@র২হ ০৯ মার্চ ২০২০ ১১:৩৫
'সমালোচনার জায়গায় সমালোচনা হোক, কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি জনমতে ওঁদের প্রভাব অস্বীকার করার জায়গা নেই।'
ঠাকুরবাড়ি নিয়ে এখানে সকলের আকুলি বিকুলি দেখে সেটা আরো প্রমাণ হয়ে গেল। :-)
@দ্রি, আমি ঠাকুরবাড়ির ইন্সাইডর নই।@এলেবেলে'কে লেখা মেসেজটা পড়ে নেবেন, দ্বারকানাথ সম্পর্কে আমার মতামত জানালাম।
আফিয়াম ট্রেড ও উপনিবেশবাদ নিয়ে আপনার লেখা পড়ার কৌতূহল রইল।
@ন্যাড়া বাবু, 'যখন ছোট ছিলাম' র কোটটা জানি। ব্যাপার হল tone and tenure of one's message বলে একটা কথা আছে। আসলে আপনি জেভাবে বলছিলেন আমিও 'পঞ্চম জর্জ ও যদুনাথ বসু'র উক্তিটি সেই বুঝেই করলাম। অপরাধ মার্জনা করবেন।
'আভিজাত্যে ভজভজ করছেন, কৌলীন্যে কুলকুল, পান্ডিত্যে পনপন, সম্পর্কে সমসম, এরিউডিশন উডউড' পড়ে আমি বেশ আপ্লূত। এসব গুণ যেকোনো উৎকৃষ্ট মিষ্টান্নে থাকে। আমি সব সময় মনে করি বাঙালি জাতির সেরা কৃতিত্ব তাদের মিষ্টান্নে। ঃ-))
@PM.
বেশ। বুঝতে না পারার জন্যে মার্জনা চাইলাম।
“তবে যে ছেলেটি মেয়েটির পিঠটাকে ব্যবহার করেছিল তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার সওয়াল না করলে আপনার রাজনৈতিক সততা নিয়ে আমার সন্দেহ রয়ে যাবে।”
যাক আমি তবে পিটির মতে নির্দোষ।