@ন্যাড়া বাবু আর @বোধি বাবুর, ডায়লগটা আমার ভাল লেগেছে। :-)
এটাকেই বলে ইন্টেলেকচ্যুয়াল ডিসকোর্স অ্যান্ড দিস ইজ কল্ড আ ষ্ট্যাণ্ডার্ড। আমি ঠিক এটার কথাই বলতে চেয়েছি। এটা মুড়ি, মিছরির এক দরের যুগে হারিয়ে যাচ্ছে।
যাইহোক, তবে বোধি বাবুর মন্তব্যগুলো একবার চোখ বুললে সংস্কৃত বা আরবি মনে হয়। দু- তিনবার পড়তে হয়। বুঝে জবাব দিয়ে উঠতে উঠতে ওটার আর প্রাসঙ্গিকতা থাকেনা। ব্যস্ততার যুগে সেটা একটু বাড়াবাড়ি।
গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলেন সহজ করে যখন লিখতাম তখন মাস্টার মশাইরা বলতেন, 'এত সহজ করে সব কথা বলে দিলে, জ্ঞানচর্চার জগতে কেউ পাত্তা দেবেনা।'
'আর এখন আমার লেখা পড়ে ছাত্র/ছাত্রীরা বলে "ম্যাম, এত কঠিন লেখেন কিছুই বুঝিনা"।
মধ্যপন্থা সব সময়েই বাস্তব সম্মত পন্থা। ঃ-))))))))
//১৯৪৩এর দুর্ভিক্ষ বিষয়ে বৃটিশ সরকারের ঠিক কি ভূমিকা ছিল সেইটা সহজ ভাষায় পড়তে চাই।//
মধুশ্রী মুখার্জির বইটা যদি একান্তই না পড়তে চান (যদিও পড়া উচিত), তাহলে সম্প্রতি গাঙচিল জনম মুখার্জির যে বইটা বাংলায় প্রকাশ করেছে 'ক্ষুধার্ত বাংলা' নামে সেটা পড়তে পারেন।
'ছিয়াত্তরের মন্বন্তরের আগে বাংলা কেমন ছিল' জানার জন্য বিশ্বেন্দু নন্দ-র 'পলাশীর পূর্বে বাংলার ৫০ বছর' বইটা দেখতে পারেন। খড়ি প্রকাশনীর বই। ইংরেজিতে পড়তে চাইলে সুশীল চৌধুরী।
হিটলার সম্পর্কে আরেকটি গল্প জানি।