এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১১ মার্চ ২০২০ ০৪:৩৮435001
  • নিউ ইয়র্ক টাইমস এ রিচার্ড ওয়াইট, বার্নি সায়েবের ওপর লিখতে গিয়ে,
    " The modesty of socialist goals could ironically emerge as Mr. Sanders’s shield. Radicals — anarchists, Communists and other Marxists — have at critical moments influenced America’s development, often for the better, and most of them have despised American socialists as insufficiently revolutionary, ideologically incoherent, hopelessly sentimental and utterly enmeshed in existing society.

    They were right — which was why American socialists have been far more influential than their radical critics. Socialists appealed to sensibility, values and justice, not ideologies. They put their hope in the benevolence and fairness of the mass of Americans —­ what Howells called the sufficiency of the common — rather than in elites. They often did not know exactly where they were going or how to get there, but they knew the direction they must go and who must accompany them. They did not despair. They seem quite familiar and quite American."

    সে দিন কি ফিরিবে আর?
    ( https://www.nytimes.com/2020/03/10/opinion/bernie-sanders-socialism.html )
  • Amit | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০৪:৩৩435000
  • সিন্ধিয়া বেরিয়ে গেলো কংগ্রেস থেকে। এক দিকে মনে হয় ভালোই হচ্ছে, দেশের খুব বাজে সময়ে হচ্ছে যদিও। এই একটা ফ্যামিলি র মৌরসীপাট্টা যুগ যুগ ধরে, রাহুল গান্ধী কে এন্ড্রোইড নতুন ভার্সন এর মতো বছরের পর বছর রি লঞ্চ করে যাওয়া, এই সস্তা তামাশার শেষ হওয়া দরকার। সে নিজে পদত্যাগ করার পরে তিন মাস বসে আবার সোনিয়া গান্ধী কে ইন্টেরিম প্রেসিডেন্ট করা থেকেই বোঝা যায়, এই পার্টি টা কতটা ফোঁপরা হয়ে গেছে। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, এরা করবে মোদী শায়ের মোকাবিলা ? হোক, যা হচ্ছে হোক।

    ২০১৪ এ রাহুল গান্ধী কে প্রধানমন্ত্রী র দাবিদার করে ভোট লড়তে গিয়ে ভরাডুবি হয়েছিল, ২০১৯ এও তাই, ভবিষ্যতে ও সব কটা ভোটে তাই হবে। রাগা ইস জাস্ট নো ম্যাচ, কোনো দিকেই। আরো ১০ বার লঞ্চ করলেও হবে না।

    পিভি নারসিম্হা রাও বা মনমোহন সিংহ এরা পিম হিসেবে এতো ভালো কাজ সত্ত্বেও এদেরকে কোনোদিন যোগ্য সম্মান দেওয়া হয়নি। প্রণব মুখার্জী কে সবসময় সেকেন্ড লিড খেলে যেতে হয়েছে। সব কটা স্টেট্ এ যখনি কোনো ভালো লিডার উঠে এসেছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে, যাতে গান্ধী ফ্যামিলি র কোনো কম্পেটিটর না থাকে। এই ২১স্ট শতকে ও যারা এই রাজতন্ত্র চালাতে চায়, তাদের শেষ হওয়াই উচিত।
  • Amit | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০৪:২০434999
  • অরিন, মোদী শাহ তো আর বাংলা পড়তে পারবে না, ঘুসপেটিয়া দের ভাষা পড়লেও পাপ। এদিকে দিলুদা র পেটে বোমা মারলেও বিদ্যে বেরোয় না, শুধু ই গোবর। টলিউড এর কত গুলো রিজেক্ট ছাড়া এখনো অবধি এদের সাথে বিশেষ কেও গিয়ে ভেড়েনি। তাই এখনো অবধি সুকুমার রায়, নজরুল, পরশুরাম সবাই বেঁচে গেলেন। :) :)

    বিপদ টা বাড়বে যদি এরা কোনোভাবে রাজ্যে ক্ষমতায় চলে আসে। তখন মধুর লোভে কিছু বুদ্ধিজিবি বা পরজীবী এদের সাথে গিয়ে ভিড়বে আর এসব নিয়ে হল্লা শুরু করবে।
  • S | 108.162.***.*** | ১১ মার্চ ২০২০ ০৪:১৫434997
  • তবে রিসেন্টলি হিন্দি সিনেমায় নট সো হিরোরা যাসব কাজ করছেন, বললে লিস্টি শেষ হবেনা।

    পরেশ রাওয়াল, সদাশিব অম্রপুরকার (ছিলেন), পন্কজ কাপুর বা বোমান ইরানি তো ভেটারান অ্যাক্টর।

    দীপক দোব্রিয়ালের কথা অলরেডি সেদি বলেছেন।
    আঁখো দেখিতে সন্জয় মিশরার অভিনয় জাস্ট চোখে লেগে রয়েছে। লোকটা পুরো পাগলের মতন ভালো অভিনয় করেন।
    এছাড়া সৌরভ শুক্লার কিছু কিছু কাজ ভালো হচ্ছে।
    অভিষেক ব্যানার্জিও ভালো করছে।
    আরেকজনের অভিনয় দেখলাম বালাতে - আগে দেখিনি - ধিরেন্দ্র কুমার গৌতম।
    বাকীরাও বলুন।
  • :-& | 172.69.***.*** | ১১ মার্চ ২০২০ ০৪:১৩434996
  • পাগলামোটা আবার কি কতা? অ্যাতক্ষন পর বুঝতে পারলুম এটি একটিই শব্দ মো-টা গ্যাপে পাঠ করতে হবে। সমানে দুটি শব্দ ধরে (পাগলা আর মোটা) কোনও অর্থই ধরতে পাচ্ছিলুম না।
    পাগলামি হল ঠিক্কথা।
  • অরিন | ১১ মার্চ ২০২০ ০৪:০৪434995
  • @Amit , কে জানে মশাই আজকাল সর্দারজিদের নিয়ে ভারতে জোক অবধি বলা চলে কি না। চাড্ডিরা মনে হয় পরশুরাম এর গল্প টল্প নিয়ে বিশেষ মাথা ঘামায় না, না হলে এতদিনে সাত দিনের ফাঁসি দশ দিনের জেল এর সাজা দিয়ে দিতো । নিষিদ্ধ তালিকায় গোটা গল্পসমগ্র, বিরিঞ্চি বাবা, সিদ্ধেশ্বরী লিমিটএড, ঝাড় নামিয়ে দিতো প্রধান সেবক ও তাঁর সেবাদাসরা । কিভাবে যেন বেরিয়ে গ্যাছেন ।
  • S | 108.162.***.*** | ১১ মার্চ ২০২০ ০৩:৫৯434994
  • "হিরো"দের লিস্টিঃ
    বচ্চন। এত রেন্জ খুব কম অভিনেতার আছে।
    সইফ। বড় হিরোদের মধ্যে এরই অভিনয় অনবদ্য।
    অজয় দেভগন। আরেকটু ভেবেচিন্তে সিনেমা চুজ করতে পারে।
    রনবীর কাপুর। কাপুর বংশ অনেকদিন পর ভালো পুরুষ অভিনেতা দিল।
    রনভীর সিং। এর প্রচুর পোটেনশিয়াল। পাগলামোটা বন্ধ করলে আরো ভালো হবে।
    শহীদ কাপুর। শেষ কয়েক বছরে পুরো আলাদা লেভেলে কাজ করছে। ঐ কামিনে থেকে শুরু।
    অভয় দেওল। আমাদের দেশ বলে কল্কে পেলনা।
    সন্জয় দত্ত। সত্যি ভালো অভিনেতা।
    মনোজ বাজপায়ি। এক কথায় দারুন।
    আয়ুষ্মান খুরানা। রনভীর সিং যেমন বলেছে, এখন ওর যুগ চলছে। শেষ বালাতে দেখলাম। সিনেমাটা এত রিয়েলিস্টিক বানিয়েছে। নো হ্যাপি এন্ডিং।
    ইরফান খান। দারুন দারুন।
    রাজকুমার রাও। বেশ কিছু ভালো অভিনয় করেছে।
    ফারহান আখতার। একঘেয়ে হয়ে ওঠার আগে নিজেকে বদলালে ভালো করবে।

    তবে আমার কাছে এদের সবার উপরে থাকবে নাসিরুদ্দীন শাহ এবং নওয়াজুদ্দীন সিদ্দিকি। নওয়াজ ভাই পুরো ভগবান।
  • অরিন | ১১ মার্চ ২০২০ ০৩:৫৯434993
  • "শ্রীদেবী শেষকালে কিছু অভিনয় করে গেছেন,"

    Mummy যেমন । হিন্দি সিনেমা দেখবো না দেখবো না করেও শেষ অবধি দেখেই ফেললাম, ভদ্রমহিলার অমন অভিনয়ের খাতিরে ।
  • Amit | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০৩:৫৮434992
  • এই ঘটনা টা নিয়ে ইউনিভার্সিটি অথরিটি নিজেদের ইন্টারনাল তদন্ত করুক না। ইউনিভার্সিটি র অনুষ্ঠান এ রকম ওপেন রাখা হবে নাকি শুধু ওদের ছাত্রদের জন্যে রেস্ট্রিক্ট করা হবে, এসব অনুষ্ঠানের কন্ট্রোল কাদের হাতে থাকবে, টিকেট করা হবে কি না , কোনো ড্রেস কোড বা অন্য নিয়ম চালু করা হবে কিনা, ভিডিও করা যাবে কিনা, সেগুলো তাদের ডিসিশন। তাতে কোনো সমস্যা নেই।

    রোদ্দুর রায়কে নিয়েও আমার কোনো সমস্যা নেই, আমার কাছে ওনার গান বা গালাগাল অতি সস্তামার্কা এবং ফালতু মনে হয়েছে, কিন্তু অন্য কেও শুনতে চাইলে শুনুক। জোর করে কেও শোনাতে না এলেই হলো।

    আপত্তি টা এখানে যে মেয়েদের পিঠে লেখা হয়েছে বলেই যে এতো গেলো গেলো রব তোলা হচ্ছে। কয়েকটা ছেলে ও বুকে পিঠে লিখে ছবি দিয়েছে, সেগুলো নিয়ে তো কোনো হৈচৈ শোনা যায়নি। এই তফাৎ টা কেন ? আর মেয়েগুলো যদি এখন বলে যে ওদের না জানিয়ে পিঠে লেখা হয়েছে, সেটা জাস্ট হাস্যকর হয়ে যাচ্ছে। আর সবাই লাইন এ দাঁড়িয়ে পাশা পাশি ছবি তুলেছে। একটা অ্যাডাল্ট মেয়ে বোকার মতো নিজের পিঠ পেতে দিলো লেখার জন্যে আর কাওকে দিয়ে ভেরিফাই করলো না দাঁড়ানোর আগে ? এটা কি ক্যাট-ওয়াক -? নিজের পিঠ নিজে না দেখা গেলেও অন্য কোনো মেয়ে ওদের দেখে বলে দেয়নি যে কি লেখা আছে ? সেখানে মেয়েটার কথা বিশ্বাস করে যে ছেলে গুলো লিখেছে তাদেরকে পুলিশ এ দেওয়ার বা IPC কোড লাগানোর যে দাবি গুলো উঠছে, সেটা টু মাচ লাগছে।

    আর বারলো স্কুল র কেস টা নিয়েও বাড়াবাড়ি হচ্ছে। কয়েকটা বাচ্চা মেয়ে মজা করে ভিডিও তুলেছিল, সেটা ঘটনাচক্রে পাবলিক হয়ে গেছে। ওরা নিশ্চয় ঘরে যথেষ্ট গালাগালি খেয়েছে, সবাই মিলে এবার ওদের মরাল মেসোমশাই না হলেই নয় ? এতো হৈচৈ করতে গিয়ে কেও যদি সুইসাইড এটেম্পট নেয়, সেটা কি ভালো হবে ? কত সেলেব্রিটিদের সেক্স টেপ পাবলিক হয়ে যায়, কোনোদিন শোনা গেছে তাদের কারোর জেল হয়েছে ?
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১১ মার্চ ২০২০ ০৩:৫৫434991
  • শর্মিলা "পাঁচ বার" - অপুর সংসার ডাস নট কাউন্ট । শর্মিলা নিজেই বলেছিলেন - এবার ঘাড় ঘোরাও, এবার নিচে তাকাও - লেভেলের ইন্সট্রাকশন ছিল । অরণ্যের দিনরাত্রি আর সীমাবদ্ধ - অসহ্য । ওই আপওয়ার্ডলি বাঙালির ফেলে আসা বিবেক - যেমন কারিক্যাচেরিশ চরিত্র কন্সেপশন, সেরকম বাজে অভিনয় । বাকি দুটো কি?
  • S | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০৩:৪৯434990
  • শ্রীদেবী শেষকালে কিছু অভিনয় করে গেছেন, যেগুলো ক্যাটালগে জায়্গা করে নেবে।

    অমিতাভ বচ্চনের অভিনয় আমারও ভালো লাগে। ঐ দিওয়ারের সীনটাতে যদিও চোখ ভুরু ঠোঁট কাপিয়ে তিনবার ডিগবাজি দিয়ে "মেরে পাস মা হ্যাঁয়" বলে শশি কাপুর বিখ্যাত হয়েছিলেন, তবুও ঐ জায়্গায় বোঝা যায় বচ্চন যে অন্য লেভেলে অভিনয় করছেন। পিকুতে দারুন অভিনয় করলেন।

    আবারও বলছি মাধুরি দিক্ষিত এখনও ভালো অভিনয় করে দেখাননি। দেড় ইস্কিয়াতে ভালো সুযোগ হাতছাড়া করলেন। অসাধারণ নাচেন। অনেকটা ঋত্বিক রোশন টাইপের ব্যাপার।

    রাণী মুখার্জি বড্ড আনপ্রেডিক্টেবল। কখন যে ভালো করবে আর কখন যে ছড়িয়ে দেবে, সে বলা খুবই মুশকিলের।
  • S | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০৩:৪০434989
  • 'মানিকবাবু নিজেই বলে গেছেন যে অনেককেই সিনেমাতে ব্যবহার করতে হয়েছে তাদের চেহারার জন্য, অভিনয়ের জন্য নয়।' ঃ)))))))))))
    - এইটা আমার মতামত নয়। ইউটিউব খুলে উনার কিছু ইন্টারভিউ দেখুন। পেয়ে যাবেন উক্তিটি।

    তাহলে সুচিত্রা সেন, ললিতা চট্টোপাধ্যায়, জয়া প্রদাকেও সত্যজিৎ রায়ের সিনেমায় অহরহ দেখা যেত। পাঁচ বার একজন অভিনেত্রীকে ব্যভার করলেন তার চেহারার জন্যে?
    - এটা কোনো কথা হল। এ`নদের চেহারা হয়ত চরিত্রের সঙ্গে মানায়নি। জয়া প্রদা কি খুব ভালো বাংলা বলতে পারতেন? সুচিত্রা সেনের অভিনয় ক্ষমতা নিয়ে আমার সন্দেহ আছে। আমি জনগণ বললেই সেসব জিনিসের ফ্যান হয়ে যাইনা। উত্তম-সুচিত্রা পুরোপুরি হাইপড ব্যাপার। ঐসময় পার্শ্বচরিত্রদের অভিনয় দেখার মতন। তাছাড়া দারুন স্ক্রিপ্ট পেতেন। উত্তম কুমার বেশ কিছু সিনেমায় ভালো অভিনয় করেছেন নিঃসন্দেহে।
  • S | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০৩:৩২434988
  • এত চেষ্টা করলাম তারপরও ছাত্রীদের পিঠ বাঁচাতে পারছিনা।
  • অরিন | ১১ মার্চ ২০২০ ০৩:০৭434987
  • "পূর্ণ সহমত @অরিন-দা। কিন্তু আমার দিক থেকে বলতে পারি র ভ'র ঘটনায় ছাত্রী, ছাত্রদের তীব্র নিন্দা করলেও তাদের পুলিশ ডেকে হেনস্থা করা হোক, এটা কোনোভাবেই নয়। এখানে পুলিশের কোনো রোল থাকতে পারেনা। বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের সঙ্গে স্টুডেন্টরা আলোচনায় বসুক। "

    রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা "পুরোটা" জানিনা বলে কোন মন্তব্য করাটা সমীচীন নয় । যেমন ধরো,
    - কে বা করা এই "বসন্ত উৎসবটি" র সংগঠক? ছাত্র সংসদ না ইউনিভার্সিটি কতৃপক্ষ?
    - এটা কি একটা একাডেমিক কনফারেন্স? এটার সঙ্গে ইউনিভার্সিটি একাডেমিক এডমিনিস্ট্রেশন কমিটির বা ম্যানেজমেন্টের কি সম্পর্ক?
    - যে ছেলেমেয়েরা জড়িত তারা কি ইউনিভার্সিটি'র কোড অফ কন্ডাক্ট ভেঙেছে? ভাঙলে কোন clause ভেঙেছে?

    এই প্রশ্নগুলো ওঠা উচিত কারণ একটা স্টুডেন্ট ফেস্ট গোছের অনুষ্ঠানে এই ধরণের বাড়াবাড়ি হয়, এটা নতুন কিছু নয় । ক্যাম্পাসের ঘটনা নিয়ে পাবলিক প্রসিকিউশন সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় পরিচালন কতৃপক্ষই চান না । তবে ভারতের বিশ্ববিদ্যালয় গুলোর কেস অন্য রকম হতেই পারে অবশ্য ।
  • Atoz | 172.69.***.*** | ১১ মার্চ ২০২০ ০৩:০৩434986
  • হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার। আস্তে আস্তে ঘর সামলানো আর ছেলেমেয়ে মানুষ করার অপশনটা ফুলটাইম অপশন হিসেবে পুরুষদের জন্যও ভ্যালিড অপশন হয়ে গেলে, অনেকটাই অগ্রসর হওয়া হবে। অন্ততঃ নারী ও পুরুষ উভয়েই তখন উভয়কে দোষ দেওয়া খানিকটা কমাতে/(অথবা বাড়াতে) পারবে। "তোর জন্যই আমার জীবনটা জ্বলেপুড়ে খাক হল, হাড়মাস কালি হল খেটে খেটে" ---এটা তখন দুই দলই দুই দলকে বলতে পারবে।
  • একক | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০৩:০৩434985
  • এই ইভোলিউশন টা কান্খিত লেভেলে পৌছনর অনেক আগে হেটেরসেক্সুআল ম্যরেজের প্রয়জন ভয়েড হয়ে যাবে, মনে হয়।
  • একলহমা | ১১ মার্চ ২০২০ ০৩:০১434984
  • "ভেবে দেখলাম, সাজগোজ নাচগান গয়নাপাতি নিয়ে মেতে থাকা, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা---এসবও তো কারুর কারুর পছন্দ হতে পারে। ছেলেদের এই অপশনগুলো নেই। এটাই তো অনাচার! ছেলেদের জন্যও এই অপশনগুলো রাখা হোক।"
    হাঃ! এইটা করতেই গিন্নীর সাথে ভেসে এই দেশে এসে উঠেছিলাম। কোথায় বা কি ভূতের ফাঁকি!
  • aka | 172.69.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:৪৬434983
  • ছেলেদের ওপর ছোটোবেলা থেকে প্রচণ্ড চাপ।

    নিজের পায়ে দাড়াতে হবে, দেশ ও দশকে দেখতে হবে, বটগাছ হতে হবে। অ্যাট হোম ড্যাডি হতে চায় বা শুধুই অ্যাট হোম হাবি হতে চায়, ড্যাডিও না, এমন ছেলেকে কোন মেয়েই বিয়ে করবে না।
  • দীপাঞ্জন | 172.69.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:৪৫434982
  • "ছেলেদের জন্যও এই অপশনগুলো রাখা হোক।"

    হচ্ছে । আস্তে আস্তে । ইভোল্যুশন ইস এ স্লো প্রসেস

    The stay-at-home share of U.S. parents was almost identical to what it was in 1989, but there has been a modest increase among fathers. The share of dads at home rose from 4% to 7%, while the share of moms staying at home remained largely unchanged – 27% in 2016 versus 28% about a quarter-century earlier. As a result, 17% of all stay-at-home parents in 2016 were fathers, up from 10% in 1989, the first year for which reliable data on fathers are available.

    https://www.pewresearch.org/fact-tank/2018/09/24/stay-at-home-moms-and-dads-account-for-about-one-in-five-u-s-parents/
  • সে | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:৪১434981
  • সেরকমও আছে। এটা বেশি হয় ইমিগ্র্যান্টদের মধ্যে।
  • Atoz | 172.69.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:৩৯434980
  • ভেবে দেখলাম, সাজগোজ নাচগান গয়নাপাতি নিয়ে মেতে থাকা, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা---এসবও তো কারুর কারুর পছন্দ হতে পারে। ছেলেদের এই অপশনগুলো নেই। এটাই তো অনাচার! ছেলেদের জন্যও এই অপশনগুলো রাখা হোক।
    সেই যে ভালো থাকা-খাওয়ার জন্য মেয়েরা ভিনদেশ থেকে আসে, ভালো উপার্জনকারী পুরুষদের বিয়ে করে সন্তানধারণ ও পালন করে---সেই অপশনগুলো পুরুষদের জন্যও রাখা হোক। ভালো থাকাখাওয়ার জন্য ভিনদেশের গরীব পুরুষরা এসে ভালো উপার্জনকারিণীদের বিয়ে করে সংসার দেখুক, অ্যাট হোম ড্যাড হয়ে ছেলেমেয়ে মানুষ করুক।
    আস্তে আস্তে সমান সমান হয়ে যাক অপশনগুলোও।
  • অর্জুন | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:৩৫434979
  • পূর্ণ সহমত @অরিন-দা। কিন্তু আমার দিক থেকে বলতে পারি র ভ'র ঘটনায় ছাত্রী, ছাত্রদের তীব্র নিন্দা করলেও তাদের পুলিশ ডেকে হেনস্থা করা হোক, এটা কোনোভাবেই নয়। এখানে পুলিশের কোনো রোল থাকতে পারেনা। বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের সঙ্গে স্টুডেন্টরা আলোচনায় বসুক।   

    তবে শহরের স্কুল জীবন গ্রামের স্কুল জীবনের চাইতে অনেক torturous । 

  • সে | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:২৩434978
  • অরিনকে ক।
  • Atoz | 172.69.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:২২434977
  • অরিন, ক কয়ে ক্ক। এক্কেবারে একমত।
    "ওরে পড়াশোনা করিস না, তুই কি শেষে বড় হয়ে গরু চরাবি?" ছোটোবেলা থেকে এই শুনতে শুনতে এক ছেলে একবার ক্ষেপে গিয়ে বলেছিল, "বড় হয়ে মোষ চরাব।" ঃ-)
    (কেজানে কেন তার মনে হয়েছিল মোষ চরানো বেশি কৃতিত্বের! )
  • সে | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:২১434976
  • একটু আগেই ফোনে এসেমেস এসেছিল। এইমাত্র দেখলাম।
  • সে | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০২:২০434975
  • আমাদের পুরো কোয়ারানটাইন হয়ে গেল।
    কাল থেকে অফিসে ঢুকতে দেবে না।
    শুধু একজনকে অফিসে থাকতে হবে প্রত্যেক সপ্তাহে।
    কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশ এসেছে।
    আমাদের মিউনিসিপালিটি ঘন্টাতিনেক আগে এই নিয়ম চালু করে দিল।
    এতে ভাইরাস ছড়াবার সম্ভাবনা কমবে।
  • একলহমা | ১১ মার্চ ২০২০ ০২:০৫434974
  • অরিন | 198.41.238.123 | ১১ মার্চ ২০২০ ০১:৫৭
    এক্কেবারে ঠিক।
  • অরিন | ১১ মার্চ ২০২০ ০১:৫৭434973
  • “ছাত্রদের ভার তাঁরাই লইবার অধিকারী যাঁরা নিজের চেয়ে বয়সে অল্প, জ্ঞানে অপ্রবীণ ও ক্ষমতায় দুর্বলকেও সহজেই শ্রদ্ধা করিতে পারেন; যাঁরা জানেন, শক্তস্য ভূষণং ক্ষমা; যাঁরা ছাত্রকেও মিত্র বলিয়া গ্রহণ করিতে কুণ্ঠিত হন না।”

    আমি যতদিন ভারতে পড়াশোনা করেছি, এই ধরণের বা অন্ততপক্ষ এই মানসিকতায় বিশ্বাস করেন, এমন একজনকেও দেখিনি। বরং চিরকাল শুনে এসেছি আমাদের ব্যাচটাই সবথেকে বাজে, আমাদের অমুকদের দেখে শেখা উচিত, আমরা পড়াশোনা তো করি না, বখে যাওয়া (এটা আমরা ছেলেরাই শুনতাম, মেয়েরা নয়), এবং আমাদের দ্বারা “কিস্যু হবে না”। স্কুল, কলেজ, প্রায় সব মাস্টার মশাইদের কাছে এই শুনে এসেছি।
    আমিও যে মানুষ, আমার চিন্তাভাবনারও যে একটা ভ্যালিডেশন হতে পারে, আমি প্রথম পেনসিলভ্যানিয়াতে মাস্টারস করার সময় জেনেছিলাম। মানে ক্লাসে বসে মুখে ললিপপ গুঁজে ক্লাসের মধ্যে কেউ যে প্রফেসরকে নির্দিধায় বলতে পারে, “ নাউ হ্যাং অন আ মিনিট”, দেখে তাজ্জব বনে গেছিলাম মশাই! পরীক্ষায় পেপার লেখার আগে অধ্যাপক নিজে রুব্রিক ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন, সিমেস্টারের শেষে কে কেমন পড়িয়েছেন তার পরীক্ষা নেওয়া হচ্ছে ছাত্রদের কাছ থেকে, দেখে অবাক হয়ে গেছিলাম। শুধু তাই নয়, পরীক্ষার রেজাল্ট পাবলিকলি ডিক্লেয়ার করাটা ছাত্রদের মনের দিক থেকে কতটা ক্ষতিকর হতে পারে, অতএব করা হবে না, পরীক্ষার রেজাল্ট নিয়ে মাতামাতি দূরে থাক, বিদেশে না এলে জানতে পারতাম না। এরা কি ভারতীয় বিশ্ববিদ্যালয় গুলো থেকে পিছিয়ে আছে? মনে তো হয়না।
  • অর্জুন | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ০১:৫০434972
  • 'পিঞ্জর' আর 'এক হাসিনা থি' তে ঊর্মিলা ফাটাফাটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত