি সাহায্যপ্রাপ্ত ইস্কুলগুলো ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সেরকম খবরও পাই। হিন্দু স্কুল, হেয়ার স্কুল, শযামবাজার এভি স্কুল, ইত্যাদি।
  • r2h | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৪:০১436061
  • বেন কিংস্লের কি যেন সিনেমা আছে, অত্যাচারী সেনানায়্ক ছিল, তারপর অনেক বহ্হর পর বুড়ো হয়ে কোথায় যাচ্ছে তখন তার ঐসময়ের ভিক্টিম এক তরুণ দম্পতি তাকে ধরে মেরে ফেলে।
    দূর, কিছুতেই সিনেমার নাম মনে থাকে না।
  • r2h | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৩:৫৮436060
  • কাল গুমনামী দেখতে শুরু করেছিলা। মানে গুমনামী ঢপটা দেখার জন্যে না, ভেবেছিলাম টুকরো দৃশ্যগুলো দেখবো, গানটাও বেশ লাগে।
    কিন্তু কি বিচ্ছিরি বানিয়েছে, সিকিটাও দেখা গেল না।

    তারপর দেখে ফেল্লাম ডার্কেস্ট আওয়ার।

    ১৯৪৩এর দুর্ভিক্ষ বিষয়ে বৃটিশ সরকারের ঠিক কি ভূমিকা ছিল সেইটা সহজ ভাষায় পড়তে চাই। কিন্তু আপনাদের বলে লাভ নেই। পঁচাত্তরটা রেফারেন্স দিয়ে দেবেন, অত পড়তে পারি না।

    অপরেশন ফিনালে দেখেছি, এইরকম আরো যেন কী কী দেখলাম, লুকিয়ে প্রাক্তন নাজি।
  • একক | ১৬ মার্চ ২০২০ ১৩:২৩436056
  • থ্যান্ক্যু অরিন ঃ)
  • হখগ | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৩:২৩436057
  • দীপাঞ্জন | 172.68.141.237 | ১৬ মার্চ ২০২০ ১২:৩৬

    সাবধান, এটাকে নেমস ড্রপিঙ্গ থেকে প্রাতিষ্ঠানিক ইতিহাস সোব ই বলা হোতে পারে ঃ-)))) ভাটে একটু সাবধান ঃ-))))))))))))))))))))))))))))))))))

    কিসু না, জাস্ট কিডিঙ্গ।

    হ্যা আমরাও ভেবেছিলাম , শীত, বৃষ্টির মধ্যে মিছিল করে যুদ্ধ থামানো যাবে। ঃ-)))))))))))))))) এখনো ভাবছি ঃ-)

    হখগ
  • হখগ | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৩:১২436055
  • এটা রিয়েলি আমেজিং বই, এবং এ প্রসঙ্গে ব্লাইন্ডনেস মনে পড়টাও সত্যি ই মজার। বিদেশী সাহিত্যে এপিডেমিকের ব্যবহার আছে সর্বত্র, কলেরা এবং নিদ্রাহীনতার এপিডেমিক তো নানা কারণে বিখ্যাত।

    https://www.vulture.com/article/best-pandemic-books.হত্ম্য

    এই লিস্টে তোমার দু টি ই আছে :-))))))

    সৈকত তোমার কি মনে আছে, বহুদিন আগে ডিফো এবং সুইফট এর ইউরোপিয়ান রিডারশিপ কি ভাবে গড়ে উঠছে, আর অনুবাদ হচ্ছে সেটা নিয়ে আমরা গল্প করেছিলাম, কয়েকটা নতুন প্রবন্ধ ধরে।

    হখগ
  • quark | 14.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৩:০৬436054
  • "পাড়ার নিকটবর্তী সরকারি ইস্কুলে ভর্তি করা বাধ্যতামূলক হলে এসব ভেদাভেদ কমতে পারে"

    ক' টা পাড়ায় সরকারি স্কুল আছে?
  • অর্জুন | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১২:৫৯436053
  • হিটলার সম্পর্কে আরেকটি গল্প জানি। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত