এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৬:১১435811
  • উচ্চ শিক্ষা তো বরাবর চাপের।ফ্রি হতে হবে কেন?সরকার লোন দিক বিনা সুদে। চাকরী পেলে সুদ সহ ফেরত দিতে হবে।যে ভালোবেসে পড়বে,সে কন্টিনিউ করবে।
    সিম্পল!
    উচ্চ শিক্ষা বৃহদার্থে আঁটি বাঁধা প্রক্রিয়া।সময় ও ধৈর্য্য সাপেক্ষ।ভেবে দেখুন কত এম বি এ, ফাইন্যান্সিয়াল ও বিজনেস এনালিস্ট কতো দেশের অর্থনীতির সর্বনাশ করেছে।
    এর চেয়ে বরঞ্চ কর্ম মুখী শিক্ষা দেওয়া হোক।শিক্ষিত ছুতোর, প্লাম্বার,গাড়ির মেকানিক,দৈনন্দিন জীবনে বেশি কাজে লাগে ।
    লোকজন ক্লাস এইট পাশ করে সোনার চেন পরে, প্রোমোটার গিরি করছে। আই টি ওয়ালা দের কয়েক গুণ বেশি রোজ কার করছে।
  • এলেবেলে | 14.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৬:১১435810
  • অর্জুন যখন রোরাকে আবারও ধুয়ে দিচ্ছে এখানে, সেই ফাঁকে টুক করে ওই ব্যাপারটাকে নিয়ে একটা ৯০০ শব্দের নিবন্ধ নামিয়ে ফেললাম। ক্ষীইই আনন্দ~!

  • π | ১৫ মার্চ ২০২০ ১৬:০৪435809
  • রোদ্দূর রায়কে রবীন্দ্র'বিরোধী' আবার কে বলেছে?? কে? কে? কে???
  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৫৮435808
  • খগম
    বাংলায় লিখুন। বুঝতে পারি না বাক্যগুলো।
  • lcm | 172.68.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৫৬435807
  • হাই টিউশন ফি অবশ্যই কলেজ এডুকেশনের এবং ডিগ্রি প্রাপ্তির একটি প্রতিবন্ধক । কলেজ টিউশন ফ্রি বা কম হলেই যে সকলেই কলেজ এডুকেশন কমপ্লিট করে গ্রাজুয়েট হবেন তা হয়ত নয়, তবে সংখ্যাটি যে বাড়বে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই ।
  • dc | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৫৬435805
  • এইবারে অর্জুনের সাথে আমার মতে মিলেছে। এতো বছর ধরে রোদ্দুর রায়কে স্রেফ খিল্লি হিসেবে দেখে এসেছি, ওনার ভিডিওগুলো স্ট্রেস বাস্টার হিসেবে কাজ দিয়েছে। উনি নিজেও নিশ্চয়ই সেরকম কিছু একটা ভেবেই ভিডিওগুলো বানিয়েছেন। এখন কয়েক সপ্তাহ ধরে রোদ্দুর রায়কে নিয়ে যেরকম আলোচনা হলো তাতে তো আমি অবাক! কে জানে, এরপর হয়তো মহায়ন নিয়েও এরকম কঠিন আলোচনা হবে আর পুলিশের কাছে নালিশ জানানো হবে।
  • dc | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৫৬435806
  • এইবারে অর্জুনের সাথে আমার মতে মিলেছে। এতো বছর ধরে রোদ্দুর রায়কে স্রেফ খিল্লি হিসেবে দেখে এসেছি, ওনার ভিডিওগুলো স্ট্রেস বাস্টার হিসেবে কাজ দিয়েছে। উনি নিজেও নিশ্চয়ই সেরকম কিছু একটা ভেবেই ভিডিওগুলো বানিয়েছেন। এখন কয়েক সপ্তাহ ধরে রোদ্দুর রায়কে নিয়ে যেরকম আলোচনা হলো তাতে তো আমি অবাক! কে জানে, এরপর হয়তো মহায়ন নিয়েও এরকম কঠিন আলোচনা হবে আর পুলিশের কাছে নালিশ জানানো হবে।
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৫৫435804
  • ইউরোপের মুশকিল হল, এত শিক্ষা স্বাস্থ্য এ খচ্চা করে রেসিস্ট সোসাইটি তৈরি হল কেন, এ প্রশ্নের সহজ উত্তর নেই, এটা ঠিক আমার জর্মনি বনাম তোমার আমেরিকা না। অজিদের , কিউয়ি দের ও তাই হয়েছে, এর তাত্বিক উত্তর হলো দুটো, ন্যাশনালিস্ট বেস অফ ওয়েস্টার্ন ইউরোপীয়ান লিবেরাল মডেল, আর একটা হল আমেরিকার ক্ষেত্রে এমনকি এবং এফ ডি আর এর নিউ ডিল নিডেড আ রেস কারেকশন, দে হ্যাড ইট, ইন সিভিল রাইটস মুভমেন্ট। যেটা ইউরোপে হয় তো নি ই, উল্টে আলজিয়ারস কেসে সম্পূর্ন প্রতিক্রিয়া শীল ঘটনা ঘটেছে। আমার তো মনে হয় কোরবিন , ইউরোপিয়ান লেবার এর এই দিকটা আড্রেস করতে গিয়েই হেরে গেল, এ, জিজেক দের ই ইউ বিরোধী পজিশন ইমিগ্রেশন ইসুটাকে আভয়েড করে।

    ও?
  • অর্জুন | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৫৪435803
  • @হখগ, আপনার শান্তিনিকেতনের আলপনা, অনুষ্ঠান ও 'কলাভবন' র সুখময় মিত্রের ভূমিকা নিয়ে লেখাটা পড়েছি। ভাল লেগেছিল। অসমাপ্ত মনে হয়েছিল যদিও । 

  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৪৯435801
  • “কলেজ শেষ না করার” কথা তো পরে, কলেজ শুরুই তো করতে পারে না কতজন পয়সার অভাবে বা টিউশন ফীর চাপে। সেটা ভাবতে হবে না?
    সংখ্যাগুলো কীসের বুঝিনি যদিও।
  • অর্জুন | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৪৮435800
  • রো র'কে 'রবীন্দ্র বিরোধী'র মত সম্মানের তকমা দিতে আমি নিতান্ত অপারগ। সেটাতে রবীন্দ্রনাথকে আরো বেশী অপমান করা হয়। রো র'কে বু. ব. এমনকি সজনী দাস ভেবে বসলে যিনি ভাবছেন সেটা তার দায় হয়ে যায়। যাইহোক। 

    সময়ের নিয়মে সব কিছুর বয়েস বাড়ে। বয়েস বাড়লেই কি সেটা অচলায়তন? 

  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৪৪435799
  • “টুইশন-ই যদি প্রধান কারণ হবে আমেরিকানদের কলেজ শেষ না করার, তাহলে ২৫-৩৪ বয়েসীদের মধ্যে কলেজ ডিগ্রি যে দেশগুলোতে কলেজ ফ্রি , যেমন জার্মানিতে ২৮, অস্ট্রিয়াতে ৩৮, সুইজারল্যান্ড-এ ৪৬ কেন? (ইউএসএ তেও ৪৬) ৬৫- ৭০ নয় কেন?”
    ঐ সংখ্যাগুলো কী? বুঝিনি।
    একটু ভেঙে ভেঙে বাক্য লিখলে সুবিধে হয়।
  • গরীবের রোদ্দূর রায় | 188.114.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৩৯435796
  • আহা, এসব তো স্কুলজীবনের স্মৃতি
  • গরীবের রোদ্দূর রায় | 188.114.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৩৯435797
  • আহা, এসব তো স্কুলজীবনের স্মৃতি
  • গরীবের রোদ্দূর রায় | 188.114.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৩৯435798
  • আহা, এসব তো স্কুলজীবনের স্মৃতি
  • দীপাঞ্জন | 172.69.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:৩৪435795
  • টুইশন-ই যদি প্রধান কারণ হবে আমেরিকানদের কলেজ শেষ না করার, তাহলে ২৫-৩৪ বয়েসীদের মধ্যে কলেজ ডিগ্রি যে দেশগুলোতে কলেজ ফ্রি , যেমন জার্মানিতে ২৮, অস্ট্রিয়াতে ৩৮, সুইজারল্যান্ড-এ ৪৬ কেন? (ইউএসএ তেও ৪৬) ৬৫- ৭০ নয় কেন?

    আমি ভাবতাম এপ্রেন্টিস থাকার কারণে কলেজ যাবার মোটিভেশন কম, সেটা প্রধান কারণ নয়?
  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:১২435794
  • আবার বরফ পড়ে ঢেকে গেছে।
  • b | 172.69.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:০৯435793
  • "তিনি যদি জানিতেন ভারতীর সমালোচক তৎকালে একটি পঞ্চদশবর্ষীয় বালক ছিল তবে নিশ্চয়ই উক্ত লোকবিস্মৃত সমালোচনার বিস্তারিত প্রতিবাদ বাহুল্য বোধ করিতেন।"
    পাবলিক ডোমেনে লিখবো, তারপরে জুভেনাইল বলে ছাড় পাবো? য়ে কি?
  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৫:০৫435792
  • যারা অ্যাপ্রেনটিস করছে জারমানি অস্ট্রিয়া সুইটজারল্যান্ড ইত্যাদিতে তারা গ্রামার স্কুলে যায়ই নি। তারা সেকেন্ডারি ইস্কুলে পড়েছে। তারা পরে চাইলে ইউনি যেতে পারে।
    কিন্তু টিউশন ফির চাপ কারওর নেই। শিক্ষা হবে সবার জন্য।
    রাশিয়াতেও তাই।
    সরকার নতুন প্রজন্মের শিক্ষার জন্য সচেতন।
  • r2h | 172.68.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৫৯435791
  • থ্যাঙ্কিউ ইনাসি!

    এইটা, তারপর ছোটাইদির বলে দেওয়া জীবনস্মৃতির জায়গাটা, সব মিলিয়ে একটু ঘেঁটে গেছিল!
  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৫৯435790
  • আজ যদি এদেশে অত খরচ করে ইউনিভারসিটিতে পড়াতে হতো, আমার মেয়েকে ইউনিভারসিটিতে পড়াতেই পারতাম না।
    গাদাগাদা টাকা যারা রোজগার করে তাদের বাচ্চারাই পড়তে পারত। কিন্তু তা হচ্ছে না। এখানে চার বছর নয়, তিন বছরেই ব্যাচেলর করা যায়, ১৮০ ক্রেডিট পয়েন্ট। মাস্টার্সে ১২০ ক্রেডিট পয়েন্ট অর্থাৎ দুবছরে। আবার কেউ চাইলে অনেক বেশি সময় ধরেও পড়তে পারে। কোনও অ্যাডমিশন টেস্টও নেই। গ্রামার ইস্কুল শেষ করে বের হলে যে কোনও বিষয় নিয়ে পড়তে পারবে। যে ছাত্র গ্রামার ইস্কুলে ভূগোল সাহি ইত্যাদি নিয়ে পড়েছে সে ও ইনজিনিয়ারিং কি ডাক্তারি পড়তে ভর্তি হতে পারে।
    অ্যামেরিকা কি ভারতের সঙ্গে তুলনাই হয় না এ ব্যাপারে। উচ্চ শিক্ষা ভয়ের ব্যাপার হবে কেন? আর্থিক ভয়, সময়ের চাপের ভয়, প্রবেশিকা পরীক্ষার ভয় থাকবে কেন?
    নিন ভাবুন।
  • r2h | 172.68.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৫৮435789
  • চার পুরুষের পুরনো বাড়িকে অনেক সময় অচলায়তন বলা হয়ঃ)

    এমনিতে সব ঠিকই আছে তবে অধিকাংশ সময় দেখা যায় রবীন্দ্রবিরোধিতার দায় যাদের ওপর চাপে তারা রবীন্দ্রঠাকুরপন্থীদের থেকে অনেক বেশি রবীন্দ্রনাথ পড়েছে।
    এইবার তো একজন খিল্লি করে অমিত রায়ের ডায়ালগ তুলে দিয়ে বললো দেখুন কি রবিনিন্দুক, তাতে রবিচাড্ডিরা সব কি উত্তাল খিস্তি।

    তো, রবিবাবুকে ভালোভাবে না পড়লে রবিখিল্লিপন্থীদের দাবায়ে রাখা খুব কঠিন।
  • dc | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৫৫435788
  • কিন্তু রোদ্দুর রায়ের ভিডিওগুলোতে তো হাতপা গুলো বেশ লিকলিকে মনে হয়! ওনার সেরকম মাসল পাওয়ার কি আছে?
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৫৫435787
  • জার্মানির থেকে কিন্তু ইউএসএ এর কলেজ এনরোলমেন্ট বেশি
    https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_tertiary_education_attainment
    কিন্তু এই স্ট্যাট গুলো ঠিক তুলনীয় নয় । সিস্টেম গুলো আলাদা যেমন জার্মানির একটা স্ট্রং এপ্রেন্টিসশীপ ট্রেডিশন আছে যা USA এর নেই।

    বাঘ মাঝি কে খায় না, পোষা মনে হয় :-) আমার যে ভারশন মনে পড়ছে, তাতে যাওয়া আসা দুদিকেই একসাথে একজনই বসতে পারে মাঝির সাথে, দুজন না ।
  • ইনাসি | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৫৩435786
  • r2h | 162.158.119.124 | ০৭ মার্চ ২০২০ ১২:২০433858
    ওদিকে রবিবাবু ছোটবেলায় মাইকেলকে একটু মন্দ বলেছিলেন, বড় হয়ে বোধদয় হয়ে ঐটা ঠিক ঠিক হয়নি এবং তা মূলত তারুণের গুঁতোগুঁতি ছিল - এমন জিকর করেছেন - এই মর্মে একটা রচনা আছে তাঁর - এইটা মা বলেছে খুঁজে দিতে। টেগোরওয়েব আতিপাতি করেও পাচ্ছি না।
    নব্যভারত। জ্যৈষ্ঠ ও আষাঢ় [১২৯৯]
    ‘মেঘনাদবধচিত্র’।—বহুকাল হইল প্রথম বর্ষের ভারতীতে। (শ্রাবণ-কার্তিক, পৌষ, ফাল্গুন ১২৮৪) মেঘনাদবধ কাব্যের এক দীর্ঘ সমালোচনা বাহির হইয়াছিল, লেখক মহাশয় এই প্রবন্ধে তাহার প্রতিবাদ প্রকাশ করিতেছেন। তিনি যদি জানিতেন ভারতীর সমালোচক তৎকালে একটি পঞ্চদশবর্ষীয় বালক ছিল তবে নিশ্চয়ই উক্ত লোকবিস্মৃত সমালোচনার বিস্তারিত প্রতিবাদ বাহুল্য বোধ করিতেন।
  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৪৯435785
  • শিক্ষা কেন অবৈতনিক হবে না সেই নিয়ে বিতর্ক পড়তে অদ্ভূত লাগে। ছাত্রদের কেন চাকরি করে করে নিজেদের কলেজের বেতনের টাকা রোজগার করতে হবে সেও বুঝিনি, কখনও চাকরি কখনও শুগার ড্যাডি। পয়সাওয়ালাদের জন্য চিন্তা নেই, গরীবের ওপর এই চাপ কেন? বারো হাজার ডলার কি বছরে সব পরিবার অ্যাফোর্ড করতে পারে?
    গরীবরা উচ্চশিক্ষা যাতে কম কম পায় তাই এই ব্যবস্থা? তাদের জন্য এক্সট্রা স্ট্রাগলের এই নিয়ম কেন?
    “ট্যাক্স পেয়ার্স মানি” ফ্রেইজটা সব কিছু জায়েজ বানিয়ে দেয়?
  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৪৪435784
  • পড়া নয় অর্জুন, পরা। পরিধান করা।
  • অর্জুন | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৩৯435783
  • রবি দাদুর গানে শাড়ি ধুতি পড়া প্রসঙ্গে বলি....... আমার এক মালিয়ালি বন্ধু ছিল। মারকাটারি কমিউনিস্ট। সে গ্রামে তার দাদুর বাড়ি গেলে দক্ষিণী ধুতি 'মুণ্ড' পড়ত, মানে পড়তে হত। দাদুর বাড়িতে অসব হাফ প্যান্টুলুন অ্যালাউড নয়। কোনো রকম পশ্চিমী পোষকই নয়। দাদুর কাছে যে কদিন সে থাকত ওই 'মুণ্ড' পরে থাকত। বাঙালিদের শাড়ি, ধুতির নাম উঠলেই এত আপত্তি কেন? 

    আর রো র'র প্রসঙ্গে বলি, ধরুন প্রপিতামহ একটি শ্বেত পাথরের অট্টালিকা বানিয়ে দিয়ে গেছেন। পিতামহ, পিতা সেটি এতকাল সসম্মানে রক্ষা করেছেন। এবার চতুর্থ প্রজন্ম এসে সেটা প্রমোটারের হাতে তুলে দিচ্ছে। প্রমোটর সেটা ভেঙে হাল ফ্যাশনের শপিং মল তুলবে ! হেরিটেজ প্রপার্টিতে প্রমোটরের হাত পড়লে হেরিটেজ প্রপার্টি রক্ষা করা আবশ্যক হয়ে পড়ে  এবং প্রমোটরদের শত মাসল পাওয়ার উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তুলতে হয় । এবং ব্যাপার হল হেরিটেজ  প্রপার্টি না গুঁড়িয়ে সেটাকে কি ভাবে ব্যবহার যোগ্য করা যাবে সেটাই বরং চিন্তা করা হোক। 

  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৩৫435782
  • “ কলেজ টিউশান ফ্রী করে দিলে কলেজে গরীব ঘরের অনেক বেশি ছেলেমেয়েরা পড়তে আসবে।”
    অনেকাংশে ঠিক। জারমানি, সুইচজারল্যান্ডে ইউনিভারসিটিতে ফি প্রায় নেই। জারমানিতে প্রতি সেমেস্টারে ৭৫ ইউরো এবং এখানে সাতশো ফ্রাংক। দলে দলে পড়ে ইউনিভারসিটিতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত